MD Abu Ibne Mowaz

MD Abu Ibne Mowaz Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de MD Abu Ibne Mowaz, Agence de voyage, Paris.

04/10/2024

(لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ)
“La Ilaha Illallah Muhammad ur Rasulullah”☝🏼

Life is a gift , wakeup  everyday and realize that
18/09/2024

Life is a gift , wakeup everyday and realize that

12/09/2024

জামাটা কিনুন, খাবারটা খান, ঘুরতে যান! একসময় হাতে অনেক টাকা আসলেও সময়টা জীবনে আর ফেরত আসবেনা! 🤍l প্রতিটা বয়সের আলাদা সৌন্দর্য আছে। সেটা যখন বয়সটা পার হয়ে যায়, তখন বোঝা যায়।ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশের মানুষটাকে ভালোবাসতে জানতে হয়,বুঝতে হয়।❤️

আজ থেকে ১০০ বছর পর! ক্যালেন্ডারের পাতায় যখন ২১২১ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জ...
02/09/2024

আজ থেকে ১০০ বছর পর! ক্যালেন্ডারের পাতায় যখন ২১২১ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জগতে।


ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়ত নেক্সট প্রজন্ম ভােগ করছে, পছন্দের কাপড়গুলাে ব্যকডেটেড হয়েগেছে, শখের গাড়িটি হয়ত অন্য কেউ চালাচ্ছে। আর আমায়? খুব কম জনই স্মরণে রেখেছে। কেউবা ভাবেও না। হাতে সময় নেই! যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম!

আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি,

আপনার❗

দাদার দাদাকে কত বার স্মরণ করেন?

আপনার❗

দাদীর দাদীর কথা কখনাে কি আপনার মনে পড়ে?


পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এতাে হৈ চৈ, এতাে মায়া কান্না-- এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন।


যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার, দায়িত্ব-ক্ষমতা অন্যের হাতে অপূর্ন করবার, কিংবা কারাে ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছােট।


২১২১ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবাে, সত্যিই দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল! একে ঘিরে দেখা স্বপ্নগুলাে কতই না নগণ্য ছিল!


২১২১ সালে আমরা অনেকেই চাইবাে, 'ইশ যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম! ইসলামের জন্যে! নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম! মৃত্যুর পরেও যে কাজগুলাে আমাদের উপকার করে যেত, সেগুলাের পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম!' ইস! শুধু ইস আর ইস!!


যারা ইসলামের আলােকে জীবন পরিচালিত করেনি তারা চিৎকার করে কথাগুলাে বলবে, কিন্তু কোনাে ফল বয়ে আনবে না, এই হাহাকার:

▪"হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম।" [সূরা আহযাব, আয়াত : ৬৬]

▪"হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"

[সূরা আন-নিসা, আয়াত : ৭৩]

▪"হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" [সূরাহ ফুরকান, আয়াত : ২৮]

▪"হায়! এমন যদি কোনাে সুরত হতাে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানাে হতাে, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"

[সূরা আনআম,আয়াত : ২৭]

▪"হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান। যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি। (বরং জবাব মিলবে) "না, এটা হবার নয়। এটা তাে তার একটি বাক্য মাত্র যা সে বলবেই। তাদের সামনে বারাখ থাকবে উত্থান দিন পর্যন্ত।" [আল-মু'মিনুন, ৯৯-১০০]


মৃত্যুর পর অনেকেই আফসােসে নিজেদের হাত কামড়াতে থাকবে এই বলে,

▪"হায়! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম।" [সূরাহ ফুরকান, আয়াত : ২৭]

▪হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?” [সূরা আল-ফাজর, ২৪]

▪মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময়

দেবে না।


সে অপেক্ষা করবে না আমাদের জন্য...

তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশােধন হয়ে যাই! পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি!


হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন| আমাদের সঠিক বুঝ দান করুন,আমিন।

আজ থেকে ১০০ বছর পর! ক্যালেন্ডারের পাতায় যখন ২১২১ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন ....

02/09/2024

আজ থেকে ১০০ বছর পর! ক্যালেন্ডারের পাতায় যখন ২১২১ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে। অস্তিত্ব তখন রূহের জগতে।

31/08/2024

রাবিশ কথা বলা থেকে বিরত থাকুন!😑

16/08/2024

- স্বপ্ন (Dream) ❤️🌼🇧🇩

14/08/2024

আমাদের বন্ধুত্ব, সম্পর্কগুলোও কি রাজনৈতিক সমর্থনের উপর নির্ভরশীল হয়ে গেল?

মতের মিল না হলেই বন্ধুত্ব শেষ?

07/08/2024

ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়।
আমাদের উচিত ক্ষমতার অপব্যবহার না করা যাতে ক্ষমতা না থাকলেও মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে,, আপনি মরে গেলেও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
একটি শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা।🇧🇩❤️✌️

07/08/2024

রাজনীতির কারণে নিজের গ্রামের লোকের‌ সাথে
মোটেও খারাপ আচরণ করবেন না। কারণ মৃত্যুর
পর তারাই আপনার গোসল , জানাজা,দাফন কাফন করবে।

07/08/2024

এমন একটি সুন্দর দিন ফিলিস্তিনও দেখুক। 🇵🇸
আমিন

🪶🖤বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যারা সিগারেট থেকে দূরে আছেন তাঁরাই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ্ ❤️‍🔥
03/07/2024

🪶🖤বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যারা সিগারেট থেকে দূরে আছেন তাঁরাই মন থেকে বলুন

আলহামদুলিল্লাহ্ ❤️‍🔥

02/07/2024

নোয়াখালীতে কোন বৃদ্ধাশ্রম নেই কেন জানেন?

কারন এই মাটি সুসন্তান জন্মদেয় কুসন্তান নয়। বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি অবদান এই নোয়াখাইল্যাদের তাই কথা একটাই

আমি গর্বিত, আমি নোয়াখাইল্যা❤️‍🔥

Learn to enjoy solitude! Be on the list of the happiest people in the world! 💖
20/06/2024

Learn to enjoy solitude! Be on the list of the happiest people in the world! 💖

লাইফে এমন কেউ আসুক যে ঘুরতে অনেক পছন্দ করে..♥️
07/05/2024

লাইফে এমন কেউ আসুক যে ঘুরতে অনেক পছন্দ করে..♥️

আন্তর্জাতিক শ্রমিক দিবস...ঘাম ঝরানো মানুষগুলোর জীবন হোক প্রশান্তিময় ❤️
01/05/2024

আন্তর্জাতিক শ্রমিক দিবস...
ঘাম ঝরানো মানুষগুলোর জীবন হোক প্রশান্তিময় ❤️

Même après de nombreuses années, vous aurez la preuve que les choses qu’Allah ne vous a pas données n’ont jamais été bon...
19/04/2024

Même après de nombreuses années, vous aurez la preuve que les choses qu’Allah ne vous a pas données n’ont jamais été bonnes pour vous 💖

বৃষ্টি বেজা আইফেল টাওয়ার🗼🌧️
03/11/2023

বৃষ্টি বেজা আইফেল টাওয়ার🗼🌧️

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MD Abu Ibne Mowaz publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MD Abu Ibne Mowaz:

Vidéos

Partager