BD Tour International Ltd

  • Home
  • BD Tour International Ltd

BD Tour International Ltd BD Tour International ltd is one of the leading travel Company.
(16)

বিডি ট্যুর পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
25/12/2023

বিডি ট্যুর পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

20/12/2023

পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ সুন্দরবনে আপনাদের সকলকে স্বাগতম। সুন্দরবন আমাদের প্রতি মাসেই ট্যুর থাকছে। এসি কেবিন এবং নন এসি সহ সব ধরনের ব্যাসেল আমাদের কাছে পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী।

🌿 #সুন্দরবন_ভ্রমণ🌿
সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি।

(খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের প্যাকেজ সহ ফুল শিপ রিজার্ভ নেওয়ার ক্ষেত্রে পাবেন আকর্ষনীয় ডিস্কাউন্ট)

প্যাকেজ মুল্যঃ সর্বনিম্ন ৮,৫০০ টাকা থেকে শুরু করে ২২,৫০০ টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ ক্যাটাগরিওয়াইজ পভাইড করতে পারবো

🍂🍂🍂 #ভ্রমণ_স্পট🍂🍂🍂
✅হাড়বাড়িয়া অথবা আন্দার মানিক
✅জামতলা সী-বিচ
✅কটকা অফিস পাড়
✅টাইগার পয়েন্ট
✅কচিখালি
✅ডিমের চর
✅করমজল
✅ক্যানেল ক্রুজিং।
অথবা-
✅হাড়বাড়িয়া অথবা আণ্দার মানিক
✅জামতলা সী-বিচ
✅কটকা অফিস পাড়
✅হিরন পয়েন্ট
✅দুবলার চর
✅করমজল
✅ক্যানেল ক্রুজিং।

নোটঃ ওয়েদার ভালো থাকলে অবশ্যই হিরন পয়েন্ট, দুবলা যাবে।

🍂🍂খাবার 🍂🍂
প্রতিদিন ৩ বার স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং
কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

🧚🧚১ম দিন🧚🧚
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে যাবে, পশুর নদী ধরে শিপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে। দুপুরের স্নাক্স করে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে। আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শিপে ফিরে আসবো। শিপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শিপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

🧚🧚২য় দিন🧚🧚
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বিচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর "এর মিলন স্থান।
এরপরে যাবো কটকা অফিস পারে টাইগার টিলার উদ্দেশ্যে, কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শিপে৷ শিপ যাবে "কচিখালি" অথবা হিরন পয়েন্টের উদ্দেশ্যে। "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শিপে। শিপে করে যাবো ডিমের চর
মনোরম সুন্দর সী বিচে থাকবো সন্ধার পর পর্যন্ত। অথবা "হিরন পয়েন্ট" এবং "দুবলার চর" দেখবো,
তারপর ফিরবো শিপে। শিপ চলবে করমজলের উদ্দেশ্যে।

🧚🧚৩য় দিন🧚🧚
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শিপে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো।

🧚🧚নিরাপত্তা🧚🧚
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🌿 #সুন্দরবন_ভ্রমণের_করনীয়🌿
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা।
🌿হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
🌿আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

💢💢সাথে কি কি রাখতে হবে💢💢
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন।
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
✅✅ #খাবার_ম্যানু✅✅
বুফে ---------

বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্মেশনের জন্য ৫০% এ্যাডভান্স করতে হবে।

ব্যাংক একাউন্টঃ
Dutch Bangla Bank Ltd
A/C Name: BD Tour International Ltd
Branch: Shimrail
A/C No: 1281100036117

#বিকাশ একাউন্টঃ 01969-195000 (মার্চেন্ট নাম্বার)
Email: [email protected]
Mobile: 01872-604006, (WhatsApp)

ঢাকা অফিসঃ বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড ৫৩ পুরানা পল্টন বাইতুল আবেদ টাওয়ার লিফটের ১১ তলা ঢাকা।

খুলনা অফিসঃ বি আই ডব্লিউ টি এ / ৪ নং ঘাট খুলনা

20/12/2023

🐅🌿এবার থার্টি ফাস্ট নাইট হবে সুন্দরবনে🐅🌿

🌲সুন্দরবন ভ্রমন করুন🐅🌿ভয়ংকর সুন্দরের খোঁজে চলুন ঘুরে আসি সুন্দরবন।
🌲 Special Tour Date🌲
📆ডিসেম্বর ২২,২৩,২৪
📆ডিসেম্বর ২৯,৩০,৩১ (থার্টি-ফাস্ট নাইট)

🛳 শিপের নামঃ এম ভি পাইরেটস আফ দ্যা সুন্দরবন, সম্পূর্ণ লাক্সারি এসি শিপ, প্রতিটি রুমের সাথে এটাস্ট বাথরুম।

🌿প্যাকেজ ডেটঃ ২২,২৩,২৪ এবং ২৯,৩০,৩১ ডিসেম্বর,
🗾প্যাকেজ রেটঃ
✅জন প্রতি ১৫০০০/- (কাপল বেড, থ্রী বেড, ফোর বেড + এটাস্ট বাথরুম)

🌿ভ্রমনের স্থান🌿
১। 🧞‍♂️আন্দারমানিক/হারবাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার,
২। 🗾কটকা অভয়ারণ্য,
৩। 🌳⛱️জামতলা সি বিস ,
৪। 🗼জামতলা ওয়াচ টাওয়ার,
৫।🦌 হিরন পয়েণ্ট (নীল কমল)
৬। 🐊 দুবলার চড় (আলোর কোল সুটকি পল্লি),
৬। 🐒 দুবলার (চড় নিউ মার্কেট ও সি-বিস্),
৭। 🛶 আলোর কোল ক্যানেল ক্রুজিং (সময় সাপেক্ষে)
৮। 🐊 করমজল ইকো-ট্যুরিজম সেন্টার (কুমিরের প্রজনন কেন্দ্র)

⛈ {আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে ভ্রমনের স্থানগুলো আগে পরে অথবা পরিবর্তন হতে পারে (ফরেষ্টের অথরিটির অনুমতি সাপেক্ষে)}

✅✅খাবার ম্যানু✅✅

🧚🧚১ম দিন🧚🧚
✅সকাল: ওযেলকাম ড্রিঙ্কস, ব্রেড, বাটার,জেলি, ডিম সিদ্ধ, কলা,মধু, চা/কফি কনফ্লেক্স,দুধ ।
✅বেলা ১১ টা- কেক,ফল, চা/কফি।
✅দুপুরে: সাদা ভাত, লাউ চিংড়ি, আলু ভর্তা ,লইটা শুটকি ভূনা ,মাছের দোপেয়াজু, চিকেন কারী, ডাল ,সালাদ, মিষ্টি/সেমাই।
✅সন্ধা:৬:০০ কর্ন সুপ,ফ্রেঞ্চ ফ্রাই,চিকেন ফ্রাই ,চা,কফি।
✅রাত্রে: বাসমতি সাদা ভাত,মিক্স সবজি,পেপে/বেগুন ভর্তা,শাখ ভাজি,রূপচাঁদা মাছ, হাসের মাংশ,মুড়িগন্ড,সালাদ,পায়েশ।

🧚🧚২য়দিন🧚🧚
✅সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
জঙ্গল সাফারিতে আপেল।
✅সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিম অমলেট, আচার, ঘি,মরিচের ভর্তা,সালাদ, চা/কফি।
✅বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
✅দুপুরে: সাদাভাত, কলা ভর্তা ,চিংড়ি শাক,মাছা ভর্তা, ফাইশা মাছ দোপেয়াজো,,চিকেন ভূনা্ , ডাল, সালাদ দই ।
✅সন্ধা ৬টা- শীতের পিঠা , চা/কফি।
✅রাত্রে: লুচি পরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

🧚🧚৩য়দিন🧚🧚
✅সকালে: পরাটা,মিক্স সবজি,কলিজা ভূনা,ডিম ওমলেট,হালুয়া,ডাল,চা-কফি।
✅বেলা ১১টা- শরবত, ড্রাই কেক, চা/কফি।
✅দুপুরে- প্লেন পোলাউ,বেগুন ভাজি,ডিমের কোরমা,গরুর মাংশ,চাইনিজ সবজি,বাগদা চিংড়ি ভূনা,সালাদ,মিস্টি,কোল্ডড্রিংক্স।
✅বিকেলে- চিকেন চাউমিন ,চা/কফি।
চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

💢বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্মেশনের জন্য ৫০% এ্যাডভান্স করতে হবে।

🏛ব্যাংক একাউন্টঃ
Dutch Bangla Bank Ltd
A/C Name: BD Tour International Ltd
Branch: Shimrail
A/C No: 1281100036117

#বিকাশ একাউন্টঃ 01969-195000 (মার্চেন্ট নাম্বার)

📩[email protected]
📲01872-604006, (WhatsApp)

🚧 অফিসঃ বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড ৫৩ পুরানা পল্টন বাইতুল আবেদ টাওয়ার লিফটের ১১ তলা ঢাকা।

🚧 অফিসঃ বি আই ডব্লিউ টি এ / ৪ নং ঘাট খুলনা

🌲সুন্দরবন ভ্রমন করুন🐅🌿ভয়ংকর সুন্দরের খোঁজে চলুন ঘুরে আসি সুন্দরবন।🧞‍♂️ Special Tour Date: # ডিসেম্বর ২২/২৩/২৪, # ডিসেম্ব...
19/12/2023

🌲সুন্দরবন ভ্রমন করুন🐅🌿ভয়ংকর সুন্দরের খোঁজে চলুন ঘুরে আসি সুন্দরবন।
🧞‍♂️ Special Tour Date:
# ডিসেম্বর ২২/২৩/২৪,
# ডিসেম্বর ২৯/৩০/৩১ (থার্টি-ফাস্ট নাইট)

# শিপের নামঃ এম ভি পাইরেটস আফ দ্যা সুন্দরবন, সম্পূর্ণ লাক্সারি এসি শিপ, প্রতিটি রুমের সাথে এটাস্ট বাথরুম।

# প্যাকেজ ডেটঃ ২২/২৩/২৪ এবং ২৯/৩০/৩১ ডিসেম্বর,

#প্যাকেজ রেটঃ
@ জন প্রতি ১৫০০০/- (কাপল বেড, থ্রী বেড, ফোর বেড + এটাস্ট বাথরুম)

# # ভ্রমনের স্থানঃ
১। 🧞‍♂️আন্দারমানিক/হারবাড়িয়া ইকো-ট্যুরিজম সেন্টার,
২। 🗾কটকা অভয়ারণ্য,
৩। 🌳⛱️জামতলা সি বিস ,
৪। 🗼জামতলা ওয়াচ টাওয়ার,
৫।🦌 হিরন পয়েণ্ট (নীল কমল)
৬। 🐊 দুবলার চড় (আলোর কোল সুটকি পল্লি),
৬। 🐒 দুবলার (চড় নিউ মার্কেট ও সি-বিস্),
৭। 🛶 আলোর কোল ক্যানেল ক্রুজিং (সময় সাপেক্ষে)
৮। 🐊 করমজল ইকো-ট্যুরিজম সেন্টার (কুমিরের প্রজনন কেন্দ্র)।
# # {আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে ভ্রমনের স্থানগুলো আগে পরে অথবা পরিবর্তন হতে পারে (ফরেষ্টের অথরিটির অনুমতি সাপেক্ষে)},

#খাবার_ম্যানু:
িন:
সকাল: ওযেলকাম ড্রিঙ্কস, ব্রেড, বাটার,জেলি, ডিম সিদ্ধ, কলা,মধু, চা/কফি কনফ্লেক্স,দুধ ।
বেলা ১১ টা- কেক,ফল, চা/কফি।
দুপুরে: সাদা ভাত, লাউ চিংড়ি, আলু ভর্তা ,লইটা শুটকি ভূনা ,মাছের দোপেয়াজু, চিকেন কারী, ডাল ,সালাদ, মিষ্টি/সেমাই।
সন্ধা:৬:০০ কর্ন সুপ,ফ্রেঞ্চ ফ্রাই,চিকেন ফ্রাই ,চা,কফি।
রাত্রে: বাসমতি সাদা ভাত,মিক্স সবজি,পেপে/বেগুন ভর্তা,শাখ ভাজি,রূপচাঁদা মাছ, হাসের মাংশ,মুড়িগন্ড,সালাদ,পায়েশ।
িন:
সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
জঙ্গল সাফারিতে আপেল।
সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিম অমলেট, আচার, ঘি,মরিচের ভর্তা,সালাদ, চা/কফি।
বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
দুপুরে: সাদাভাত, কলা ভর্তা ,চিংড়ি শাক,মাছা ভর্তা, ফাইশা মাছ দোপেয়াজো,,চিকেন ভূনা্ , ডাল, সালাদ দই ।
সন্ধা ৬টা- শীতের পিঠা , চা/কফি।
রাত্রে: লুচি পরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।
িন:
সকালে: পরাটা,মিক্স সবজি,কলিজা ভূনা,ডিম ওমলেট,হালুয়া,ডাল,চা-কফি।
বেলা ১১টা- শরবত, ড্রাই কেক, চা/কফি।
দুপুরে- প্লেন পোলাউ,বেগুন ভাজি,ডিমের কোরমা,গরুর মাংশ,চাইনিজ সবজি,বাগদা চিংড়ি ভূনা,সালাদ,মিস্টি,কোল্ডড্রিংক্স।
বিকেলে- চিকেন চাউমিন ,চা/কফি।
চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

#বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্মেশনের জন্য ৫০% এ্যাডভান্স করতে হবে।

#ব্যাংক একাউন্টঃ
Dutch Bangla Bank Ltd
A/C Name: BD Tour International Ltd
Branch: Shimrail
A/C No: 1281100036117

#বিকাশ একাউন্টঃ 01969-195000 (মার্চেন্ট নাম্বার)

#মেইলঃ [email protected]

#মোবাইল: ☎️01872-604006, (WhatsApp)


🚧 অফিসঃ বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড ৫৩ পুরানা পল্টন বাইতুল আবেদ টাওয়ার লিফটের ১১ তলা ঢাকা।

🚧 অফিসঃ বি আই ডব্লিউ টি এ / ৪ নং ঘাট খুলনা

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এই জয়...
17/12/2023

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ দলকে বিডি ট্যুরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 🇧🇩🇧🇩


আজ ১৬ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।একটি বিজয় যা খুলে দিয়েছিলো শত বিজয়ের দ্বার। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের...
15/12/2023

আজ ১৬ই ডিসেম্বর।
মহান বিজয় দিবস।
একটি বিজয় যা খুলে দিয়েছিলো শত বিজয়ের দ্বার। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীনতার পঞ্চাশ বছরে আজ বাংলাদেশ। এ বছর বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্তি হলো।
যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা,
সেই সব বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

★★★ আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ মাত্র ৯৫,০০০/- হোটেল ও খাওয়া ছাড়া। ১,১৫,০০০/- ফুল (সি প্যাকেজ) ১,২৫,০০০/- ফুল( বি প্যাকেজ) ১...
10/12/2023

★★★ আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ মাত্র ৯৫,০০০/- হোটেল ও খাওয়া ছাড়া।
১,১৫,০০০/- ফুল
(সি প্যাকেজ)
১,২৫,০০০/- ফুল
( বি প্যাকেজ)
১,৩৫,০০০/- ফুল
( এ প্যাকেজ)
ডাইরেক্ট ফ্লাইট হলে ১০,০০০/- বাড়বে।
★★★★গ্রুপ ভ্রমণের তারিখ
৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এই প্যাকেজ চলমান থাকবে।

-------প্লাটিনাম প্যাকেজঃ ২,৩৫,000/- টাকা ৭ দিন----
বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন; ১০ দিন; ২০ দিন; ৩০ দিন; ৯০ দিনের কাস্টোমাইজ প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...।

------১৪ দিনের ওমরাহ্ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত------
রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট
(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস, সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।
=> ওমরাহ্ ভিসা
=> হেলথ ইনস্যুরেন্স
=> মক্কায় ৮ রাতের হোটেল
=> মদিনায় ৬ রাতের হোটেল
সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা -–জেদ্দাহ।

------মক্কা শরীফ জিয়ারা------
জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, আরাফা, মিনা, মুজদালিফা, ইসমাইল (আঃ) কে কোরবানি করার বরকতময় স্থান, জান্নাতুল মোয়াল্লা, নবীজির বাড়ি, মসজিদে জ্বিন, জিন্দা কবরস্থান সহ পবিত্র মক্কা সিটির সকল ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন,,
এবং প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক পেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,।
=> ★ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা(ব্যক্তিগত)

-----মদিনা শরিফ জিয়ারা------
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে সাবা, মসজিদে জুময়া, ঐতিহাসিক ওহুদের যুদ্ধ প্রান্ত,খন্দকের যুদ্ধ প্রন্ত, মদিনার নামকরা খেজুরবাগান সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং প্রত্যেকটা জায়গার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
=> ★ ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন (ব্যক্তিগত)
=> ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন,( ব্যক্তিগত)
=> মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ

------আমাদের হোটেলসমূহ-----
বেসিক প্যাকেজঃ
মক্কা – করম আল হিজাজ, দ্বারে শরিয়াহ, মানার আলহুদা, এমার আন্দালুসিয়া, নাওরাতুল শামছ, অথবা, সমমান 3★★★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)

মদিনা –তাজ আল ওরদ, দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, কারাম সিলভা, অথবা সমমান 3★★★ (হারাম থেকে ২০০ মি. দূরে) ।

প্লাটিনাম প্যাকেজঃ আলোচনা সাপেক্ষে করা হয়।
মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)।

মদিনা – মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)

২০২৪ ইং সালে আপনার হজ্জের চুড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে আপনার পাসপোর্ট,৪ কপি ছবি,জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পার্সোনাল মোবাইল নাম্বার ও ২০৫০০০ অফিসে এসে জমা দিন ।

বুকিং এর জন্যে কল করুনঃ
০১৭১৮৩৬৪৫৫১
০১৮৮৮০২০৩৩৩
০১৮৭২৬০৪০১২
০১৮৭২৬০৪০১০




সেন্টমার্টিন ভ্রমনপ্রেমিদের জন্য রয়েছে বিশাল সুখবর!!! সেন্টমার্টিনের শিপ টিকেট এবং হোটেল রিসোর্ট পেয়ে যাচ্ছেন একসাথে😍😍...
07/12/2023

সেন্টমার্টিন ভ্রমনপ্রেমিদের জন্য রয়েছে বিশাল সুখবর!!! সেন্টমার্টিনের শিপ টিকেট এবং হোটেল রিসোর্ট পেয়ে যাচ্ছেন একসাথে😍😍
📌সেন্টমার্টিন এর সকল শিপের টিকেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক ফোনেই। ঢাকাতে আমরাই একমাত্র অথরাইজ সেলার আমাদের থেকে টিকিট বুকিং দিলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।
📌সেন্টমার্টিন খোলা থাকছে আর ৪ মাস আবার খোলা হবে পরবর্তী বছর তাই ভ্রমণের প্লান থাকলে দেরি না করে প্রিয়জনদের নিয়ে এখনই ঘুরে আসুন আপনার স্বপ্নের নীল পানির দ্বীপ সেন্টমার্টিন।
📌আমাদের থেকে টিকিট বুকিং করলে ডিসকাউন্টের পাশাপাশি হোম-ডেলিভারির ব্যবস্থাও থাকছে 😍
📌এছাড়া পাবেন সেন্টমার্টিনে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আধুনিক বিচ ভিউ হোটেল এবং রিসোর্ট

☎️তাই দেরি না করে এক কলেই সেন্টমার্টিনের টিকেট বুকিং করুন
+8801872-604006

05/12/2023

পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ সুন্দরবনে আপনাদের সকলকে স্বাগতম। সুন্দরবন আমাদের প্রতি মাসেই ট্যুর থাকছে। এসি কেবিন এবং নন এসি সহ সব ধরনের ব্যাসেল আমাদের কাছে পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী।

🌿 #সুন্দরবন_ভ্রমণ🌿
সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি।

(খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের প্যাকেজ।)
প্যাকেজ মুল্যঃ সর্বনিম্ন, ৮,৫০০ টাকা থেকে শুরু করে ২২৫০০ টাকা পর্যন্ত আপনার ডিমান্ড অনুযায়ী প্যাকেজ নিতে পারবেন।
ফুল শিপ রিজার্ভের ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে।

🍂🍂🍂 #ভ্রমণ_স্পট🍂🍂🍂
✅হাড়বাড়িয়া অথবা আন্দার মানিক
✅জামতলা সী-বিচ
✅কটকা অফিস পাড়
✅টাইগার পয়েন্ট
✅কচিখালি
✅ডিমের চর
✅করমজল
✅ক্যানেল ক্রুজিং।
অথবা-
✅হাড়বাড়িয়া অথবা আণ্দার মানিক
✅জামতলা সী-বিচ
✅কটকা অফিস পাড়
✅হিরন পয়েন্ট
✅দুবলার চর
✅করমজল
✅ক্যানেল ক্রুজিং।

নোটঃ ওয়েদার ভালো থাকলে অবশ্যই হিরন পয়েন্ট, দুবলা যাবে।

🍂🍂খাবার 🍂🍂
প্রতিদিন ৩ বার স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং
কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

🧚🧚১ম দিন🧚🧚
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে যাবে, পশুর নদী ধরে শিপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে। দুপুরের স্নাক্স করে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে। আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শিপে ফিরে আসবো। শিপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শিপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

🧚🧚২য় দিন🧚🧚
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বিচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর "এর মিলন স্থান।
এরপরে যাবো কটকা অফিস পারে টাইগার টিলার উদ্দেশ্যে, কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শিপে৷ শিপ যাবে "কচিখালি" অথবা হিরন পয়েন্টের উদ্দেশ্যে। "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শিপে। শিপে করে যাবো ডিমের চর
মনোরম সুন্দর সী বিচে থাকবো সন্ধার পর পর্যন্ত। অথবা "হিরন পয়েন্ট" এবং "দুবলার চর" দেখবো,
তারপর ফিরবো শিপে। শিপ চলবে করমজলের উদ্দেশ্যে।

🧚🧚৩য় দিন🧚🧚
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শিপে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো।

🧚🧚নিরাপত্তা🧚🧚
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🌿 #সুন্দরবন_ভ্রমণের_করনীয়🌿

🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা।
🌿হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
🌿আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

💢💢সাথে কি কি রাখতে হবে💢💢
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন।
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅রেইন কোর্ট বা ছাতা।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

✅✅ #খাবার_ম্যানু✅✅
বুফে ---------

🌹🌹🌹🌹~১ম দিন~🌹🌹🌹🌹
-স্পেশাল ওয়েল্কাম ড্রিংকস-
সকালঃ ব্রেড + বাটার + জ্যাম +কর্নফ্লাক্স+ দুধ + ডিম পোচ + পাখির ডিম সিদ্ধ + খালিসা ফুলের মধু + কলা + মাল্টা + চা/কফি
স্নাক্সঃ চিকেন রোল + আপেল / পেপে + চা/কফি
দুপুরঃ বাসমতী চালের ভাত + ভর্তা + লাউ চিংড়ি + রুপ চান্দা মাছ দোপিয়াজা + চুইঝালের গরুর মাংস + ডাল + সালাদ + কোল্ড ড্রিংকস + রসো গোল+ ফ্রুট + চা/কফি
স্নাক্সঃ ফিস ফ্রাই + হট এন্ড সাওয়ার সুপ + ফ্রান্স ফ্রাই + চা/কফি
রাতঃ মিক্সড ফ্রাইড রাইচ + সুইট এন্ড সাওয়ার প্রন + ফ্রাইড চিকেন + চাইনিজ ভেজিটেবল + কেসনাট সালাদ + ফ্রুট কাস্টার্ড / ফালুদা + কোল্ড ড্রিংক্সস + চা/কফি

🌹🌹🌹🌹~২য় দিন~🌹🌹🌹🌹
মর্নিং টিঃ খাটি গরুর দুধ / গ্লুকোজ + ড্রাই কেক + চা/কফি
সকালঃ ভুনাখিচুড়ি + কোয়েল পাখি ফ্রাই + খাসির কলিজা ভুনা + বেগুন ভাজি + আচার + গ্রিন সালাদ + জিরাপানি ড্রিংকস + চা/কফি
স্নাক্সঃ ফ্রুট জুস + চিকেন স্যান্ডিউজ + পেয়ারা / বরই + চা/কফি
দুপুরঃ বাসমতী চালের ভাত + চিংড়ি ভর্তা + কলা ভর্তা + মিক্সড ভেজিটেবল + চিকেন কারি + ফাইসা মাছ দোপিয়াজা + ডাল + সালাদ + সরপুরিয়া + চা/কফি
স্নাক্সঃ চিকেন উইন্স/নাগেট + পটেটো ওয়েজেজ + থাই সুপ + চা/কফি
রাতঃ বাটার নান + চিকেন বারবিকিউ + ফিস বারবিকিউ + ম্যাশ পটেটো + ভেজিটেবল ফ্রাই + রাশিয়ান সালাদ + কোল্ড ড্রিংক্সস + স্পেশাল রস মালাই + চা/কফি

🌹🌹🌹🌹~৩য় দিন~🌹🌹🌹🌹
মর্নিং টিঃ গরুর দুধ + লেক্সাস বিস্কুট + চা/কফি
সকালঃ তুর্কীস রুটি + হাসের মাংস ভুনা + ডিম ভাজি + ডাল মাখানো + রসের পায়েস + চা/কফি
স্নাক্সঃ বেলের সরবত / লেমন জুস + ফ্রুট কেক + মিক্সড ফ্রুট + চা/কফি
দুপুরঃ পোলাউ + কোরাল মাছ দোপিয়াজা + চিকেন রোস্ট + বেগুন ভাজি + গ্রিন সালাদ + দই + কোল্ড ড্রিংক্সস + চা/কফি
স্নাক্সঃ খাসি বারবিকিউ + বসনিয়ান নান + ফ্রাইড ভেজিটেবল + কোল্ড ড্রিংক্সস + চা/কফি

🔲নোটঃ সাধারণত সন্ধ্যার ভিতরেই আমরা খুলনা পৌঁছে যাবো তাই রাতের খাবারের প্রয়োজন পরে না। রাতের খাবারটা অপশনাল, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা করবো।

💢 #বি_দ্রঃ শিপ পরিবর্তন এবং বাজার পরিস্থিতির উপরে ভিত্তি করে খাবার মেনু কিছুটা পরিবর্তন হতে পারে।

💢 #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

#বুকিং_পলিসিঃ
বুকিং কনফার্মেশনের জন্য ৫০% এ্যাডভান্স করতে হবে।
#ব্যাংক একাউন্টঃ
Dutch Bangla Bank Ltd
A/C Name: BD Tour International Ltd
Branch: Shimrail
A/C No: 1281100036117

#বিকাশ একাউন্টঃ 01969-195000 (মার্চেন্ট নাম্বার)
#মেইলঃ 📧[email protected]
#মোবাইল:📱01872-604006, (WhatsApp)


🚧 অফিসঃ বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড ৫৩ পুরানা পল্টন বাইতুল আবেদ টাওয়ার লিফটের ১১ তলা ঢাকা।

🚧 অফিসঃ বি আই ডব্লিউ টি এ / ৪ নং ঘাট খুলনা

Congratulations to Bangladesh 🇧🇩 Cricket Team for the first ever Test match win over New Zealand at home and only the se...
02/12/2023

Congratulations to Bangladesh 🇧🇩 Cricket Team for the first ever Test match win over New Zealand at home and only the second overall.

সেন্টমার্টিন ভ্রমনপ্রেমিদের জন্য রয়েছে বিশাল সুখবর!!! সেন্টমার্টিনের শিপ টিকেট এবং হোটেল রিসোর্ট পেয়ে যাচ্ছেন একসাথে😍😍...
28/11/2023

সেন্টমার্টিন ভ্রমনপ্রেমিদের জন্য রয়েছে বিশাল সুখবর!!! সেন্টমার্টিনের শিপ টিকেট এবং হোটেল রিসোর্ট পেয়ে যাচ্ছেন একসাথে😍😍

📌সেন্টমার্টিন এর সকল শিপের টিকেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক ফোনেই। ঢাকাতে আমরাই একমাত্র অথরাইজ সেলার আমাদের থেকে টিকিট বুকিং দিলে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।

📌সেন্টমার্টিন খোলা থাকছে আর ৪ মাস আবার খোলা হবে পরবর্তী বছর তাই ভ্রমণের প্লান থাকলে দেরি না করে প্রিয়জনদের নিয়ে এখনই ঘুরে আসুন আপনার স্বপ্নের নীল পানির দ্বীপ সেন্টমার্টিন।

📌আমাদের থেকে টিকিট বুকিং করলে ডিসকাউন্টের পাশাপাশি হোম-ডেলিভারির ব্যবস্থাও থাকছে 😍

📌এছাড়া পাবেন সেন্টমার্টিনে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আধুনিক বিচ ভিউ হোটেল এবং রিসোর্ট

☎️তাই দেরি না করে এক কলেই সেন্টমার্টিনের টিকেট বুকিং করুন

+8801872-604006

★★★ আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ (নভেম্বর ও ডিসেম্বর ) মাত্র ৯৫,০০০ টাকায়। ★★★★গ্রুপ ভ্রমণের তারিখ - নভেম্বরঃ ২০ থেকে শুরু কর...
22/11/2023

★★★ আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ (নভেম্বর ও ডিসেম্বর ) মাত্র ৯৫,০০০ টাকায়।
★★★★গ্রুপ ভ্রমণের তারিখ - নভেম্বরঃ ২০ থেকে শুরু করে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এই প্যাকেজ চলমান থাকবে।
বেসিক প্যাকেজঃ-
৯৫,০০০/-খাবার ও হোটেল ছাড়া সব।
১,১৫,০০০/-খাবার ছাড়া সব। (সাধারন মানের হোটেল)
১,৩৫,০০০/- টাকয় সব। (৩ স্টার মানের হোটেল ও খাবার)

প্লাটিনাম প্যাকেজঃ (৫ স্টার মানের হোটেল) ২,৩৫,০০০- টাকয় ৭ দিন।

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে যেকোনো তারিখে,৭ দিন; ১০ দিন; ২০ দিন; ৩০ দিন; ৯০ দিনের কাস্টোমাইজ প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...।

------১৪ দিনের ওমরাহ্ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত------
রিটার্ন এয়ার টিকেট, সরাসরি /ট্রানজিট
(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা) ইত্তেহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স/ওমান এয়ারলাইনস, সৌদি এয়ারলাইন্স /বাংলাদেশ বিমান ।
=> ওমরাহ্ ভিসা
=> হেলথ ইনস্যুরেন্স
=> মক্কায় ৮ রাতের হোটেল
=> মদিনায় ৬ রাতের হোটেল
সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা -–জেদ্দাহ।
------মক্কা শরীফ জিয়ারা------
জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, আরাফা, মিনা, মুজদালিফা, ইসমাইল (আঃ) কে কোরবানি করার বরকতময় স্থান, জান্নাতুল মোয়াল্লা, নবীজির বাড়ি, মসজিদে জ্বিন, জিন্দা কবরস্থান সহ পবিত্র মক্কা সিটির সকল ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন,,
এবং প্রত্যেকটি জায়গার ঐতিহাসিক পেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,।
=> ★ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা(ব্যক্তিগত)
-----মদিনা শরিফ জিয়ারা------
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে সাবা, মসজিদে জুময়া, ঐতিহাসিক ওহুদের যুদ্ধ প্রান্ত,খন্দকের যুদ্ধ প্রন্ত, মদিনার নামকরা খেজুরবাগান সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং প্রত্যেকটা জায়গার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
=> ★ ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন (ব্যক্তিগত)
=> ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন,( ব্যক্তিগত)
=> মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ
------আমাদের হোটেলসমূহ-----
বেসিক প্যাকেজঃ
মক্কা – করম আল হিজাজ, দ্বারে শরিয়াহ, মানার আলহুদা, এমার আন্দালুসিয়া, নাওরাতুল শামছ, অথবা, সমমান 3★★★ হোটেল,, (হারাম থেকে ৩০০ মি. দূরে)
মদিনা –তাজ আল ওরদ, দিয়ার আল আমাল, মিরাজুছ ছালাম, আন্দাালুসিয়া, কারাম সিলভা, অথবা সমমান 3★★★ (হারাম থেকে ২০০ মি. দূরে) ।
প্লাটিনাম প্যাকেজঃ আলোচনা সাপেক্ষে করা হয়।
মক্কা – পুলম্যান জমজম, ইন্টারকন্টিনেন্টাল হিল্টন,অথবা জাবালে উমর 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)।
মদিনা – মোবিন পিক,ইন্টারকন্টিনেন্টাল, হিল্টন, মিলেনিয়াম আল আকিক অথবা সমমান 5★★★★★ (হারাম শরীফ থেকে ০ মি. দূরে)
২০২৪ ইং সালে আপনার হজ্জের চুড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে আপনার পাসপোর্ট,৪ কপি ছবি,জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পার্সোনাল মোবাইল নাম্বার ও ২০৫০০০ অফিসে এসে জমা দিন ।
বুকিং এর জন্যে কল করুনঃ
০১৭১৮৩৬৪৫৫১
০১৮৮৮০২০৩৩৩
০১৮৭২৬০৪০১২
০১৮৭২৬০৪০১০






আর মাত্র কিছুক্ষন পর শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনলা ম্যাচ। আজকের ম্যাচে কোন খেলোয়ার বেশী উইকেট পাবে তা প্রেডিক...
19/11/2023

আর মাত্র কিছুক্ষন পর শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনলা ম্যাচ। আজকের ম্যাচে কোন খেলোয়ার বেশী উইকেট পাবে তা প্রেডিকশন করে বুঝে নিন স্পেশাল ডিস্কাউন্ট।

শর্তাবলী:
১। আমাদের পেইজ লাইক দিতে হবে।
২। আমাদের পেইজে ইনভাইট করে মেম্বার আনতে হবে।
৩। এই পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে।
৪। আপনার ১০ জন বন্ধুকে মেনশন করতে হবে।

লটারি করে আমরা যে কোন একজন বিজয়ীর নাম ঘোষনা করবো।

আজকের ম্যাচে কোন দল জয়ী হবে তা প্রেডিকশন করে বুঝে নিন আ কর্ষনীয় গিফট।শর্তাবলী:১। আমাদের পেইজ লাইক দিতে হবে।২। আমাদের পেই...
16/11/2023

আজকের ম্যাচে কোন দল জয়ী হবে তা প্রেডিকশন করে বুঝে নিন আ কর্ষনীয় গিফট।
শর্তাবলী:
১। আমাদের পেইজ লাইক দিতে হবে।
২। আমাদের পেইজে ইনভাইট করে মেম্বার আনতে হবে।
৩। এই পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে।
৪। আপনার ১০ জন বন্ধুকে মেনশন করতে হবে।
লটারি করে আমরা বিজয়ীদের নাম ঘোষনা করবো।

আজকের ম্যাচে কোন দল জয়ী হবে তা প্রেডিকশন করে বুঝে নিন আকর্ষনীয় গিফট।শর্তাবলী:১। আমাদের পেইজ লাইক দিতে হবে।২। আমাদের পেইজ...
15/11/2023

আজকের ম্যাচে কোন দল জয়ী হবে তা প্রেডিকশন করে বুঝে নিন আকর্ষনীয় গিফট।

শর্তাবলী:
১। আমাদের পেইজ লাইক দিতে হবে।
২। আমাদের পেইজে ইনভাইট করে মেম্বার আনতে হবে।
৩। এই পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে।
৪। আপনার ১০ জন বন্ধুকে মেনশন করতে হবে।
লটারি করে আমরা বিজয়ীদের নাম ঘোষনা করবো।

সৌদি ১ বছর মাল্টিপল এন্ট্রি ভিসা ( ই-ভিসা)*৩৮০০০ টাকা(দুবাই রেসিডেন্ট কার্ড থাকলে ৩৭০০০ টাকা)---যা যা লাগবে---১। পাসপোর্...
13/11/2023

সৌদি ১ বছর মাল্টিপল এন্ট্রি ভিসা ( ই-ভিসা)
*৩৮০০০ টাকা
(দুবাই রেসিডেন্ট কার্ড থাকলে ৩৭০০০ টাকা)

---যা যা লাগবে---

১। পাসপোর্ট স্ক্যান কপি ছবি
২। ট্রেড লাইসেন্স বা দুবাই এর রেসিডেন্ট কার্ড

--বুকিং পলিসি--
আমাদের এখানে আপনি ২ ভাবে বুকিং দিতে পারবেন।

বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি ৭০০০/- টাকা অগ্রিম প্রদান করতে হবে।

Payment Method-(All Merchant Account)
✪ Bkash- +88 01969 195000
✪ Nagad- +88 01969 195000
✪ Rocket- +88 01969 1950007
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে খরচসহ দিতে হবে।

✅ Dutch Bangla Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 128-1100036117.

✅ Islami Bank Bangladesh Ltd.
✪ Branch: Kanchpur
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 20502920100237618.

✅ Jamuna Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 01210210002543

কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম সমুদ্র সৈকতের জন্য পরিচিত। শহরটি চট্ট...
12/11/2023

কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম সমুদ্র সৈকতের জন্য পরিচিত। শহরটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে এবং ঢাকা থেকে 414 কিলোমিটার দূরে অবস্থিত।

আপনি একবার পৌঁছে গেলে, কক্সবাজারে দেখার মতো অনেক জায়গা রয়েছে। এখানে কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে:

১. কলাতলী সমুদ্র সৈকত: এই সমুদ্র সৈকতটি কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে। যেখানে প্রকৃতির এক অপরূপ দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে বেড়াতে আসেন। সমুদ্রে স্নান করতে এসেছে। কলাতলী সমুদ্র সৈকতে বিভিন্ন খাবারের রেস্তোরাঁ সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। চাঁদনী রাতে সমুদ্র সৈকতে হাঁটা সত্যিই রোমাঞ্চকর .

২. লাবনী সমুদ্র সৈকত: এই সমুদ্র সৈকতটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি এবং কক্সবাজারে গেলে এটি অবশ্যই দেখতে হবে। এটি বিশ্রাম এবং সুন্দর দৃশ্যাবলী উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা .

৩. হিমছড়ি: এটি কক্সবাজারে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত। আপনি যদি শহরের কোলাহল থেকে বাঁচতে চান এবং কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

৪. ইনানী সমুদ্র সৈকত: এটি কক্সবাজারে অবস্থিত আরেকটি সুন্দর সৈকত। এটি বিশ্রাম এবং সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা .

৫. সোনাদিয়া দ্বীপ: এটি কক্সবাজারের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ। আপনি যদি কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান এবং শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

৬. মহেশখালী দ্বীপ: এটি কক্সবাজারের কাছে অবস্থিত আরেকটি ছোট দ্বীপ। আপনি যদি কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান এবং শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

আমি আশা করি এটি আপনাকে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে!

12/11/2023

কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম সমুদ্র সৈকতের জন্য পরিচিত। শহরটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে এবং ঢাকা থেকে 414 কিলোমিটার দূরে অবস্থিত।

আপনি একবার পৌঁছে গেলে, কক্সবাজারে দেখার মতো অনেক জায়গা রয়েছে। এখানে কিছু জনপ্রিয় পর্যটন জায়গার তথ্য দেওয়া হলো:

১. কলাতলী সমুদ্র সৈকত: এই সমুদ্র সৈকতটি কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে। যেখানে প্রকৃতির এক অপরূপ দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে বেড়াতে আসেন। সমুদ্রে স্নান করতে এসেছে। কলাতলী সমুদ্র সৈকতে বিভিন্ন খাবারের রেস্তোরাঁ সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। চাঁদনী রাতে সমুদ্র সৈকতে হাঁটা সত্যিই রোমাঞ্চকর .

২. লাবনী সমুদ্র সৈকত: এই সমুদ্র সৈকতটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি এবং কক্সবাজারে গেলে এটি অবশ্যই দেখতে হবে। এটি বিশ্রাম এবং সুন্দর দৃশ্যাবলী উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা 2.

৩. হিমছড়ি: এটি কক্সবাজারে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত। আপনি যদি শহরের কোলাহল থেকে বাঁচতে চান এবং কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

৪. ইনানী সমুদ্র সৈকত: এটি কক্সবাজারে অবস্থিত আরেকটি সুন্দর সৈকত। এটি বিশ্রাম এবং সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা .

৫. সোনাদিয়া দ্বীপ: এটি কক্সবাজারের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ। আপনি যদি কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান এবং শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

৬. মহেশখালী দ্বীপ: এটি কক্সবাজারের কাছে অবস্থিত আরেকটি ছোট দ্বীপ। আপনি যদি কিছুটা শান্তি ও নিরিবিলি উপভোগ করতে চান এবং শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তবে এটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা।

আমরা আশা করি এটি আপনাকে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে!

সঠিক উত্তর দিন আর আকর্ষণীয় Discount! জিতুন।Bangladesh vs Australia ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে? Predict করে জিতে নি...
11/11/2023

সঠিক উত্তর দিন আর আকর্ষণীয় Discount! জিতুন।
Bangladesh vs Australia ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে? Predict করে জিতে নিন আকর্ষণীয় Discount!

আমাদের যে কোন ট্যুর প্যাকেজ অর্ডার করলেই পাবেন ডিস্কাউন্ট।

শর্তাবলী:
১। আমাদের পেইজ লাইক দিতে হবে।
২। আমাদের পেইজে ইনভাইট করে মেম্বার আনতে হবে।
৩। এই পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে।
৪। আপনার ১০ জন বন্ধুকে মেনশন করতে হবে।
লটারি করে আমরা বিজয়ীদের নাম ঘোষনা করবো।

Address

53, Baitul Abed (11 Floor) Office #1103, Purana Paltan

Alerts

Be the first to know and let us send you an email when BD Tour International Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tour International Ltd:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

BD Tour International Ltd.

All District Agent Click here: http://bdtouril.com/home/cms/3

BD Tour International Ltd. launched in 2014 with a young initiative to help the country's overall economic development through sustainable development of the tourism industry.

The tourism industry has already been ranked as the single largest industry in the world. Bangladesh is a country of infinite potential in tourism. We have endless natural beauty, thousands of years of ancient heritage, world heritage, historical archaeological evidence, ethnic diversity, one of the world's largest mangrove forest-art traditions, wildlife diversity, the world's longest beach, the green mountain ranges, the diverse lifestyles of different ethnic groups. Bangladesh is known worldwide for its warm hospitality, traditional art, and culture.

BD Tour International Ltd. is running the company with the aim of attracting these tourism potentials to foreign tourists. Amidst the potential of the tourism industry, we are the only company to provide the best service to tourists, with the facilities to develop their own hotels/resorts/transport services/restaurants/cottages in various tourist destinations.