09/08/2023
Press Release
Date: August 09, 2023.
Biman Bangladesh Airlines and Gulf Air Sign Code-Share Agreement
Biman Bangladesh Airlines and Gulf Air are pleased to announce the signing of a strategic code-share agreement, set to take effect on August 9, 2023. This landmark partnership aims to enhance travel connectivity, convenience, and accessibility for passengers traveling between Bangladesh and the Gulf region.
The official signing ceremony for the code-share agreement has been held virtually at Biman Head Office on August 9, 2023, with representatives from both airlines connected through web platform to commemorate this momentous occasion.
With this agreement, Biman Bangladesh Airlines and Gulf Air will collaborate closely to expand their flight networks, offering an extensive range of options to their respective passengers. The code-share agreement will enable travelers to seamlessly book flights operated by either airline, providing increased flexibility and efficiency in travel planning. Initially, under this agreement passenger can travel from Dhaka to Bahrain & Bahrain to Dhaka with onward connection to Chattogram and Sylhet by both the Airlines (Biman & Gulf Air).
Mr. Shafiul Azim, MD & CEO of Biman Bangladesh Airlines, expressed this excitement about the collaboration, stating, "We are thrilled to join hands with Gulf Air in this code-share agreement, which marks a significant milestone for both airlines. This partnership will unlock new possibilities for our customers and strengthen the bonds between Bangladesh and the Gulf countries."
Similarly, Mr. Captain Waleed Al Alawi, CEO of Gulf Air, commented, "We are delighted to be partnering with Biman Bangladesh Airlines, a respected carrier in the South Asian region. Through this code-share agreement, we are looking forward to offering our passengers an expanded network of destinations and more travel choices."
The code-share agreement between Biman Bangladesh Airlines and Gulf Air will also benefit both airlines through enhanced operational efficiency and shared expertise in the aviation industry.
Both airlines are committed to prioritize the safety and comfort of their passengers while ensuring seamless travel experiences throughout their journey.
প্রেস রিলিজ
তারিখ: ০৯ আগস্ট ২০২৩খ্রি.।
গালফ এয়ার এর সাথে বিমানের কোড শেয়ার চুক্তি স্বাক্ষরিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ার এর সাথে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। আজ ০৯ আগস্ট ২০২৩ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সম্মানিত যাত্রীগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
টিকেট বিক্রয় সহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের সম্মানিত যাত্রীগণ ঢাকা-বাহারাইনের পাশাপাশি, উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন, যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, “গালফ এয়ারের সাথে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্স এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি সম্মানিত যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সাথে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।”
গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি বলেন, "দক্ষিণ এশিয়ার স্বনামধন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক হবে সম্প্রসারিত এবং যাত্রীগণ উপভোগ করবেন স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ।"
কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স দু’টির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে, পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইন্স উপকৃত হবে। সম্মানিত যাত্রীগণের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে, নির্বিঘ্ন ভ্রমণ সুনিশ্চিত করতে উভয় এয়ারলাইন্সই প্রতিশ্রুতিবদ্ধ।
সংগৃহীত।