26/09/2024
যারা এখনও বিবাহ করেন নাই, আবার পাত্র পাত্রীর খোঁজ পেতে বেগ পেতে হয়, তাদের জন্য অর্ধেক দিন ডট কম বেস্ট একটি সাইট।
❤️️ আলহামদুলিল্লাহ ২০০০তম বিবাহ ❤️️
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ম্যাট্রিমনি ওয়েবসাইট অর্ধেকদ্বীন ডটকম ১ জানুয়ারি ২০২১ যাত্রা শুরু করে। এই ওয়েবসাইটটি তৈরির মূল উদ্দেশ্য ছিল দেশের দ্বীনদার শ্রেনীর মানুষদের পাত্রপাত্রী সন্ধানে সহযোগীতা করা। সাইট চালু করার পর থেকে আপনারা দেখেছেন, সারা দেশের মানুষেরা সাইটের সেবা নিতে শুরু করে। প্রথম বছর অর্থাৎ ২০২১ এ অর্ধেকদ্বীন ডটকম থেকে খোঁজ পেয়ে ২৭৯টি বিবাহ সম্পন্ন হয়। এবং এখন পর্যন্ত গত সাড়ে ৩ বছরে ২০০০ বিবাহ সম্পন্ন হয়েছে, মা শা আল্লাহ!
২০০০ বিবাহ অর্থাৎ ৪০০০ মানুষ তাদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, ৮০০০ পিতামাতা তাদের সন্তানের বিবাহ দেয়ার দায়িত্ব পূরণ করেছেন আলহামদুলিল্লাহ।
এই বিশেষ অর্জনটি অর্ধেকদ্বীনের নয়, বরং এই আনন্দ ও অর্জন বাংলাদেশের দ্বীনি কমিউনিটির জন্য। কারণ এই ওয়েবসাইটটি শুধুমাত্র দ্বীনি কমিউনিটিকে সেবা দেয়ার জন্যেই কাজ করছে। আল্লাহ'র দরবারে এই সফলতার জন্য শুকরিয়া জানাই।
২০০০তম বিবাহের তথ্য-
❏ বরের বায়োডাটা নং- ছিল না, বরপক্ষ প্রস্তাব দিয়েছিলেন।
❏ কনের বায়োডাটা নং- ODF 14086
❏ বরের জেলা - ব্রাহ্মণবাড়িয়া।
❏ কনের জেলা - কিশোরগঞ্জ।
❏ বরের পড়াশোনা- ইঞ্জিনিয়ারিং চলমান, বুয়েট।
❏ কনের পড়াশোনা- ক্বারী, আলেমা এবং হিফয চলমান।
❏ বরের পেশা - বুয়েট শিক্ষার্থী।
❏ কনের পেশা - শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকা।
❏ মোহর- নগদ ৫০ হাজার টাকা।
❏ বিবাহের বর্ণনা- ১০ আগস্ট ২০২৪ রোজ শনিবার, কিশোরগঞ্জ কনের বাড়ির নিকটস্থ মসজিদে নগদ ৫০ হাজার টাকা মোহরানায় ২০০০তম বিবাহ সম্পন্ন হয়।
❏ সবাই নব-বিবাহিতদের জন্য অনেক দোয়া করবেন।
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ
উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামায়া বাইনাকুমা ফি খাইরিন’
অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’
(তিরমিযী ১০৯১, আবু দাউদ ২১৩০)
প্রতিযোগিতা ও পুরষ্কার-
২০০০তম বিবাহের মত বড় একটি সুসংবাদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে, আপনাদের জন্য ছোট একটি উপহারের আয়োজন করা হয়েছে। মোট উপহার দেয়া হবে ২০০ জনকে ইন শা আল্লাহ। যেহেতু ইচ্ছা থাকা সত্বেও সাড়ে ৫ লক্ষ ফলোয়ারদের আমরা উপহার দিতে পারবো না, তাই আপনাদের মাঝ থেকে ২০০ জনকে নির্বাচন করার জন্য ছোট একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যা ১ মিনিটের কম সময়েই সম্পন্ন করে অংশ নিতে পারবেন ইন শা আল্লাহ।
➤ ১ ▏ এই সাক্সেস পোস্টটি নিজ টাইমলাইনে শেয়ার করতে হবে এবং ক্যাপশনে ২-৫ লাইনে অর্ধেকদ্বীনের সফলতা সম্পর্কে নিজের মত লিখবেন।
➤ ২ ▏ তারপর আপনার শেয়ার করা সেই পোস্টটি নিজ প্রোফাইলে যেয়ে স্কৃনশট নিবেন।
➤ ৩ ▏ যে স্কৃনশটটি নিয়েছেন সেটি এই গুগল ফর্মে আপলোড করবেন https://forms.gle/HebgnrLHdUh6pwdq8
অংশ নেয়া শেষ। তারপর কমেন্টে 'মা শা আল্লাহ অংশ নিয়েছি' এমন একটি কমেন্ট করতে পারেন যদি ইচ্ছে হয়।
২৬ সেপ্টেম্বর রাত ১২ টার মাঝে যারা ৩ টি স্টেপ ফলো করবেন, তাদের মাঝ থেকে আমরা ২০০ জনকে বাছাই শেষে বিজয়ী নির্ধারণ করবো। বিজয়ীদের ছোট একটি উপহার হিসেবে ৫০ টাকা মোবাইল রিচার্জ করা হবে ইন শা আল্লাহ।
(বিশেষ নোট- এত বড় পোস্ট বেশিরভাগ মানুষ পড়বে না। তাই প্রতিযোগিতায় হয়তো ২০০ জন অংশ নাও নিতে পারে। সুতরাং আপনার অংশ নিলেই পুরষ্কার পাওয়ার বিরাট সম্ভাবনা আছে!)
সবাই অর্ধেকদ্বীন ডটকমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই কাজকে কবুল করেন । জাঝাকুমুল্লাহ খাইরান।