M.A Classic Tours And Travels ltd

M.A Classic Tours And Travels ltd Air Ticketing and Travel Agent

Hello jeddah✈️
20/02/2024

Hello jeddah✈️


Alhamdulillah Best Revenue in Dec 20 to Jan 20 from my M.A Classic Tours And Travels ltd.
21/01/2024

Alhamdulillah Best Revenue in Dec 20 to Jan 20 from my M.A Classic Tours And Travels ltd.

25/12/2023

Dac-Ruh 4,5,6 jan Emirates air 40k transit 2:30. With Food,baggage.

Dac-Ruh 2,3 jan Emirates air 42k transit 1:30. With Food,baggage.

আজ শুক্রুবার,প্রতি সপ্তাহ এর মত আজকেও রাত ১০ টা থেকে খিলখেত থেকে এয়ারপোর্ট পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ থাকবে।৩ং টার্মিনা...
14/07/2023

আজ শুক্রুবার,প্রতি সপ্তাহ এর মত আজকেও রাত ১০ টা থেকে খিলখেত থেকে এয়ারপোর্ট পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ থাকবে।৩ং টার্মিনাল এর কাজের জন্য।গত সপ্তাহে ও এইখানে জ্যামে বসে থেকে মোটামুটি সব এয়ারলাইন্স এর ই বেশ কিছু যাত্রি তাদের ফ্লাইট মিস করেছেন।দয়া করে এই মেসেজ টা ছডিয়ে দিন,যাদের রাতে বা ভোর বেলায় ফ্লাইট আছে তারা জেন ২/৩ ঘন্টা অতিরিক্ত সময় বিবেচনা করেই বাসা থেকে এয়ারপোর্ট এর উদ্দ্যেশ্যে বের হয়।
আপনার এই মেসেজ এর কারনে যদি ১ জন যাত্রিও তার ফ্লাইট টা মিস না করে তাহলেই সার্থক।
এইটা একটা সাময়িক অসুবিধা, হয়তো আর বেশিদিন থাকবেনা

আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে কাতার হায়া কার্ড(ভিজিট ভিসা)পেয়েছেন দুইজন ক্লাইন্ট।এক বছরের মাল্টিপল এন্ট্রিতে কাতার হায়া ...
08/04/2023

আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে কাতার হায়া কার্ড(ভিজিট ভিসা)পেয়েছেন দুইজন ক্লাইন্ট।এক বছরের মাল্টিপল এন্ট্রিতে কাতার হায়া কার্ড এর জন্য যোগাযোগ করতে কল 01715-355941 (whats app)/Call

04/02/2023

#এয়ারপোর্ট টুকিটাকি ইনফরমেশন #

=আইচ্চা ৩০০ টাকার টিকেট কেটে যাত্রির সাথে বা এরাইভাল যাত্রি রিসিভ করতে এয়ারপোর্ট এর ভিতরে ঢোকা যায় এখন আগের মত??????

উত্তর -না।

কারন-করনা কালিন সময়ে মানুষের গেদারিং কমানোর জন্য এয়ারপোর্ট এর ভিতরে যাত্রীর সাথে অতিরিক্ত মানুষ / আত্মীয়-স্বজন ঢোকা বন্ধ করে দেয়া হয়।পরবর্তীতে এখন যাত্রীর প্রেশার বেশি হওয়ার কারণে যাত্রীর সাথে অতিরিক্ত কাউকে ঢুকতে দেয়া হয় না । বর্তমান টার্মিনালে এই সুবিধা ওপেন হবার কোন সম্ভাবনা নাই।
নতুন টার্মিনালে চালু হলেও হতে পারে।
যাত্রীর সাথে অতিরিক্ত পরিচিত জন ও আত্মীয়-স্বজন ঢুকতে না পারার কারণে এয়ারপোর্টের ভিতরে যাত্রী সাপোর্ট এর জন্য অনেকগুলো এয়ারপোর্ট হেল্পলাইন সাপোর্ট কোম্পানি লোক নিয়োগ দিয়েছে। এসব হেল্পলাইন সাপোর্ট সার্ভিস থেকে আপনার যাত্রীর সাপোর্টের জন্য সার্ভিস বুক দিতে পারেন।তারা আপনাকে বা আপনার ডিপার্চার যাত্রিকে এয়ারপোর্ট এর বাহিরে থেকে রিসিভ করে ইমিগ্রেশন এর আগ পর্যন্ত যে সাপোর্ট লাগে সেই গুলা দিবে আর এরাইভাল যাত্রীদের ইমিগ্রেশন এর পর থেকে এরাইভাল রিসিভার এর কাছে পোছাই দিবে।

20/11/2022

নীল সাগরের জল! সেন্টমার্টিন✈️

**Dubai Special Visa Rate****1month back - 12000/-(Deposit -10000/-)**2month back - 18000/-(10000/-)**1month no back -13...
20/11/2022

**Dubai Special Visa Rate**

**1month back - 12000/-(Deposit -10000/-)

**2month back - 18000/-(10000/-)

**1month no back -13000/-*
**2month no back -19500/-*
**1 month extension -32000/-
**2 month extension -39000/-
***5Years-65000/-(No Visa No Fee)Deposit -1lac

Whats app /call:+8801533126501

07/07/2022

টিকেট এর মূল্য বাড়ল....

কার্যকর হয়েছে ৬ জুলাই ২০২২ থেকে... কিছু ব্যক্তিগত মতামত।।
IATA এর নতুন Exchange Rate এখন 91.49 টাকা। এমনিতেই কোভিড-১৯ এর পর এয়ারলাইন্স গুলোর ফেয়ার বেশি ছিলো যা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখা থাকবে। পূর্বের Rate ছিলো 86.57 যা এখন প্রতি ডলারে আরো 4.92 টাকা বেড়ে গেল।

ডলারের বিপরীতে টাকার মান এভাবে কমতে থাকলে আমরা এক সময় অবনতির চরম শিখরে পৌঁছে যাবো
©

05/06/2022

উমরাহ্ ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!!☺️

উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।😘

যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে।😲

তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!

আরো সুখবর আছে।

আগে জিদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত! 🙂

এখানেই শেষ নই।

আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা! ☺️☺️☺️

মাশা আল্লাহ!

সৌদি আরবের ভিশন ২০৩০।

©

29/05/2022

#ফেইক টিকেট বুকিং ইসু #
প্রতিদিন প্রত্যেক টা এয়ারলাইন্স এই কিছু যাত্রী পাওয়া যায় যাদের আসলে।নির্দিষ্ট ফ্লাইটে কোন বুকিং ই থাকে না,কিন্তু যাত্রির কাছে প্রিন্টেড টিকেট কপি থাকে,এইটা কিন্তু সব ক্লাসের (আমেরিকান প্রবাসি থেকে মধ্যম এশিয়ার শ্রমিক ভাই বোন)যাত্রীর সাথেই হয়ে থাকে।
কেন এমন হয়🤔?

বেশ কিছু কারন থাকতে পারে।

০১।
যে টিকেট এজেন্সি এর মাধ্যমে টিকেট করেছেন তারা পেইমেন্ট কম্পলিট করেন নি,তাই বুকিং কনফার্ম হয় নি।
০২।
এজেন্সি হয়তো পেইমেন্ট করেছেন কিন্তু কোন কারনে পেইমেন্ট কম্পলিট হয়নি,তাই এজেন্সি কে এই ব্যপারে বেশি সতর্ক হতে হবে।ক্যাশ বা ক্রেডিট কার্ড যেভাবেই টিকেট করবেন যেন কনফার্মেশন মেসেজ ফলো করেন।
০৩।
বেশিরভাগ ক্ষেত্রে জেটা হয় শ্রমিক ভাই বোন যারা কাজের জন্য বিদেশ যাবেন তারা কাগজপত্র প্রোসেসিং এর জন্য যে এজেন্সি কে দিয়ে থাকেন। এর মাঝে কিছু এজেন্সি তারা তাদের সুবিধামত কাজ সম্পাদন করতে যেয়ে বা প্রোসেসিং এ অনেক দেরি হয়ে গেলে যাত্রীদের ফ্লাইট করানোর প্রেশার থেকে বাচতে অনেক সময় শান্তনা দিতেই সুধু একটা ফেইক বুকিং দিয়ে যাত্রিকে এয়ারপোর্ট এ ফ্লাইট ধরতে পাঠিয়ে দেন।যাত্রি যখন এয়ারলাইন্স থেকে রিফিউজ হয় তখন যাত্রিকে কিছু একটা বুজিয়ে দেন বা কোথাও ভুল হয়েছে, ওনাদের চেস্টা অব্যাহত আছে।মাঝখানে যাত্রির চরম হয়রানি।

তাই নতুন পুরাতন সবার উচিত ফ্লাইট এর মিনিমাম ২ দিন আগেই এয়ারলাইন্স অফিসে সরাসরি বা অন লাইন থেকে নম্বর নিয়ে যোগাযোগ করে বা এয়ারপোর্ট এ পরিচিত কারো মাধ্যমে এয়ারলাইন্স অফিস থেকে টিকেট আর ফ্লাইট টাইম সব ঠিক আছে কিনা চেক করে নেয়া।
ভুলেও এজেন্সির মাধ্যমে টিকেট ভেরিফাই করতে যাবেন না,মেক্সিমাম এজেন্সি ই এয়ারলাইন্স অফিসে যোগাযোগ না করেই টিকেট এ লিখিত টাইম দেখেই যাত্রিকে ওইটাই আপডেট বলে দেন,আবার এই কাজ করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন দরনের এমাউন্ড আদায় করেন,অথচ টিকেট আর ফ্লাইট আপডেট চেক করতে কোন টাকাই লাগেনা।

28/05/2022

#এয়ারপোর্ট এ হেল্পিং এসিস্টেন্ট সাপোর্ট #

বন্ধু ও শুভাকাঙ্ক্ষী গণ
আসলামু আলাইকুম,
আমাদের অনেকেই বা অনেকের আত্তীয় সজন দেশ থেকে বিদেশে যাওয়ার সময় বা বিদেশ থেকে দেশে আসার সময় যেসব বিষয়ে সাপোর্ট আসা করেন-

০১।প্রথম প্লেন জার্নি করছেন তাই এয়ারপোর্ট এর ফর্মালিটি নিয়ে টেনশন।
০২।বয়স্ক ফ্যামিলি মেম্বার হাটা চলা এবং মালামাল সিকিঊরিটি, কাস্টমস, বুকিং বা খুজে বের করতে সমস্যা হয়।
০৩।অনেকে ছোট বাচ্চা ও কোলের বাচ্চা নিয়ে ট্রাভেল করছেন।
০৪।অনেকে এয়ারপোর্ট এ লম্ভা সিকিঊরিটি ও বুকিং, কাস্টমস চেকিং লাইনে দাঁড়ানো এড়াতে চান।

এই সময় ব্যাগেজপত্র গাড়ি /ব্যাল্ট থেকে ট্রলিতে, ট্রলি থেকে স্ক্রেনিং/কাস্টমস চেকিং এ দেয়া,লম্বা সিকিঊরিটি লাইন এড়ানো, কাউন্টারে বুকিং এ সাপোর্ট, ভিতরে পেপারস কি কি লাগবে,কোথায় থেকে ভেরিফাই করতে হয়, নতুন কি কি পেপারস ফিলাপ করাতে হয়, কাউন্টার খুজে বের করা,লম্বা সিকিউরিটি লাইনে দাড়িয়ে থাকা,এইসব ইসুতেই অনেকে অনেক কস্ট ও ঝামেলা পোহাতে হয়।
এই সব কারনে অনেকেই অনেক উদ্ভিগ্ন থাকেন।অনেকেই আমার বা আমাদের সাপোট প্রত্যাশা করেন।

এয়ারপোর্ট এ যাত্রিদের একটা নির্দিষ্ট ফি বা খরচের বিনিময়ে এইসকল কাজে সাহায্য করার জন্য অনেক গুলো হেল্প লাইন সাপোর্ট এজেন্সি রয়েছে।যে কেও চাইলেই তাদের সাপোর্ট নিতে পারেন।তারা প্রত্যেক যাত্রি হিসাব করে ফি নির্ধারন করেন।এইসব হেল্প লাইন সাপোর্ট এর সাথে আমাদের পরিচয় রয়েছে বা একটা লিংক রয়েছে, যেহেতু এয়ারপোর্ট এ চাকরির খাতিরে আত্তিয়সজন বন্ধু বান্দব দের সাপোর্ট দিতেই হয়।

হেল্পলাইন সার্ভিস এ আপনি/আপ্নারা পাবেন যাওয়া এবং আসার সময় আপনাদের লাগেজ ধরতে হবে না খুঁজতে হবে না, আপনি শুধু হেল্প লাইন সাপোর্ট থেকে দেয়া লোক কে বুজিয়ে দিবেন,বা যে সাপোট লাগবে জানাবেন বাকি সব ওরা গুছিয়ে দিবে।
এই হেল্প লাইন সাপোর্ট নিতে চাইলে আপ্নারা নিজেরাই এয়ারপোর্ট এসে খোজ নিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমি এই সব সার্ভিস বুকিং করে দিতে পারবো, সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ আগেই পে করতে হবে,পরবর্তিতে আর কোন খরচ দিতে হবে না,(বকশিস দেয়া বা না দেয়া আপনাদের নিজস্ব ব্যাপার)।আমার এক বন্ধুর সাথে হেল্প লাইনের সাপোর্ট ইসুতে কন্টাক্ট করা আছে,তার মাধ্যমেই আপনাদের সাপোর্ট দিতে পারবো।

যেভাবে সাপোর্ট নিবেন?গ্রুপ যাত্রি বা একা যাত্রিদের যে কোন

একজন যাত্রীর নাম-
কন্টাক্ট নম্বর-
এয়ারলাইন্স এর নাম-
ফ্লাইট নম্বর-
ফ্লাইট এরাইভাইল বা ডিপারচার টাইম-
কোথায় থেকে আসবেন/কোথায় যাবেন-
মোট যাত্রি সংখ্যা-

এই ফর্ম ফিলাপ করে দিলে বুকিং করে দেয়া যাবে,সময় মত ওরা যোগাযোগ করবে,এরাইভাইল বা ডিপারচার এর আগে ওরা যাত্রীর নেইম কার্ড নিয়ে অপেক্ষা করবে বা প্রদত্ত নম্বরে যোগাযোগ করে যাত্রিকে খুজে বের করবে।
সকল যাত্রিদের যাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত হোক।
আল্লাহ আমাদের সহায় হোন।

Address

House-1, Road-8/A, Sector/10, Uttara, Dhaka
Uttarati
1230

Telephone

+8801715355941

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.A Classic Tours And Travels ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.A Classic Tours And Travels ltd:

Videos

Share

Category