Golok Riverside Retreat - গোলোক

Golok Riverside Retreat - গোলোক Golok … a nature-filled space .... a dome of energy on the bank of river Ajoy in Joydeb Kenduli

The organization is on a journey to create a nature-filled space named – Golok … a dome of energy. where visitors can enjoy folk culture and relaxation, we promise to become a more meaning place by communicating inspirations for new creations to visitors and recreate human mind who are in search of peace & love.

11/05/2024

অজয় পাড়ের কালবৈশাখী
জয়দেব কেঁন্দুলী, বীরভূম

09/05/2024

অজয় পাড়ের গোলোকে জয়দেব কেঁন্দুলীর বাউল মেলা

Golok Riverside Retreat - গোলোক
098043 25501
https://g.co/kgs/ww7RP5h


বীরভূমের অজয় পাড়ে থাকা খাওয়ার সুবন্দোবস্তের বিজ্ঞপ্তিপ্রয়োজনে যোগাযোগ করুন 🌳🙏🏻                                       ...
06/05/2024

বীরভূমের অজয় পাড়ে থাকা খাওয়ার সুবন্দোবস্তের বিজ্ঞপ্তি
প্রয়োজনে যোগাযোগ করুন 🌳🙏🏻




27/04/2024

গুরুর চরন ধরে থাকনা পরে । ভজন দাস বৈরাগ্য | Gurur Charan Dhore Thak Na Pore | জয়দেব বাউল মেলা 2024
এবছর জয়দেব কেঁন্দুলী বাউল মেলায় গোলোকের আনন্দ আড্ডায় ভজন দাস বৈরাগ্য, অর্জুন খ্যাপা ও খৈবর ফকির
গান - গুরু চরণ ধরে থাকনা পরে
কন্ঠ - ভজন দাস বৈরাগ্য
দোতারা - অর্জুন খ্যাপা
ডুবকি - খৈবর ফকির
TarkataZ ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গানটির ঠিকানা 👇🏻
https://youtu.be/pTRvYFHfVE8
জয় গুরু 🙏🏻


াউল_গান









25/04/2024

তুমি যত দাও হে ব্যাথা
হ্রৃদয়ে রাখিব গাথা
একদিন জানি ব্যথার হবে অবসান

প্রিয় বন্ধু বলে
বুক ভাসিবে নয়নজলে
দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ

বাধিয়া মায়ার ডোরে
কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান

গোলোকের আনন্দ আড্ডায় আলাউদ্দিন বয়াতির কালজয়ী একটি গান পরিবেশনার মূহুর্তে দোতারার জাদুকর কাঙাল সাধু

সম্পূর্ণ গানটির ঠিকানা 👇🏻

https://youtu.be/_6RQezQP2gs

জয় গুরু 🙏🏻






াউল_গান









23/04/2024

Incredible Dotara Performance By Kangal Khyapa|Bengali Folk Instrumental Music | কাঙাল খ্যাপার দোতারা

গোলোকের সান্ধ্য বাউল আসরে সেদিন গুরুজী অনাথবন্ধু ঘোষ ও কাঙাল খ্যাপা.... সময়টি গানের পরের একটি চা বিরতির... কালিম্বা নামক একটি আফ্রিকার rhythm instrument এর দু একটি শব্দ কানে যেতেই স্বভাবসিদ্ধ ভাবেই গর্জে উঠল কাঙাল সাধুর দোতারা... কিছুক্ষনের মধ্যেই তালসঙ্গতে যোগ দিলেন গুরুজী অনাথবন্ধু ঘোষ... তৈরী হল যুগলবন্দীর আরও একটি স্মরণীয় মূহুর্ত.... বন্ধুদের জন্য ক্যামেরাবন্দী করে রাখল ভিনদেশী Sam

সম্পূর্ণ মূহুর্তের ঠিকানা 👇🏻

https://youtu.be/0aJ0cjSZpUA

জয় গুরু 🙏🏻










াউল_গান









গোলোকের আঙিনায় এ কোনো রচনা, প্রবন্ধ, ছোটো গল্প বা ছোটদের গল্প  নয়, এ  হোল এক প্রত্যক্ষ দর্শীর আনন্দে ভরা ক'টা দিনের নি...
16/04/2024

গোলোকের আঙিনায়

এ কোনো রচনা, প্রবন্ধ, ছোটো গল্প বা ছোটদের গল্প নয়, এ হোল এক প্রত্যক্ষ দর্শীর আনন্দে ভরা ক'টা দিনের নিজস্ব অনুভূতি।

গন্তব্য স্থান বীরভূম জেলার কেন্দূলি গ্রাম, যেটি কবি জয়দেবের পবিত্র নামাঙ্কিত ভূমি
"জয়দেব" নামে চির পরিচিত।জয়দেবের বর্ণনাতীত ব্যাখ্যা একজন অন্ধের পর্বত উলঙঘন করার মতই অবাস্তব বা অকল্পনীয়, তাই বরং আসল কথায় আসা যাক্।

জয়দেবের স্থান মাহাত্ম্য বর্ণনাতীত যা চমতকৃত করে এক এক জনকে এক এক ভাবে। অনুভবের পসরা সাজিয়ে যদি একত্রে অনেকে মিলিত হওয়া যায়, তাহলে এই বৈচিত্র্যময় স্থান টি সত্যি ই অনবদ্য। আর তারই মাঝে চারপাশে কনচি বেড়ায় ঘেরা এক টুকরো মৃত্তিকা, যার নাম "গোলোক"। গোলককে ইংরেজীতে globe বলা হয়ে থাকে। ভূগোলেও পৃথিবীকে বা earth কে globe নামে আখ্যায়িত করা হয়। তাই গোলোক কে ছোটো খাটো কোনো স্থান বলে ভাবার জায়গা নেই মনে। অর্থাত ত্রিলোক যার মাঝে অবস্থান করতে পারে, সেই গোলোক। গোলোকের তাই অনেক অর্থ পূর্ণ মধুর নাম রয়ছে, দেবলোক, বিষ্ণুলোক, বৈকুণঠপুরী.... আরও অনেক। সেই প্রসঙ্গে বলি-রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, কালী, দুর্গা, গণেশ এইসব নামের কত মানুষ আমাদের মাঝখানে রয়েছেন, কিন্ত বাস্তবে কি তাঁদের নামের সাথে তাঁদের রূপ, স্বভাব বা আচার আচরণের কোনো সাদৃশ্য আছে? সেই রকম গোলোক ও হোল আমাদের মর্তের গোলোক। আনন্দের আতিশয্য সীমারেখা অতিক্রম করলে যে কোনও সময় যেমন এক ভয়াবহ আকার ধারণ করতে পারে, আবার অপর দিকে অনেক ভারাক্রান্ত, সমস্যা জর্জরিত, ব্যথাতুর মনকে গোলোক চরম আনন্দেও পুলকিত করে তুলতে পারে।
একদিকে বিশ্ব প্রকৃতির অকৃপণ ভাণ্ডার চোখকেই শুধু আনন্দ দেয়, তাই নয়, মনকেও ভরপুর করে রাখে। মনে হয়, সেই জন্যই nature শব্দ টি কে দুই অর্থে আমরা ব্যবহার করে থাকি। এক হোল বিশ্ব প্রকৃতি আর অপরটি হোল মানব প্রকৃতি। বিশ্ব প্রকৃতি পারে মানব প্রকৃতিকে প্রকৃত জ্ঞানের আলো জোগাতে। ঠিক তেমনি গোলোকের প্রতিটি ধূলিকণায় মিশে রয়ছে মানুষ নির্বিশেষে প্রতিটি মানুষকে আপন করে নেবার ইংগিত-- অর্থাত "বসুধৈব কুটুম্বকম্"।বাতাসে মিশে রয়ছে বিশ্ব প্রকৃতির পবিত্র সুগন্ধ। মনে হয়ছে, প্রকৃতির পাঁচ তত্ব যেন প্রতিটি মানুষকে অবারিত ভাবে, উন্মুক্ত হস্তে প্রাকৃতিক সম্ভার দান করে চলেছে, যেখানে কোনো কার্পণ্য নেই।
ভোর হতে না হতেই গাছে গাছে চারিদিকে পাখিদের কলতান, আবার অন্য দিকে মধুর নাম সংকীরতণ বয়ে নিয়ে আসেন নগরবাসী গণ এই গোলোকে।
আর মনে হতে থাকে, এই তো সেই গোলোক-বিহারীর গোলোক ধাম, যেখানে সেই প্রাণের সঞ্চার হয়, দিনের শুরু হয় কৃষ্ণ নাম শ্রবণে।
শুধু কি তাই? এর সাথে শুনেছি উচ্চাঙ্গ সংগীত ও ভক্তি রসাত্মক সংগীতের এক অভিনব মেলবন্ধন যা মোহিত করে রাখে গোলোক বাসীদের। স্বনামধন্য এক কিংবদন্তি সংগীতজ্ঞ ব্যক্তিত্ব, যাঁর নাম শ্রী অনাথ বন্ধু ঘোষ যাঁর কণ্ঠে রাগমালা শোনার সৌভাগ্য প্রকৃতই দুর্লভ ।
তারপর, গ্রামের নিজস্ব বৈচিত্র্য অনুসারে, একে একে আসতে শুরু করেন বেলা বাড়ার সাথে সাথে সাইকেলের পিছনে বাঁধা গরম ডালপুরির ঝুড়ি বসিয়ে নিয়ে আসেন গোলোক বাসীদের মনোরঞ্জনের জন্য আমাদের সবার আদরের "ডালপুরি কাকা"। এর পর একে একে আসতে থাকে কখনো বা গ্রামের দৈ বিক্রেতা, কখনও বা রাবড়ী, এরকম আরও কত শত।
এ সব কিছু বোধ হয় মকর সংক্রান্তি উপলক্ষ হিসাবে জয়দেব মেলার একটি বৈশিষ্ট্য।
গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই রয়ছে তার নিজস্ব কিছু স্বতন্ত্র। তদরূপ বীরভূম জেলার জয়দেব দর্শনে ও অনেক নতুন নতুন অভিজ্ঞতার সংযোজন হয়েছে।তার মধ্যে অন্যতম হোল বিশ্ব বিখ্যাত বাউল গান, ফকির গান, নৃত্য সহযোগে বাউল গান যা জয়দেব মেলার বিশেষ আকর্ষণ।
তাই বহু দূর-দূরান্ত থেকে বিভিন্ন দেশ-বিদেশের মানুষ এখানে উপস্থিত হয়ে থাকেন এই সময়।এই সব আনন্দের সাক্ষী থাকার জন্য।
এদিকে আবার চিরস্থায়ী সাক্ষী রয়ছেন ক্ষেত্রাধিপতি ক্ষেত্রপাল, যিনি উপবিস্ট রয়েছেন দীর্ঘায়ূ বিশিষ্ট এক বট বৃক্ষের ছত্রছায়ায়।
জয়দেব মেলার জন-সমুদ্রে হারিয়ে যাবার ভয়ে মেলা দেখতে না গেলে ও গোলোক-গৃহের উঠোন প্রাঙ্গনে বসে উদয় অস্ত মেলা উপভোগ করার সুবর্ণ সুযোগ রয়েছে,যে কারণে বছরের ঠিক এই সময় টি তাই মন ছুটে যায় গোলোক অভিমুখে।
উপসংহারে,
গোলোকের প্রতি কৃতজ্ঞতা প্রসংগে-এইটুকু বলার আছে-
উদ্দেশ্য যার মহত হয়, গোলোক-বিহারী হরি শ্রীকৃষ্ণ তার সহায় হন। গোলোকের নৈষ্ঠিক আদর্শ , উদার ভাবনার দৃষ্টি কোণ, নিরলস সেবার এক অকৃত্রিম দৃষ্টান্ত পারিপার্শ্বিক বাতাবরণকে অনুপ্রাণিত করুক, উৎসাহিত করুক,
গোলোকের সুদূরপ্রসারি ভাবধারা ও সচেতনতা চন্দন বৃক্ষের মত চারিদিক সুগন্ধিত হয়ে বিস্তৃতি লাভ করুক

ওঁ শান্তি
বি. কে শুভ্রা

হর হর মহাদেব 🌳🙏🏻
16/04/2024

হর হর মহাদেব 🌳🙏🏻

জয়দেব কেঁন্দুলী ভ্রমণের সেরা মূহুর্ত... আমাদের Golok Riverside Retreat - গোলোক  এ এবারের অতিথি ভারতী রায়, যে সবসময় পা...
15/04/2024

জয়দেব কেঁন্দুলী ভ্রমণের সেরা মূহুর্ত... আমাদের Golok Riverside Retreat - গোলোক এ এবারের অতিথি ভারতী রায়, যে সবসময় পাশে না থাকলে আমাদের এ পর্যন্ত আসা হতনা.... ভালো থাকো মা 🌳🙏🏻

আর এভাবেই শুরু আমাদের বাংলা নতুন বছরের প্রথম দিনশুভ সূচনা ১৪৩১আনন্দ বিনিময় দীর্ঘজীবি হোকজয় গুরু 🙏🏻
14/04/2024

আর এভাবেই শুরু আমাদের বাংলা নতুন বছরের প্রথম দিন
শুভ সূচনা ১৪৩১
আনন্দ বিনিময় দীর্ঘজীবি হোক
জয় গুরু 🙏🏻

শুরু হল অজয় পাড়ে গোলোকের নতুন কাজসঙ্গে থাকুনঅন্যরকম খবর আসছে                                                          ...
09/04/2024

শুরু হল অজয় পাড়ে গোলোকের নতুন কাজ
সঙ্গে থাকুন
অন্যরকম খবর আসছে




ছাত্রজীবন মানেই এক অদম্য উদ্দীপনা... আর সেই আনন্দ যাপনের সাক্ষী থাকল আমাদের অজয় পাড়ের Golok Riverside Retreat - গোলোকগ...
07/04/2024

ছাত্রজীবন মানেই এক অদম্য উদ্দীপনা... আর সেই আনন্দ যাপনের সাক্ষী থাকল আমাদের অজয় পাড়ের Golok Riverside Retreat - গোলোক

গুরু নানক ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজের ছাত্রদের ব্যান্ড এটিপিকাল তাদের সপ্তাহ অন্তের ছুটি কাটিয়ে গেল জয়দেব কেঁন্দুলীর গোলোকে

ঘরোয়া পরিবেশে নদীর ধারে প্রকৃতির সাথে অবসর যাপনে আগ্রহী বন্ধুদের আমন্ত্রণ রইল

বারে বারে দেখা হোক .... গান হোক... আনন্দ হোক
ভালো থেকো বন্ধুরা



06/04/2024

গুরু নানক ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ছাত্রদের ব্যান্ড এটিপিকাল এর সাথে গোলোকের আনন্দ আড্ডায় সোনা খ্যাপা

জয় গুরু 🙏🏻

Golok Riverside Retreat - গোলোক



বিশুদ্ধ নির্মল নদীর বাতাস, বসন্তের প্রকৃতি ও একঝাক দেশী পাখির সারাদিনের Concert... আপাতত এই গোলোকের নিশ্চিত আয়োজন.... ব...
05/04/2024

বিশুদ্ধ নির্মল নদীর বাতাস, বসন্তের প্রকৃতি ও একঝাক দেশী পাখির সারাদিনের Concert... আপাতত এই গোলোকের নিশ্চিত আয়োজন.... বন্ধুদের রইল সাদর নিমন্ত্রণ.... নতুন খবর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি

সঙ্গে থাকুন
জয় গুরু

এ বসন্ত রঙিন হোক সাথে উদর পূর্তিনির্মল আনন্দ হোক মনে থাক ফুর্তিঅজয় পাড়ের বসন্ত যাপন বন্ধুদের নিমন্ত্রণ রইল Golok River...
26/03/2024

এ বসন্ত রঙিন হোক সাথে উদর পূর্তি
নির্মল আনন্দ হোক মনে থাক ফুর্তি
অজয় পাড়ের বসন্ত যাপন বন্ধুদের নিমন্ত্রণ রইল Golok Riverside Retreat - গোলোক



Evening in Ajoy riverbank Golok Riverside Retreat - গোলোক
25/03/2024

Evening in Ajoy riverbank Golok Riverside Retreat - গোলোক

A journey is best measured by friends rather than miles. Some of our happy guest moments from our last tour conducted fr...
19/03/2024

A journey is best measured by friends rather than miles. Some of our happy guest moments from our last tour conducted from Golok Riverside Retreat - গোলোক .
Thank you for choosing us.
Peace n Love.

Golok Riverside Retreat, the cascade of treasure aside of river Ajoy in Joydeb Kenduli is just 30 km away from Shantiniketan and 25 km away from Durgapur. Ease yourself by the riverside run-of-the-mill accommodation with basic modern amenities surrounded by lush green forest.

A place where green knows no edges and the time stands still to acknowledge the nature. Enjoyable weather and heart-full of hospitality with organic food make you stray in the nature during your stay

Connect us@9804325501 for a personalized cultural tour of rural Bengal.



পলাশ রঙের আগুন যদি থাকে মনের কোণেএমন করে মনের মানুষ ফেরে বনে বনে রাঢ় বাংলার বসন্তের প্রকৃতির শোভা পলাশ দেখতে বাঁকুড়া ও...
18/03/2024

পলাশ রঙের আগুন যদি থাকে মনের কোণে
এমন করে মনের মানুষ ফেরে বনে বনে

রাঢ় বাংলার বসন্তের প্রকৃতির শোভা পলাশ দেখতে বাঁকুড়া ও পুরুলিয়া অনেকেই গেছেন... তবে এবারে আমরা পলাশ খুঁজতে বেড়িয়েছিলাম জয়দেব কেঁন্দুলীর গোলোকের অদূরে গড়জঙ্গল.... পথে দেখে নেওয়া যাবে ইছাই ঘোষের দেউল... যেখানে সাক্ষী থাকে বাঙালির প্রথম দুর্গা পূজার কাহিনীর, অজয় নদের তীরে যেখানে এক হয়ে যায় পুরাণ আর ইতিহাস।

পশ্চিম বর্ধমান জেলায়, দুর্গাপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত গড় জঙ্গল পরিচিত মেধাশ্রম বা শ্যমারুপা মন্দির নামেও। একাদশ শতাব্দীতে বাংলার রাঢ় অঞ্চলের অধিবাসী শবর উপজাতির রাজা সুরথ মহর্ষি মেধসের পরামর্শে এখানে প্রথম অনুষ্ঠিত করেন দুর্গা পুজো। এখনও এখানে রয়েছে রাজা সুরথের পুজার বেদী। আশ্রমের সাইনবোর্ডে উল্লেখিত সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, চন্ডীমঙ্গল এও নাকি একই ঘটনার উল্লেখ রয়েছে। আবার আশ্রমের সাধুবাবা বললেন, চন্ডী মঙ্গলের রচনা স্থল নাকি এখানেই। মূল মন্দিরটি কালের প্রকোপে বিলুপ্ত হয়েছে অনেকদিনই। এখনকার মায়ের মন্দিরটি বর্ধমানের রাজপরিবারের তৈরী। একই কমপ্লেক্সে রয়েছে মা কালী, মা লক্ষ্মী, হনুমানজী আর গণেশের মন্দির ও। রয়েছে একটি শতাব্দী প্রাচীন তেতুল গাছ।

শ্যামরুপা মন্দির দেখে আমরা আবার চললাম জঙ্গলাকীর্ণ পথে ইছাই ঘোষের দেউল দেখতে। উড়িষ্যার রীতিতে বানানো টেরাকোটার মন্দির। ধর্মমঙ্গলে উল্লেখ আছে, ধর্ম ঠাকুরের আশীর্বাদ ধন্য লাউসেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে এখানেই বধ করেন ইছাই ঘোষকে প্রবল যুদ্ধের পরে। কাহিনীর সত্যাসত্য জানা না গেলেও ঈশ্বর ঘোষ নামে এক আঞ্চলিক রাজার উল্লেখ পাওয়া যায় ইতিহাসে।

বসন্ত বার্তা নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি
শুভেচ্ছা সহায়
সঙ্গে থাকুন
জয় গুরু 🙏🏻

বি:দ্র: জঙ্গলের নির্জনতা রক্ষা করুন। ওখানে বেড়াতে গেলে দয়া করে আবর্জনা ফেলে জঙ্গলের সৌন্দর্য বা মন্দিরের পবিত্রতা নষ্ট করবেন না



বসন্তের গ্রাম বাংলার নৈসর্গিক প্রকৃতির সন্ধানে কেঁন্দুলীর গোলোক থেকে আমাদের অভিযান অব্যাহত... আজ এসে পৌঁছলাম অজয় পাড়ের...
15/03/2024

বসন্তের গ্রাম বাংলার নৈসর্গিক প্রকৃতির সন্ধানে কেঁন্দুলীর গোলোক থেকে আমাদের অভিযান অব্যাহত... আজ এসে পৌঁছলাম অজয় পাড়ের গৌরবাজার গ্রামে প্রাণের বাগান.. সফরসঙ্গী Sam ও বাবু

ভ্রমণ উৎসাহী বন্ধুরা যোগাযোগ করতে পারেন @9804325501
Those who want to travel with us can connect
@9804325501






Thank you Sam for all your effort to leave a colorful mark with your art in Golok.It was a wonderful day spent seeing ho...
14/03/2024

Thank you Sam for all your effort to leave a colorful mark with your art in Golok.It was a wonderful day spent seeing how you gave life to your imagination.

We do appreciate your kind support in our journey.
Hope our path cross again.
Peace n Love







Exploring rural bengal with Sam from Golok Riverside Retreat - গোলোক in Joydeb Kenduli.                                 ...
13/03/2024

Exploring rural bengal with Sam from Golok Riverside Retreat - গোলোক in Joydeb Kenduli.






09/03/2024
এবারের গন্তব্য গুরুজী অনাথবন্ধু ঘোষের নেতৃত্বে জয়দেব কেঁন্দুলীর থেকে ২৫ কিলোমিটার দূরে পান্ডবেশ্বরে অজয় পাড়ের শিমূলতল...
09/03/2024

এবারের গন্তব্য গুরুজী অনাথবন্ধু ঘোষের নেতৃত্বে জয়দেব কেঁন্দুলীর থেকে ২৫ কিলোমিটার দূরে পান্ডবেশ্বরে অজয় পাড়ের শিমূলতলা আশ্রম.... সফরসঙ্গী Sam ও বাবু






শুরু হল রাঢ় উৎসব ২০২৪জয়দেব কেঁন্দুলীর বুকে রাঢ় বাংলার সংস্কৃতি ফিরে দেখার এই প্রথম এক অভিনব প্রচেষ্টাবন্ধুদের আমন্ত্র...
08/03/2024

শুরু হল রাঢ় উৎসব ২০২৪
জয়দেব কেঁন্দুলীর বুকে রাঢ় বাংলার সংস্কৃতি ফিরে দেখার এই প্রথম এক অভিনব প্রচেষ্টা

বন্ধুদের আমন্ত্রণ রইল 🙏🏻

এই প্রথম জয়দেব, দারুণ ব্যপার একটা হোতে চলেছে ..... অনেক গুণী মানুষ একসাথে উদ্যোগ নিয়েছেন... বাংলার লোকশিল্প এক হচ্ছে এই ...
04/03/2024

এই প্রথম জয়দেব, দারুণ ব্যপার একটা হোতে চলেছে ..... অনেক গুণী মানুষ একসাথে উদ্যোগ নিয়েছেন... বাংলার লোকশিল্প এক হচ্ছে এই উৎসবে , নানা জেলা থেকে পৌঁছচ্ছেন অদেখা শিল্পীরা , যাঁরা পরম্পরায় আগলে রেখেছেন এ রাজ্যের লোকভাণ্ডার ..... সাথে থাকছে বিভিন্ন প্রদর্শনী, বাজার হাট করার সুযোগ , আর থাকছে চু টু র পু টু র খাবারের স্বাদ, তাও আঞ্চলিক .... তিন দিনের এই মিলন মেলায় আসা উচিত, নিশ্চয়ই যারা আনন্দের আশায় প্রতিনিয়ত নতুনের সন্ধান করছেন, বা ঝড় বৃষ্টি পেরিয়ে খানিক সময় নিজেকে খুঁজছেন ..... অজয় পাড়ে, রাধা মাধবের লীলা ক্ষেত্রে, কবি জয়দেব-পদ্মাবতী আর কবি বিল্বমঙ্গলের চারণ ভূমিতে যদি বসন্তের শুরু হয়, সুর তাল রঙ ছবি আর রঙিন মানুষের সমাগমে, তবে দেখা হোক
জয় রাধা মাধব 🙏

Come and join us in the unique celebration of tradition, heritage and culture of Bengal in Joydev Kenduli. Let's meet at Rarh Utsav 2024.

বি:দ্র: যেসব বন্ধুরা উৎসবের সময় থাকার কথা ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন @9804325501








বহু দিন ধরে' বহু ক্রোশ দূরে      বহু ব্যয় করি,বহু দেশ ঘুরেদেখিতে গিয়েছি পর্বতমালা,            দেখিতে গিয়েছি সিন্ধু।     ...
25/02/2024

বহু দিন ধরে' বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি,বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।






আজ গোলোকের একটি অন্যতম আনন্দের দিন... জয়দেব কেঁন্দুলীর রাধামাধব মন্দিরে গুরুজী অনাথবন্ধু ঘোষের নেতৃত্বে একাদশীর হরিনাম ...
21/02/2024

আজ গোলোকের একটি অন্যতম আনন্দের দিন... জয়দেব কেঁন্দুলীর রাধামাধব মন্দিরে গুরুজী অনাথবন্ধু ঘোষের নেতৃত্বে একাদশীর হরিনাম সংকীর্তন দলের শীতকালীন চড়ুইভাতি আয়োজন করার প্রথমবার দায়িত্ব পাওয়ায় ধন্য হল গোলোক....শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল দ্বাদশীর মধ্যাহ্নভোজনের আনন্দ অনুষ্ঠান

আনন্দ বিনিময় দীর্ঘজীবি হোক
শুভেচ্ছা সহায়
জয় গুরু






জয়দেব কেঁন্দুলীর পরবর্তী আনন্দউৎসবসকলের আমন্ত্রণ রইল 🙏🏻                                                                ...
18/02/2024

জয়দেব কেঁন্দুলীর পরবর্তী আনন্দউৎসব
সকলের আমন্ত্রণ রইল 🙏🏻







15/02/2024

খেজুর গাছে হাঁড়ি বাধো মন

শুভ সকাল
গোলক, জয়দেব কেঁন্দুলী, বীরভূম






Into the wild…dusty roads…dense forest …ancient temple of Bengal…baul music….riverside stay along with good homemade foo...
11/02/2024

Into the wild…dusty roads…dense forest …ancient temple of Bengal…baul music….riverside stay along with good homemade food
That’s what we planned for our nature lover friends from Golok Riverside Retreat - গোলোক

Some wonderful moments from our ongoing adventure tour … Stay tuned for upcoming stories from this trip.
It was great exploring rural Bengal with Sam from London … Thanks a bunch for choosing us and having interest in the cultural aspect of Bengal.

Wishing a great journey ahead
Peace n Love






Address

Bolpur
731214

Telephone

+919804325501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golok Riverside Retreat - গোলোক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golok Riverside Retreat - গোলোক:

Videos

Share


Other Eco Tours in Bolpur

Show All