Sundar Travel Agency

Sundar Travel Agency Experts at Adventure

11/05/2023

Feared, Loved, Worshipped: The Enigma of the Sundarbans Tiger
Visit Sundarban and experience the wilderness of the mysterious mangrove!
Contact: Sundar Travel Agency
084361 13700
Video Credit: RoundGlass Sustain

The Sundarban Hilsa Festival is back!Hurry up!Book your slots and explore the wilderness of World's largest delta alongw...
10/05/2023

The Sundarban Hilsa Festival is back!
Hurry up!
Book your slots and explore the wilderness of World's largest delta alongwith comfort stay, entertainment and mouthwatering food!
Contact: Sundar Travel Agency
084361 13700

Organised by Sundar Travel Agency

21/03/2021

শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে এর সাংবাদিক সম্মেলন ও নির্বাচনী ইস্তেহার প্রকাশ

23/02/2021

গত কয়েকদিন আগে নবদ্বীপে বিজেপির রথ যাত্রাকে নিয়ে কটাক্ষ করেন নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস ঘোষ ।এক সংবাদিক সম্মেলনে তিনি বলেন বিজেপিকে একটা হিন্দু ধর্মের ভেকধারী বলেও কটাক্ষ করেন, এটাও বলেন যে এটা বিজেপির রথ যাত্রা নয়, বরং শব যাত্রা। এর পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দেন যে এই রথে মহাপ্রভু নেই এই রথে আছে নাড্ডা, চাড্ডা, দিলীপ ঘোষের মতো নেতার ছবি এবং এই রথকে বিলাসিতার জায়গা বলে কটাক্ষ করেন।

গতকাল নবদ্বীপ বিধানসভায়  নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের নির্বাচনী স্লোগান প্...
23/02/2021

গতকাল নবদ্বীপ বিধানসভায় নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের নির্বাচনী স্লোগান প্রকাশিত হলো। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাপস ঘোষ, ব্লক সহ-সভাপতি কল্লোল কর, ব্লক যুব সভাপতি মিঠুন দেবনাথ, SC ST শাখা সংগঠনের ব্লক সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ আরও অন্যান্য ব্লক ও আঞ্চলিক নেতৃত্ব। বাংলা কেন নিজের মেয়েকেই চায় তার সম্পর্কে বিস্তারিত বলেছেন ব্লক সভাপতি তাপসবাবু তাদের সরকারের উন্নয়নের তথ্যকে হাতিয়ার করে।

11/02/2021

ইন্ডিয়া টুডে কনক্লেভে মমতা ব্যানার্জী

07/02/2021

PART -2 Kunal Ghosh's Press Conference

07/02/2021

Kunal Ghosh Press Conference at Nabadwip

26/01/2021

🔴 Kishan Parade Live | Tractor Rally |
🇮🇳 Republic Day 2021

26/01/2021

Kishan Parade Live

ফেক গুজরাট মডেলনিউজ ডেস্ক,১০ই জানুয়ারি,কলকাতা- পশ্চিমবঙ্গ থেকে যখন টাটা মোটরস ২০০৮ সালে তার ছোটো গাড়ীর ব্যবসা গুটিয়ে নিয়...
10/01/2021

ফেক গুজরাট মডেল
নিউজ ডেস্ক,১০ই জানুয়ারি,কলকাতা- পশ্চিমবঙ্গ থেকে যখন টাটা মোটরস ২০০৮ সালে তার ছোটো গাড়ীর ব্যবসা গুটিয়ে নিয়ে গুজরাটে চলে গেল তখন হয়তো দেশবাসী বুঝেছিল যে আর্থ-সামাজিক পরিবেশে বাংলার থেকে গুজরাট অনেক এগিয়ে। কিন্তু সম্প্রতি এক সর্বভারতীয় অনলাইন সংবাদ সংস্থা (Scrool.in) সূত্রে জানা গেল যে বাংলার থেকে গুজরাট অনেকাংশেই পিছিয়ে। অর্থাৎ বিজেপি যে গুজরাট মডেলের দৃষ্টান্ত তুলে ধরেন, সেটা যে একেবারেই মিথ্যে কথা সেটা এবার সামনে এল। ইদানিংকালে উন্নয়নের নিরিখে গুজরাটের থেকে বাংলা যে এগিয়ে আছে তার কয়েকটা তথ্য ও পরিসংখ্যান থেকে দিনের আলোর মতো স্পষ্ট।

১) গুজরাতে নবজাতক শিশু মৃত্যুর হার ৩১.২ যা পশ্চিমবঙ্গের ২২ এর তুলনায় অনেকটাই বেশি।
২) ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার গুজরাতে ৩৭.৬ এবং বাংলায় ২৫.৪।
৩) গুজরাতের শিশুরা বাংলার শিশুদের তুলনায় অনেক বেশি অপুষ্টির শিকার।
৪) সরকারি হাসপাতালে শয্যা ঘনত্বের নিরিখে বাংলা দেশের মধ্যে দ্বিতীয় ।
৫) বাংলায় সরকারি হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা গুজরাতের চার গুণ।

সূত্র-(https://scroll.in/article/983334/why-does-poor-west-bengal-have-healthier-children-than-rich-gujarat)

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:দীর্ঘদিনের মত বিভেদ কাটিয়ে আবার এক মঞ্চে দেখা গেলো ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের...
08/09/2020

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
দীর্ঘদিনের মত বিভেদ কাটিয়ে আবার এক মঞ্চে দেখা গেলো ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পরস্পর বিরোধী দুই শিবিরকে। গতকাল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্যানিং ১ ব্লকের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি একটি রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনায় বহুদিন পর এক মঞ্চে দেখা গেলো দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কো অর্ডিনেটর পরেশ রাম দাস , ক্যানিং ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল এবং মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাসকে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সব নেতৃবৃন্দকে এক মঞ্চে পেয়ে খুশি এলাকার তৃণমূল কর্মীরা। তাদের কথায় "বিগত লোকসভা ভোটে দলের অভ্যন্তরে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল ভোট ব্যাংকে বড়ো সড় ধাক্কা দিয়ে অক্সিজেন যুগিয়েছিল বিরোধী দলগুলোকে। তারপর থেকেই নড়ে চড়ে বসেন দলের উচ্চ নেতৃত্ব, গলতে থাকে মান অভিমানের হিমশৈল। এর আগেও এন আর সি বিরোধী মঞ্চে মানুষের অধিকারের জন্য একত্রে দেখা যায় সকলকেই। করোনা আবহে এর মাঝে আর বড়ো কোনও পথসভা আয়োজন সম্ভব ছিলো না। আজ আমাদের নেত্রীর অক্লান্ত প্রয়াসে রাজ্য যখন ধীরে ধীরে করোনা মুক্তির দোর গোড়ায় এসে দাড়িয়েছে, সেখানে আবার ক্যানিং এর উন্নয়নকে সামনে রেখে সকলে এক মঞ্চে এসে বিজেপির বিরুদ্ধে আসন্ন নির্বাচনে লড়াইয়ের যে কড়া বার্তা দিলেন তা আমাদের মনে নতুন আশা ও উদ্যম যোগাবে।"

বিধায়ক শ্যামল মন্ডল এইদিন এলাকায় রাস্তার কাজে মাত্রাতিরিক্ত সময় লাগার কারণ হিসাবে এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করে জানান যে ভবিষ্যতে সাধারণ মানুষকেই বুঝে নিতে হবে কোনও অসাধু ব্যক্তির জন্য যেনো সরকারের পরিষেবা হতে কেউ বঞ্চিত না হন, এবং প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। এছাড়া এই মঞ্চে উপস্থিত প্রত্যেকেই এদিন কেন্দ্রের কাছে বকেয়া জি এস টি, দেশের ঋণাত্মক জি ডি পি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন।

15/07/2020

নিউজ ডেস্ক, কলকাতা, ১৫ জুলাই: করোনা আবহের মধ্যেই আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। অন্যান্য বছরের মতো এ বছরেও জেলার জয় জয়কার। অনলাইনের মাধ্যমে ফল প্রকাশিত হয়েছে। করোনার মতো এই মহামারীর সময়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে অভিভাবকদের মাধ্যমে শংসাপত্র বিলি করা হবে।প্রসঙ্গত আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে এমনটা আগেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

নিউজডেস্ক, কলকাতা,৭ মার্চ: দিদিকে বলো'র পর তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ কর্মসূচী গত ২ মার্চ নেতাজী ইনডোর স্টেডিয়ামে ...
07/03/2020

নিউজডেস্ক, কলকাতা,৭ মার্চ: দিদিকে বলো'র পর তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ কর্মসূচী গত ২ মার্চ নেতাজী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচীই রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিধায়ক ও নেতারা আজ উদ্বোধন করলেন।
সারা বাংলাজুড়ে ' বাংলার গর্ব মমতা' কর্মসূচী আজ সাড়ম্বরে উদ্বোধন হলো একেবারে কর্পোরেট ধাঁচে। আগামী ৭৫ দিন ধরে যে নানান ধাপের মাধ্যমে এই কর্মসূচী চলবে তার ব্যাখাও জায়েন্ট স্ক্রীনের মাধ্যমে কর্মীদের দেখানো হয়।

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: আজ রাজ্যজুড়ে তৃণমূলের বাংলার গর্ব মমতা কর্মসূচিকে ঘিরে দলের গোষ্ঠী দ্বন্দ্ব আরো একবার প্রকাশ...
07/03/2020

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: আজ রাজ্যজুড়ে তৃণমূলের বাংলার গর্ব মমতা কর্মসূচিকে ঘিরে দলের গোষ্ঠী দ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে।
দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক শ্যামল মণ্ডলের তরফ থেকে অপর গোষ্ঠীর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সদস্য মিলিয়ে প্রায় ১০০ জন জনপ্রতিনিধি আমন্ত্রণ না পাওয়ায় বিধায়কের পদত্যাগের দাবিতে ক্যানিং বাস স্ট্যান্ডে সকাল থেকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলছে।

নিউজ ডেস্ক, কলকাতা, ৩০ ডিসেম্বর: দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর অবসরের ...
30/12/2019

নিউজ ডেস্ক, কলকাতা, ৩০ ডিসেম্বর: দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর অবসরের এক দিন আগে এই নাম ঘোষণা করল কেন্দ্র। এর ফলে বিপিনবাবু আরও তিন বছর সরকারী পদে থেকে কাজ করতে পারবেন।
সেনার তিন বাহিনীর কাজে সমন্বয়ের জন্য গত ২৪ ডিসেম্বর এই পদের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। যাতে তিন বাহিনীর বোঝাপড়া খুব ভালো থাকে। অন্যদিকে সেনার তিন বাহিনীর শীর্ষ পদাধিকারীদের অবসরের বয়স ৬২ হলেও, এই নতুন পদের অবসরের বয়স করা হয়েছে ৬৫ বছর।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্ব নেন বিপিন রাওয়াত। তিন বছর কাজ করার পর ৩১ ডিসেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। তাঁর জায়গায় নতুন সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন মনোজ মুকুন্দ নরবনে।

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বামের ভোট রামে যাচ্ছে বিগত নির্বাচনে শোনা গিয়েছিল। কিন্তু তবে কি এবার বামের নেতা রামে ...
29/12/2019

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বামের ভোট রামে যাচ্ছে বিগত নির্বাচনে শোনা গিয়েছিল। কিন্তু তবে কি এবার বামের নেতা রামে যাওয়া শুরু হলো।

এবার বিজেপিতে যোগ দিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি শান্তনু বসু। এদিন বনগাঁর চাঁদপাড়া এলাকায় বিজেপির একটি কর্মসূচিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে যোগ দিলেন। এই তরুণ নেতা ডিওয়াইএফআই - এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন।

সম্প্রতি যুব সংগঠনের পদের রদবদল হয়। আর সেখানেই গুরুত্বপূর্ণ পদ না পাওয়ার ফলে এই রদবদল বলে মনে করছেন দলের একাংশ। এত ভালো সাংগঠনিক নেতার দলবদলের ফলে সিপিএম যে কিছুটা হলেও শক্তি হারাবে সেটা মেনে নিচ্ছেন কিছু নেতা। সিপিএমের যুব সংগঠনের এই নেতাকে যোগদান করিয়ে উচ্ছ্বসিত বিজেপির জেলা নেতারা।

বিনোদন ডেস্ক, কলকাতা: ৬৬ তম দাদা সাহেব ফালকে পুরষ্কার পেলেন সাহেনসা। আজ রাষ্ট্রপতি ভবনে অমিতাভ বচ্চনের হাতে এই পুরষ্কার ...
29/12/2019

বিনোদন ডেস্ক, কলকাতা: ৬৬ তম দাদা সাহেব ফালকে পুরষ্কার পেলেন সাহেনসা। আজ রাষ্ট্রপতি ভবনে অমিতাভ বচ্চনের হাতে এই পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠান মঞ্চে অমিতাভ বচ্চন কে ভারতীয় চলচ্চিত্রের মহানায়ক হিসাবে পরিচয় প্রদান করা হয়।এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন স্ত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক।
এই পুরষ্কার পেয়ে অমিতাভ বচ্চন নিজেকে ধন্য মনে করছেন এবং পুরস্কারটি সহ অভিনেতা, বাবা-মা ও জুড়ি সদস্যদের উৎসর্গ করলেন। পাশাপশি চলচ্চিত্র নির্মাতা ও আপামোর দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন।

মজার ছলে তিনি এটাও মনে করালেন যে এই পুরষ্কার কি বিদায়ের সংকেত। কিন্তু তার যে এখনো অনেক কাজ করা বাকি আছে। তার এই রসিক মন্তব্য রাষ্ট্রপতি ভবনের গম্ভীর পরিবেশকে কিছুটা হলেও লঘু করেছেন।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী নতুন শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আর এই নতুন বছর থেকেই প্রাথমিক স্কুলে নতুন করে ...
28/12/2019

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী নতুন শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আর এই নতুন বছর থেকেই প্রাথমিক স্কুলে নতুন করে খেলার জন্য একটি অতিরিক্ত ক্লাস চালু হচ্ছে।
এই আধুনিকতার যুগে বাচ্চা শিশুদের ক্রমশ মোবাইলের প্রতি ঝোঁক বাড়ছে। আগেকার দিনের মতো এখন আর কেউ খেলার মাঠে আসেনা। তারা এখন মোবাইলকেই খেলার সঙ্গী করে নিয়েছে। এর ফলে মোবাইলের প্রতি আলাদা একটা নেশাও এসে পড়ছে।
আর এটাকেই বন্ধ করতে এবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন খেলার ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে শিক্ষামহল স্বাগত জানিয়েছেন।

নিউজ ডেস্ক, কলকাতা: ম্যাঙ্গালুরুতে এনআরসি'র বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছিলেন দুই ব্যক্তি। মৃত দুই অসহা...
28/12/2019

নিউজ ডেস্ক, কলকাতা: ম্যাঙ্গালুরুতে এনআরসি'র বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছিলেন দুই ব্যক্তি। মৃত দুই অসহায় পরিবারের পাশে দাড়াল তৃণমূল কংগ্রেস।
গত ১৯ শে ডিসেম্বর কর্নাটকের ম্যাঙ্গালুরুতে নাগরিকপঞ্জি ও নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দুই জন ব্যক্তি । তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী ও সাংসদ নাদিমুল হকের মাধ্যমে নিহত দুই পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন ও পরিবারকে সমবেদনা জানান। পরে তারা আহত ব্যক্তিদের সাথে হাসপাতালে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন ।

সম্পাদকীয়, দ্যা বেঙ্গল বাইট: দিলীপ ঘোষ আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিতর্ক দিলীপ ঘোষের পিছু ছাড়ে না, নাকি দিলীপ ...
28/12/2019

সম্পাদকীয়, দ্যা বেঙ্গল বাইট: দিলীপ ঘোষ আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিতর্ক দিলীপ ঘোষের পিছু ছাড়ে না, নাকি দিলীপ ঘোষ বিতর্কের পিছু ছাড়ে না সেটা এখনও পরিষ্কার নয়। তবে বিজেপির রাজ্য সভাপতি যে মুখ খুললেই বিতর্কিত মন্তব্য করবেন এটা একপ্রকার দিনের আলোর মতো পরিষ্কার।
সম্প্রতি এনআরসির সমর্থনে একটি জনসভায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন "রাজনীতিতে ঝামেলা হবেই, ঝামেলা ছাড়া রাজনীতি হয় না। হয় ওরা করবে আর নয় আমরা করব''। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। বিরোধী রাজনৈতিক মহল থেকে বুদ্ধিজীবী প্রত্যেকেই দিলীপ বাবুর মন্তব্যের নিন্দা করেন।
কেও বলেন বিজেপির কাজই তো হলো ঝামেলা করা।
বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ভাষায় কথা বলেন দিলীপবাবু সেটা যে পশ্চিমবঙ্গের মত একটা সংস্কৃতিপূর্ণ রাজ্যের মানুষ মেনে নেয় না, সেটা তারা তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে দেন। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সিপিআইএম নেতা অনিল বসুর কুরুচিকর মন্তব্য এই সমাজ মেনে নেয়নি। বিভিন্ন মহল থেকেই নিন্দার ঝড় উঠেছিল। তারপর দল তাকে বহিষ্কারও করে।
হ্যাঁ রাজনীতিতে বক্তব্য আবার তার পাল্টা বক্তব্য, মন্তব্য এবং তার পাল্টা প্রতিক্রিয়া থাকবে। তবে সেটা হবে সমীচিন, তাতে থাকবে শালীনতা। কিন্তু বিরোধী দলকে বা বিরোধী দলের নেতাদের আক্রমণ করতে গিয়ে নেতারা যে তাদের বক্তব্যে শালীনতার সীমা লঙ্ঘন করে ফেলছেন, তা জনমানসে একটা খারাপ প্রভাব পড়ছে। এই সব নেতারা দলের উচ্চস্তরের নেতাদের নিয়ন্ত্রণের বাইরে।
আশা করব আগামী দিনে রাজ্য রাজনীতির প্রত্যেক দলের গুরুত্বপূর্ণ নেতারা মন্তব্য করার আগে একবার অন্তত ভেবে মন্তব্য করবেন। যেটা জনসমাজে কোনো বিতর্কের সৃষ্টি করবে না বরং সুন্দর কিছু শব্দ, সুন্দর একটা ভাষার সৃষ্টি করবেন। যা শুনে আমাদের রাজ্যবাসী নতুনভাবে বলবেন,'বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ আসন লবে'।

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: নয়া নাগরিক সংশোধনী আইন বিরোধী আন্দোলন যে এই মুহূর্তে থামার নয় সেটা বারবার প্রতিবাদী মিছিল...
28/12/2019

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: নয়া নাগরিক সংশোধনী আইন বিরোধী আন্দোলন যে এই মুহূর্তে থামার নয় সেটা বারবার প্রতিবাদী মিছিলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কখনও মূল সংগঠন তো কখনও শাখা সংগঠন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ আবার নতুন করে NRC ও CAA এর বিরুদ্ধে ফারাক্কা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল হল। মিছিলে নেতৃত্ব দিয়েছেন ব্লক যুব সভাপতি হাবিব পারভেজ (টনি), এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি এজারাত আলি, পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুন, ছাত্র পরিষদের সভাপতি আব্দুর রউফ সহ আরো অন্যান্য নেতৃত্ব।

ফারাক্কার জিগরী মোড় থেকে অর্জুনপুর পর্যন্ত এই মিছিলে কয়েক হাজার মানুষ পা মিলিয়েছেন। যে রাস্তা দিয়ে মিছিল যাচ্ছিল সেই রাস্তার দুইধারে জনতার উপস্থিতিই বলে দেয় যে তারাও এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছে।

নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ডিসেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক। এবং এই ব্যাঙ্কের শাখা ছড়ি...
28/12/2019

নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ডিসেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক। এবং এই ব্যাঙ্কের শাখা ছড়িয়ে আছে ভারতের সর্বত্র এমনকি ভারতবর্ষের বাইরেও কিছু দেশে। বিশ্বস্ত এই সরকারি ব্যাঙ্কের বহু গ্রাহক আছে, তাই তাদের আর্থিক সুরক্ষাও দিকটাও লক্ষ্য রাখতে বদ্ধপরিকর ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এটিএম জালিয়াতি রুখতে এসবিআই টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। যা লাগু হবে ১লা জানুয়ারি ২০২০ থেকে। ৩১ শে ডিসেম্বরের পর থেকে শুধু পিন নম্বর দিলেই এটিএম এর মাধ্যমে টাকা তোলা যাবে না। রাত্রি ৮ টার পর থেকে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত ১০ হাজারের বেশী টাকা তুলতে গেলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। আর সেই ওটিপি দিলে তবেই আপনি টাকা তুলতে পারবেন।
টাকা তোলার ক্ষেত্রে এসবিআই এর নতুন নিয়ম গ্রাহকদের টাকা কিছুটা হলেও সুরক্ষিত রইলো বলে মনে করছেন গ্রাহকদের একাংশ।

নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ডিসেম্বর: পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হেমন্ত সোরেন। আর সেই শপথ গ্রহণ অনুষ্...
28/12/2019

নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ডিসেম্বর: পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হেমন্ত সোরেন। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রী দের পাশাপাশি উপস্থিত থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় তিনি ঝাড়খন্ড পৌঁছে গেছেন। মমতাকে স্বাগত জানান হবু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

নিজস্ব সংবাদদাতা, হুগলী, ২৭ ডিসেম্বর: আজ এনআরসি ও সিএএ বিরোধী মিছিল হল সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত। কিষান ও ক্ষেতমজুর...
27/12/2019

নিজস্ব সংবাদদাতা, হুগলী, ২৭ ডিসেম্বর: আজ এনআরসি ও সিএএ বিরোধী মিছিল হল সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত। কিষান ও ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ব্যানারে সংগঠনের সভাপতি বেচারাম মান্নার নেতৃত্বে এই প্রতিবাদী মিছিল হয়। এদিনের মিছিলে জেলা সভাপতি দিলীপ যাদব, মন্ত্রী তপন দাসগুপ্ত, অসীমা পাত্র, পূর্ণেন্দু বসু, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, মানস মজুমদার, চাঁদ মহম্মদ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, মহিলা নেত্রী করবী মান্না, দোলা সেন সহ ছাত্র-যুবর আরো অনেক নেতৃত্ব।
প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রান্ত করেছেন রাজ্যের নানান প্রান্তের বহু কৃষক। মিছিলে কৃষকরা চাষের সরঞ্জাম তথা ট্রাকর, কোদাল, ঝুড়ি, ওষুধ দেবার মেশিন নিয়ে আসেন।নয়া নাগরিকত্ব আইনের বিরোধী লেখা কয়েকটি ট্যাবলো ও গরুর গাড়িও ছিল। মিছিল চলাকালীন রাস্তার দুধারের মানুষ বেশ উৎসুক হয়ে দাঁড়িয়েছিলেন। মিছিলটি সকাল দশটায় সিঙ্গুরের রতনপুর থেকে শুরু হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বরে এসে পৌঁছয় বিকাল সাড়ে পাঁচটায়। একটি পথসভা করে প্রতিবাদ কর্মসূচি শেষ করে তৃণমূল কর্মীরা এবং সব শেষে নরেন্দ্র মোদী ও অমিত শাহ-এর কুশপুত্তুলিকা দাহ করেন তৃণমূল সমর্থকরা। এই পথসভায় কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে বক্ত‍ব্য রাখেন মুখ‍্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, পার্ক স্ট্রীট, ২৫ ডিসেম্বর: সারা পৃথিবী জুড়ে আজ পালন হচ্ছে যীশুর জন্ম দিবস। এই বিশেষ দিনে ক্রিস্টান ধর...
25/12/2019

নিজস্ব সংবাদদাতা, পার্ক স্ট্রীট, ২৫ ডিসেম্বর: সারা পৃথিবী জুড়ে আজ পালন হচ্ছে যীশুর জন্ম দিবস। এই বিশেষ দিনে ক্রিস্টান ধর্মবিলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও বিশেষভাবে স্মরণ করে থাকেন। সারা দেশের সঙ্গে এই উৎসবে মেতে উঠেছে মায়ানগরী কলকাতাও। আজ পার্ক স্ট্রীটে অন্যান্য বছরের মতো এবছরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গতকাল রাত থেকেই মানুষের আনাগোনা শুরু হয়েছে। কিন্তু সকাল থেকে সেটা যেন উৎসবের চেহারা ধারণ করে। এর পাশাপাশি উৎসবমুখী মানুষের গন্তব্য অবশ্য বো ব্যারাক ও ছিল।
আজ সন্ধ্যার পার্কস্ট্রীটের দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে, আজ হয়তো অষ্টমী। কিন্তু তাতে আপনার ভুল কোথায়। এখানকার পরিবেশই তো আপনাকে ভাবতে বাধ্য করছে।
হুগলীর ব্যান্ডেল চার্চ, বর্ধমান চার্চ এর পাশাপাশি জেলার বিভিন্ন চার্চেও মানুষ ভীড় জমিয়েছেনএবং তাদের বড়দিনের জন্য বরাদ্দ ছুটিটির সদ্ব্যবহার করলেন। কচিকাঁচাদের মধ্যেও বেশ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৫ ডিসেম্বর: কান্দি শহরের ৫ জন প্রাক্তন কাউন্সিলর ১৫০ জন তৃণমূল কর্মীদের নিয়ে এদিন কংগ্রে...
25/12/2019

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৫ ডিসেম্বর: কান্দি শহরের ৫ জন প্রাক্তন কাউন্সিলর ১৫০ জন তৃণমূল কর্মীদের নিয়ে এদিন কংগ্রেসে যোগদান করেন। বহরমপুরে কংগ্রেসের জেলা অফিসে অধীর চৌধুরী এই কর্মীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন।
তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করার কোনো স্বাধীনতা না পাওয়ার অভিযোগে এইসব তৃণমূল কর্মীদের দলত্যাগ বলে জানা যায়।

নিউজ ডেস্ক, কলকাতা, ২৫ ডিসেম্বর: আগামী ৬ থেকে ১০ জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হব...
25/12/2019

নিউজ ডেস্ক, কলকাতা, ২৫ ডিসেম্বর: আগামী ৬ থেকে ১০ জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হবার কথা। কিন্তু ৮ ই জানুয়ারি বাম ও কংগ্রেস সহ মোট ১০ টি ট্রেড ইউনিয়ন সংগঠন সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে কয়েক লাখ ছাত্র-ছাত্রী সমস্যায় পড়তে পারে। ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রীকে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি।

25/12/2019

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২৫ ডিসেম্বর: সংশোধনী নাগরিকত্ব আইনে বিরোধী হিসাবে সবার নজর কাড়লেন দেবস্মিতা। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রতিবাদী মুখ হিসাবে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী দেবস্মিতা চৌধুরী। এই কৃতী ছাত্রী সমাবর্তন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নতুন সংশোধনী আইনের কপি ছিঁড়ে তার প্রতীকি প্রতিবাদ জানান।

নিউজ ডেস্ক, ক্যানিং, ২৫ ডিসেম্বর: এন.আর.সি. এবং সি.এ.এ. বিরোধী প্রতিবাদ এবার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং এ। ক্যানিং ম...
25/12/2019

নিউজ ডেস্ক, ক্যানিং, ২৫ ডিসেম্বর: এন.আর.সি. এবং সি.এ.এ. বিরোধী প্রতিবাদ এবার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং এ। ক্যানিং মহকুমা তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ৫০০০ মানুষকে নিয়ে সংগঠিত হলো এক মহাসমাবেশ। উক্ত সভায় উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া প্রতিমা মন্ডল, ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় শ্রী শ্যামল মন্ডল, গোসাবার বিধায়ক মাননীয় শ্রী জয়ন্ত নস্কর, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী শুভাশীষ চক্রবর্তী এবং জেলা যুব সভাপতি মাননীয় শ্রী সাওকাত মোল্লা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমার অন্তর্গত সকল ব্লকের ব্লক ও যুব সভাপতি। এইদিনের মঞ্চ থেকে তাঁরা সকলে একত্রে এই এন আর সি বিরোধী আন্দোলনকে সুন্দরবনের প্রতি প্রান্তে ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন। উল্লেখযোগ্য এই এলাকায় দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে সকল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতিরা এইদিন পুনরায় এক মঞ্চে এসে তৃণমূলের সাধারণ কর্মীদের মনে নতুন করে অক্সিজেন যোগালেন যা ২০২১ এর ভোটের জন্য এলাকার তৃণমূল কংগ্রেসের ভিতকে আরও শক্তিশালী করবে বলে মত রাজনৈতিক মহলের।

Address

Canning Town

Alerts

Be the first to know and let us send you an email when Sundar Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundar Travel Agency:

Videos

Share

Category


Other Tour Agencies in Canning Town

Show All