Kawsar Canada blogs

Kawsar Canada blogs This is a Canada informational page. Any information about Canada can be found here.

কানাডা গমনেচ্ছুকদের জন্য সুখবর। কানাডা পর্যটকদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছে। ট্রুডো প্রশাসন এই সময়কাল আরও ...
03/05/2023

কানাডা গমনেচ্ছুকদের জন্য সুখবর।

কানাডা পর্যটকদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছে। ট্রুডো প্রশাসন এই সময়কাল আরও দুই বছরের জন্য বাড়িয়েছে, যার অর্থ এই যে যারা পর্যটন ভিসায় দেশে অবস্থান করছেন তারা সেখানে কাজ করতে পারবেন। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যাদের পর্যটন ভিসায় গত ১২ মাস ধরে ওয়ার্ক পারমিট ছিল তারাও আবার আবেদন করতে পারবেন। ২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো কানাডায় কাজের জন্য আবেদন করার জন্য পর্যটক ভিসাধারীদের জন্য একটি অস্থায়ী নীতি গ্রহণ করেছেন।
দুই বছর পর আবারও সেই নীতির মেয়াদ দুই বছর বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কানাডার অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নতুন মেয়াদ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, সরকারের অস্থায়ী নীতি পর্যটকদের নিয়োগকর্তাদের বিকল্প করে তুলেছে। কারণ অর্থনীতির এই সংকটময় সময়ে কোম্পানিগুলোতে শ্রমিকের ব্যাপক ঘাটতি রয়েছে। জানুয়ারি পর্যন্ত কানাডার বেকারত্বের হার ছিল পাঁচ শতাংশ।
গত বছরের সেপ্টেম্বরের পর কানাডায় ৩ লাখ ২৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে দেশে প্রথমবারের মতো শ্রমিকের সংখ্যা দুই কোটির বেশি। এই নীতির অধীনে আবেদন করার যে নিয়ম অনুসরণ করতে হবে:

১. আবেদনের তারিখে বৈধ ট্যুরিস্ট স্ট্যাটাস থাকতে হবে।
২. কাজের একটি বৈধ প্রস্তাব থাকতে হবে যাতে অবশ্যই একটি শ্রম বাজার প্রভাব মূল্যায়ন অনুমোদন বা এলএমআইএ মুক্ত কাজের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে হবে।
৩. ২০২৫ সালের ২৮ এর পরে কোনো চাকরির আবেদন করা যাবে না এবং সবকিছু অবশ্যই স্বচ্ছ হতে হবে।

06/16/2022
06/07/2022

কিভাবে দেখবেন কানাডা সরকারের ওয়েভসাইটে আপনার প্রোফাইলের অবস্থান কেমন?
How do you see the location of your profile on the Government of Canada website?

whatsapp +8801718420318
06/06/2022

whatsapp +8801718420318

detail whatsapp. +8801718420318
06/05/2022

detail whatsapp. +8801718420318

+880171820318 whatsapp( more info)
06/04/2022

+880171820318 whatsapp( more info)

+8801718420318 whatsapp.
06/03/2022

+8801718420318 whatsapp.

 #কানাডা_ওয়ার্ক_পারমিট_ভিসা এবং  #কানাডায়_স্থায়ী_বসবাসের_সুযোগ** ভিসা প্রসেসিং সময় ৩ থেকে ৪ মাস মাত্র !!বিস্তারিত জান...
06/02/2022

#কানাডা_ওয়ার্ক_পারমিট_ভিসা এবং
#কানাডায়_স্থায়ী_বসবাসের_সুযোগ
** ভিসা প্রসেসিং সময় ৩ থেকে ৪ মাস মাত্র !!

বিস্তারিত জানতে কল করুন-
📞+8801718420318 whatsapp

We always follow Canada CIC rules and NOC Category ''C'' and ''D''.

~~~ বয়সসীমা- ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত~~~
** দুই বছর মেয়াদী এই ভিসার মেয়াদ শেষ হলে পরবর্তীতে আবার 'রিনিউ' করা যাবে।
** ২ বছর পরে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারের কাছে আবেদন করা যাবে।
** ডি ক্যাটাগরিতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই !
** পুরুষ এবং মহিলা, উভয়ই জব ভিসায় আবেদন করতে পারবেন !
প্রয়োজনীয় ডকুমেন্টস-
▪️ পাসপোর্ট (২ কপি কালার ফটোকপি)
▪️ ২ কপি ছবি (ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড- সাদা)
▪️ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি (যদি থাকে)
▪️ কাজের অভিজ্ঞতার সনদপত্রের কপি (যদি থাকে)
***** কাজের_সেক্টর- আমরা 'সি' এবং 'ডি' ক্যাটাগরির ভিসা প্রসেসিংএ সহযোগিতা করি।
** 'সি' ক্যাটাগরিতে রয়েছে- ড্রাইভার, ওয়েল্ডার, কারপেন্টার, সিকিউরিটি গার্ড, মেসন, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, পাইপ ফিটার ইত্যাদি জব সেক্টর, এবং
** 'ডি' ক্যাটাগরিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, কন্সট্রাকশন, ডেইরী ফার্ম, প্যাকেজিং কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ক্লিনার, ওয়েটার, রুম সার্ভিস ইত্যাদি জব ক্যাটাগরি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
📞+8801718420318 whatsapp

06/01/2022
06/01/2022

ইদানিং ফেসবুকে কিছু চটকদার বিজ্ঞাপন পাবেন, কানাডায় লোক নিবে। লোক নিবে কথা কিন্তু সত্য। বাংলাদেশী কিছু টাউট আপনার কাছ থেকে ১০৫০০/- টাকা নিয়ে আবেদন ফি এর নাম করে। বাকী ৬ লক্ষ যাওয়ার পর। আসলে এরা ধান্ধাবাজ।

05/31/2022

কিভাবে কানাডা যেতে পারবেন A to Z, গাইড লাইন পাবেন এই পেইজে।

05/31/2022
05/31/2022

২০২১, ২২,২৩ সালে সরকারীভাবে মোট ১২ লক্ষ দক্ষ/ অদক্ষ লোক নিবে কানাডিয়ান সরকার। আপনিও আবেদন করতে পারেন।

05/31/2022

Address

Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawsar Canada blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kawsar Canada blogs:

Videos

Share