Khetlal Adventure Club

  • Home
  • Khetlal Adventure Club

Khetlal Adventure Club ক্ষেতলাল উপজেলার ভ্রমণপিপাসুদের ভ্রমণ কাহিনী দেখতে আমাদের পেজের সাথেই থাকুন।
(6)

23/07/2022
আমাদের উপদেষ্টা ❤️
14/03/2021

আমাদের উপদেষ্টা ❤️

#জয়পুরহাটে_গৌরব

অভিনন্দন, এগিয়ে যান...

ছোট কাল থেকেই একটি শিশু চরম ডানপিঠে। পাড়া মহল্লার পুকুর, নদী , গাছপালা, বিস্তৃত ফসলের মাঠে ঘুরে বেড়াতে বেড়াতে একে একে শেষ করেছেন দেশের ৬৪টি জেলা শহরের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গুলো ।

বলছিলাম আমাদের জয়পুরহাটের বটতলী এলাকার আহাদ আলীর সুসন্তান ফাজলে এলাহী সুমনের কথা ।

দেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে বিগত পাঁচ বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জেলার এই কৃতিসন্তান।

দেশের ৬৪ জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো সহ দক্ষিণ বঙ্গের নিলাভ নয়নাভিরাম সৌন্দর্য কে সর্বাঙ্গে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য-চিরায়ত বাংলার অনিন্দ্য-রূপ ও সৌন্দর্যকে ভিত্তি করে পর্যটন খাতের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করা ।

এ যাবত পর্যন্ত ২ হাজার দেশী পর্যটক ও ৫০০ জন বিদেশী পর্যটককে সেবা দিয়েছেন তিনি।

ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইউরোপ, ইউকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার শত শত পর্যটক সুমনের সেবা নিয়েই ঘুরে গেছেন শ্যামল বাংলাদেশকে।

ঢাকার উত্তরাতে নিজে প্রতিষ্ঠা করেছেন "স্টার্টলিংক এয়ার ট্রাভেলস এন্ড কনসালটেন্সি "

ঠিকানাঃ বিএনএস সেন্টার, লিফট ৫, রুম নাম্বার ৬০৮, সেক্টর ০৭, উত্তরা, ঢাকা।

নিজের প্রতিষ্ঠান থেকেই আন্তর্জাতিক প্যাকেজ ট্যুর- ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, ইন্দোনেশিয়া, তুরস্কের প্যাকেজ পরিচালনা করেন তিনি। ইতিমধ্যে দেশী বিদেশী পর্যটকদের নিকট খুব আস্থাশীল হয়ে উঠেছেন সুমন ।

জয়পুরহাট সহ সারা দেশের পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরার যে কর্মপ্রয়াস তা নিঃসন্দেহে আমাদের নিকট আনন্দের ও গর্বের।

- লালন হোসেন

13/02/2021
24/01/2021

তিয়াষ মুখোপাধ্যায়"এটা আমার বা কারও একার অভিযান নয়। এটা আমার দেশের জন্য অভিযান। এটা সমস্ত পর্বতারোহণ জগতের জন্য এ.....

23/01/2021
অভিনন্দন
17/01/2021

অভিনন্দন

17/01/2021
ইতিহাস গড়ে ফেলেছে Nirmal Purja এবং নেপালী শেরপা দল। এর আগে ৩০ বারেও যা একজন করে দেখাতে পারে নি, এবার তারা ১০ জন মিলে সেই...
16/01/2021

ইতিহাস গড়ে ফেলেছে Nirmal Purja এবং নেপালী শেরপা দল। এর আগে ৩০ বারেও যা একজন করে দেখাতে পারে নি, এবার তারা ১০ জন মিলে সেই অসাধ্য সাধন করলো।

'Mount K2' হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। পাকিস্তানে অবস্থিত এর চূড়ার উচ্চতা ৮৬১১ মিটার। অবস্থানে দ্বিতীয় হলেও এই চূড়াকে বলা হয় 'King Of Mountain'. চূড়াটা জয় করা হয়েছিলো সেই ১৯৫৪ সালেই তবে এই ২০২১ সালে এসেও কেউই শীতকালে K2 জয় করতে পারে নি।

এর আগে বহুবার চেষ্টা করা হয় শীতে K2 সামিট করার, কিন্তু একবারও সফলতা আসে নি। ২০০৩ সালে জর্জিয়া, উজবেকিস্তান আর কাজাখস্তানের কিছু ক্লাইম্বার সর্বোচ্চ ৭৬৫০ মিটার পর্যন্ত যেতে পেরেছিলো।

সেই অসাধ্য সাধনের লক্ষ্যে বিশ্বখ্যাত কিছু পর্বতারোহী সিদ্ধান্ত নেয় এই শীতে K2 সামিট করার। প্রথম থেকেই দুইটা দলে বিভক্ত হয়ে চলছিলো সামিটের কার্যক্রম।

এক দলের লিডার ছিলেন 'নির্মল পূজা'। পৃথিবীতে আট হাজার মিটার উচ্চতার পাহাড় আছে মাত্র ১৪ টি। সবচেয়ে কম সময়ে এই ১৪ টি চূড়ার জয় করার অবিস্মরণীয় রেকর্ড গড়েছিলেন এই 'নির্মল পূজা'।

অন্য দলটা প্রফেশনাল শেরপাদের। এই দলে ছিলো 'মিংমা ডেভিড শেরপা', 'দাওয়া তেনজিং শেরপা', 'গেলজি শেরপা', 'কিলি পেম্বা শেরপা', সহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট শেরপা।

'বেজ ক্যাম্প' পর্যন্ত দুই গ্রুপ আলাদা ভাবে যাত্রা শুরু করলেও 'ক্যাম্প ১' থেকে দুই দলই সিদ্ধান্ত নেয় একসাথে যাত্রা শুরু করার। মাঝে প্রচন্ড ঠান্ডায় বেশ কয়েকদিন অভিযান স্থগিত রাখতে হয়। এর মধ্যে আবার একদিন রাতে প্রচন্ড ঝড় উঠে ক্লাইম্বারদের সমস্ত তাবু ধ্বংস করে দেয়।

কিন্তু তারা দমে যায় নি। নতুন উদ্দোমে শুরু করেছে তাদের যাত্রা। GPS সিস্টেমের মাধ্যমে বাইরের দুনিয়াকে মাঝেমাঝে জানাচ্ছিলো তাদের অবস্থান। অবশেষে এই কিছুক্ষণ আগে তারা জয় করেছে 'Mountain K2', আরো একবার প্রমাণ করেছে মানুষের কাছে অসাধ্য কিছু নেই।

সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা তারা যেনো সুস্থভাবে ফিরে আসতে পারে। K2 তে মৃত্যুর হার ২৯%, আর এর বেশির ভাগ মৃত্যুই ঘটে নেমে আসার সময়। আমরা আশাবাদী তারা সবাই সফল ভাবেই নেমে আসবে আর পৃথিবীবাসী তাদের মুখ থেকে শুনতে পারবে এক অবিস্মরণীয় গল্প।

বাইক ট্যুর ৩৮০+ কিঃমিঃবনলতা সেনের নাটোর ও সুচিত্রা সেনের পাবনা।
15/11/2020

বাইক ট্যুর ৩৮০+ কিঃমিঃ
বনলতা সেনের নাটোর ও সুচিত্রা সেনের পাবনা।

কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ছবিগুলো পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে তুলেছেন ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাবের প্রচার সম্পাদক আশরা...
12/11/2020

কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ছবিগুলো পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে তুলেছেন ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল আলম।

শুভ জন্মদিন গুরু ❤টিংকু চৌধুরী।
05/10/2020

শুভ জন্মদিন গুরু ❤
টিংকু চৌধুরী।

30/09/2020

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্বোধন করবেন  প....

27/09/2020

আজকে ২৭ সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস।
সবাইকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা।

খাঁটি ট্র্যাভেলারদের সংসার🥰😍দুজনই যখন ভ্রমনপ্রিয় তখন তাদের সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র 🙂❤
23/09/2020

খাঁটি ট্র্যাভেলারদের সংসার🥰😍

দুজনই যখন ভ্রমনপ্রিয় তখন তাদের সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র 🙂❤

22/09/2020

ইবনে বতুতা বাংলায় অবস্থান করেন পৌনে দুই মাসের মতো। বাংলার জনজীবনকে...

অতিরিক্ত অক্সিজেন ছাড়া ১০ বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী অ্যাং রিটা শেরপা গতকাল ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বা...
22/09/2020

অতিরিক্ত অক্সিজেন ছাড়া ১০ বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী অ্যাং রিটা শেরপা গতকাল ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭২ বছর বয়সে!
তার মেয়ের বাড়ি কাঠমুন্ডুতে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৮৩ সালে প্রথম এভারেস্ট জয় শুরু তার। পুরো শীতের সময়েও এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন তিনি। এই বেপরোয়া অভিযানের পর তিনি "স্নো লিওপার্ড" নামে বিখ্যাত হয়ে উঠেন। ১৯৯৬ সালে শেষবারের মতো এভারেস্টে পা রেখেছিলেন। ১৯৪৮ সালে পূর্ব নেপালের সলুখুম্বু জেলার থামে গ্ৰামে নিতান্ত দরিদ্র পরিবারে জন্মেছিলেন অ্যাং।

14/09/2020
12/09/2020

মূল হোটেল বিল্ডিংয়ের সাথে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের সুবিধার্থে ১২টি পৃথক ভিলা, আধুনিক ক....

মুহাম্মদ রাসেল খন্দকার উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।
12/09/2020

মুহাম্মদ রাসেল খন্দকার
উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।

10/09/2020

বান্দরবান শহর থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা সম্ভব এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করে।

08/09/2020

ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বেড়াতে গেলে সরকারই আপনার বেড়ানোর খরচ দেবে। পর্যটকদের আকৃষ্ট করতে ট্যুরিস্ট ইনসেনটিভ ...

ইঞ্জিনিয়ার রওনক শাহরিয়ার চৌধুরী পৃথুলউপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।
07/09/2020

ইঞ্জিনিয়ার রওনক শাহরিয়ার চৌধুরী পৃথুল
উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।

এস. এম. নেকমাহমুদ আর্গন উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।
06/09/2020

এস. এম. নেকমাহমুদ আর্গন
উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।

🐅 🐅 🐅 🐅 🐅 🐅গবেষক ও কর্মকর্তারা মনে করেন, পাবর্ত্য অঞ্চলের জঙ্গলেও সুন্দরবনের মতো বসবাস করতে পারবে বাঘ। বিস্তারিত পড়ুন এই...
03/09/2020

🐅 🐅 🐅 🐅 🐅 🐅
গবেষক ও কর্মকর্তারা মনে করেন, পাবর্ত্য অঞ্চলের জঙ্গলেও সুন্দরবনের মতো বসবাস করতে পারবে বাঘ। বিস্তারিত পড়ুন এই লিঙ্কে--> https://bbc.in/3hXp6fJ

02/09/2020

ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:- ক্ষেতলাল উপজেলার সকল ভ্রমণ পিপাসুদের নিয়ে ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব যাত্রা শুরু করে ....

02/09/2020

করোনাভাইরাসের কারণে পাঁচ মাস ১৩ দিন বন্ধ থাকার পর বেড়ানোর জন্য বিভিন্ন শর্তে সীমিত পরিসরে উন্মুক্ত হয়েছে সাজেক ......

ফাজলে এলাহী সুমন উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।
02/09/2020

ফাজলে এলাহী সুমন
উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।

লাংলোক বা লিলুক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্না। এর উচ্চতা প্রায় ৩৯৩ ফুট। তিন্দু থেকে খুব কাছেই এর অবস্থান।  আর ট্রেকিং ...
01/09/2020

লাংলোক বা লিলুক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্না। এর উচ্চতা প্রায় ৩৯৩ ফুট। তিন্দু থেকে খুব কাছেই এর অবস্থান। আর ট্রেকিং র‍্যুটটাও বিগিনার লেভেলের।
📷 Hit the trail হতে সংগৃহীত।

এডভোকেট এস. এম. মোরশেদপ্রধান উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।
01/09/2020

এডভোকেট এস. এম. মোরশেদ
প্রধান উপদেষ্টা, ক্ষেতলাল এডভেঞ্চার ক্লাব।

29/08/2020

বরগুনার আমতলীতে উদ্ধার হওয়া তিন শিশুকে থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র।
26/08/2020

মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khetlal Adventure Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share