Saifur's Madrid

Saifur's Madrid I request everyone to follow my page..

মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যে কথা বলেছেন সেটা একদম আমাদের মতো সাধারণ  জনগণের কথা কিন্তু  এ কথায় অনেকের পেট খার...
16/12/2024

মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যে কথা বলেছেন সেটা একদম আমাদের মতো সাধারণ জনগণের কথা কিন্তু এ কথায় অনেকের পেট খারাপ মন খারাপ হয়ে গেছে......আমার মতামত দিলাম আপনাদের মতামত জানালে ভালো লাগবে।

16/12/2024

মহান বিজয়ের ৫৪ তম বছরে এসেও আমরা আমাদের রাজনৈতিক নেতাদের প্রতি হতাশ কারণ তারা জনগণকে দেয়ার চেয়ে নিজেদের স্বার্থ হাছিল করেছেন বেশি।

আর আমরা বোকা জনগণ ওদের জন্য রাস্তায় মরেছি ,পঙ্গুত্ব বরণ করেছি অথবা দেশান্তরীত হয়েছি।

আর বিনিময়ে শুধু শুধু মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আলাদা হওয়া ছাড়া আর কিছুই পায়নি।

তারপর ও সব দুঃখ ভূলে সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।

15/12/2024
06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

©unknown

06/08/2024
06/08/2024
05/08/2024

দেশের ক্ষমতা যেন আবারও কোন দুস্কৃতীকারী,লম্পট ও অপদার্থদের কাছে না যায় সেদিকে জনগণের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। তা না হলে ছাত্র জনতার এই রক্ত বিফলে যাবে।

05/08/2024

যে কাজ জোয়ান বুড়ারা করতে পারে নাই সেটা বাচ্চা ছেলেরা করে দেখালো। দোয়া ও শুভকামনা রইল সবার জন্য।

আলহামুলিল্লাহ মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতের উছিলায় আজ আমার ছেলে সাফরাজ রহমানের সুন্নতে খৎনা সম্পন্ন করলাম। সবাই নেক ...
27/07/2024

আলহামুলিল্লাহ
মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতের উছিলায় আজ আমার ছেলে সাফরাজ রহমানের সুন্নতে খৎনা সম্পন্ন করলাম। সবাই নেক হায়াতের জন্য দোয়া করবেন ।

29/06/2024

জার্মানে কারিগরি শিক্ষার সুযোগ:স্বপ্ন পূরণের নবদিগন্ত
------------------------------------------------------
শুধুমাত্র ভাষা শিখেই বিনা খরচে জার্মানে কারিগরি শিক্ষায় আসা যায়।বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল ঘাটতি থাকায় দক্ষ কারিগরের অভাব পূরণের জন্য ২০২০ সাল থেকে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে জার্মান এসে কারিগরি শিক্ষা অর্জন ও বৈধভাবে কাজ করার অনুমোদন পাশ হয়।
বর্তমান প্রজন্মের তরুণদের মাঝে তাই আউসবিল্ডুং খুব জনপ্রিয় হয়ে ওঠেছে।জার্মানের মত একটি শিল্পোন্নত স্বপ্নের দেশ শুধুমাত্র মেধা দিয়ে জয় করা যায়, এমন সুযোগ কাজে লাগাতে মেধাবী ও পরিশ্রমী তরুণদের তাই প্রথম টার্গেট আউসবিল্ডুং।
একটা বিষয় পরিস্কার করতে চাই,আউসবিল্ডুং বেচেলার,মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জন নয়।স্রেফ
ভকেশনাল ট্রেনিং, যা অর্জন করে খুব ভাল বেতন অর্থাৎ প্রায় ২৫০০-৩৫০০ ইউরো পাওয়া যায়।
তিন বছর আউসবিল্ডুং চলাকালীন সময়ে প্রায় ১০০০ইউরোর মত টাকা দেবে যা দিয়ে সচ্ছলভাবে চলা যায়।এর বাইরে কেউ যদি সপ্তাহে ১০ ঘন্টার একটা মিনিজব করে তাহলে মাসে ৫৩৮ইয়োরো(প্রায় ৭০ হাজার টাকা) পাবে যা পরিবারের জন্য পাঠাতে পারবে।

বাংলাদেশ থেকে অন্তত HSC পাশ করে জার্মান ভাষায় B1/B2 করে নিজেই বিভিন্ন প্রতিষ্ঠানে এপ্লাই করে আউসবিল্ডুং পেতে হয়।এজন্য কোন দালালের প্রয়োজন হয়না।প্রতিষ্ঠানে এপ্লাই করলে তারা রিপ্লাই দিবে,কথা বলবে ও নিয়োগ দিবে।প্রতিষ্ঠানের নিয়োগ পেলে ভিসার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়না।
এই ভাষা শেখার জন্য কতটুকু সময় প্রয়োজন হয়?এ ধরণের একটা প্রশ্ন অনেকের।আমি বলবো অন্তত দু'বছর। মেধাবী ও পরিশ্রমী ছাত্ররা এক/দেড় বছরে পারবে।জার্মান আসা পর্যন্ত তিন বছরের প্রচেষ্টা।
তাই এমন এক ম্যারাথন দৌড় দেওয়ার মত ইচ্ছা ও মানসিক শক্তি যাদের আছে তারাই সফলতা অর্জন করবে।
ভাষার সার্টিফিকেটের জন্য অবশ্যই গোয়েথে ইন্সটিটিউট থেকে পরীক্ষা দিতে হবে।পড়াশোনার জন্য স্বপ্রচেষ্টা, গোয়েথে ইন্সটিটিউট, গ্রুপের মেন্টর, এপ্স,ইউটিউব , গোগল ও বইপত্র সংগ্রহ করে প্রবলভাবে আত্ননিবিষ্ট হতে হয়।

-ইব্রাহীম খলিল
ফ্রাংকফুর্ট।

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
18/06/2024

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

12/04/2024

স্পেন সরকার ১লা নভেম্বর ২০২১ সালের আগে থেকে বসবাসকারী ৫০০০০০ অভিবাসীকে নিয়মিত করার কাজ প্রক্রিয়াধীন ।
ঘোষনা এ বছরই আসতে পারে।

ভিযাভেরদে আলতোবাসীর পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্হানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.....ঈদ মোবারক।
10/04/2024

ভিযাভেরদে আলতোবাসীর পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্হানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.....ঈদ মোবারক।

09/04/2024

দেশে ও প্রবাসে বসবাসরত সবাইকে সিলেট দক্ষিণ সুরমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন স্পেন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

Dirección

Avenida De Espinela, 6, 2C
Madrid
28021

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Saifur's Madrid publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a Saifur's Madrid:

Videos

Compartir