24/12/2021
Every time on my son's birthday I plan something that will be very unique. I celebrated my 5th birthday at GOA which I really enjoyed. This year was 8 years birthday. Earlier, I wanted to celebrate my birthday at Glennary's. but did not become a covid situation. So this year it seems to be a bit normal to do something that will be very special. And I can enjoy 3 people together.
Who would not love to see Kolkata through the eyes of a bird, or on a flight, I chose Kolkata one of the highest restaurant. And 3132 is one of these high-rise buildings, but I decided to stay in the Westin, not just the restaurant. I will spend luxurious time for 2 days. The first thing that came to my mind was westin's name for luxurious stay. The beauty of the lobby of the westin kolkata hotel in Rajarhat opposite the number one gate of the ecopark is impeccable. We had a great first day here, ate some great food at the buffet. I was on the 26th floor, just awesome view from the 26th floor to Tilottama Kolkata. It is impossible to understand how time passes by looking at a busy city through a glass window. In the evening I went to 3132. The table and chair sofa under the open roof are beautifully furnished. A wonderful chandelier after the eyes while climbing the stairs. The stairs are decorated with lights. I spent some time in rhythm with high volume songs in light and dark. The next day was very special, I freshened up with a steam bath after exercising at the gym in the morning. Then a photo session was held by the swimming pool. At lunch time, I arranged pancha banjan with five kinds of fried food and served it to my son. And with the help of the chef, I cooked paise at the kitchen counter of the hotel and auctioned it for the boy. In the evening there was an unlimited drink time was 6.30 - 8.30. Then cut the cake. My little one had a big smile on his face and told me how happy he was. After dinner I went to bed. Check-out the next day.
প্রতিবারই ছেলের birthday তে এমন কিছু plan করি যা একদম unic হবে। 5 yrs. এর birthday celebrate করেছিলাম GOA তে যেটা ও খুব enjoy করেছিল।প্রতিবারই ছেলের birthday তে এমন কিছু plan করি যা একদম unic হবে। 5 yrs এর birthday celebrate করেছিলাম GOA তে যেটা ও খুব enjoy করেছিল। এ বছর ছিল 8 Years Birthday. এর আগে ইচ্ছে ছিল Glennary's এ birthday celebrate করবো। but covid situation এ হয়ে ওঠেনি। তাই এ বছর খানিকটা normal হতেই মনে হল এমন কিছু করতে হবে যা একদম special হবে। আর 3 জনেই জমিয়ে enjoy করতে পারি।
যেই ভাবা সেই কাজ ,পাখির চোখে কলকাতা দেখতে কে না ভালোবাসে ,না ফ্লাইট এ না,কলকাতার one of the highest restaurant বেছে নিলাম। আর এই উঁচু building গুলোর মধ্যে অন্যতম 3132, but আমি decide করলাম শুধু রেস্টুরেন্ট নয় Westin -এ stay করবো। ২ দিনার জন্য Luxurious সময় কাটাবো।luxurious stay এর জন্য Westin এর নামই প্রথম মনে এল আমার। ইকোপার্ক এর একনব্বর গেটের উল্টোদিকে রাজারহাটে The Westin Kolkata hotel টির লবির সুন্দর্য অনবদ্য। প্রথম দিন বেশ ভলোই কাটালাম এখানে ,buffet এ অসাধারণ কিছু খাবার খেলাম। ছিলাম 28th floor এ, just অসাধারণ view 28th floor থেকে তিলোত্তমা কলকাতার। কাঁচের জানালা থেকে ব্যস্ত শহর দেখতে দেখতে কিভাবে সময় কেটে যায় বোঝা যায় না।এরই মধ্যে evening এ গেলাম ৩১৩২ তে। খোলো ছাদের নিচে টেবিল চেয়ার সোফা সুন্দরভাবে সজ্জিত। সিঁড়িদিয়ে ওঠার সময় চোখে পরে অপূর্ব এক chandelier .সিঁড়ি গুলো আলো দিয়ে সাজানো। আলো-আঁধারি তে high volume গানের সাথে তাল মিলিয়ে কিছু সময় কাটালাম। পরেরদিন ছিল খুব স্পিশাল, morning এ জিম এ সময় কসরত করার পর স্টিম বাথ নিয়ে ফ্রেস হোলাম। এরপর swimming pool এর ধারে চলল photo session। lunch এর টাইম এ পাঁচরকম ভাজা সহ পঞ্চব্যাঞ্জন সাজিয়ে ছেলেকে পরিবেশন করলাম জন্মদিনের আহার। আর শেফ এর সাহায্যে আর মধ্যে হোটেলের কিচেন কাউন্টার এ পায়েস রান্না করে নিলাম ছেলের জন্যে। সন্ধে বেলায় ছিল Unlimited Drinks টাইম ছিল 6.30-8.30। এরপরে কেক কাটন। আমার little one এর মুখে চওড়া হাসি বলে দিছিলো ও কতটা হ্যাপি। Dinner সেরে শুতে গেলাম। পরের দিন চেক-আউট.
যারা আমার মত একটু অন্য রকম সময় কাটাতে পছন্দ করেন বা বলাভালো একটু বিলাসিতা পছন্দ করেন এবং তও সাধের মধ্যে। তাদের কিন্তু নিঃসন্দেহে এই জায়গাটা ভালো লাগবে।