Madrasatul Hikmah Al Islamiah

Madrasatul Hikmah Al Islamiah This is official web page of Madrasatul Hikmah Al-Islamiah. Visit us for more details https://www.m It founded in 2000.
(6)

Madrasatul Hikmah Al-Islamiah is a Islamic modern institutions, what based on international education.

মাদানী নেসাবসহ সকল বিভাগে ভর্তি চলছে!যোগাযোগঃ ০১৮৪২-৮২১৫৬৮, ০১৬৪৪-৪৪৩৫৩৫, ০১৮৫৬-৪৮৪২১১আলহামদুলিল্লাহ! মাদরাসাতুল হিকমাহ ...
28/02/2024

মাদানী নেসাবসহ সকল বিভাগে ভর্তি চলছে!

যোগাযোগঃ ০১৮৪২-৮২১৫৬৮, ০১৬৪৪-৪৪৩৫৩৫, ০১৮৫৬-৪৮৪২১১

আলহামদুলিল্লাহ! মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ সু-দীর্ঘ ২৪ বছর যাবৎ মাদানী নেসাবসহ সকল বিভাগে উন্নত পাঠদান, নিরবচ্ছিন্ন তত্ত্বাবধান ও সার্বক্ষণিক আমলী অনুশীলনের মাধ্যমে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই, সন্তানের ঈমান দ্বীপ্ত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে "আমাদের হিকমাহ" হতে পারে আপনার আস্থার ঠিকানা।

ভর্তির সময়কালঃ
• ১লা রমজান থেকে ১৫ই শাওয়াল পর্যন্ত কোটা পূরণ ভিত্তিতে।

★★১ম বর্ষ ও শরহুল বেকায়াহ ভর্তি ফি'তে বিশেষ ছাড়!!

বিভাগ সমূহঃ
• ইবতেদায়ী (নূরানী) বিভাগ।
• (শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত )
• হিফজুল কুরআন বিভাগ
• (৫ম শ্রেণি পর্যন্ত)
• স্বতন্ত্র নাজেরা বিভাগ
• (এক বছরে নাযেরা সম্পন্ন )
• কিতাব বিভাগ
• মাদানী নেসাব-১ম বর্ষ থেকে ফজিলত (মেশকাত) পর্যন্ত।

মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহঃ
* মাদানী নেসাবের প্রতিষ্ঠাতা মাওলানা আবু তাহের মিসবাহ (আদীব হুজুর) দা. বা. এর হাতে গড়া ২ জন ছাত্রসহ মাদানী নেসাবের বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক কর্তৃক পাঠদান।
* মাদানী নেসাবের ৫ম বর্ষ পর্যন্ত পাঠদানে সুদীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতা।
* ছাত্রদের কষ্টসহিষ্ণু ও স্বনির্ভর করে গড়ে তোলার অনুশীলন।
* তারবিয়াতি মাহফিল এবং দাওয়াত ও তাবলীগের মেহনত।
* অমনোযোগী ও দুর্বল মেধার ছাত্রদের জন্য বিশেষ আয়োজন।
* ২৩ জন আবাসিক আলেম শিক্ষকের সার্বক্ষনিক নিবীড় তত্বাবধান।
* ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
* এ সি, খাট ও ধোপা সার্ভিস সমৃদ্ধ আবাসন ব্যবস্থা।
* সি সি টিভি ক্যামেরা নিয়ন্ত্রিত সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা।
* স্বাস্থ্য সম্মত খাবার, পরিচ্ছন্ন আবাসন ও কম খরচ।

• প্রধান ক্যাম্পাসঃ বাড়ী # ১৭, রোড # ২, সেক্টর – ৬, উত্তরা, ঢাকা-১২৩০।

• গাজীপুর স্থায়ী ক্যাম্পাসঃ সাইটালিয়া বাজার, শ্রীপুর, গাজীপুর।

• লক্ষীপুর স্থায়ী ক্যাম্পাসঃ উত্তর কেরোয়া, রায়পুর, লক্ষীপুর।

পঞ্চগড় স্থায়ী ক্যাম্পাসঃ হালুয়া পাড়া, হাড়িভাসা, সদর, পঞ্চগড়।

যোগাযোগঃ ০১৮৪২-৮২১৫৬৮, ০১৬৪৪-৪৪৩৫৩৫, ০১৮৫৬-৪৮৪২১১

সন্তানের ঈমান দীপ্ত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে এবং প্রকৃত আলেমেদ্বীন বানাতে মাদরাসাতুল হিকমাহ হতে পারে আপনার আস্থার ঠিকা...
28/02/2024

সন্তানের ঈমান দীপ্ত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে এবং প্রকৃত আলেমেদ্বীন বানাতে মাদরাসাতুল হিকমাহ হতে পারে আপনার আস্থার ঠিকানা।

মাদানী নেসাব ও আরবি ভাষা শিক্ষকদের জন্য ৬ দিনব্যাপী...💢মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স💢 💗 সম্মানিত শিক্ষক! একজন দক্ষ...
25/02/2024

মাদানী নেসাব ও আরবি ভাষা শিক্ষকদের জন্য ৬ দিনব্যাপী...
💢মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স💢

💗 সম্মানিত শিক্ষক! একজন দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় মানসম্মত একটি শিক্ষাব্যবস্থা এবং তৈরী হয় ما اناعليه و أصحابى এর প্রকৃত উত্তরসূরীরা। তাই সুন্দর ও সফল আগামীর জন্য নিজেকে প্রস্তুত করুন। শিক্ষকতায় দক্ষতা অর্জন করুন। ভিতরের সৌন্দর্য ছড়িয়ে দিন আপনার চারপাশে। হয়ে উঠুন একজন দক্ষ, সফল ও আদর্শ শিক্ষক।
🟧 ইনশাআল্লাহ! আগামী ১২ রমজান শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স।

🟧 যাদের জন্য এই প্রশিক্ষণ :
➡️ মাদানী নেসাব পড়ুয়া সকল নবীন ফারেগিনদের জন্য।
➡️ বিভিন্ন মাদরাসার আরবি ভাষা শিক্ষক।
➡️ মাদরাসাসমূহে যারা অন্যান্য বিষয়ের সাথে আরবি মাদ্দাহ পড়াতে চান সুন্দর আকর্ষণীয়ভাবে।
🟧 প্রশিক্ষকবৃন্দঃ
💗মাওলানা আবু তাহের রাহমানী দা.বা.
💗মাওলানা নাসিম আরাফাত দা.বা.
💗মাওলানা হাবিবুর রহমান মুনির নদভী দা.বা.
💗মাওলানা আরিফ হক্কানি ঢাকার হুজুর দা.বা.
💗মাওলানা মহিউদ্দীন ফারুকী দা.বা.
💗মাওলানা আবু সালেহ রহমানী
🟧 কোর্সের তারিখ ও সময় :
➡️ ১২ রমজান শনিবার থেকে ১৭ রমজান বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬ দিন
➡️ ক্লাসের নির্ধারিত সময় : সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ।
🟧 কোর্স ফি : অনাবাসিক ৫০০/- আবাসিক ১০০০/
➡️ ০১৬৪৪৪৪৩৫৩৫ নাম্বারে ফোন অথবা WhatsApp এ message দিয়ে আপনার আসন নিশ্চিত করুন।
☎️যোগাযোগের ঠিকানা ও নাম্বার :
মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ, বাড়ি ১৭, রোড ২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।
📞০১৮৪২৮২১৫৬৮
📞০১৬৪৪৪৪৩৫৩৬
📞০১৮৫৬৪৮৪২১১

25/02/2024

রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ এর উদ্যোগে শুরু হচ্ছে ৬ দিন ব্যাপী মাদানি নেসাব শ....

সম্মানিত অভিভাবক!  রমযান কেন্দ্রীক দীর্ঘ ছুটির বিড়ম্বনা থেকে সন্তানকে হেফাজত করতে আমরা আয়োজন করেছি বিশেষ প্রশিক্ষণ কোর্স...
24/02/2024

সম্মানিত অভিভাবক! রমযান কেন্দ্রীক দীর্ঘ ছুটির বিড়ম্বনা থেকে সন্তানকে হেফাজত করতে আমরা আয়োজন করেছি বিশেষ প্রশিক্ষণ কোর্স। পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত নাহু সরফ ও ইংরেজি ভাষার বিশেষ কোর্স। তাই, বিলম্ব না করে আজই যোগাযোগ করুন। মোবাইল... ০১৮৫৬৪৮৪২১১

মাদানী নেসাবের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সুদীর্ঘ ২২ বছর আদীব হুজুরের (হাফি.) একান্ত সাহচর্য গ্রহণকারি ব্যক্তিত্ব, মাদরাসাতুল ম...
24/02/2024

মাদানী নেসাবের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সুদীর্ঘ ২২ বছর আদীব হুজুরের (হাফি.) একান্ত সাহচর্য গ্রহণকারি ব্যক্তিত্ব, মাদরাসাতুল মাদীনা প্রতিষ্ঠার প্রথম দশকের নিবেদিতপ্রান শিক্ষাগুরু, "মাওলানা আবু তাহের রাহমানী" সহ মাদরাসাতুল মাদীনার কিংবদন্তি শিক্ষক "মাওলানা নাসিম আরাফাত" (হাফি.), আদীব হুজুরের নিজ হাতে গড়া মাও. হাবিবুর রহমান মুনির নদভী (হাফি.) এবং ইতিহাস সৃষ্টিকারি মাদানী নেসাবের শিক্ষক মাওলানা আরিফ হক্কানী মহোদয়দের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনিও হতে পারেন মাদানী নেসাবের একজন আদর্শ শিক্ষক।

"মাদানী নেসাব"  #ছাত্র_ভর্তি_সংক্রান্ত_তথ্যঃ✧ কিতাব বিভাগ  # হিফজ বিভাগ  # স্পেশাল নাজেরা বিভাগ ❏  নতুন ছাত্র ভর্তি এবং ...
23/02/2024

"মাদানী নেসাব"
#ছাত্র_ভর্তি_সংক্রান্ত_তথ্যঃ

✧ কিতাব বিভাগ # হিফজ বিভাগ # স্পেশাল নাজেরা বিভাগ

❏ নতুন ছাত্র ভর্তি এবং পুরাতন ছাত্রদের ভর্তি নবায়নঃ পহেলা রমজান থেকে ১৪ শাওয়াল পর্যন্ত কোটা পূরণ ভিত্তিতে।

❏ দরস উদ্ভোদনঃ ১৫ শাওয়াল

★ মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সী ও হাফেজে-কুরআন তালিবুল ইলম অগ্রাধিকারযোগ্য। এছাড়া সামগ্রিকভাবে কুরআন সহিহ হওয়া বাধ্যতামূলক।

★ অন্যান্য বর্ষে ভর্তির ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তির্ন হতে হবে।

★ হিফয ও স্পেশাল নাজেরা বিভাগে ভর্তির জন্য ছাত্রের মেধা ও বয়সের উপযুক্ততা প্রাধান্য পাবে।

✧ ইবতিদায়ী বিভাগঃ

❏ পুরাতন ছাত্র ভর্তি নবায়নঃ ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত।

❏ নতুন ছাত্র ভর্তিঃ ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এবং পহেলা রমজান থেকে ১৪ শাওয়াল পর্যন্ত কোটা পূরণ ভিত্তিতে।

★ ইবতিদায়ী বিভাগের ক্ষেত্রে নির্ধারিত ক্লাসে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


❏ ভর্তি চলাকালীন অফিসিয়াল কার্যক্রম:
প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত।

✧ ভর্তির জন্য যা প্রয়োজনঃ

❏ ভর্তির সময় সংশ্লিষ্ট অভিভাবকের উপস্থিতি একান্ত অপরিহার্য।

❏ ভর্তি চূড়ান্ত করার জন্য অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ভর্তিচ্ছু ছাত্রের পাসপোর্ট সাইজ দুই কপি ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসা আবশ্যক।

✧ সার্বিক ব্যবস্থাপনায়ঃ
হাফেজ মাওলানা আবু সালেহ রহমানী হাফিযাহুল্লাহ্
প্রতিষ্ঠাতা মুহতামিম - অত্র মাদরাসা
মোবাইল— ০১৮ ৪২ ৮২ ১৫ ৬৮

••••••••

✧ ভর্তি সংক্রান্ত যোগাযোগঃ

☞ শিবলী রাহমানী
নায়েবে মুহতামিম— অত্র মাদরাসা।
মোবাইল— ০১৬ ৪৪ ৪৪ ৩৫ ৩৫

☞ মাওলানা বশির আহমাদ খান
নাজেমে তালিমাত— অত্র মাদরাসা।
মোবাইল— ০১৮ ৫৬ ৪৮ ৪২ ১১

#মাদরাসার_ঠিকানা
বাড়ি -১৭, রোড-২, সেক্টর -৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

#যাতায়াত – রাজধানী ঢাকার উত্তরা- হাউস বিল্ডিং নেমে রাস্তার পূর্ব পাশে পায়ে হেটে ১ মিনিটের দূরত্বে। (রবি-এয়ারটেল কাস্টমার কেয়ারের গলি)

সম্মানিত অভিভাবক!  রমযান কেন্দ্রীক দীর্ঘ ছুটির বিড়ম্বনা থেকে সন্তানকে হেফাজত করতে আমরা আয়োজন করেছি বিশেষ প্রশিক্ষণ কোর্স...
23/02/2024

সম্মানিত অভিভাবক! রমযান কেন্দ্রীক দীর্ঘ ছুটির বিড়ম্বনা থেকে সন্তানকে হেফাজত করতে আমরা আয়োজন করেছি বিশেষ প্রশিক্ষণ কোর্স। পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত নাহু সরফ ও ইংরেজি ভাষার বিশেষ কোর্স। তাই, বিলম্ব না করে আজই যোগাযোগ করুন। মোবাইল... ০১৮৫৬৪৮৪২১১

22/02/2024

"মাদানী নেসাব"
১৪৪৪/৪৫ হি. শিক্ষাবর্ষে ১ম বর্ষের الطريق إلي العربية এর শেষ সবক পড়াচ্ছেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও মাওলানা আবু তাহের মিসবাহ (আদিব হজুরের) দা. বা. হাতেগড়া ছাত্র হাফেজ মাওলানা আবু সালেহ রহমানী কাসেমী দা. বা.। সেই সাথে বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন। আল্লাহ আমাদের সকল খেদমত কে দ্বীনের জন্য কবুল করুন। আমিন।।

18/02/2024
মাদানী নেসাব/المنهج المدنى
17/02/2024

মাদানী নেসাব/المنهج المدنى

"মাদানী নেসাব"চলছে বেফাক কেন্দ্রীয় পরীক্ষা। আমাদের নাহবেমীর ও শরহুল বেকায়া জামাতের ছাত্ররা খুব ভালো পরীক্ষা দিচ্ছে। আলহা...
15/02/2024

"মাদানী নেসাব"
চলছে বেফাক কেন্দ্রীয় পরীক্ষা। আমাদের নাহবেমীর ও শরহুল বেকায়া জামাতের ছাত্ররা খুব ভালো পরীক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ।। চূড়ান্ত সফলতার জন্য দোয়া চাই।

11/02/2024

"মাদানী নেসাব"
বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতা-১৪৪৪/৪৫ হি.

আলহামদুলিল্লাহ। এবারের প্রতিযোগিতায় الطريق إلى العربية এর ১ম শব্দ كتاب থেকে শেষ শব্দ أبغض পর্যন্ত প্রায় ১৫০০ শব্দ-মাসদার ধারাবাহিকতা অনুযায়ী শোনানোর পর্বে ১ম বর্ষের ছাত্র তানজিম তামিমের উপস্থাপনা।

08/02/2024

বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতায় বক্তৃতা পর্বে ১ম বর্ষের ছাত্র আব্দুল্লার উপস্থাপনা।

08/02/2024

বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতায় حوار পর্বে ১ম বর্ষের ছাত্র মুফিদ ও তামিমের উপস্থাপনা।

"মাদানী নেসাব"চলছে আরবী ভাষা প্রতিযোগিতা'১৪৪৪/৪৫ হি.
07/02/2024

"মাদানী নেসাব"
চলছে আরবী ভাষা প্রতিযোগিতা'১৪৪৪/৪৫ হি.

আলহামদুলিল্লাহ,  শিক্ষকদের জন্য মাদরাসার নির্ধারিত ইউনিফর্ম।
06/02/2024

আলহামদুলিল্লাহ, শিক্ষকদের জন্য মাদরাসার নির্ধারিত ইউনিফর্ম।

বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতা-১৪৪৪/৪৫ হি.ইনশাআল্লাহ, রাত পোহালেই শুরু হবে বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতা। গ্রুপ ভিত্তিক প...
06/02/2024

বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতা-১৪৪৪/৪৫ হি.

ইনশাআল্লাহ, রাত পোহালেই শুরু হবে বার্ষিক আরবী ভাষা প্রতিযোগিতা। গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় ছাত্ররা এ বছর অংশগ্রহণ করবে ১.বিষয়ভিত্তিক আরবী বক্তৃতা ২. আরবী কথোপকথন ৩. নির্ধারিত বিষয়ে মুহাদাসা ৪. সেট ভিত্তিক শব্দার্থ-বাক্যরচনা, বাংলা থেকে আরবী ও আরবী থেকে বাংলা, তারকিব ৫. উপস্থিত আরবী মাকালা লিখা ৬. নির্বাচিত বিষয়ে উপস্থিত আরবী উপস্থাপনা ৭. প্রায় ১০০০ আরবী শব্দের ধারাবাহিক মুখস্থ উপস্থাপনা ৮. আরবী হস্তাক্ষর প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও থাকবে বিনোদনমূলক নানা আয়োজন। প্রতিযোগিতাকে সামনে রেখে ছাত্রদের প্রাণপণ আন্তরিক চেষ্টা-মেহনত দেখে সত্যি আমরা মুগ্ধ। আল্লাহ আমাদের সকল খেদমতকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের মাদরাসা কে ইলমে দ্বীনের মারকাজ হিসেবে কেয়ামত পর্যন্ত অবিচল রাখুন। আমিন।।

ইবতিদায়ী (নূরানী) বিভাগের ক্লাস উদ্বোধন'২৪
13/01/2024

ইবতিদায়ী (নূরানী) বিভাগের ক্লাস উদ্বোধন'২৪

Address

House-17, Road-02, Sector-06 Uttara
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Hikmah Al Islamiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madrasatul Hikmah Al Islamiah:

Videos

Share

Nearby travel agencies