Ants International n Travels

Ants International n Travels Worldwide Visa Informations - University Admissions - Tickets

The information provided on this page is only for educational purposes.

We do not offer any visa processing services.

18/01/2025

এই মুহূর্তে পোল্যান্ড এর ফাইল নিচ্ছি না।ইনফর্মেশন আপডেট না হওয়া পর্যন্ত ।
সারবিয়াতে যাদের অনলাইন পেয়েছেন,দ্রুত যোগাযোগ করুন।

Georgia Student Visa !!Without IELTSPay Tuition Fees After Visa ApprovalPrograms & Tuition Fees:BBA: $3,400 USD/year.App...
01/01/2025

Georgia Student Visa !!

Without IELTS
Pay Tuition Fees After Visa Approval

Programs & Tuition Fees:
BBA: $3,400 USD/year.

Application deadline : 25th of January 2025 for March Intake.

29/12/2024

মিজানুর রহমান আজহারী সাহেবের পূর্ণাঙ্গ ওয়াজ ।
পেকুয়া , কক্সবাজার।
27/12/2024

#シ












#সার্বিয়া #ইউরোপ #সার্বিয়াজবভিসা #ওয়ার্কপারমিট #জব #ভিসা #পারমিট #এপয়েন্টমেন্ট #এম্বাসি #লিগালাইজেশন #দিল্লি #আকামা #ইমিগ্রেশন #ভিসাএসিস্টেন্স

゚viralシfypシ゚ ゚ #

ড্রাইভিং শিখুন , নিশ্চিন্তে থাকুন ...ইউরোপে/আমেরিকা তথা বিদেশে  ভালো বেতনের চাকরি পাওয়ার একটি বড় সুযোগ হতে পারে ড্রাইভ...
28/12/2024

ড্রাইভিং শিখুন , নিশ্চিন্তে থাকুন ...

ইউরোপে/আমেরিকা তথা বিদেশে ভালো বেতনের চাকরি পাওয়ার একটি বড় সুযোগ হতে পারে ড্রাইভিং দক্ষতা। সঠিক প্রস্তুতি নিয়ে গেলে এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি চমৎকার পদক্ষেপ হতে পারে। বলতে গেলে আপনার কাজের জন্য কোনো টেনশন করতে হবে না।

আস-সালামু ওয়া আলাইকুম। ঢালাও ভাবে ইনবক্স করার আগে জানুন আমরা কোন দেশ নিয়ে বর্তমানে কিভাবে কাজ করি :সার্বিয়া : সার্বিয়ার ...
27/12/2024

আস-সালামু ওয়া আলাইকুম।
ঢালাও ভাবে ইনবক্স করার আগে জানুন আমরা কোন দেশ নিয়ে বর্তমানে কিভাবে কাজ করি :

সার্বিয়া : সার্বিয়ার কাজ বাংলাদেশ থেকে করি। সাধারণত কাজের জন্য সময় নিয়ে থাকি ৭-৮ মাস। আপাতত জানুয়ারীর ৪ তারিখের আগে সার্বিয়ার ফাইল নিচ্ছি না। জানুয়ারীর ডিমান্ড ও রুলস দেখে বুঝে তারপর সাবমিট করব।

ক্রোয়েশিয়া: যে দেশে ভিএফএস বা এম্বাসি আছে সে সকল দেশ থেকেই ফাইল নিতেছি। বাংলাদেশ হলে সময় লাগবে ৭-৮ মাস। মধ্যপ্রাচ্যের হলে সময় লাগবে ৬-৭ মাস।আকামার মেয়াদ কমপক্ষে ৮ মাস থাকতে হবে।
ছবি,আকামার কপি,পাসপোর্টের কপি, পুলিশ ক্লিয়ারেন্স এই পেপারগুলো লাগবে।

রোমানিয়া: বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা প্রসেস করতে ৭/৮ মাস সময় লাগে । যেসব দেশে ভিএফএস বা এম্বাসি আছে শুধু সে সকল দেশ থেকেই ফাইল নিচ্ছি। সময় ৬ মাসের মতো।অন্য দেশ থেকে আবেদন করতে চাইলে , ওই দেশের ভিসার মেয়াদ কমপক্ষে ৮ মাস থাকতে হবে। যারা মালয়শিয়া থেকে প্রসেসিং করবেন তারা কত নম্বর ভিসায় আছেন বলবেন বা অনেক বছর ধরে আছেন কিন্তু বৈধ,অবৈধ নিয়া ঝামেলা থাকলে ক্লিয়ার করবেন।ছবি,ভিসার কপি,পাসপোর্টের কপি, পুলিশ ক্লিয়ারেন্স এই পেপারগুলো লাগবে।

বুলগেরিয়া: আপাতত বুলগেরিয়ার ফাইল বাংলাদেশ থেকে নিচ্ছি না। কিন্তু সামনে বাংলাদেশ থেকে নেওয়ার ইচ্ছা আছে।

ইংল্যান্ড : শুধু ওয়ার্ক পার্মিট (২মাস সময় ) ও Student ভিসা (সেশন অনুযায়ী ) । IELTS কমপক্ষে 4.50 স্কোর থাকতে হবে। যেকোনো দেশ থেকে এপলাই করতে পারবেন।

সাইপ্রাস, মাল্টা, পোল্যান্ড, হাঙ্গেরি, কসভো, মন্টিনেগ্রো ইত্যাদি নিয়ে কাজ বন্ধ আছে, চলমান এমব্যাসির ইসু সমাধান না হওয়া পর্যন্ত।
টুরিস্ট,বডিকন্টাকের জন্য কেউ ইনবক্স করবেন না ।

যে ৩৭ টি পার্মিট বের করছি তার সুরাহা ও কিছু চলমান ফাইলের রেজাল্ট দেখে পরে আবার ফাইল নেওয়া শুরু করব ইনশাআল্লাহ ।

শতভাগ বলতে আমাদের কাছে কিছু নেই । আল্লাহর উপর ভরসা করে , নিখুঁত ভাবে ফাইল সাবমিট করে দেয়াই আমাদের উদ্দেশ্য।

===> ভিসার আগে আমাদের ম্যাক্সিমাম সার্ভিস এ টাকা নেয়া হয় না , কিন্তু স্ট্যাম্প ও জামিনদার দিতে হবে।

অনেক অনেক ধন্যবাদ !

বিসমিল্লাহির রাহমানির রাহিম !ইউরোপের দেশ  রোমানিয়াতে - ওয়ার্ক পার্মিট ভিসা ! ১৫ জনের জন্য। ভিসার আগে কোনো টাকা নেয়া হয় ন...
27/12/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম !
ইউরোপের দেশ রোমানিয়াতে - ওয়ার্ক পার্মিট ভিসা ! ১৫ জনের জন্য।
ভিসার আগে কোনো টাকা নেয়া হয় না।স্ট্যাম্প ও জামিনদার দিতে হবে।
পদ - কন্সট্রাকশন্স ও রেস্টুরেন্ট ওয়ার্কার ।
বেতন- ৭০০ ইউরো সমমান- খাওয়া নিজের-থাকা কোম্পানির।
মেয়াদ- ২ বছর।
আবেদন -বাংলাদেশ , ওমান,কাতার,সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়া ।
কাগজপত্র -পুলিশ ক্লিয়ারেন্স , ব্যাঙ্ক স্টেটমেন্ট , পাসপোর্ট ।
সময় - ৫ থেকে ৬ মাস।
ডকুমেন্টস আর টাকা রেডি থাকলে (ভিসা হওয়ার ৩দিনের মধ্যে দিতে হবে) যোগাযোগ করুন।
অনর্থক কেউ ইনবক্স করবেন না।

জানুয়ারী'২৫ থেকে ইউরোপ-এ যাওয়ার সুবর্ণ সুযোগ ! বিস্তারিত জানতে ইনবক্স করুন...
26/12/2024

জানুয়ারী'২৫ থেকে ইউরোপ-এ যাওয়ার সুবর্ণ সুযোগ !
বিস্তারিত জানতে ইনবক্স করুন...

আমিন...
24/12/2024

আমিন...

কোথায় যাচ্ছি  ? হে আল্লাহ ! আমাদের মাফ করো এবং সঠিক রাস্তা দেখাও ! আমিন !!!
19/12/2024

কোথায় যাচ্ছি ?
হে আল্লাহ ! আমাদের মাফ করো এবং সঠিক রাস্তা দেখাও ! আমিন !!!

সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি !
15/12/2024

সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি !

>>> বেকুব অস্ট্রেলিয়ান জাতি ! ৯০ বছরে একটু "নদী দখল" করে নাই ...
15/12/2024

>>> বেকুব অস্ট্রেলিয়ান জাতি ! ৯০ বছরে একটু "নদী দখল" করে নাই ...

---->দীর্ঘ ৫ বছর পর, ২৭ ডিসেম্বর মিজানুর রহমান আজহারী হুজুরের প্রথম মাহফিল হবে বাংলাদেশের কক্সবাজারে ।আসবেন তো ?
13/12/2024

---->দীর্ঘ ৫ বছর পর, ২৭ ডিসেম্বর মিজানুর রহমান আজহারী হুজুরের প্রথম মাহফিল হবে বাংলাদেশের কক্সবাজারে ।
আসবেন তো ?

ক্রোয়েশিয়ার ভিসা আবেদন , দিল্লিতে নয় ঢাকাতে !ঢাকায় VFS GLOBAL শুরু করছে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক জার্মানি এবং সুই...
12/12/2024

ক্রোয়েশিয়ার ভিসা আবেদন , দিল্লিতে নয় ঢাকাতে !
ঢাকায় VFS GLOBAL শুরু করছে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক জার্মানি এবং সুইডেনসহ ২৭টি ইউরোপীয় দেশ।

জানুয়ারী থেকে ক্রোয়েশিয়ার VSF ঢাকাতে🇭🇷🇧🇩আর ইনডিয়া/ নেপালে যেতে হবে না...
01/12/2024

জানুয়ারী থেকে ক্রোয়েশিয়ার VSF ঢাকাতে🇭🇷🇧🇩
আর ইনডিয়া/ নেপালে যেতে হবে না...

নামাজ পড়ছো -  এই কথা টা নিয়মিত জিজ্ঞেস কারর মতো জীবন সঙ্গী সবার হোক! আমিন !
28/11/2024

নামাজ পড়ছো - এই কথা টা
নিয়মিত জিজ্ঞেস কারর মতো
জীবন সঙ্গী সবার হোক! আমিন !

Address

Unit 2, City Bricks, 32 Turner Street
London
E12AS

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm

Telephone

+447918214999

Alerts

Be the first to know and let us send you an email when Ants International n Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ants International n Travels:

Videos

Share

Category