27/01/2024
টাকা থাকলেই দেশ বিদেশ ভ্রমণ করা হয় না। ভ্রমণের মত মন লাগে। বুকের পাটা থাকতে হয়।
আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই পায়ে হেটে সারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেছেন। কিন্তু তার কাছে জমানো যে টাকা আছে তা অল্প কয়েকদিনেই শেষ হয়ে যাবে তাই তিনি স্পনসর হিসেবে আপনাদেরকেই বেছে নিয়েছেন।
বিষয়টা এমন উনি হাটবেন কিন্তু আপনি যত কিলোমিটার কিনতে চান সেই হিসেবে প্রতি কিলোমিটার ১ ডলার হিসেবে কিনতে পারবেন। মানে দাড়ালো আপনি ১ ডলারের বিনিময়ে ১ কিলোমিটার হাটবেন এবং এ অনুযায়ী সার্টিফিকেট পাবেন।
আসুন উনার লেখা থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। তিনি কিন্তু কুমিল্লার পোলা Saiful Islam Shanto
"ইনশাআল্লাহ আমার পরবর্তী হাঁটার প্রজেক্ট "হেঁটে বিশ্ব ভ্রমণ"। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই পদযাত্রা শুরু করবো।
📌 শুভাকাঙ্ক্ষী সকলকে লিখাটা পড়ার অনুরোধ থাকবে।
অনেকেই আমার পরবর্তী হাঁটার প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন ভেবেছিলাম সবকিছু রেডি করে যাত্রা শুরুর সময় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবো কিন্তু শেষ মুহূর্তে এসে স্পনসর ক্যান্সেল হওয়ায় ঝামেলায় পড়ে গেছি তাই আপডেট আগেই দিতে হলো। সম্পূর্ণ লিখাটা পড়লে বিস্তারিত জানতে পারবেন।
আমরা যারা এডভেঞ্চার পছন্দ করি তাদের এগিয়ে যেতে পথে মূল বাঁধা হচ্ছে স্পনসর কারণ ব্যাক্তিগত খরচে এত বড় বড় এডভেঞ্চার করা সম্ভব হয়ে উঠেনা, তবে শুধু এডভেঞ্চার নয় পৃথিবীতে কোন স্পোর্টস বা এডভেঞ্চার অ্যাক্টিভিটিস স্পনসর ছাড়া সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে অ্যাডভেঞ্চারে জন্য স্পনসর পাওয়ার ব্যাপারটা খুবই কঠিন, আমরা অন্যান্য দেশের অ্যাডভেঞ্চারকে খুব বাহবা দিলেও আমাদের নিজের দেশের এডভেঞ্চারকে উৎসাহ দিতে আগ্রহী নই। ক্রিকেট ছাড়াও দেশকে প্রতিনিধিত্ব করার যে আরো কত মাধ্যম আছে তা আমরা খেয়াল রাখিনা, এই এডভেঞ্চার ভ্রমণের মাধ্যমেও দেশকে প্রতিনিধিত্ব করা যায় বিশ্ব মঞ্চে।
আমার এই প্রজেক্টে অনেকেই স্পনসর দিতে আগ্রহী প্রকাশ করেও পরবর্তীতে ক্যান্সেল করেছে যার কারণে আমার এই স্বপ্নের পদযাত্রা অনেকটা বাদ দিয়ে দিচ্ছিলাম আসলে মোটিভেশান ধরে রাখতে পারছিলামনা কারণ এত বার স্পনসর কথা দিয়ে ক্যান্সেল করেছিলো। সেদিন "ওয়ার্ল্ড ট্রাভেলার সোমেন দেবনাথ" দাদার সাথে পরিচয় হবার পর নতুনভাবে আবার অনুপ্রেরণা পেয়েছি নতুনভাবে আবার শুরু করতে যাচ্ছি আমার এই স্বপ্নের পদযাত্রা "বিশ্ব ভ্রমণ"।
স্পনসর ফাইনাল না হওয়ায় "হেঁটে বিশ্ব ভ্রমণ" শুরু করতে দেরি হচ্ছে আর ব্যাক্তিগত যা তাতে এই ভ্রমণ সম্ভব নয়।
বিভিন্ন প্রতিষ্ঠানে স্পনসরের জন্য অনেক প্রপোজাল পাঠিয়েছি কিন্তু আশানুরূপ রেসপন্স পাইনি তাই এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক স্পনসর সংকট যেন সমাধান হয় সেই জন্য আমি একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছি এটা অবশ্য আমার একার জন্য না এটা সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য কার্যকরী হবে আশাকরি। আপনারা এডভেঞ্চার পছন্দ করেন এবং পর্যাপ্ত স্পনসরের অভাবে শুরু করতে পারছেন না তাদের যদি এই লিখা পড়ে মনে হয় যে এই পদ্ধতি কার্যকর হবে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন।
তবে এই আইডিয়াটা আমার নিজের না, ওয়ার্ল্ড ট্রাভেলার "সোমেন দেবনাথ" দাদার থেকে নেয়া। তিনিও এই পদ্ধতিতে স্পনসর নিয়েছিলেন সেই আইডিয়া থেকেই আমার এই উদ্যোগ নেয়া।
🙋♂️আইডিয়া: আমার "হেঁটে বিশ্ব ভ্রমণের" জন্য স্পনসর প্রয়োজন কিন্তু অনেকদিন ধরে স্পনসর খুঁজতে খুঁজতে এসে এখন এই পদ্ধতি অবলম্বন করছি।
স্পনসরের সিস্টেম হচ্ছে যে আপনি আমার ভ্রমণ পথে হাঁটার প্রতি কিলোমিটার পথের দূরত্ব কিনতে পারবেন প্রতি কিলোমিটার ১ ডলার করে (আপনি চাইলে বেশিও দিতে পারেন😁) , একজন সর্বনিম্ন ৫০কিলোমিটার (৫০ ডলার) পথ এবং সর্বোচ্চ আমার যাত্রার সম্পূর্ণ পথটাই কিনতে পারবেন চাইলে। এক্ষেত্রে ৫০/১০০/৫০০/১০০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বও কিনতে পারবেন (প্রতি কিলোমিটার ১ ডলার) যা আপনাকে এই হেঁটে চলা সম্পূর্ণ পথটা উৎসর্গ করা হবে শুভেচ্ছা স্বারকের মাধ্যমে। যিনি প্রথমে আগ্রহ প্রকাশ করবে যেই অনুযায়ী পথের ভাগ করা হবে যাত্রা শুরু থেকে।
উদাহরণ স্বরুপ: আপনি আমার এই ১০০ কিলোমিটার হাঁটার পথ কিনেছেন ১০০ ডলারের বিনিময়ে এর মাধ্যমে আপনাকে এই সম্পূর্ণ ১০০ কিলোমিটার পথ উৎসর্গ করে দেয়া হবে যা শুভেচ্ছা স্বারক সহ এছাড়াও আপনি চাইলে আমার এই পথটা আপনি অন্যকেও শুভেচ্ছা উপহার হিসেবে দিতে পারেন।
চলতি পথে পুরো পথটা আপনাকে উৎসর্গ করে এগিয়ে যাবো আমার স্বপ্নের পথে সঙ্গে আপনাদের নিয়ে। আমার এই পদযাত্রার একজন অংশীদার হতে পারবেন আপনিও।
আমরা স্পনসর নিয়ে সাধারণত কোন প্রতিষ্ঠানকে প্রমোট বা ব্র্যান্ডিং করে থাকি তবে এবার স্পনসর নেয়ার মাত্রায় একটু ভিন্নতা আনতে চাচ্ছি এবার ব্যাক্তিকে (আপনাকে) প্রমোট / ব্র্যান্ডিং করে স্পনসর নিবো।
যদি এই পদ্ধতি কার্যকর হয় তাহলে এই পদ্ধতিতে আশাকরি সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের স্পনসরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের সবাইকে এগিয়ে আসতে হবে।।
**জানি অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগবেনা বা অনেকের কাছ থেকে বাজে মন্তব্যও আসতে পারে তবুও সম্পূর্ণ লিখাটা পড়ার অনুরোধ থাকবে তারপর মন্তব্য করবেন।
যদি কোন ট্রাভেলারের স্পনসর ম্যানেজ করার জন্য এই পদ্ধতিটা প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করতে পারেন। এটা শুধুমাত্র আমার একার জন্য না সমস্ত এডভেঞ্চার প্রিয় মানুষদের স্পনসর ম্যানেজের বিষয়ে কার্যকরী হবে আশাকরি।
📌 ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনিক এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয়ে তথ্য বা পরামর্শ দিয়ে যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে আমার সাথে কথা বলার জন্য অনুরোধ করছি। 🙏"
*** স্পনসরে আগ্রহী সকলকে ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এবং এছাড়াও যদি কোন প্রতিষ্ঠান টাইটেল স্পনসর নিতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে হাইকিংয়ে আমার বেশ কিছু অর্জন রয়েছে:
1) Bangladesh to India Walking Challenge 2022 ( 1,500km).
2) 64 District Walking Challenge 2022, Bangladesh (3,000km).
3) 1000km Walking Challenge 2020 (Cumilla to Banglabandha 1,000km).
4) 71km Walking Challenge 2021 in 24 hours (Dhaka zero point to Mymensing).
5) 100km Walking Challenge 2020 in 24 hours (Dhaka zero point to Debidwar, Cumilla).
6) 100km Hill Road Hiking Challenge 2018 in 48 hours (Bandarban zero point to Alikadam). Etc.
Please follow my page for more details Saiful Islam Shanto-The Bangladeshi Hiker
#পদব্রজেচলোবহুদূর