Digi tourism- ডিজি ট্যুরিজম

Digi tourism- ডিজি ট্যুরিজম digi tourism Is a International Tour operator company.

ঈদ মোবারক #ঈদমোবারক  #ডিজিট্যুরিজম
27/06/2023

ঈদ মোবারক

#ঈদমোবারক #ডিজিট্যুরিজম

26/06/2023
গ্লোবাল ভিলেজের কিছু স্থির চিত্র। দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
07/03/2023

গ্লোবাল ভিলেজের কিছু স্থির চিত্র। দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

ভিসামুক্ত ভ্রমনের জন্য অধিক শক্তিশালী কয়েকটি পাসপোর্টের তালিকা দেওয়া হলো।
18/01/2023

ভিসামুক্ত ভ্রমনের জন্য অধিক শক্তিশালী কয়েকটি পাসপোর্টের তালিকা দেওয়া হলো।

16/01/2023

সিংগাপুরকে পিছনে ফেলে সবথেকে শক্তিশালী পাসপোর্ট এর খেতাব অর্জন করলেন জাপান।
২য় অবস্থানে যৌথভাবে রয়েছে সিংগাপুর এবং দক্ষিন কোরিয়া।

আপনার ভ্রমন তালিকায় থাইল্যান্ড রয়েছে কিন্তু আপনার ব্যাস্ততার জন্য আপনি খুব চিন্তিত।প্রয়োজনীয় পেপারস দিয়ে আপনি চিন্তামুক্...
29/10/2022

আপনার ভ্রমন তালিকায় থাইল্যান্ড রয়েছে কিন্তু আপনার ব্যাস্ততার জন্য আপনি খুব চিন্তিত।
প্রয়োজনীয় পেপারস দিয়ে আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। পরবর্তী সকল কাজ আমরাই করে দিব আপনার পছন্দমত।
- দেখেনিন কি কি কাগজসমূহ প্রয়োজন থাইল্যান্ডের ভিসা পেতে।
- বলে ফেলুন কবে নাগাদ যেতে চান।
- জানিয়ে দিন কি কি আপনার পছন্দ।
থাইল্যান্ডের ভিসা এবং ভ্রমনের আকর্শনীয় মূল্য গ্রহন করিতে আজই আমাদের সাথে যগাযোগ করুন।
যোগাযোগঃ +৮৮ ০১৯০৫-৮৮৮৮-৯২

14/08/2022
আফরিকান একটি দেশ হলো Seychelles. একটি পর্যটন ভিত্তিক দেশ ও বটে।
14/08/2022

আফরিকান একটি দেশ হলো Seychelles. একটি পর্যটন ভিত্তিক দেশ ও বটে।

08/08/2022

“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”

২০২৩ সালে দক্ষিন কোরিয়ায় সর্বনিম্ন বেসিক বেতন 2,010,580 উয়ন (বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ) টাকা নির্ধারণ।সময়ের সাথে সা...
05/08/2022

২০২৩ সালে দক্ষিন কোরিয়ায় সর্বনিম্ন বেসিক বেতন 2,010,580 উয়ন (বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ) টাকা নির্ধারণ।

সময়ের সাথে সাথে তাদের চাহিদাও বেরেছে, বেরেছে বাংলাদেশীদের জন্য বেতনের অংকটাও।

বোয়েসেলের মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়ায় আবেদন করে রোস্টার ভুক্ত হয়েছেন, পাশ করেও যেতে পারেন নাই তারা আশাবাদী থাকেন ফলাফল আসবেই, ইনসা আল্লাহ।

🇱🇷 জুন ২০২২ থেকে চালু করা হলো মালয়েশিয়ান কলিং বা জব ভিসা ।  🇱🇷
03/06/2022

🇱🇷 জুন ২০২২ থেকে চালু করা হলো মালয়েশিয়ান কলিং বা জব ভিসা । 🇱🇷

সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হতে যাচ্ছে:১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে...
03/06/2022

সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হতে যাচ্ছে:

১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নিজেই ভিসা বের করতে পারবেন।

২/ ওমরাহ ভিসার মেয়াদ (এক মাসের পরিবর্তে) হবে ৩ মাস।

৩/ হাজী সাহেব নির্দ্বিধায় সৌদি আরবের যেকোনো অঞ্চলে কোনো বাধা ছাড়া যাতায়াত করতে পারবেন।

10/03/2022

🇱🇷 দুই বছর পর পুরোপুরি চালু করতে যাচ্ছে মালয়েশিয়ান ট্যুরিষ্ট ভিসা।
আগামী ১ এপ্রিল ২০২২ থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটির সীমানা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।🇱🇷

আরব আমিরাতে ৭ দেশের ফ্লাইট স্থগিত।যে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে সেগুলো হলো— দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসো...
28/11/2021

আরব আমিরাতে ৭ দেশের ফ্লাইট স্থগিত।

যে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে সেগুলো হলো— দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

জেনারেল সিভিল অ‌্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে।

উল্লেখ‌্য, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় B.1.1.529 নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপান কোয়ারেন্টিন জোরদারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় খুব বেশি একটা পরিবর্তন না করলেও ভিসা প্রদানে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান সময়ে ভি...
26/11/2021

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় খুব বেশি একটা পরিবর্তন না করলেও ভিসা প্রদানে অনেক পরিবর্তন এসেছে।

বর্তমান সময়ে ভিসা ডেলিভারি রেপোর্ট থেকে জানা যায়-
-- ভিসার সময় সীমা-১২০ দিন।
-- সর্বোচ্চ ৩০ দিন থাকার অনুমতি ।
-- শুধু একবারই যেতে পারবেন একটি ভিসায়।
-- যেতে হবে শুধু মাত্র বিমানে।

সামান্য ভূলের কারনে আপনার ভিসা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। একটি ভূল হতে পারে আপনার জন্য অনেক বড় ক্ষতিকর। সাবধানতার সাথে ডকুমেন্ট সাজাতে হবে। তাই অভিজ্ঞলোকের পরামর্শ নিয়ে আপনার ভিসা আবেদনপত্র সাজিয়ে জমা দিবেন। নিম্নে দেখে নিন কি কি ডকুমেন্ট লাগবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে।

#ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা #টুরিস্ট_ভিসা

9 নভেম্বর 2021-এ, রাষ্ট্রদূত Makawadee Sumitmor কনস্যুলার সহকারী দলের নেতৃত্বে যথাক্রমে গুলশান-1-এ সাইমন দ্বারা পরিচালিত...
10/11/2021

9 নভেম্বর 2021-এ, রাষ্ট্রদূত Makawadee Sumitmor কনস্যুলার সহকারী দলের নেতৃত্বে যথাক্রমে গুলশান-1-এ সাইমন দ্বারা পরিচালিত থাইল্যান্ড ভিসা আবেদন কেন্দ্র এবং উত্তর বাড্ডায় VFS পরিদর্শন করেন।

দলটি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ পরিষেবাগুলি পর্যবেক্ষণ করে এবং ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজতর ও প্রবাহিত করার উপায় সম্পর্কে সাইমন এবং ভিএফএস প্রতিনিধিদের সাথে মতামত বিনিময় করে।

#ডিজি_ট্যুরিজম

09/11/2021

১৫ নভেম্বর ২০২১ থেকে সীমিত আকারে ভারতের ভ্রমন ভিসা চালু হতে যাচ্ছে। নতুন নিয়মে এখন থেকে প্রতিবার ভ্রমনের পরে সর্বোচ্চ ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। পূর্বের নিয়ম অনুযায়ী ৯০ দিন অবস্থান করা যেত।

ভ্রমনকারী এবং প্রবাসী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ন একটি বিষয়। যেনে নিন কভিড-১৯ ভ্যাকসিন কোন দেশে কোনটা অনুমোদন পেয়েছে। প্...
07/11/2021

ভ্রমনকারী এবং প্রবাসী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ন একটি বিষয়।

যেনে নিন কভিড-১৯ ভ্যাকসিন কোন দেশে কোনটা অনুমোদন পেয়েছে। প্রয়োজনে ইমেজটি সংরক্ষণে রাখতে পারেন।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ
#ডিজি_ট্যুরিজম-digi tourism
- মোবাইলঃ +8801905-888892 (ওয়াটস এপ)
- ইমেইলঃ- [email protected]
- ওয়েবঃ- digitourisms.com
For More Information:-
Digi tourism- ডিজি ট্যুরিজম

US Bangla Flight Schedule
03/11/2021

US Bangla Flight Schedule

তারিখ: ০১ নভেম্বর, ২০২১।যাত্রীগণের সুবিধার্থে বরিশালে বিনামূল্যে এসি কোস্টার সার্ভিস চালু করল বিমান।বিমান বাংলাদেশ এয়ারল...
03/11/2021

তারিখ: ০১ নভেম্বর, ২০২১।
যাত্রীগণের সুবিধার্থে বরিশালে বিনামূল্যে এসি কোস্টার সার্ভিস চালু করল বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশালের সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে ০১ নভেম্বর, ২০২১ তারিখ থেকে বরিশাল শহর হতে বরিশাল বিমানবন্দর পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোস্টার সার্ভিস’ চালু করেছে।
বরিশাল নগরীর বিমান বিক্রয় অফিস (পুলিশ লাইন রোড) থেকে যাত্রীগণকে নিয়ে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে বিমানের এসি কোস্টার ছেড়ে যাচ্ছে এবং বরিশাল বিমানবন্দর থেকে ছেড়ে এসে যাত্রীগণকে বিমান বিক্রয় অফিস (পুলিশ লাইন রোড) পর্যন্ত পৌঁছে দিচ্ছে।

বিমানের যেসকল যাত্রী উক্ত কোস্টার সার্ভিসটি গ্রহণ করতে চান তাদেরকে ফ্লাইট ছাড়ার কমপক্ষে ২ ঘন্টা আগে উক্ত পিকআপ পয়েন্টে উপস্থিত থাকতে হবে।

কোস্টার সার্ভিস সংক্রান্ত সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন:-
-বিমান অফিস পুলিশ লাইন রোড, বরিশাল, ফোনঃ ০৪৩১-৬৪৯৯৪
-কোস্টার অপারেটরের মোবাইল নং- ০১৭১১১৩৫৬০৩
-জেলা ব্যবস্থাপক বিমান, বরিশাল মোবাইল নং-০১৭৭৭৭৭৫৫৩০
-বরিশাল স্টেশন ম্যানেজার, মোবাইল নং- ০১৭৭৭৭৭৫৫৩১।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন সকাল ৮:৩০ টায় বরিশালের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যায় এবং সকাল ৯:১০ টায় বরিশাল বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার বিকাল ৩:৪৫ টায় বিমানের ফ্লাইট ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে। অন্যদিকে বরিশাল বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকাল ৪:৫০ টায় এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯:৩৫ টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

**-- 1 নভেম্বর 2021 থেকে থাইল্যান্ডে প্রবেশের নিয়মাবলী --**-বাংলাদেশ থেকে সম্পূর্ণ  (২ ডোজ) টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা স্য...
02/11/2021

**-- 1 নভেম্বর 2021 থেকে থাইল্যান্ডে প্রবেশের নিয়মাবলী --**

-বাংলাদেশ থেকে সম্পূর্ণ (২ ডোজ) টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা স্যান্ডবক্স স্কিমে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে ।
(আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেতিবাচক প্রাপ্তির পরে) এই স্কিমের অধীনে, ভ্রমণকারীরা থাইল্যান্ডের অন্য কোথাও অবাধে ভ্রমণ করার আগে প্রথম সপ্তাহে একটি মনোনীত প্রদেশ/জেলার মধ্যে ভ্রমণ করতে হবে।
অনুগ্রহ করে স্যান্ডবক্স এলাকার তালিকা (21 অক্টোবর 2021 অনুযায়ী), নিম্নরূপ:-
1. Bangkok
2. Krabi
3. Chonburi (only Banglamung District, Pattaya, Sri Racha District, Koh Si Chang, Sattahip)
4. Chiang Mai (only Muang District, Doi Tao, Mae Rim District, Mae Taeng District)
5. Trad (only Koh Chang District)
6. Buriram (only Muang District)
7. Prachuap Khiri Khan (only Hua Hin and Nong Kae Sub District)
8. Phang-nga
9. Phetchaburi (only Cha-am District)
10. Phuket
11. Ranong (only Koh Phayam)
12. Rayong (only Koh Samed)
13. Loei (only Chiang Khan District)
14. Samut Prakan (only Suvannabhumi airport area)
15. Surat Thani (Koh Samui, Koh Pha Ngan, Koh Tao)
16. Nong Khai (only Muang District, Sangkhom District, Si Chiang Mai District, and Tha Bo District)
17. Udon Thani (only Muang District, Ban Dung District, Kumphawapi District, Na Yung District, Nong Han District, Prachaksinlapakhom District)

Address

House: 35, Lane: 08, Block-E, Rampura Banasree
Balurghat
1219

Alerts

Be the first to know and let us send you an email when Digi tourism- ডিজি ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digi tourism- ডিজি ট্যুরিজম:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Balurghat

Show All

You may also like