08/10/2023
প্যাকেজ ট্যুর সম্পর্কে সচেতন হন :-
কম টাকায় প্যাকেজ ট্যুরের লোভে পড়বেন না। অনেকেই কম টাকায় দূর করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার পরেছেন বা ভুক্তভোগী হয়েছেন। প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে কতগুলি বিষয় থাকে যার সাথে কম্প্রোমাইজ না করাই ভালো।
❤️ যেখানে আমরা দিয়ে থাকি:-
* দামি আরামদায়ক সাইটসিনের গাড়ি।
* অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
* ইন্ডিয়ান স্টার ক্যাটেগরি হোটেল বা রিসোর্ট।
* নিজেদের রাধুনী দিয়ে ফ্রেশ রান্না করা খাবার।
* প্রতিদিনের পাল্টানো মেনু এবং আনলিমিটেড বাঙালি আনায় ভুরিভোজের ব্যবস্থা।
❤️ এই জিনিসগুলি একটি প্যাকেজ ট্যুরের মোটামুটি একটি মুখ্য বিষয়। এই বিষয়গুলি সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করা উচিত নয়। যদি এই বিষয়গুলি উপেক্ষা করেন তাহলে ঘোরাঘুরির সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন শরীর সাথ দেবে না। ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যাবে।
❤️ আরো একটা জিনিস মাথায় রাখবেন। অনেকেই এখন পাড়ার মুদির দোকানের মত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করছে। আগে জানুন তাদের সরকার প্রদত্ত কোন অনুমতি পত্র আছে কি না।
❤️ তাই যারা ভ্রমণের ক্ষেত্রে কার্পণ্য করেন না। যাদের সামর্থ্য আছে, যারা ভ্রমণটাকে উপভোগ করতে চান এবং সারা বছর টেনশনের কাজ করার পর টেনশান ফ্রি হয়ে ভ্রমণ করতে চান, তারা সামান্য একটু বেশি খরচ করে আমাদের প্যাকেজগুলি সাথে যুক্ত হতে পারে।
❤️❤️ বুকিং এর জন্য যোগাযোগ করুন :-
7908635484 / 9143213189 / 9434061350