13/11/2024
সেন্সাস বলছে ২০২৩ সালে ইউ কে তে বিদেশ থেকে পর্যটক রা সবচেয়ে বেশী ঘুরতে এসেছে এডিনব্রাহ তে। আর আপনি ইউ কে থেকে ও এখন ও এডিনব্রাহ যদি না যেয়ে থাকেন তাহলে কি করলেন বলেন তো?
জানি জানি, আমাদের অনেক অনেক অব্লিগেশন আছে, তবে ছোট বেলায় হাওয়াই মিঠাই দেখলেই যেমন মন নেচে উঠতো খেতে এখন কিন্তু একবার ভুড়ি আরেকবার আসন্ন সুগার প্রব্লেম এর কথা ভেবে থেমে যাই, তেমনি ঘুরতে গেলে এখন ই যান।
আচ্ছা দাড়ান এটা তো বলি , শীত সামনে রেখে এডিনব্রাহ কেন যেতে বলছি? কারন , জনাব / জনাবা শীতের দিনে যেমন আইস্ক্রিম খাবার মজা আলাদা , শীত কে শীতের আসল রুপে দেখতে চাইলে শীতের দিনেই এডিনব্রাহ। শীতের সময় এডিনব্রাহ ম্যজিক্যাল হয়ে উঠে , বিশেষত নিউ ইয়ার এ হগম্যানে নামের এক অসাধারন সেলিব্রেশনে পুরো এডিনব্রাহ জাদু নগরী হয়ে উঠে।
যাবো যে, থাকবো কোথায় ?
যদি আপনি এডিনব্রাহ এর ক্ল্যাসিক আর হিস্টোরিক লুক টা এক্সপ্লর করতে চান তবে থাকতে পারেন ওল্ড টাউনে ।তবে এখানে থাকার খরচ কিছুটা বেশি। কারন আপনি সব হিস্টরিক সাইটের মধ্যে বসে আছেন যে । তাছারা শপ , রেস্তরাঁ , স্ট্রিট পারফর্মেন্স , মোদ্দা কথা আপনি একের মধ্যে সব পেয়ে যাচ্ছেন।
ভয় পাবেন না , আমি আপনাদের জন্য খুঁজে বের করেছি এমন একটা হোটেল যেটা ওই স্থানের তুলনায় কম বাজেটের , কিন্তু কিছু গ্রেট বেনেফিট সহ পেয়ে যাবেন যেমন ব্রেক ফাস্ট সহ রুম, ফ্রী ক্যান্সেলেশন এবং ফ্রী টয়লেট্রিজ , যেহেতু এটা একটা এপার্ট-হোটেল , সো নিজের মত মিল প্রিপারেসন এর সুজোগ থাকছে, এটা ওয়েভারলি রেল স্টেশন থেকে ১০ মিনিটের হাটা পথ আর রয়েল মাইল ৫ মিনিট হাটার দুরত্বে।
কাপলদের রেটিং এ এটা সেরা , কারন সেন্টারের কাছে হলেও এখানে কিছুটা সেরেনিটি আর সেক্লুসন আছে কেননা Holyrood Park and the picturesque Arthur’s Seat এখান থেকে খুব কাছে । যেখানে অন্য হোটেল গুলো পার নাইট ৩০০ পাউন্ড থেকে ৩৫০ পাউন্ড সেখানে সেখানে এই এপার্ট-হোটেল টি সিজন ভেদে মাত্র ১৭৫ পাউন্ড থেকে ২৭৫ পাউন্ড। ক্রিসমাস আর নিঊ ইয়ারে কিছু বেশী হতে পারে।
নিচে বুকিং.কম এর লিঙ্ক দিয়ে দিলাম যা সোজা আপনাদের ওই হোটেলের বুকিং পেজে নিয়ে যাবে, এবং খোঁজাখুঁজি করা ছাড়াই আপনি নিজে নিজে বুক করে নিতে পারবেন ।
https://www.booking.com/hotel/gb/holyroodaparthotel.en.html?aid=1168852&no_rooms=1&group_adults=2&label=SMHE
আর আপনি যদি নিজের মত খুঁজে নিতে চান তবে নিচের বুকিং.কম এর লিঙ্কে এডিনব্রাহ এর এপার্ট্মেন্ট, হোটেল, এপার্ট হোটেল সব পেয়ে যাবেন , আপনার পছন্দ রুচি আর বাজেট অনুযায়ী খুঁজে নিন আপনার পছন্দের হলিডে স্টে
https://www.booking.com/searchresults.en.html...
পরের পর্বে লিখবো কোথায় অবশ্যই বেড়াতে যাবেন এই উইন্টারে যদি এডিব্রাহ যান তবে।
আর এই পর্বের পুরটা থাকছে আমার মূল ব্লগে যা নিচের লিঙ্ক থেকে পড়তে পাড়েন।
https://cityexplorar.blogspot.com/
দেখা হচ্ছে তো পরের পর্বে ? কমেন্টে যানাবেন।