বাইক চালানোর মূল মন্ত্র হলো ব্যালেন্স। যন্ত্রের ও নিজের ওজনের সন্তুলনের খেলা। বাইক অত্যন্ত ধীরগতিতে চালিয়ে, বাইকের চাকা দিয়ে জমিতে ফিগার অফ এইট আঁকা হলো ব্যালেন্সের শেষ পরীক্ষা। বহু বছর আগে লাইসেন্সের পরীক্ষা এভাবেই হতো। এখন হয়না। ফলে, যেখানে সেখানে বাইক আছাড়।
- RKD Multispeciality Enterprise সৌজন্যে সড়ক নিরাপত্তার সপক্ষে, মানুষ ও পথের পশুদের স্বার্থে একটি ছোট্ট সামাজিক কর্তব্যের প্রয়াস।
ভোর চারটে, বারাসাত! যে কোনো সময়ই হোক না কেন, আপনার বাইকের কার্বুরেটরের টিউনিং এমন হতে হবে যে হাওয়া ও পেট্রোলের সঠিক মিক্স যাবে ইঞ্জিনে। না করবে ফর ফর, না করবে গজগজ। অ্যাক্সেলারেটর ঘোরালেই রেস তৎক্ষণাৎ বাড়বে, ছাড়লেই তৎক্ষণাৎ আইডলিং স্পিডে নেমে আসবে ইঞ্জিন বন্ধের প্রবণতা না হয়ে। আর, স্টার্ট হবে একবারে, সাধারণ সমতলের ঠান্ডাতাতেও চোক ছাড়াই।
সেটিং চাইলে ফ্রীতে, শিখতে চাইলে মাত্র ₹১০০!
ব্যক্তিগত যানবাহন চালানোর নিরাপত্তা, সুরক্ষা এবং ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের টিপস জানতে ফলো করতে পারেন RKD Safe Drive পেজ।
- RKD Multispeciality Enterprise সৌজন্যে সড়ক নিরাপত্তার সপক্ষে, মানুষ ও পথের পশুদের স্বার্থে একটি ছোট্ট সামাজিক কর্তব্যের প্রয়াস।
ভোর চারটে, বারাসাত! যে কোনো সময়ই হোক না কেন, ধরুন যদি গলি থেকে বাইক স্টার্ট করে মেইন রোডে সোজা ঢুকে পড়ে বাঁদিকে ঘুরে যেতাম গন্তব্যের দিকে?
তাহলে গন্তব্য হতো স্বর্গলোক। কেন বলছি, বুঝতে বোধয় অসুবিধা হবে না কারও।
আপনি চড়ছেন বড় রাস্তায়। ধৈর্য ধরে দাঁড়াতে হবে আপনাকেই। বড় রাস্তার গাড়ি ৬০ থেকে ঘ্যাঁচ করে ব্রেক মেরে আপনাকে ঢোকার রাস্তা করে দেবে না।
ও, আস্তে করে বাঁদিকের ফুটপাতে চড়ে যাবেন, তারপরে ডাইনে কেটে রাস্তায় উঠবেন? ভুলে যাবেন না আপনি কোন শহরে। এখানে ৯০% লোক ট্রাফিক রুল জানেও না, মানেও না। ধরুন যদি যে গাড়িগুলো ডানদিক থেকে ধেয়ে আসছে, তাদের ওভারটেক করার জন্য বাঁদিকের ফুটপাত ধরে আপনারই মতো কোনো বাঘের বাচ্চা বাইক নিয়ে ধেয়ে আসছে! দুজনে মিলে দলা পাকিয়ে পটল তুলবেন।
ও, পিছন থেকে ধাক্কা আপনাকে কেউ মারতে পারে না কারণ আপনি খুব জোরে চালান? তা বলছি কি দাদ
যদি এত জোরে ড্রাইভ করতে চান তো অনেকের প্রাণ আপনার হাতে, অনেকের মুর্খামি ও অসাবধানতা আশঙ্কা করে চালাতে হবে। আর আপনাকে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি বাঁচিয়ে চালাতে হবে এমন পদ্ধতিতে যাতে শতকরা এক ভাগও ভুলের সম্ভাবনা না থাকে।
-ফলো করতে থাকুন এই পেজ
-পরিচিত যারা ড্রাইভ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করুন এই পেজে
-জানতে পারবেন, কেন এই রাজ্যে ট্রাফিক এত বিপজ্জনক এবং কত সামান্য একটু স্বভাব বদলালেই বিপদ কমে ৯০%