Shima Israfil Co

Shima Israfil Co We support tourist visas, work visas, student visas, package tours, tickets, student counseling etc.

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট...
01/07/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।


27/01/2024

টাকা থাকলেই দেশ বিদেশ ভ্রমণ করা হয় না। ভ্রমণের মত মন লাগে। বুকের পাটা থাকতে হয়।

আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই পায়ে হেটে সারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেছেন। কিন্তু তার কাছে জমানো যে টাকা আছে তা অল্প কয়েকদিনেই শেষ হয়ে যাবে তাই তিনি স্পনসর হিসেবে আপনাদেরকেই বেছে নিয়েছেন।

বিষয়টা এমন উনি হাটবেন কিন্তু আপনি যত কিলোমিটার কিনতে চান সেই হিসেবে প্রতি কিলোমিটার ১ ডলার হিসেবে কিনতে পারবেন। মানে দাড়ালো আপনি ১ ডলারের বিনিময়ে ১ কিলোমিটার হাটবেন এবং এ অনুযায়ী সার্টিফিকেট পাবেন।

আসুন উনার লেখা থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। তিনি কিন্তু কুমিল্লার পোলা Saiful Islam Shanto

"ইনশাআল্লাহ আমার পরবর্তী হাঁটার প্রজেক্ট "হেঁটে বিশ্ব ভ্রমণ"। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই পদযাত্রা শুরু করবো।
📌 শুভাকাঙ্ক্ষী সকলকে লিখাটা পড়ার অনুরোধ থাকবে।
অনেকেই আমার পরবর্তী হাঁটার প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন ভেবেছিলাম সবকিছু রেডি করে যাত্রা শুরুর সময় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবো কিন্তু শেষ মুহূর্তে এসে স্পনসর ক্যান্সেল হওয়ায় ঝামেলায় পড়ে গেছি তাই আপডেট আগেই দিতে হলো। সম্পূর্ণ লিখাটা পড়লে বিস্তারিত জানতে পারবেন।
আমরা যারা এডভেঞ্চার পছন্দ করি তাদের এগিয়ে যেতে পথে মূল বাঁধা হচ্ছে স্পনসর কারণ ব্যাক্তিগত খরচে এত বড় বড় এডভেঞ্চার করা সম্ভব হয়ে উঠেনা, তবে শুধু এডভেঞ্চার নয় পৃথিবীতে কোন স্পোর্টস বা এডভেঞ্চার অ্যাক্টিভিটিস স্পনসর ছাড়া সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে অ্যাডভেঞ্চারে জন্য স্পনসর পাওয়ার ব্যাপারটা খুবই কঠিন, আমরা অন্যান্য দেশের অ্যাডভেঞ্চারকে খুব বাহবা দিলেও আমাদের নিজের দেশের এডভেঞ্চারকে উৎসাহ দিতে আগ্রহী নই। ক্রিকেট ছাড়াও দেশকে প্রতিনিধিত্ব করার যে আরো কত মাধ্যম আছে তা আমরা খেয়াল রাখিনা, এই এডভেঞ্চার ভ্রমণের মাধ্যমেও দেশকে প্রতিনিধিত্ব করা যায় বিশ্ব মঞ্চে।
আমার এই প্রজেক্টে অনেকেই স্পনসর দিতে আগ্রহী প্রকাশ করেও পরবর্তীতে ক্যান্সেল করেছে যার কারণে আমার এই স্বপ্নের পদযাত্রা অনেকটা বাদ দিয়ে দিচ্ছিলাম আসলে মোটিভেশান ধরে রাখতে পারছিলামনা কারণ এত বার স্পনসর কথা দিয়ে ক্যান্সেল করেছিলো। সেদিন "ওয়ার্ল্ড ট্রাভেলার সোমেন দেবনাথ" দাদার সাথে পরিচয় হবার পর নতুনভাবে আবার অনুপ্রেরণা পেয়েছি নতুনভাবে আবার শুরু করতে যাচ্ছি আমার এই স্বপ্নের পদযাত্রা "বিশ্ব ভ্রমণ"।
স্পনসর ফাইনাল না হওয়ায় "হেঁটে বিশ্ব ভ্রমণ" শুরু করতে দেরি হচ্ছে আর ব্যাক্তিগত যা তাতে এই ভ্রমণ সম্ভব নয়।
বিভিন্ন প্রতিষ্ঠানে স্পনসরের জন্য অনেক প্রপোজাল পাঠিয়েছি কিন্তু আশানুরূপ রেসপন্স পাইনি তাই এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক স্পনসর সংকট যেন সমাধান হয় সেই জন্য আমি একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছি এটা অবশ্য আমার একার জন্য না এটা সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য কার্যকরী হবে আশাকরি। আপনারা এডভেঞ্চার পছন্দ করেন এবং পর্যাপ্ত স্পনসরের অভাবে শুরু করতে পারছেন না তাদের যদি এই লিখা পড়ে মনে হয় যে এই পদ্ধতি কার্যকর হবে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন।
তবে এই আইডিয়াটা আমার নিজের না, ওয়ার্ল্ড ট্রাভেলার "সোমেন দেবনাথ" দাদার থেকে নেয়া। তিনিও এই পদ্ধতিতে স্পনসর নিয়েছিলেন সেই আইডিয়া থেকেই আমার এই উদ্যোগ নেয়া।
🙋‍♂️আইডিয়া: আমার "হেঁটে বিশ্ব ভ্রমণের" জন্য স্পনসর প্রয়োজন কিন্তু অনেকদিন ধরে স্পনসর খুঁজতে খুঁজতে এসে এখন এই পদ্ধতি অবলম্বন করছি।
স্পনসরের সিস্টেম হচ্ছে যে আপনি আমার ভ্রমণ পথে হাঁটার প্রতি কিলোমিটার পথের দূরত্ব কিনতে পারবেন প্রতি কিলোমিটার ১ ডলার করে (আপনি চাইলে বেশিও দিতে পারেন😁) , একজন সর্বনিম্ন ৫০কিলোমিটার (৫০ ডলার) পথ এবং সর্বোচ্চ আমার যাত্রার সম্পূর্ণ পথটাই কিনতে পারবেন চাইলে। এক্ষেত্রে ৫০/১০০/৫০০/১০০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বও কিনতে পারবেন (প্রতি কিলোমিটার ১ ডলার) যা আপনাকে এই হেঁটে চলা সম্পূর্ণ পথটা উৎসর্গ করা হবে শুভেচ্ছা স্বারকের মাধ্যমে। যিনি প্রথমে আগ্রহ প্রকাশ করবে যেই অনুযায়ী পথের ভাগ করা হবে যাত্রা শুরু থেকে।
উদাহরণ স্বরুপ: আপনি আমার এই ১০০ কিলোমিটার হাঁটার পথ কিনেছেন ১০০ ডলারের বিনিময়ে এর মাধ্যমে আপনাকে এই সম্পূর্ণ ১০০ কিলোমিটার পথ উৎসর্গ করে দেয়া হবে যা শুভেচ্ছা স্বারক সহ এছাড়াও আপনি চাইলে আমার এই পথটা আপনি অন্যকেও শুভেচ্ছা উপহার হিসেবে দিতে পারেন।
চলতি পথে পুরো পথটা আপনাকে উৎসর্গ করে এগিয়ে যাবো আমার স্বপ্নের পথে সঙ্গে আপনাদের নিয়ে। আমার এই পদযাত্রার একজন অংশীদার হতে পারবেন আপনিও।
আমরা স্পনসর নিয়ে সাধারণত কোন প্রতিষ্ঠানকে প্রমোট বা ব্র‍্যান্ডিং করে থাকি তবে এবার স্পনসর নেয়ার মাত্রায় একটু ভিন্নতা আনতে চাচ্ছি এবার ব্যাক্তিকে (আপনাকে) প্রমোট / ব্র‍্যান্ডিং করে স্পনসর নিবো।
যদি এই পদ্ধতি কার্যকর হয় তাহলে এই পদ্ধতিতে আশাকরি সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের স্পনসরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের সবাইকে এগিয়ে আসতে হবে।।
**জানি অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগবেনা বা অনেকের কাছ থেকে বাজে মন্তব্যও আসতে পারে তবুও সম্পূর্ণ লিখাটা পড়ার অনুরোধ থাকবে তারপর মন্তব্য করবেন।
যদি কোন ট্রাভেলারের স্পনসর ম্যানেজ করার জন্য এই পদ্ধতিটা প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করতে পারেন। এটা শুধুমাত্র আমার একার জন্য না সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের স্পনসর ম্যানেজের বিষয়ে কার্যকরী হবে আশাকরি।

📌 ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনিক এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয়ে তথ্য বা পরামর্শ দিয়ে যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে আমার সাথে কথা বলার জন্য অনুরোধ করছি। 🙏"

*** স্পনসরে আগ্রহী সকলকে ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এবং এছাড়াও যদি কোন প্রতিষ্ঠান টাইটেল স্পনসর নিতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে হাইকিংয়ে আমার বেশ কিছু অর্জন রয়েছে:
1) Bangladesh to India Walking Challenge 2022 ( 1,500km).
2) 64 District Walking Challenge 2022, Bangladesh (3,000km).
3) 1000km Walking Challenge 2020 (Cumilla to Banglabandha 1,000km).
4) 71km Walking Challenge 2021 in 24 hours (Dhaka zero point to Mymensing).
5) 100km Walking Challenge 2020 in 24 hours (Dhaka zero point to Debidwar, Cumilla).
6) 100km Hill Road Hiking Challenge 2018 in 48 hours (Bandarban zero point to Alikadam). Etc.
Please follow my page for more details Saiful Islam Shanto-The Bangladeshi Hiker



#পদব্রজেচলোবহুদূর

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস
12/01/2024

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস

imo সোস্যাল এপ দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ। গতকাল আমা...
24/12/2023

imo সোস্যাল এপ

দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ।

গতকাল আমার ইমু নম্বর এ একটা মেসেজ আসে। সেখানে আমার মোবাইল নম্বর দেওয়া। আর ২য় মেসেজে শুধুমাত্র কয়েকটা ডিজিট। আমি কল ব্যাক করায় আমাকে উনি যে পরিচয় দিয়েছেন তাতে আমি অবাক।

ভদ্রলোক স্পেনে বাংলাদেশ এম্বাসিতে চাকরি করেন। ডাক্তার মানুষ। আমি করোনার ৩য় ডোজ নিয়েছি কি না? নিয়ে থাকলে তারিখ জানানোর জন্য। এরপর স্থানীয় হাসপাতালে আমার ক্রনিক টিকা নেওয়ার সিরিয়াল এসেছে এইসব। অথচ আমিই জানি না আমার হাসপাতালের সিরিয়াল আছে।

উনি আমাকে বললেন দেখেন ত আপনার মোবাইলে কোনো মেসেজ গেছে কি না। আমি বললাম না। তখন উনি সাথে সাথেই ইমু টিম এর পেইজ থেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। তারপর বললেন গিয়েছে আপনি চেক করেন। আমি চেক করে দেখি উনি স্টার দেওয়া ৪ ডিজিটের নম্বর পাঠিয়েছেন। ইমু থেকে আমাকে সতর্ক করে মেসেজ দিয়েছে যে, আপনার আইডিতে কেউ লগ ইন করার ট্রাই করছে।

তখনই আমি উনাকে জিজ্ঞেস করেছি আপনার এম্বাসি আইডি দেন আমি চেক করব এবং তারপর আপনাকে আমার মোবাইলে আসা গোপন কোড বলব। তখন উনি আবোল তাবোল বলা শুরু করেছেন। পরে শেষ পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছেন।

[বি:দ্র: এরকম কল কিংবা মেসেজ আপনাদের আসতে পারে। যতগুলো এপস আছে 2 step verification অপশন চালু করে ফেলবেন শিগগিরই। না হলে আপনার ছবি দিয়ে ভিডিও বানিয়ে আপনার পরিবার এর কাছে বিরাট অংকের টাকা দাবি করবে।]

Embassy of Spain in Bangladesh
Bangladesh Embassy, Madrid


Dirección

Carrer De La Cera 5
Barcelona
08001

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Shima Israfil Co publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a Shima Israfil Co:

Compartir

Categoría

Agencias De Viajes cercanos


Otros Agencia de viajes en Barcelona

Mostrar Todas