15/11/2022
দিউ ।।
রহস্যময় সিকিমকে আমরা কতটুকুই বা চিনি আর কতটুকুই বা জানি। পাহাড়ের পাইনঘেরা সর্পিল পথ ধরে হাঁটতে-হাঁটতে রোজ নতুন করে চেনা যায় পাহাড়কে। ইট-বালি-সিমেন্টের জঙ্গল থেকে দূরে লুকিয়ে পড়ার সাধ যাদের। শুধু সবুজ আর নিঃস্দ্ধতাকে যারা সঙ্গী করতে চান কয়েকটা দিন, তাদের জন্য ভ্রমণ ডাইরির আগামী ডেস্টিনেশন হতেই পারে পাইন আর রবোড্রেনডন এ ঘেরা এক ছোট্ট পাহাড়ী হ্যামলেট, দক্ষিণ সিকিমের দিউ। বিস্তৃত মেঘেদের সারির ছবি এখানকার আকাশে যেন রং-তুলি দিয়ে আঁকা থাকে। পাহাড় ঘেরা সবুজের আড়ালে নিজেকে যদি লুকিয়ে ফেলতে চান দুটো দিন, কিম্বা পাহাড়ী কোন পাখির ডাকে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে দেখতে চান মোহময়ী সূর্যোদয়, দিউ হতে পারে আপনার ঠিকানা। যারা হিমালয়ান বার্ডের খোঁজ করেন তাদের জন্য ও এক আদর্শ লোকেশন এই দিউ। এখান থেকে ট্রেক করে যাওয়া যায় টেনডং ইকো ডাইভারসিটি পার্কের পিকে। নানা ধরনের হিমালয়ান বার্ডের দেখা মেলে। বিশেষ করে যারা পাখি দেখবার আশায় ক্যামেরা হাতে ঘুরে বেড়ান পাহাড়ের এপ্রান্ত থেকে ও প্রান্ত, একবার আসুন। কোন কুয়াশা মোড়া সকালে প্রিয় সঙ্গীর হাতে হাত রেখে হেঁটে যেতে পারেন আঁকাবাঁকা পথ ধরে। হারিয়ে যাবেন এক অদ্ভুৎ ভালোলাগার দেশে। পথে দেখা মেলা পাহাড়ী মানুষেরা হাসিমুখে আপনাকে স্বাগত জানাবে। এখানকার মানুষদের উষ্ণ আতিথিয়তা, হোমস্টেতে নিজের বাড়ীতে থাকার মতো আনন্দ দেবে। এই হোমস্টেতে বসে গরম চায়ের সাথেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। এক কথায় আপনার দুদিনের ছুটি কাটানোর এই আস্তানা আপনার মনের কোণে জায়গা করে নেবেই।
দিউর আশেপাশে দর্শনীয় স্থান অনেক- টেমি টি গার্ডেন, সম্পদ্রুপ্সে মনাস্ট্রি, নামচি চারধাম, তারে ভিড়, রাভাংলা বুদ্ধ পার্ক ইত্যাদি সবই দিনে দিনে ঘুরে আসা যায়। আর যারা ট্রেক পছন্দ করেন তারা ছোট্ট ট্রেকে ঘুরে আসতে পারেন টেনডং থেকে থেকে। তবে যে সমস্ত ট্রাভেলাররা টুরিস্ট স্পটের ভীড়, সাইটসিনের দৌড়াদৌড়ি পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই গ্রাম।
এছাড়া, বার্ডিং, ট্রেকিং, ক্যাম্পফায়ার, লোকাল ওয়াইন এর স্বাদও নিতে পারেন।
নিউ জলপাইগুড়ি থেকে দিউর এর দূরত্ব ১১৫ কিমি। গাড়ীতে সময় লাগে আনুমানিক ৫ ঘন্টা।
নিউ জলপাইগুড়ি জংশন থেকে দিউর বড় গাড়ী ভাড়া ৫০০০-৫,৫০০/- টাকা, ছোট গাড়ী ভাড়া ৪,৫০০-৫,০০০/- টাকা। এছাড়া শেয়ারে এলে নামচি হয়েও আসতে পারেন দিউ।
হোমস্টেতে থাকার খরচ- ১৫০০/- জনপ্রতি প্রতিদিন সমস্ত মিল সহ (নূন্যতম দুজন)।
Ask: +91 96125 41941