03/05/2024
ই-পাসপোর্ট নিয়ে যতো প্রশ্ন???
১. ই-পাসপোর্টের আবেদন করতে চাই। আমাকে কি কি প্রক্রিয়া অনুসরন করতে হবে?
২. আমার হাতে লেখা পাসপোর্ট ছিল, এখন ই-পাসপোর্ট করতে হলে কীভাবে কি করতে হবে?
৩. ই-পাসপোর্টের police verification এর সময় সাধারনত কি কি ডকুমেন্টস উপস্থাপন করতে হবে?
৪. ই-পাসপোর্ট এর জন্য আবেদন করেছি। আমার আগে একটি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP এমআরপি) আছে/ছিল। আমার police verification প্রয়োজন আছে কি?
৫. আমার NID/birth certificate ( জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড ) এর ঠিকানা অনুযায়ী আমি পাসপোর্টের আবেদন করি। NID/birth certificate তে উল্লিখিত ঠিকানাটি আমার প্রকৃত স্থায়ী ঠিকানা নয় বিধায় Police verification report বিপক্ষে হয়েছে। তাহলে আবেদনে কোন ঠিকানা উল্লেখ করবো?
৬. আমি কয়েকদিন পূর্বে আমার বাচ্চার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাকে Police verification এর জন্য ফোন করা হয়নি। আমি কোথায় যোগাযোগ করব ?
৭. আমার পুরাতন পাসপোর্টে বর্ণিত নাম/পিতা-মাতার নাম/ জন্ম তারিখ সংশোধন করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি। কিন্তু এখনো পাসপোর্ট পাই নাই। ( Police verification ) পুলিশ ভেরিফিকেশনের জন্য কেউ যোগাযোগ করেনি। আমার কী করণীয়।
৮. আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় মাদ্রিদ দূতাবাসে আমি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP এমআরপি) এর জন্য আবেদন করি। অনেকদিন অতিবাহিত হলেও আমি এখনো পাসপোর্ট পাই নাই। আমি কোথায় যোগাযোগ করব ?
৯. আমার পূর্বের পাসপোর্ট আছে/ছিল। নতুন করে বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা পরিবর্তন করে পাসপোর্টের আবেদন করেছি। এখন দুইটি ঠিকানায় কি পুলিশ ভেরিফিকেশন হবে?
১০. আমি বর্তমানে স্পেনে বসবাস করছি এবং নাগরিকত্ব গ্রহণ করেছি। এখন আমি আমার ছেলে-মেয়ের জন্য বাংলাদেশী পাসপোর্টের আবেদন করতে চাই। আমি কিভাবে পাসপোর্ট করব?
১১. আমি MRP পাসপোর্টের আবেদন করি। বাংলাদেশ হতে একজন পুলিশ অফিসার আমার কাছে পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছু ডকুমেন্টস্ চায় কিন্তু আমি যখন পাসপোর্টের আবেদন করি তখন আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস্ বাংলাদেশ হাইকমিশনে প্রদান করেছি। তাহলে আবার কেন পুলিশ ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস প্রয়োজন?
১২. আমার MRP পাসপোর্টে পিতার ইংরেজি নাম MD ELiyas আর পিতার এনআইডি কার্ডে ইংরেজি নাম ELeas এখন আমি কি ই-পাসপোর্ট তৈরীতে কোনো সমস্যায় পড়বো
১৩. পাসর্পোট এর মেয়াদ আছে, কোনো সংশোধন ছাড়া পাসর্পোট রিনিউ করা যাবে?
১৪. পাসপোর্ট হারিয়ে গেছে কি ভাবে আবার নতুন করে পাসপোর্ট তুলতে পারবো?
১৫. পাসপোর্ট রেডি হওয়ার পর, সর্বোচ্চ কতদিন পরেও তোলা যাবে?
১৫. আমার ই-পাসপোর্ট ডেলিভারি আনার জন্য Mail মেইল আসছে কিন্তু আমি দূরে থাকার কারণে পাসপোর্ট অফিসে যেতে পারছিনা। আমার ই-পাসপোর্ট কি অন্য আনতে পারবে?
সব প্রশ্নের উত্তর যোগাযোগ করুন
📞Contact:
612551025
Address: Amanah Money Transfer & Travels
calle sombrerete - 9
28012 madrid, spain