02/06/2023
যাত্রী (অপর্যটক) ব্যাগেজ ( আমদানি) বিধিমালা ২০২৩
একজন বিদেশ ফেরত যাত্রী কি কি পণ্য ব্যাগেজ সুবিধায় আনতে পারবেন তার সং ক্ষিপ্ত আলোচনা:
(ক) বিদেশ থেকে আগত যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার (১ আইটেম ১২টির অধিক নয়) বা ২০০ গ্রাম রৌপ্য অলংকার শুল্ককর পরিশোধ ব্যতিরেকে আনতে পারবেন।
(খ) বিদেশ থেকে আগত যাত্রী ১টি স্বর্ণবার ১৩৭ গ্রাম স্বর্ণবার ( ১১.৬৬৪ গ্রাম = ১ ভড়ি ৪,০০০ টাকা শুল্ককর পরিশোধ করতে হবে) বা ২০০ গ্রাম রৌপ্যবার( ১১ ৬৬৪ গ্রাম = ১ ভড়ি ৬ টাকা) শুল্ককর পরিশোধ করে আনতে পারবেন। বেশি আনলে আটক হবে।
(গ) টেলিভিশন আনতে পারবেন নিম্ন হারে শুল্ককর পরিশোধ করে :
১) ৩৬" পর্যন্ত ফ্রি;
২) ৩৭" থেকে ৪২" পর্যন্ত ১০,০০০ টাকা ;
৩) ৪৩" থেকে ৪৬" পর্যন্ত ২০,০০০ টাকা ;
৪) ৪৭" থেকে ৫২" পর্যন্ত ৩০,০০০ টাকা ;
৫) ৫৩" থেকে ৬৫" পর্যন্ত ৭০,০০০ টাকা ;
৬) ৬৬" থেকে উপরে ৯০,০০০০ টাকা ;
ঘ) মোবাইল ফোন ২ টি ফ্রি;
(ঙ) ফ্রিজ বা রেফ্রিজারেটর ৫,০০০ টাকা পরিশোধ করে খালাস নিতে পারবেন ;
(চ) এয়ারকন্ডিশন :
উইন্ডো টাইপ ৭০০০ টাকা
স্প্লিট টাইপ (১৮,০০০ BTU) ১৫,০০০ টাকা
স্প্লিট টাইপ (১৮,০০০ BTU বেশি) ২০,০০০ টাকা পরিশোধ করে খালাস নিতে পারবেন।
বি:দ্র: 12,000 BTU British Thermal Units = 1 Ton
Air condition.
(ছ) ভারত ভ্রমণ শেষ আগত যাত্রী ৪০০ মা:ডলার পণ্যের ব্যাগেজ পণ্য শুল্ককর পরিশোধ ব্যতিরেকে আনতে পারবেন।
এখানে ব্যাগেজ বলতে যাত্রী কর্তৃক আনিত যুক্তিসঙ্গত পরিমাণ খাদ্য দ্রব্য, পরিধেয়, গৃহস্থালী, বা অন্যবিধ ব্যক্তিগত সামগ্রী বুঝতে হবে। (খাদ্য সামগ্রী ১ আইটেম ১৫ কেজির বেশি আনা যাবে না)
তবে এক পঞ্জিকা বৎসরে ৩ বারের অধিক বার এমন ব্যাগেজ আনা যাবে না।
বি:দ্র: তফসিল ২ এ বর্ণিত পণ্য আনলে তাকে শুল্ককর পরিশোধ করতে হবে।
(জ) কোন যাত্রী বিদেশে মারা গেলে তার ব্যাগেজ আনীত পণ্য শুল্ককর পরিশোধ ব্যতিরেকে খালাস নিতে পারবেন