Lalbagh Travels

Lalbagh Travels Air Ticket
(International & Domestic)
Tourists / Business Visa Processing
India, China, Malaysia, Singapore, Thailand, Canada, Us, Uk

Your Trusted Travel Pertner

 #বাংলাদেশ এর উঁচু ভবন (সম্পন্ন ও নির্মাণাধীন)।
15/01/2025

#বাংলাদেশ এর উঁচু ভবন (সম্পন্ন ও নির্মাণাধীন)।


আব্বার ১৯৭১ সালের অক্টোবর মাসের ঢাকা টু সিলেটর বিমান টিকিট, ভাড়া ছিল ৩৮ টাকা। আজ থেকে ৫৩ বছর আগে ।
12/01/2025

আব্বার ১৯৭১ সালের অক্টোবর মাসের ঢাকা টু সিলেটর বিমান টিকিট, ভাড়া ছিল ৩৮ টাকা। আজ থেকে ৫৩ বছর আগে ।

12/01/2025

#বোয়িং_৭৮৭_বিমানের_ব্রেক_ইউনিট_পরিবর্তন: একটি চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

বিমান রক্ষণাবেক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। বিশেষ করে বোয়িং ৭৮৭-এর মতো আধুনিক বিমানের ক্ষেত্রে প্রতিটি অংশের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ অত্যাবশ্যক, যাতে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা যায়। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ব্রেক ইউনিট পরিবর্তন।

বোয়িং ৭৮৭-এর ব্রেক ইউনিট অত্যন্ত শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির তৈরি। এটি শুধু বিমানের অবতরণের সময় নয়, ট্যাক্সিং ও পার্কিংয়ের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইউনিট নির্ভরযোগ্য না হলে বিমান অবতরণের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। তাই সময়মতো ও সঠিক উপায়ে ব্রেক ইউনিট পরিবর্তন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#প্রক্রিয়ার_ধাপগুলো

১. তাপমাত্রা নিয়ন্ত্রণ: ব্রেক ইউনিটগুলো অধিক মাত্রায় তাপ উৎপন্ন করে। তাই ইউনিট পরিবর্তনের আগে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে হয়।
২. পুরানো ব্রেক ইউনিট অপসারণ: যথাযথ সরঞ্জাম ব্যবহার করে পুরানো ব্রেক ইউনিট নিরাপদভাবে অপসারণ করা হয়।
৩. নতুন ইউনিট স্থাপন: নতুন ব্রেক ইউনিট স্থাপন করার পর সঠিকভাবে সংযুক্তি ও বল্ট ফিটিং পরীক্ষা করা হয়।
৪. পরীক্ষা ও নিশ্চিতকরণ: স্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পর বেশ কয়েকটি পর্যায়ে পরীক্ষা চালিয়ে নিশ্চিত করা হয় যে ব্রেক ইউনিট ঠিকভাবে কাজ করছে।

ব্রেক ইউনিট পরিবর্তনের প্রক্রিয়ায় যান্ত্রিক দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাছাড়া এই ধরনের কাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে কোনো ধরনের ত্রুটি বা ত্রুটিপূর্ণ সংযোগ না ঘটে। একটিমাত্র ভুল বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বোয়িং ৭৮৭-এর মতো আধুনিক বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ একদিকে যেমন দক্ষ কর্মীদের চ্যালেঞ্জিং অভিজ্ঞতা প্রদান করে, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যৎ বিমান ভ্রমণকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলে। এই প্রক্রিয়া শুধু একটি টেকনিক্যাল কাজ নয়, এটি বিমান শিল্পে কাজ করা প্রতিটি মানুষের জন্য গর্ব ও দায়িত্ববোধের প্রতীক।


  Service : ✈️ AIR TICKET(International & Domestic🌏 Visa Possessing India, China, Malaysia, Singapore, Vietnam, Indonesi...
04/01/2025



Service :
✈️ AIR TICKET
(International & Domestic
🌏 Visa Possessing
India, China, Malaysia, Singapore, Vietnam, Indonesia, Japan, Canada, Uk, US.

:
78 Moulvibazar Trade Center,
Level # 3, Shop # 24
Moulvibazar Dhaka-1210

Hotline: 01975 616258


বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য চালু হয়েছে থাইল্যান্ডের ই-ভিসা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু ...
02/01/2025

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য চালু হয়েছে থাইল্যান্ডের ই-ভিসা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।

ঢাকার থাই দূতাবাসের তথ‌্য বল‌ছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-ভিসা ই-মেইলে পাঠানো হবে। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।

৫ জানুয়ারির মধ্যে নতুন প্রজ্ঞাপন চান বাদ পড়া চাকরিপ্রার্থীরাঅনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি ও অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে চলে আসবে ভিসা। থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিংকে https://www.thaievisa.go.th/

এর আগে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

এনআই/এমএসএ

সৌদি যুবরাজ প্লেন ফ্লাইটে তার 80টি বাজপাখির জন্য টিকিট কেনেন।সৌদি আরব এবং আশেপাশের দেশগুলোর ধনী ব্যক্তিরা তাদের বাজপাখিদ...
01/01/2025

সৌদি যুবরাজ প্লেন ফ্লাইটে তার 80টি বাজপাখির জন্য টিকিট কেনেন।

সৌদি আরব এবং আশেপাশের দেশগুলোর ধনী ব্যক্তিরা তাদের বাজপাখিদের প্লেনে নিয়ে যাওয়ার জন্য টিকিট কিনে থাকেন। বেশ কিছু এয়ারলাইন্স, যেমন Etihad Airways, Qatar Airways, Emirates, এই ধরনের পাখিদের প্লেনে আনার অনুমতি দেয়।

রেডেন পার্ক ইন্টারন্যাশনাল সেন্টার, হাংজু, চীনে অবস্থিত একটি অত্যন্ত বৃহৎ আবাসিক কমপ্লেক্স। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে...
01/01/2025

রেডেন পার্ক ইন্টারন্যাশনাল সেন্টার, হাংজু, চীনে অবস্থিত একটি অত্যন্ত বৃহৎ আবাসিক কমপ্লেক্স। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন হিসেবে পরিচিত, যেখানে ৩০,০০০ এরও বেশি বাসিন্দা বসবাস করছেন। কমপ্লেক্সটি ৬৭ তলা বিশিষ্ট, যার মধ্যে ৬,৭০০টি আবাসিক ইউনিট রয়েছে এবং এর মোট আয়তন প্রায় ১৬,০০,০০০ বর্গমিটার। এটি একটি আধুনিক শহুরে পরিবেশে নির্মিত, যা বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্যিক সুবিধা এবং বিনোদনমূলক সেবা প্রদান করে। এখানে স্কুল, হাসপাতাল, দোকান, রেস্টুরেন্ট, সিনেমা এবং একটি ইনডোর ওয়াটার পার্ক রয়েছে। এই প্রকল্পটি চীনের আধুনিক স্থাপত্য কৌশল এবং শহুরে উন্নয়নের চমৎকার উদাহরণ, যা ব্যাপক জনসংখ্যার জন্য টেকসই আবাসন এবং উন্নত নাগরিক সুবিধা সরবরাহ করে।

Writer: Abdullah Bin Mahbub 📝
Source: Hidden Space ✨🌌

এক পাশে আমেরিকা অন্য পাশে কানাডা মাঝ খানে নায়াগ্রা জলপ্রপাত।
27/12/2024

এক পাশে আমেরিকা অন্য পাশে কানাডা মাঝ খানে নায়াগ্রা জলপ্রপাত।

বিশ্বের যে কোন দেশের ভিসা প্রসেসিং সার্ভিস দিচ্ছে   । সহজেই ভিসা প্রসেস করে আপনিও ঘুরে আসতে পারেন আপনার স্বপ্নের দেশ। ত...
25/12/2024

বিশ্বের যে কোন দেশের ভিসা প্রসেসিং সার্ভিস দিচ্ছে ।

সহজেই ভিসা প্রসেস করে আপনিও ঘুরে আসতে পারেন আপনার স্বপ্নের দেশ।

তাই দেরি না করে আজই যোগাযোগ করুন….

📲Connect us with 01975 616258

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ

Lalbagh Travels
78, Moulvibazar Trade Center
Level # 3, (Shop # 24)
Moulvibazar, Dhaka -1210

Hotline : 01975 616258


বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।Lalbagh Travels
23/12/2024

বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।
Lalbagh Travels



বাংলাদেশ সীমান্তের ওপারে পেট্রাপোলে নতুন মেট্রোরেল স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
23/12/2024

বাংলাদেশ সীমান্তের ওপারে পেট্রাপোলে নতুন মেট্রোরেল স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।





22/12/2024
 #বিজয়_দিবস_উদযাপনে_আকাশে_প্লেন_চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট! ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে ...
21/12/2024

#বিজয়_দিবস_উদযাপনে_আকাশে_প্লেন_চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট!

ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সেসনা ১৭২ নামক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেনে। মোট ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে তিনি আকাশে বাংলাদেশের মানচিত্রের লাইন বরাবর বিমান চালিয়ে এই কাজটি করেছেন। তার এই গতিপথ ফ্লাইট রাডারে বাংলাদেশের মানচিত্র হিসেবে ধরা দিয়েছে। এই সময়ে তিনি মোট ২৯০ নটিক্যাল মাইল ( প্রায় ৫৩৭ কিলোমিটার) পথ অতিক্রম করেন!

Lalbagh Travels

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥টিকিটের মূল্য:  ✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা ...
19/12/2024

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥

টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা
শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা

✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।
রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।

⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]

রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

📸 Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস

#কক্সবাজার #ট্রেন #রেল

Address

78, Moulvibazar Trade Center, , 3rd Floor, ( Shop # 24) , Moulvibazar, Dhaka-1211
Dhaka
1210

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801975616258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalbagh Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lalbagh Travels:

Videos

Share

Category