Ambition Visa World limited

Ambition Visa World limited Ambition Visa World- World wide Visa processing service.....

Ambition Visa World ltd is a world wide trust worthy visa service .It mainly works with International Students for Universities as a representative agency.Head office is basely in London,UK.We have a few representative offices in Asia as well. Our intention and mission to help the international students from Africa ,Asia and Middle East to find the exact destination of study to Westernian cou

ntries specially UK,Ireland,Spain,Portugal,Poland,Netherlands,Latvia,Czech Republic,Sweden,Denmark,Canada,USA and also we deal with other part of the World such as New Zealand,Australia,Malaysia,China and South Africa and many more ,We provide the comprehensive and current authentic information about how to take admission to the suitable colleges and universities about the Country,Courses,Scholarships,Tuition fees,intakes,enrollment and interview systems,processing times,Required documents,Level of English requirements,Financial n sponsorship requirement,culture,Environments etc.In addition with we help other visa services such as HSMP(Highly skilled migration,EU Blue Card ,Entrepreneur,Investment Visa,visit visa,work permit,working holiday, religious worker visa etc. AMBITION VISA WORLD LTD has been started its journey in 2001 in Bangladesh and She is part of
AMBITION GROUPS and in April 2012 in United Kingdom , which is an educational and campaign organization , strives to foster ,different than others, innovative thinking to serve the world .

18/01/2025

গ্রিসের শ্রমবাজার নিয়ে সুখবর!

আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিসের ভিসা আবার চালু হয়েছে! এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

কী বলছে ২০২৫ সালের গ্যাজেট?
বাংলাদেশ থেকে নিয়োগ: ৪,০০০ জন।
মোট নিয়োগ: ৮৭,০০০+ কর্মী।
সিজনাল ভিসা: ৪৫,৬৭০ জন।
উচ্চ দক্ষ কর্মসংস্থান: ২,০০০ জন।
নির্ভরশীল বা স্পন্সর ভিসা: ৪১,৬৭০ জন।
গ্রিসের এই পরিকল্পনা বাংলাদেশের জন্য শ্রমবাজারের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভাগ্য ভালো হলে এটি হতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় অবদান।

আপনার করণীয়:
এই সুযোগকে কাজে লাগাতে অবশ্যই সতর্ক থাকতে হবে।
1️⃣ বিশ্বস্ত মাধ্যমে আবেদন করুন।
2️⃣ দালাল চক্র থেকে দূরে থাকুন।
3️⃣ ফাইল জমা দেওয়ার আগে যাচাই-বাছাই করুন এবং নিশ্চিত হোন যে আপনি সঠিক পথে আছেন।

সতর্কবার্তা:
অনেক দালাল এই সুযোগের অপব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই, সঠিকভাবে খোঁজখবর নিয়ে এবং অভিজ্ঞ, বিশ্বস্ত ব্যক্তিদের সহযোগিতায় আবেদন করুন। প্রতারণার শিকার হলে এটি আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

উপসংহার:
গ্রিসের শ্রমবাজারে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের সবাইকে সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। এটি শুধু একটি সুযোগ নয়, বরং বাংলাদেশের জন্য শ্রম রপ্তানির একটি নতুন সম্ভাবনার দ্বার। আসুন, সবাই মিলে সঠিক পথে এগিয়ে যাই এবং দেশের সুনাম বাড়াই।

আপনাদের জন্য শুভকামনা! 😊

দালাল ছাড়াই ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা: নিজেই করুন আবেদনডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য দালালের উপর নির্ভরশীল হওয়া ...
05/01/2025

দালাল ছাড়াই ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা: নিজেই করুন আবেদন

ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য দালালের উপর নির্ভরশীল হওয়া একদমই প্রয়োজন নেই। সঠিক তথ্য জানলে আপনি নিজেই সহজে আবেদন করতে পারবেন।
কোথায় কাজ খুঁজবেন
ডেনমার্কে চাকরি খুঁজতে নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন:
1. Work in Denmark – ডেনমার্ক সরকারের অফিসিয়াল চাকরি পোর্টাল। https://www.workindenmark.dk

2. Jobindex – ডেনমার্কের অন্যতম জনপ্রিয় চাকরি সন্ধানের প্ল্যাটফর্ম। https://www.jobindex.dk

3. LinkedIn – প্রোফাইল তৈরি করে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।

4. EURES – ইউরোপীয় ইউনিয়নের চাকরি প্ল্যাটফর্ম।

আবেদন প্রক্রিয়া
1. চাকরি নিশ্চিত করুন: চাকরি পাওয়ার পর নিয়োগকর্তার কাছ থেকে একটি অফার লেটার সংগ্রহ করুন।

2. ডকুমেন্ট প্রস্তুত করুন: পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, চুক্তিপত্র, বেতন স্টেটমেন্ট, এবং প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণপত্র।

3. অনলাইনে আবেদন করুন: ডেনমার্কের অভিবাসন বিভাগের ওয়েবসাইট Ny i Danmark https://www.nyidanmark.dk -এ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন।

4. ফি পরিশোধ করুন: আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি জমা দিন।

গুরুত্বপূর্ণ বিষয়
ইংরেজিতে দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।
স্কিলড ওয়ার্কারদের জন্য Positive List Scheme সুবিধা আছে।
সতর্ক থাকুন এবং দালালের ফাঁদে পা দেবেন না। সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করলে ডেনমার্কে চাকরি এবং স্থায়ী হওয়া সহজ হবে।

Nyidanmark.dk er den officielle internetportal om reglerne for indrejse og ophold i Danmark og drives i fællesskab af Udlændingestyrelsen og Styrelsen for International Rekruttering og Integration.

04/01/2025

অস্ট্রেলিয়া সরাসরি যাওয়ার জন্য আপনাকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখানে সহজ ধাপগুলো উল্লেখ করা হলো:

১. উদ্দেশ্য নির্ধারণ করুন

পর্যটন, পড়াশোনা, চাকরি বা স্থায়ী বসবাসের জন্য যেতে চান কিনা তা নির্ধারণ করুন।

আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন বেছে নিন (যেমন: ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, বা PR)।

২. পাসপোর্ট প্রস্তুত করুন

বৈধ পাসপোর্ট থাকা আবশ্যক। পাসপোর্টের মেয়াদ ভিসার মেয়াদের চেয়ে বেশি থাকতে হবে।

৩. ভিসার জন্য আবেদন করুন

অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে অনলাইনে ভিসার আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্ট

ফটোগ্রাফ

ব্যাংক স্টেটমেন্ট (অর্থনৈতিক সক্ষমতা প্রমাণের জন্য)

উদ্দেশ্য অনুযায়ী অতিরিক্ত নথি (যেমন: চাকরির চিঠি, ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার)।

ভিসা ফি প্রদান করতে হবে।

৪. ফ্লাইট টিকিট বুকিং করুন

ভিসা অনুমোদনের পরে অস্ট্রেলিয়ার যে শহরে যেতে চান (যেমন: সিডনি, মেলবোর্ন) তার জন্য সরাসরি ফ্লাইট বুক করুন।

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকলে ট্রানজিট ফ্লাইট নিতে পারেন (দুবাই, সিঙ্গাপুর বা কুয়ালালামপুরের মাধ্যমে)।

৫. স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি নিন

অস্ট্রেলিয়া ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে এটি করাতে হবে।

৬. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন

ভিসা কপি

ট্রাভেল ইনস্যুরেন্স

কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)।

৭. অস্ট্রেলিয়া পৌঁছানোর পর

ইমিগ্রেশন চেকপয়েন্টে আপনার ভিসা এবং কাগজপত্র দেখান।

নির্ধারিত ঠিকানায় বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পৌঁছান।

বিদেশে পড়াশোনার জন্য গবেষণা কীভাবে করবেন১. লক্ষ্য এবং পছন্দ নির্ধারণ করুন:আপনার একাডেমিক এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি নির্ধ...
23/11/2024

বিদেশে পড়াশোনার জন্য গবেষণা কীভাবে করবেন
১. লক্ষ্য এবং পছন্দ নির্ধারণ করুন:
আপনার একাডেমিক এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি নির্ধারণ করুন
পছন্দসই দেশ এবং সাংস্কৃতিক আগ্রহ চিহ্নিত করুন
২. গন্তব্য সম্পর্কে গবেষণা করুন:
ভাষা, সংস্কৃতি, জীবনযাপন খরচ এবং আবহাওয়া বিবেচনা করুন
শহুরে বা গ্রামীণ পরিবেশ পছন্দ করবেন কিনা ঠিক করুন
৩. বিশ্ববিদ্যালয়গুলি অনুসন্ধান করুন:
বিশ্ববিদ্যালয়ের খ্যাতি, পাঠ্যক্রম এবং ভর্তির শর্তাবলী যাচাই করুন
QS বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের মতো তালিকা ব্যবহার করুন
৪. ভাষা ও ভিসা প্রয়োজনীয়তা পরীক্ষা করুন:
ভাষার দক্ষতা এবং ভিসা প্রক্রিয়া বুঝুন
৫. অর্থায়ন সন্ধান করুন:
বৃত্তি, অনুদান এবং অর্থায়নের সুযোগগুলি খুঁজুন
৬. আবাসন ও আর্থিক পরিকল্পনা করুন:
আবাসনের বিকল্প অনুসন্ধান করুন
বৃত্তি বা পার্ট-টাইম কাজের মাধ্যমে অর্থ ব্যবস্থাপনা করুন

how to research to study in abroad

To research studying abroad, follow these steps:

1. **Identify Goals and Preferences**: Determine your academic and personal goals, preferred countries, and cultural interests[1][3].

2. **Research Destinations**: Consider factors like language, culture, cost of living, and climate. Decide if you prefer urban or rural settings[2][3].

3. **Explore Universities**: Investigate universities' reputations, courses offered, and admission requirements. Use rankings like QS World University Rankings[2][4].

4. **Check Language and Visa Requirements**: Understand language proficiency needs and visa processes[4][5].

5. **Seek Funding**: Look for scholarships, bursaries, and funding opportunities[3][5].

6. **Plan Accommodation and Finances**: Research housing options and manage finances through scholarships or part-time work[4][5].

Citations:
[1] Exploring Study Abroad: A Guide to Researching Your Options https://www.linkedin.com/pulse/exploring-study-abroad-guide-researching-your-options
[2] How to choose the right university to study abroad https://www.topuniversities.com/blog/7-steps-choosing-university-abroad
[3] Top 10 study abroad tips | Prospects.ac.uk https://www.prospects.ac.uk/postgraduate-study/study-abroad/top-10-study-abroad-tips
[4] How to prepare yourself to study abroad - Brunel University https://www.brunel.ac.uk/IamBrunel/Post?entryid=9e33aa3c-0456-4229-a493-238298b7f7c8
[5] Study Abroad | Newcastle University https://www.ncl.ac.uk/careers/skills-and-experience/study-abroad/
[6] Study and research overseas - University of Exeter https://www.exeter.ac.uk/students/international/visaconditions/studyandresearchoverseas/
[7] Researching your options | The - University of Sheffield https://www.sheffield.ac.uk/globalopps/outbound/researching-your-options
[8] Studying outside of the UK: Consider your options - UCAS https://www.ucas.com/applying/you-apply/what-and-where-study/s

21/11/2024

যারা ইউরোপের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য লেখাটি খুব উপকারী :
ক্রোয়েশিয়ায় কাজ করার জন্য ভ্রমণ বা স্থায়ী বসবাসের সুযোগ অনেকের কাছে আকর্ষণীয়। এখানে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

ধাপ ১: কাজের সুযোগ খুঁজুন

ক্রোয়েশিয়ায় কাজের জন্য প্রথমে একটি নির্ভরযোগ্য জব পোর্টাল বা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। কিছু জনপ্রিয় পোর্টাল হলো LinkedIn, EURES, এবং MojPosao। এসব সাইটে জব লিস্টিং থেকে আপনার যোগ্যতার সাথে মিলিয়ে আবেদন করতে হবে।

ধাপ ২: নথিপত্র প্রস্তুত করুন

কাজের জন্য আবেদন করার সময় আপনার সিভি, পাসপোর্টের কপি, শিক্ষা ও কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট প্রয়োজন হবে। ইউরোপীয় সিভি ফরম্যাট ব্যবহার করলে বেশি ভালো হয়।

ধাপ ৩: কাজের অফার এবং পারমিট আবেদন

যদি কোনো নিয়োগদাতা আপনাকে চাকরির প্রস্তাব দেন, তবে তারা কাজের পারমিটের জন্য আবেদন করবে। প্রক্রিয়া শুরু হওয়ার পর আপনার কিছু নথিপত্র অফিসে জমা দিতে হতে পারে।

ধাপ ৪: ভিসা আবেদন

পারমিট অনুমোদনের পর, ক্রোয়েশিয়ান দূতাবাসে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন ফি প্রদান করতে হবে।

ধাপ ৫: চূড়ান্ত প্রস্তুতি

ভিসা পাওয়ার পর, আপনি যাত্রার প্রস্তুতি নিতে পারেন। বিমান টিকিট বুক করা ও সেখানে থাকার জায়গা খোঁজার জন্য প্রস্তুত থাকুন।

উপকারী লিংকসমূহ:

EURES – ইউরোপীয় জব পোর্টাল https://ec.europa.eu/eures

ক্রোয়েশিয়ান ভিসা সংক্রান্ত তথ্য https://www.mvep.hr/en/consular-information/visas/

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি ক্রোয়েশিয়ায় কাজ করার জন্য আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন।

28/10/2024

আয়ারল্যান্ড (Ireland) ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কথাঃ

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জব ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য আমাদের আজকের আয়োজন আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা।

কেন আয়ারল্যান্ড যাবেন? বর্তমানে জিডিপির দিকে আয়ারল্যান্ড বিশ্বের ৩য় এবং এবং পাসপোর্ট এর দিক থেকে বিশ্বের ৩য়। তাহলে বুঝতেই পারছেন আয়ারল্যান্ড অর্থনৈ্তিকভাবে কতটা উন্নত এবং ভালো অবস্থানে আছে।

তাছাড়া বর্তমানে আয়ারল্যান্ডে কাজের বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো এবং বাংলাদেশে ও ভারত থেকে আয়ারল্যান্ড জব ভিসা পাওয়া অনেকটাই সহজ। এই সব কিছু বিবেচনা করলে বর্তমানে আয়ারল্যান্ড জব ভিসা হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় কাঠি।

আয়াল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি
অন্যান্য দেশের মত আয়ারল্যান্ডেও সব কাজের ই চাহিদা ভালো। তবে কিছু নির্দিষ্ট কাজ আছে যেগুলোর চাহিদা বেশি সাথে বেতন ও খুব ভালো। তাই আপনি যদি আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে আমাদের পরামর্শ থাকবে আপনি নির্দিষ্ট একটি বিষয়ের উপর নিজের দক্ষতা বৃদ্ধি করুন যাতে সেদেশে গিয়ে আপনি নিজের দক্ষতা দেখাতে পারেন।

আমরা এখন বেশি বেতনের কিছু প্রোফেশনের নাম উল্লেখ করবো আপনি চাইলে এর মধ্য থেকে যেকোন একটি চুজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন।

১।এসির কাজ
২।ইলেকট্রিশিয়ান এর কাজ
৩।পাইপ ফিটিং এর কাজ
৪।কন্সট্রাকশন এর কাজ
৫। ডেইরি সেক্টরের কাজ
৬।হোটেল ম্যানেজম্যান্ট এর কাজ

ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেক্টর
উপরের কাজগুলো ছাড়াও বিভিন্ন রকম কাজ আছে যেমন রেস্টুরেন্টে রান্না, ক্লিনার, পার্সোনাল এসিস্টেন্ট তবে উপরের যেকোন একটি টেকনিকাল স্কিল থাকলে আপনার কাজ পাওয়া নিয়ে কোন সমস্যা হবে না।তাছাড়া আপনার বেতন তুলনামূলক অনেক বেশি হবে। তাই আমাদের সাজেশন থাকবে শুধু আয়ারল্যান্ড নয় বাইরের যেকোন দেশে কাজের জন্য যেতে চাইলে যেকোন একটি টেকনিকাল স্কিল শিখে রাখা উচিত

আয়ারল্যান্ডে কাজের বেতন কত
ওয়ার্ক পারমিট ভিসায় কাজের ভেতন কত তা নির্দিষ্ট করে বলা কিছুটা কঠিন কারন বেতন নির্ভর করবে আপনার কাজের ধরন ও কত ঘন্টা কাজ করছেন তার উপর। তবে আয়ারল্যান্ডে সাধারনত ঘন্টা প্রতি নূন্যতম ১২ থেকে ১৫ ইউরো দেয়া হয়। সে হিসেবে আপনি যদি ফুল টাইম কাজ করেন বাংলাদেশী টাকায় মাসে ১,৫ লাখ থেকে ১.৯ লাখ টাকা আয় করা সম্ভব।

এছাড়াও আপনি চাইলে আপনার কর্মক্ষেত্রে অভারটাইম করে ও অতিরিক্ত টাকা আয় করতে পারেন। সেক্ষেত্রে কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার ওয়ার্কিং আওয়ার শেষে যত ঘন্টা অতিরিক্ত কাজ করবেন তারজন্য মাস শেষে অতিরিক্ত টাকা পাবেন।

আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা

আয়ারল্যান্ড ভিসা প্রসেসিং নিয়ম
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে তো আয়াল্যান্ড এর দূতাবাস নেই তাহলে কিভাবে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা র জন্য আবেদন করবো।

বাংলাদেশে আয়ারল্যান্ড এর কোন দূতাবাস নেই তাই আপনি সরাসরি আয়ারল্যান্ড ভিসা আবেদন বা ভিসা প্রোসেসিং করতে পারবেন না। ভিসা আবেদন করতে হবে ভারতে অবস্থিত আয়ারল্যান্ড এম্বাসির মাধ্যমে। এক্ষেত্রে আপনি নিজে নিজে ও ভিসা প্রসেস করে ভারতে অবস্থিত আইরিশ এম্বাসির এই ঠিকানায় পাঠাতে পারেন। C-17 Malcha marg, Chanakyapuri, New Delhi – 110 021

অথবা আপনি চাইলে বাংলাদেশে অবস্থিত অনেক বিশ্বস্ত এজেন্সি আছে যারা আপনার সম্পূর্ন ভিসা প্রসেস করে দিবে তাদের মাধ্যমে ভিসা প্রসেস করতে পারেন। তবে এজেন্সির মাধ্যমে ভিসা প্রোসেসিং এ খরচ তুলনামূলক একটু বেশি পড়বে।

আয়ারল্যান্ড ভিসা প্রসেসিং খরচ
উপরের আলোচনা ভালোভাবে পড়লে আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে ভালোভাবে আইডিয়া হয়ে যাওয়ার কথা।

করোনার পর থেকে বর্তমানে ভিসা প্রসেসিং খরচ কিছুটা বেড়েছে। বর্তমানে নিজে নিজে আবেদন করলে আপনার খরচ পড়বে ৭ লাখ থেকে সাড়ে ৮ লাখ। ভিসার ধরন ও সময়ের সাথে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে।

আর যদি আপনি লোকাল এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনার প্রায় ১০-১৩ লক্ষ টাকা বেশি লাগবে। তবে যেমন টা বলেছি ভিসার ধরন ও এজেন্সির ধরনের উপর ভিত্তি করে সময়ের সাথে এই খরচ কম বা বেশি হতে পারে।

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনার বৈধ পাসপোর্ট লাগবে। এন আই ডি কার্ড, ও প্রয়োজনীয় কাগজপত্র আর সাথে সদ্য তোলা দুই কপি ছবি।
পূর্বের কাজের কোন অভিজ্ঞতা থাকলে সেটা দেখানোর মত প্রয়োজনীয় কাগজপত্র।

আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমান করার জন্য কাগজপত্র ও সর্বশেষ পাশ করা সার্টিফিকেট এর কপি।

এছাড়াও সময়ের সাথে ও ভিসার ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজ আরো লাগতে পারে। তাই ভিসা আবেদনের নিশ্চিত হয়ে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা
বাংলাদেশ থেকে সাধারনত স্টুডেন্টরা পড়াশুনার উদ্দেশ্যে আয়ারল্যান্ড যাবে। তবে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমান লোক আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যায়।
তবে আয়রল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সবসময় পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে সামান্য কিছু লোক নেয়া হয়ে থাকে। অথবা কিছু নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন লোক সরাসরি কোম্পানির মাধ্যমে লোকাল এজেন্সি দ্বারা প্রসেসিং করা হয়।

পূর্ব অভিজ্ঞতা ছাড়া ওয়ার্ক পারমিট ভিসা
যেমনটা আমরা উপরে বলেছিলাম বাইরে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন একটি টেকনিকাল স্কিল শিখে তারপর যাওয়া ভালো তবে অনেক ক্ষেত্রে শিখার সুযোগ হয়ে উঠে না। তাই অনেকে ই প্রশ্ন করেন পূর্বের কাজের কোন অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে করনীয় কি?

বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি শুরু দিকে আপনাকে কঠিন কাজ দিবে না। অর্থাৎ আপনি চাইলে অভিজ্ঞতা ছাড়াই জয়েন করে তারপর সময়ের সাথে কাজ করতে করতে আস্তে আস্তে কাজ শিখে নিতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে অন্য দেশে গিয়ে কাজ শেখাটা কষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে দেশে থাকতেই কিছু কাজ শিখে নিতে। এতে অন্য দেশে গিয়ে আপনার কষ্ট কিছুটা কম হবে। আর আপনার বেতন ও অন্যদের তুলনায় দ্রুত বাড়বে

বাংলাদেশে থেকে কিভাবে আয়ারল্যান্ড যাবো

আপনি চাইলে কোন এসেন্সির মাধ্যমে বিভিন্ন চাকরির সন্ধান করতে পারেন। যদিও সেক্ষেত্রে ওই এজেন্সি কিছুটা টাকা নিবে তবে আপনি এর মাধ্যমে ভালো ভিসার সন্ধান পাবেন। আর যখন আপনার মন মত ভিসা পেয়ে যাবেন আপনি সহজেই উপরের উল্লেখ করা নিয়মে ভিসার জন্য আবেদন করে আয়ারল্যান্ড চলে যেতে পারবেন !

23/10/2024

Tips for USA visa
Documents for USA students visa:
1. Applicant’s All passports
2. DS-160 Confirmation page.
3. Appointment confirmation page.
4. University ID card original n copy
5. NID original and copy
6. Parents NID
7. Parents Passport and USA B1/B2 Visa copy and I-94 copy if any .
8. Fathers Bank Solvency and statement.
9. Fathers employment certificate.
10. Hotel booking
11. Travel Itinerary
12. Photo

Interview Question May ask:
1. What is the purpose of your travel to USA??
2. Who will bear the expenses of your travel?
3. How many countries did you visit?
4. What does your father do?
5. How many days you will stay?
6. Where will you visit in USA?
7. Are you going to your parents or with your parents ??

Tips to prepare:
1. What is your purpose of travel to USA?
Or why do you want to go to USA ?? Is a must questions for all. And its a likely visa deciding Question. So give enough importance to this question.
2. Prepare your likely questions and answers based on your profile.
3. Practice the questions n answers at home to increase confidence and fluency.
4. Arrange all references and related documents required to support your profile and DS-160.
5. Fill-up DS-160 very meticulously. Give details information as much as possible. No mistake is acceptable.
6. Be confident, maintain eye contact with VO and speak clearly and loudly so that VO can listen you clearly.

04/05/2024

📍Ireland Tourist Visa 🇮🇪

বাংলাদেশে আয়ারল্যান্ডের কোন দূতাবাস নেই।
বাংলাদেশ থেকে আপনি দুই ভাবে আইরিশ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১)কুরিয়ার সার্ভিস অথবা কোন ট্রাভেল এজেন্ট।
২)সশরীরে নিউ দিল্লিতে অবস্থিত আয়ারল্যান্ড দূতাবাসে।

আপনি single entry 3 months or multiple entry 6 months Irish visa জন্য আবেদন করতে পারবেন।তবে যাদের ইউনাইটেড কিংডম এর ভিসা
অথবা সেনজেনভুক্ত কোন দেশের লম্বা সময়ের ভিসা আছে তারা মাল্টিপল ভিসার জন্য উপযুক্ত।
অন্যথায় সিঙ্গেল এন্টি।সিঙ্গেল এন্টি ভিসা ইস্যু হওয়ার পর তিন মাস পর্যন্ত ভেলিড থাকে।এবং এন্ট্রি হওয়ার পর ওই ডেট থেকে তিন মাস থাকার পারমিশন দিবে।

Note 1 আয়ারল্যান্ড EU এর দেশ কিন্তু সেনজেন ভুক্ত দেশ নয়।আয়ারল্যান্ড ভেলিড ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে তুরস্ক এর ই-ভিসা নিতে পারবেন।

Note 2 আয়ারল্যান্ডের ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে UK প্রবেশের অনুমোদন নেই।
ইউকের ভিসা নিয়ে প্রবেশ করতে হবে।তবে আপনি আয়ারল্যান্ড থেকে ইউকেতে যেতে পারবেন এবং
রিটার্ন আসতে পারবেন।কোন প্রকার check point or passport control নেই।তবে পুলিশি চেক এ পড়ে গেলে জটিলতায় পড়তে পারেন।

Airport immigration questions:

কেন এসেছেন ?
কতদিন থাকবো ?
প্রফেশন কি?
কোথায় থাকবো ?
ফিরতি টিকিট আছে কি ?
ইত্যাদি ।

Documents required for Irish tourist visa:

1) Orginal passport and copy with photo.
2) Online visa application from C-type and print out.
3)last 6 months bank statement and solvency.
4)Trade license (Translated & Notarized for business person)
for employee NOC Letter staff I'd card.For student certificate of Enrollment and vacation letter,Student I'd card.
5)NID copy
6)Cover letter
7)If tax documents available
😎 Travel itinerary
9)Hotel reservation
10) Ticket booking slip
11)Visa application fee 60 euro.

আরো কিছু দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

13/02/2024

তুর্কির ই-ভিসা আবেদন করার পদক্ষেপগুলি নিম্নে উল্লেখ করা হলো:

১. অনলাইনে রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে তুর্কির ই-ভিসা পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এটি অনলাইনে করা যায় এবং অনলাইন আবেদনের ফর্ম পূরণ করতে হবে।

২. আবেদন ফর্ম পূরণ: আবেদন ফর্মের পূরণে সঠিকভাবে তথ্য প্রদান করা প্রয়োজন। আবেদন ফর্মে আপনার সাধারণ তথ্য, পাসপোর্ট তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, পরিবারের তথ্য ইত্যাদি প্রদান করতে হবে।

৩. কাগজপত্র সাবমিশন: অ্যাপ্লিকেশন সাবমিট করার পর, আপনার আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলি জমা দিতে হবে। এটি আপনার পাসপোর্ট, ছবি, আগাম টিকেট ইত্যাদি অন্তর্ভুক্ত করে।

৪. ভিসা ফি পরিশোধ: ভিসা ফি অনলাইনে বা অন্যান্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী পরিশোধ করতে হবে।

৫. ভিসা ইন্টারভিউ: কিছু আবেদনকারীদেরকে ভিসা ইন্টারভিউ এবং ব্যক্তিগত অনুমতির প্রয়োজন হতে পারে।

৬. ভিসা প্রাপ্তি: আপনার ভিসা অনুমোদিত হলে, তা আপনার পাসপোর্টে চিহ্নিত হবে এবং আপনি ভ্রমণের জন্য সক্ষম হবেন।

আবেদন প্রক্রিয়া শুরু করার আগে, সাধারণত তুর্কির ই-ভিসা ও এর আবেদনের সম্পর্কে আধিক তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা পেতে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।

Address

108 Whitechapel Road
London
E11DB

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Ambition Visa World limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ambition Visa World limited:

Share