22/01/2024
#মৃত্যুর_পর_মানুষের_৯টি_আকাঙ্খা_এবং_আফসোসঃ
● আল-ফাজ্র 89:24
يَقُولُ يَٰلَيۡتَنِى قَدَّمۡتُ لِحَيَاتِى
সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার পরকালের জন্য’!
● আল-হাক্কাহ 69:25 (আংশিক)
يَٰلَيۡتَنِى لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ
‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’!
● আন-নাবা 78:40 (আংশিক)
يَٰلَيۡتَنِى كُنتُ تُرَٰبًۢا
‘হায়, আমি যদি মাটি হতাম’!
● আল-হাক্কাহ 69:27
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ
‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’!
● আল-ফুরকান 25:28
يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِى لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلًا
'হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম'।
● আল-আহযাব 33:66 (আংশিক)
يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠
‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম’!
● আল-ফুরকান 25:27
يَٰلَيۡتَنِى ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًا
‘হায়, আমি যদি রাসূলের সাথে কোন পথ অবলম্বন করতাম’!
● আল-কাহ্ফ 18:42 (আংশিক)
يَٰلَيۡتَنِى لَمۡ أُشۡرِكۡ بِرَبِّىٓ أَحَدًا
‘হায় আক্ষেপ! আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম’!
● আল-আন‘আম 6:27
يَٰلَيۡتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
‘হায়! যদি আমাদেরকে ফেরত পাঠানো হত। আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম!’
হে আল্লাহ! আমাদেরকে বোঝার তৌফিক দান করুন
- আমিন
Da’waah-দা’ওয়াহ্
* রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। [সহীহ বুখারীঃ৩৪৬১ (আংশিক)]
* রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না।
(সহীহ মুসলিমঃ৬৬৯৭)
(পোস্টটি শেয়ার করে এবং পেইজটিতে লাইক দিয়ে ইসলামিক নিউজ সর্বত্ব পৌছাতে এবং সাওয়াব এর অংশীদার হতে সহায়তা করি)