20/03/2024
Incredible Series of Thooli Art by Mithu Mondal
Medium-Pen on Paper
Thooli art একটি ভারতীয় কলম শিল্প, যাকে line art ও বলা যেতে পারে । এই painting তৈরি করতে কালি দিয়ে সূক্ষ্ম রেখা আঁকা হয় ।
এই শিল্প মূলত দেবত্বের, বিশেষ করে ভারতীয় দেব দেবীর চিত্রকর্ম তৈরি করতে ব্যবহৃত হয়।কালি দিয়ে সূক্ষ্ম রেখা তৈরি করতে এই শিল্পের প্রচুর অনুশীলন প্রয়োজন ।
থুলি আর্ট পেইন্টিং এ মেয়েলি সত্তার সৌন্দর্য প্রদর্শন করতে ,মহিলার বড় সুন্দর চোখ প্রকৃতির প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে।অলংকার গুলি খুব সূক্ষ্ম কারুকার্য এবং যত্নশীল ভাবে তৈরি করা হয়ে থাকে,যা thooli art গুলির বৈশিষ্ট্য।
More on artbengal.com