60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী।

  • Home
  • United Kingdom
  • London
  • 60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী।

60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী।, Travel Company, 8-10 Greoterex Street, London.

নতুন UK এন্ট্রি নিয়ম - ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ETA)৮ জানুয়ারি ২০২৫ থেকে, UK পূর্বে ভিসা-মুক্ত দেশগুলোর জন্য ETA চ...
21/12/2024

নতুন UK এন্ট্রি নিয়ম - ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ETA)

৮ জানুয়ারি ২০২৫ থেকে, UK পূর্বে ভিসা-মুক্ত দেশগুলোর জন্য ETA চালু করবে, যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

ETA কী?

ETA হলো একটি বাধ্যতামূলক এন্ট্রি পারমিট, যা সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য প্রণীত। এটি পর্যটন, ব্যবসা, স্বল্প-মেয়াদী শিক্ষা, বা ছয় মাস পর্যন্ত পারিবারিক ভ্রমণের জন্য UK ভ্রমণকারীদের প্রয়োজন হবে।

গুরুত্বপূর্ণ তথ্য
• ৮ জানুয়ারি ২০২৫: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য নন-ইউরোপীয় দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য।
• ২ এপ্রিল ২০২৫: ইউরোপীয় দেশগুলোর ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে।

কীভাবে আবেদন করবেন:
• UK ETA অ্যাপ বা gov.uk এর মাধ্যমে অনলাইনে আবেদন করুন।
• ব্যক্তিগত তথ্য, বায়োমেট্রিক ডেটা এবং নিরাপত্তা বিষয়ক প্রশ্নের উত্তর দিন।

প্রসেসিং সময়:
• বেশিরভাগ আবেদন তিন কার্যদিবসের মধ্যে প্রক্রিয়াজাত হয়, তবে ভ্রমণের আগে যথেষ্ট সময় নিয়ে আবেদন করা উচিত।

মেয়াদ ও ফি:
• ETA দুই বছরের জন্য বৈধ, অথবা আপনার পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত।
• একাধিক ভ্রমণ অনুমোদিত, প্রতিবার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত।
• আবেদন ফি: £১০।

কাদের ETA প্রয়োজন?
• ভিসা-মুক্ত দেশগুলোর সকল ভ্রমণকারী, ট্রানজিট যাত্রীসহ।
• ব্যতিক্রম: UK ভিসাধারী, ব্রিটিশ বা আইরিশ নাগরিক এবং UK রেসিডেন্ট।

গুরুত্বপূর্ণ:

ETA ছাড়া ভ্রমণকারীদের UK প্রবেশ নিষেধ করা হতে পারে। এই নতুন সিস্টেমটি বিশ্বব্যাপী নিরাপত্তা বৃদ্ধি ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আপনার ভ্রমণ পরিকল্পনায় দেরি করবেন না!

GOV.UK - The best place to find government services and information.

নিঃসঙ্গ মসজিদের গল্পএক সন্ধ্যায় আমি পৌঁছে যাই প্রিস্টিনা শহরের একটি পুরাতন এবং সুন্দর মসজিদের সামনে। গোধূলির আকাশে মিনার...
17/12/2024

নিঃসঙ্গ মসজিদের গল্প

এক সন্ধ্যায় আমি পৌঁছে যাই প্রিস্টিনা শহরের একটি পুরাতন এবং সুন্দর মসজিদের সামনে। গোধূলির আকাশে মিনারের অবয়ব যেন এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছিল। আযানের সুমধুর ধ্বনি আমাকে মুগ্ধ করে মসজিদে টেনে নিয়েছিল। মাগরিবের নামাজ শেষে ইমাম সাহেবের সাথে কথা হলো। তিনি ছিলেন ইস্তাম্বুল থেকে আগত এবং এখানেই বসবাস করছেন প্রায় পাঁচ বছর।

ইমাম সাহেব শান্ত স্বরে একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, “এ শহরের ৯৫ ভাগ মানুষ মুসলিম হলেও মসজিদগুলো যেন নির্জন হয়ে যাচ্ছে। মুসলিম পরিচয়ের মাঝে লেবাস ও সংস্কৃতির কোনো ছাপ নেই। কেমন যেন সবকিছু হারিয়ে যাচ্ছে এই আধুনিকতার ছোঁয়ায়।”

আমি তখন তাকিয়ে দেখছিলাম, বিশাল এবং সুন্দর এই মসজিদে হয়তো একসময় মানুষের আনাগোনা ছিল। ঈমানের নূরে উদ্ভাসিত হয়েছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন সময় বদলে গেছে, মানুষ ব্যস্ততা আর উদাসীনতায় ভুলে গেছে তাদের পথ। মসজিদে এসে কেবল শূন্যতার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়।

ইমাম সাহেব তার আক্ষেপ প্রকাশ করে আবার বললেন, “আল্লাহ আমাদের সঠিক পথে ফেরার তৌফিক দিন, এই জগতে মসজিদগুলো যেন শুধু স্মৃতির অংশ হয়ে না পড়ে।”

আমি বিদায় নেওয়ার সময় এক ঝলক তাকিয়ে থাকলাম মিনারের দিকে। যেন আকাশের দিকে তর্জনী তুলে সেই মিনার মনে করিয়ে দিচ্ছে, আমাদের ফিরতে হবে। সময়ের অযথা প্রবাহে ভেসে যাওয়া যাবে না।

এ গল্প একটি মসজিদের নিঃসঙ্গতার, যা অপেক্ষায় আছে তার হারিয়ে যাওয়া মুসল্লিদের।

চলো, আমরা যদি ৬০ সেকেন্ডে ভ্রমণের গল্প করি,  1. সময় বাঁচে: অল্প সময়ে সহজে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অভিজ্ঞতা শেয়ার করা য...
06/12/2024

চলো, আমরা যদি ৬০ সেকেন্ডে ভ্রমণের গল্প করি,
1. সময় বাঁচে: অল্প সময়ে সহজে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অভিজ্ঞতা শেয়ার করা যায়।
2. উৎসাহ দেয়: ছোট ছোট গল্প মানুষকে ভ্রমণের প্রতি আগ্রহী করে তোলে।
3. নতুন কিছু শেখা: বিভিন্ন দেশ, সংস্কৃতি, ইতিহাস ও খাবার সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যায়।
4. মজার অভিজ্ঞতা: গল্প ছোট হলেও তা আনন্দদায়ক এবং স্মরণীয় হতে পারে।
5. সহজে শেয়ার করা যায়: ১ মিনিটের গল্প সহজে অন্যদের কাছে শেয়ার করা যায়।

তাই, ৬০ সেকেন্ডে ভ্রমণের গল্প মানুষকে বিনোদিত করার পাশাপাশি শেখার সুযোগও দেয়।

“60 Seconds Travels Story’s ” takes you on a journey to explore the world’s most popular attractions.Discover breathtaki...
17/11/2024

“60 Seconds Travels Story’s ” takes you on a journey to explore the world’s most popular attractions.
Discover breathtaking tourist destinations, experience world-famous cultures, and hear fascinating stories.
Savor the tastes of iconic and irresistible cuisines from across the globe.

Watch, enjoy, and stay tuned with “60 seconds travels stories” for an unforgettable adventure!

07/10/2024

জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড

✒️ জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkarte চালু করেছে, যা প্রবাসীদের সহজে কাজ খুঁজে পেতে এবং সেখানে বসবাস করার সুযোগ দিচ্ছে।

এটি মূলত একটি পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের উপর ভিত্তি করে। দক্ষ পেশাজীবী, যেমন—প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি পেশার লোকদের জন্য এটি একটি বড় সুযোগ।

💧 পয়েন্ট সিস্টেম:
আপনার শর্ত অনুযায়ী ৬ পয়েন্ট অর্জন করতে হবে, যা নিম্নলিখিত ক্যাটাগরির উপর নির্ভর করে:

1. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ।

2. কর্মজীবনের অভিজ্ঞতা: গত ৭ বছরে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ পয়েন্ট, ২ বছরের অভিজ্ঞতা থাকলে ২ পয়েন্ট।

3. ভাষাগত দক্ষতা: B2 স্তরের জার্মান জানলে ৩ পয়েন্ট, B1 স্তর জানলে ২ পয়েন্ট, A2 স্তর জানলে ১ পয়েন্ট।

4. বয়স: ৩৫ বছরের কম বয়স হলে ২ পয়েন্ট, ৪০ বছরের কম হলে ১ পয়েনভিরাল
5. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে ৬ মাস থাকা থাকলে, বা সঙ্গী সহ আবেদন করলে ১ অতিরিক্ত পয়েন্ট।

💧 ভিসার বৈশিষ্ট্য:
- এটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য বৈধ থাকে এবং ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।
- চাকরি খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে, অর্থাৎ বছরে প্রায় €১২,৩২৪ ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে।
- চাকরি খোঁজার সময়ে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজের সুযোগ আছে।

💧 চাকরির সুযোগ ও সীমাবদ্ধতা:
অপরচুনিটি কার্ড আপনাকে সরাসরি জার্মানিতে প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগ দেবে। তবে চাকরি পাওয়ার পরই আপনি দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাবেন।

💧 যে কাজের জন্য উপযুক্ত:
ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলিতে দক্ষ পেশাজীবীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন—যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা।

এটি বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা জার্মানিতে কাজ এবং ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক।

03/10/2024
অস্ট্রেলিয়ার সাবক্লাস ৬০০ ভিসা:কারা যেতে পারবেন:অস্ট্রেলিয়ার সাবক্লাস ৬০০ ভিসা সাধারণত পর্যটক, ব্যবসায়ী এবং পরিবার/বন...
07/07/2024

অস্ট্রেলিয়ার সাবক্লাস ৬০০ ভিসা:

কারা যেতে পারবেন:
অস্ট্রেলিয়ার সাবক্লাস ৬০০ ভিসা সাধারণত পর্যটক, ব্যবসায়ী এবং পরিবার/বন্ধুদের দেখা করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এটি অস্থায়ী ভিসা এবং বিভিন্ন ধরণের স্ট্রিমে বিভক্ত, যেমন পর্যটক, ব্যবসায়িক পরিদর্শন এবং পরিবার স্পন্সর স্ট্রিম।

খরচ:
ভিসা আবেদন ফি সাধারণত AUD 150 থেকে AUD 370 পর্যন্ত হতে পারে, ভিসার ধরণ ও আবেদনকারীর স্থিতি অনুযায়ী।

যোগ্যতা:
1. পাসপোর্ট: বৈধ পাসপোর্ট থাকতে হবে।
2. অর্থনৈতিক স্থিতি: পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকতে হবে যা প্রমাণ করে যে আপনি অস্ট্রেলিয়ায় অবস্থানকালে আপনার খরচ বহন করতে পারবেন।
3. স্বাস্থ্য ও চরিত্র: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে।
4. ভ্রমণের উদ্দেশ্য: আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার এবং বৈধ হতে হবে।

সময়কাল:
সাধারণত ২০ থেকে ৩৩ দিন সময় লাগে, তবে পরিস্থিতি অনুযায়ী এই সময়কাল পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশের নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়া:
1. অনলাইনে আবেদন: অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে (immi.homeaffairs.gov.au) অনলাইনে আবেদন করতে হবে।
2. ডকুমেন্টস জমা: প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
3. বায়োমেট্রিক তথ্য: বায়োমেট্রিক তথ্য

01/07/2024

ভিজিট ভিসায় কানাডায় এসে বাংলাদেশীরা কেন আমেরিকা চলে যাচ্ছে? এই প্রশ্নটি ইদানিং অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আসুন জেনে নেই কানাডা এবং আমেরিকার মধ্যকার প্রধান পার্থক্যগুলো কি?

কানাডা: মোট জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার।
আমেরিকা: মোট জিডিপি ২৮ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ আমেরিকার ইকোনমি কানাডার চেয়ে ১৩ গুণ বড়।

কানাডা: মোট ০২ কোটি মানুষ বিভিন্ন খাতে চাকুরি করেন। এর মধ্যে ৬৮ লাখ চাকুরিজীবী উচ্চ আয়ের বেতন পান।
আমেরিকা: মোট ১৬ কোটি মানুষ বিভিন্ন খাতে চাকুরি করেন। এর মধ্যে ৬ কোটি মানুষ উচ্চ আয়ের বেতন পান।

কানাডা: বাৎসরিক গড় বেতন ৫৪,০০০ কানাডিয়ান ডলার (বাংলাদেশী টাকায় ৪৪ লক্ষ টাকা)।
আমেরিকা: বাৎসরিক গড় বেতন ৬০,০০০ ইউএস ডলার (বাংলাদেশী টাকায় ৭৪ লক্ষ টাকা)।

কানাডা: ১ বেডরুম স্ট্যান্ডার্ড বাসা প্রতি মাসের গড় ভাড়া ১,৯২২ কানাডিয়ান ডলার (২০২৪ ইং)।
আমেরিকা: ১ বেডরুম স্ট্যান্ডার্ড বাসা প্রতি মাসে গড় ভাড়া ১,৫১৮ ইউএস ডলার (২০২৪ ইং)।

কানাডা: রিফিউজি কেইসের গড় এক্সেপ্ট হার ৬১% (২০১৩-২০২২ পরিসংখ্যান)। একটি রিফিউজি কেইস ফাইনেলাইজের সময়কাল ৬ মাস থেকে ৩ বছর।
আমেরিকা: রিফিউজি কেইসের গড় এক্সেপ্ট হার ৫৮% (১৯৮০-২০২৩ পরিসংখ্যান)। একটি রিফিউজি কেইস ফাইনেলাইজের সময়কাল ৬ মাস থেকে ০৭ বছর।

কানাডা: এসাইলাম এপ্লিকেশন প্রসেসিং ফি এটর্নি ১ হাজার ডলার থেকে ৩ হাজার কানাডিয়ান ডলার। তবে বিভিন্ন প্যারালিগ্যালরা তাদের চাহিদা অনুসারে বিভিন্ন অংকের টাকা ডিমান্ড করে থাকেন।
আমেরিকা: এসাইলাম এপ্লিকেশন প্রসেসিং ফি এটর্নি ১ হাজার ডলার থেকে ৭ হাজার ইউএস ডলার। ডিপোর্টেশন ডিফেন্স ৪ হাজার ডলার থেকে ১২ হাজার ইউএস ডলার।

কানাডা: পার্মানেন্ট রেসিডেন্টরা বৎসরে ষাট হাজার ডলার আয় দেখালে প্রত্যেকে মা-বাবাকে কানাডায় নিয়ে আসার এপ্লিকেশন জমা দিতে পারে। তবে কোন কানাডিয়ান রেসিডেন্সই ভাই-বোনকে কানাডায় স্থায়ী ভাবে নিয়ে আসার আপাতত কোন সিস্টেম নেই।
আমেরিকা: পার্মানেন্ট রেসিডেন্টরা নির্দিষ্ট পরিমান আয় দেখিয়ে তার মা-বাবা, ভাই-বোন সহ পরিবারের সবাইকে আমেরিকায় নিয়ে আসার এপ্লিকেশন জমা দিতে পারে। একটি নির্দিষ্ট সময় পরে এই এপ্লিকেশনে পরিবারের সবাই আমেরিকায় চলে আসতে পারে।

কানাডা: গাড়ির ড্রাইভিং লাইসেন্স অর্জনকাল কমপক্ষে ১ বছর। কানাডায় গাড়ির ড্রাইভিং লাইসেন্স অর্জন পৃথিবীর কঠিনতম কাজের একটি।
আমেরিকা: এক মাসে গাড়ির ড্রাইভিং লাইসেন্স অর্জন সম্ভব এবং সহজ উপায়ে তা সম্ভব।

কানাডা: বেকার সংখ্যা ৬.২%
আমেরিকা: বেকার সংখ্যা ৪%

কানাডা: ৬৫% মানুষ নিজস্ব বাসা-বাড়িতে বসবাস করেন।
আমেরিকা: ৬৬% মানুষ নিজস্ব বাসা-বাড়িতে বসবাস করেন।

কানাডা: জনপ্রতি প্রতি মাসে গড় খরছ ১,৭০৮ কানাডিয়ান ডলার (১ লক্ষ ৪১ হাজার বাংলাদেশী টাকা)।
আমেরিকা: জনপ্রতি প্রতি মাসে গড় খরছ ২৫০০ থেকে ৩৫০০ ইউএস ডলার (৩ লক্ষ থেকে ৪ লক্ষ ৩০ হাজার বাংলাদেশী টাকা)।

কানাডা: কানাডিয়ানরা মিতব্যয়ী নিরিবিলি জীবন-যাপনে অভ্যস্ত এবং সেটি খুব পছন্দ করেন।
আমেরিকা: বিশ্বের সব বিখ্যাত এবং ধনকুবের মানুষের বসবাস এই দেশে। আমেরিকানরা আড়ম্বরপূর্ণ জীবন-যাপন ভালবাসেন।

সর্বোপরি সব হিসাব নিকাশ শেষে এটিই পরিলক্ষিত হয় যে কানাডা এবং আমেরিকায় ওয়ার্কার শ্রেনীর মানুষদের জন্য কানাডার বাৎসরিক গড় বেতন ৪৪ লক্ষ টাকা এবং আমেরিকায় বাৎসরিক গড় বেতন ৭৪ লক্ষ টাকা।

অর্থাৎ একজন লোকের দুদেশের মধ্যকার বেতনের গড় পার্থক্য হলো প্রায় ত্রিশ লক্ষ টাকা। এ থেকে স্পষ্ট প্রতিয়মান হয় যে কানাডার চেয়ে আমেরিকায় বেতন প্রায় দ্বিগুণ। এই তথ্য থেকে বলা যায় যে অধিক আয়-রোজগারের আশায়ই হয়ত অনেকে কানাডায় এসে আমেরিকায় চলে যাচ্ছে।

এই লেখাটি বিভিন্ন ডাটা এবং পরিসংখান স্টাডি করে লেখা। কোন ভুল ত্রুটি অথবা বৈসাদৃশ্য চোখে পড়লে জানাবেন। কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
Mohammed Shaikul Islam এর ওয়াল থেকে নেওয়া।
CANADA

05/06/2024

দুঃখ-কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই বলা উচিত। এতে বেশ কিছু উপকারিতা আছে।
রসুল ﷺ বলেন, “যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে তা মানুষের নিকট উপস্থাপন করে (অর্থাৎ মানুষের উপরই নির্ভরশীল হয়ে পড়ে), তার অভাব-অনটন (পুরোপুরি) দূর হয় না। আর যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে তা আল্লাহর নিকট উপস্থাপন করে তবে অবশ্যই আল্লাহ তাকে দ্রুত অথবা বিলম্বে রিযিক দান করেন।” [ইমাম তিরমিযি, আস-সুনান: ২৩২৬; হাদিসটি সহিহ]
অন্য বর্ণনায় এসেছে, “...আল্লাহ তাকে অমুখাপেক্ষী করেন—শীঘ্রই মৃত্যুর মাধ্যমে অথবা শীঘ্রই ধন-সম্পদ দিয়ে।” [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৬৪৫; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৭৮৭; হাদিসটি সহিহ]
বিখ্যাত আল্লাহওয়ালা বুযুর্গ শাকিক আল-বালখি (রহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি কোনো দুঃখ-দুর্দশার ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অভিযোগ করে, সে ইবাদতের মিষ্টতা অনুভব করতে পারে না।’ [আস সিয়ার: ৯/৩১৫]
কেউ যখন শুধু আল্লাহর কাছেই নিজের সমস্যার কথা পেশ করে, তখন তার ঈমান বৃদ্ধি পায়, তাওয়াক্কুল মজবুত হয়। কারণ সে তখন একমাত্র আল্লাহর কাছেই সমাধান তালাশ করে, আল্লাহকেই আপন মনে করে।
দেখুন, নবি ইয়াকুব (আ.) কত কষ্টেই-না ছিলেন! প্রিয়তম সন্তান ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তবুও শুধু আল্লাহর কাছেই তাঁর দুঃখ-বেদনার অভিযোগ উপস্থাপন করেছেন। কুরআনে তাঁর অভিব্যক্তি এসেছে এভাবে—
إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ

‘‘আমি কেবল আল্লাহর কাছেই আমার অস্থিরতা ও দুঃখ-কষ্টের ব্যাপারে অনুযোগ করছি।’’
[সুরা ইউসুফ, আয়াত: ৮৬]
আল্লাহ তাঁর ভারাক্রান্ত হৃদয়ের আকুতি শুনেছেন। শীঘ্রই ইউসুফ (আ.)-কে সম্মানিত করে তাঁদের মধ্যে সাক্ষাৎ ঘটিয়েছেন।
বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। পূর্ববর্তী নেককার ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য ছিলো যে, তাঁরা নিজেদের দুঃখ-বেদনা মানুষের কাছ থেকে ঢেকে রাখতেন আর আল্লাহর কাছে মুনাজাতে পেশ করতেন।
তবে, সমস্যার কথা শেয়ার করলে যদি সমাধানের সম্ভাবনা থাকে, তাহলে শেয়ার করতে সমস্যা নেই। নবিজি ও সাহাবিগণের জীবনে এমন অনেক ঘটনা আছে।
✍️Tasbeeh

Paris, France 🇫🇷
30/05/2024

Paris, France 🇫🇷

08/05/2024

কখনোই কাউকে বুঝতে দিও না যে তুমি দুর্বল,

যদি বুঝতে দাও তাহলে দেখবে সে 'মেসি' আর তুমি 'ফুটবল'।

Vrboska, Hvar Island, Croatia 🇭🇷
30/04/2024

Vrboska, Hvar Island, Croatia 🇭🇷

Menton, France 🇫🇷
18/04/2024

Menton, France 🇫🇷

Chicago, USA!
02/04/2024

Chicago, USA!

Address

8-10 Greoterex Street
London
E15NF

Website

Alerts

Be the first to know and let us send you an email when 60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 60 Seconds Travel Stories- ৬০ সেকেন্ডে ভ্রমণ কাহিনী।:

Videos

Share

Category