Sundarbans Safari

Sundarbans Safari BOOK SUNDARBAN JUNGLE SAFARI, SUNDARBAN RIVER CRUISE at 9062130369
(2)

05/06/2024
ম্যানগ্রোভের কামান গোলা ! ধুন্দুল  : Xylocarpus granatum সুন্দরবনের পরিচিত ম্যানগ্রোভ গাছগুলির অন্যতম ধুন্ধুল। বিভিন্ন ন...
03/05/2024

ম্যানগ্রোভের কামান গোলা !

ধুন্দুল : Xylocarpus granatum

সুন্দরবনের পরিচিত ম্যানগ্রোভ গাছগুলির অন্যতম ধুন্ধুল। বিভিন্ন নামে এই গাছ তার রেঞ্জ অঞ্চলে পরিচিত - cannonball mangrove, apple / cedar mangrove, puzzlenut tree। মেহগনি পরিবার ( Meliaceae) অন্তভুক্ত এই প্রজাতি লবণাক্ততার মাপে উচ্চ লবনাক্ত জল সহ্য করতে পারে। ইন্টার - টাইডাল অংশে, অর্থাৎ জোয়ার ভাঁটা খেলে যাওয়া অন্তর্বর্তী স্থানে এদের আধিক্য। উপকূলীয় অঞ্চলের মোহনায়, ম্যানগ্রোভ জঙ্গলের নদী, খালের চরের আশেপাশে এই গাছ চোখে পড়ে। খাল, খাঁড়ির গা ঘেঁষে হয়ে থাকা ধুন্দুলের শ্বাসমূল নীচের দিকে চওড়া, ওপরের অংশে সরু হয়ে এসে ছুঁচলো হয়।

রেঞ্জ - ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে পশ্চিম ইন্ডো - পেসিফিক অঞ্চল জুড়ে তার বিস্তার। অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, পেসিফিক দ্বীপপুঞ্জে ধুন্ধুল দেখতে পাওয়া যায়।দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়শিয়া,থাইল্যান্ড, ইন্দোনেশিয়া,ফিলিপিন্স,উত্তর অস্ট্রেলিয়া,পাপুয়া নিউ গিনি হয়ে আফ্রিকার কেনিয়া,মোজাম্বিক, তানজানিয়া ধুন্দুলের উল্লেখযোগ্য পপুলেশন ধারণ করে।

বিবরণ - মাঝারি উচ্চতার এই গাছ গড়ে দশ মিটার লম্বা অবধি দেখা যায়, সুন্দরবনের অনেক অংশেই যদিও গড় উচ্চতা কম। ঘন সবুজ , সারিবদ্ধ ধুন্ধুল গাছের ফুলের মঞ্জরী চোখে পড়ে না বেশি, তবে এদের পাতার ঘন আবরণে, ডালপালার ঘন বুনোটে ধুন্ধুল ফল দেখে সহজেই এই গাছ চেনা যায়।ধুন্ধুল ফুলের গন্ধ মৃদু, সাদাটে।বসন্ত - গ্রীষ্মকালে এর ফুল ফোটে।

ফুল, ফল ও পাতা - মাঝারি মাপের এই গাছটি উচ্চতায় সুন্দরবনে ছয়- আট মিটার লম্বা হয়। অনেক জঙ্গুলের কাছে জানা যায়, ধুন্ধুলের পাতা হরিণের পছন্দের খাবার।এই গাছের বাকল মসৃণ ও রঙে ঈষৎ হলদে বাদামি। ধুন্দুলের স্টিলট ও বাট্রেস, দুইরকম শেকড় দেখা যায। গাছের গোড়ার মূলগুলি সরু, লম্বা ফালির মতো উঁচু হয়ে উঠে। ধুন্দুলের গুঁড়ির কান্ড শাখাবিহীন হয়। ধুন্দুলের বীজের ভ্রণকাণ্ড মাটি ভেদ করে ওপরে এলেও বীজপত্র মাটির ভেতরে থেকে যায়। এই গাছটি মৃদগত অঙ্কুরোদগমের এক উদাহরণ হিসেবে ধরা যায়।

শক্ত খোলশের গোলাকৃতির ধুন্ধুল ফল রঙে বাদামী হয়। বসন্তে ফুল আসে ধুন্ধুলে, তার কিছু পরেই ফল হয়।
পাকা বাদামী ফল অনেকটা বেলের মতো দেখতে, ওজনে প্রায় ২- ৩ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতি ফলে ৮ থেকে ১০টি কোণাকৃতির বীজ থাকে। এই বীজগুলির গড়ন irregular আকারে, ফলে তা থেকেই ধাঁধা বা puzzle এর নামকরণের যোগ। puzzlenut tree নামটির পেছনে কারণ বীজের বিন্যাস। গ্রীষ্মের শেষ , বর্ষার শুরুতে এই ফল দেখা যায়।

ধুন্ধুল গাছের পাতার ওপরের অংশ ঘন সবুজ ও নীচের অংশ হালকা সবুজ। পাতাগুলো যৌগিক এবং দুই থেকে ছয়টি পত্রকে বিভক্ত। পত্রকগুলো দৈর্ঘ্যে প্রায় ১২ সেন্টিমিটার অবধি ও প্রস্থে ৬ সেন্টিমিটার অবধি দেখা যায়। পাতার শীর্ষভাগ গোলাকৃতির হয়ে থাকে।

ধুন্দুলের ব্যবহার - হালকা লাল রঙের কাঠ ধুন্ধুলের।নৌকা বানানোর কাজে মাঝিরা ধুন্ধুল কাঠ , বা তার নিকট আত্মীয় পশুর কাঠ ব্যবহার করে থাকেন। এছাড়া আসবাবপত্রের কাঠ হিসেবেও ধুন্ধুল কাঠ অত্যন্ত জনপ্রিয়। ধুন্দুলের কাঠ তাই সুন্দরবনের অন্যতম মূল্যবান কাঠ। যন্ত্রপাতির হাতলে, দৈনন্দিন কাজের সামগ্রীতেও এই কাঠের প্রচলন আছে। প্রসাধন ইন্ডাস্ট্রিতেও ধুন্দুলের ব্যবহার আছে।জ্বালানি প্রয়োজনে, চারকোল উৎপাদনেও এই গাছ ব্যবহার করা হয়।

ধুদুলের ঔষধি গুণ - এর ফল।ও বীজ বিভিন্ন প্রথাগত চিকিৎসায় ব্যবহার হয়। জ্বর, থ্রাশ, কলেরা, ডিসেন্ট্রি, পেটের সমস্যা নিরাময়ে ধুন্দুলের ব্যবহার দেখা যায়। এই গাছের গায়ের বাকল ট্যানিন- সমৃদ্ধ হয় ও দড়ি বানানো, কাপড়ের ডাই তে ব্যবহার হয়। বীজ থেকে প্রাপ্ত তেল মাথার তেল হিসেবে ব্যবহার হয় ও প্রসাধনী ইন্ডাস্ট্রিতেও তার চল আছে।

সুন্দরবন ও ধুন্দুল - সুন্দরবনের বিভিন্ন অংশে এই প্রজাতি দেখতে পাওয়া যায়, জঙ্গলে ঘোরার সূত্রে সুন্দরবনের প্রত্যেকটি অংশেই তাদের সন্ধান পেয়েছি।ফুল সহজে চোখে পড়ে না, তবে এর ফল এই গাছের বিশেষ বৈশিষ্ট্য - খুব সহজেই তা দূর থেকে দেখা যায়। কাঠ কাটার বৈধতা অবধি এই গাছের কাঠ অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য করা হতো।
বাংলাদেশ সুন্দরবনের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বেশ কিছু জায়গায় এই গাছ আগের থেকে কম চোখে পড়ে।সম্ভবত ২০১২ - ১৭ সময়কালে এই প্রজাতির একটি রিজেনারেশন প্রকল্প চালু করা হয় তাদের সংখ্যাবৃদ্ধির প্রয়োজনে।


ইকোসিস্টেমে ধুন্দুলের গুরুত্ব - বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও অন্য ক্ষুদ্র প্রাণের খাদ্য, বাসস্থান যোগায় এই ম্যানগ্রোভ প্রজাতি। ধুন্দুলের রুট সিস্টেম ভূমিক্ষয় রোধ করে ও উপকূলের স্বাস্থ্য বা শোরলাইনের স্বাস্থ্যের জন্য জরুরি। এই গাছের শেকড় সেডিমেন্ট আটকায় ও দূষণকারী পলিউট্যান্ট ফিল্টার করে, ফলে জলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

সংরক্ষণ স্টেটাস - IUCN তালিকায় ' least concern ' অন্তর্ভুক্ত এই প্রজাতি। একটা সময়ে কাঠের জন্য তার চাহিদা প্রবল ছিলো, ফলে নির্বিচারে এই গাছ কাটা হয়েছে। উপকুল অঞ্চলে বাস্তুতন্ত্রের ওপর মানুষের চাপ, উন্নয়নের চাপ, মাছ ও অন্য জলজ প্রজাতি আহরণ ও চাষের চাপ, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণগুলির জন্য পৃথিবীর ম্যানগ্রোভ হ্যাবিট্যাট যে সমস্ত কারণে সঙ্কটে, ঠিক সেই সকল কারণের জন্য এই প্রজাতিও আক্রান্ত।

🐾
29/12/2022

🐾

29/12/2022
27/12/2022

Enjoy your New Year at Sundarbans 2 night 3 days - December 30-31-1 January booking available very limited seats available

:::::::::::: VISIT OFFBEAT SUNDARBAN :::::::::::::   ১ম দিন:- সোনাখালি থেকে আমরা লঞ্চে উঠবো এক এক করে দেখে নেব বহু প্রাচ...
15/11/2022

:::::::::::: VISIT OFFBEAT SUNDARBAN :::::::::::::



১ম দিন:- সোনাখালি থেকে আমরা লঞ্চে উঠবো এক এক করে দেখে নেব বহু প্রাচীন হ্যামিল্টন বাংলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বেকন বাংলো এরপর নদীর কলতানে সুরের মূর্ছনায় মোহিত হয়ে দেখে নেব পাখির জঙ্গলের কলরব সহ অসাধারণ সূর্যাস্ত রাত্রি যাপন করব পাখিরালয় হোটেল বা কটেজে

২য় দিন:- আমরা দেখবো ও অনুভব করব গায়ে কাটা দেওয়া ভয়ংকর খাড়ির অ্যাডভেঞ্চার, সড়ক খালি ওয়ান, সরকখালি টু, দেউলভরানীর গভীর খালি বেষ্টিত জঙ্গল (যেখানে আছে সবুজে সমারোহ এবং বন্য জীবন দেখার বেশি সুযোগ) দেখে ফিরে আসবো পাখিরালয় রাত্রি যাপন করবো হোটেলে।

৩য় দিন :- সকাল সকাল ঘুম থেকে উঠে লঞ্চে রওনা হব সজনে খালি, সুধন্যখালি, বনবিবি ভারানি, খনাখালি, আঁধারমারি জঙ্গল, বড়গাজী খালি চোরাগাজি খালি, ত্রি দোয়ানি, দো বাকি, সাগরের মোহনার দিকে তারপর ঝড়খালি দেখে মাতলা নদীর উপর থেকে ফিরে আসবো সোনাখালি, একরাশ মিষ্টি মধুর স্মৃতি নিয়ে ফিরবো বাড়ি অভিমুখে।

-------------------------------------



১ম দিন:- সোনাখালি থেকে আমরা লঞ্চে উঠবো এক এক করে দেখে নেব বহু প্রাচীন হ্যামিল্টন বাংলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বেকন বাংলো এরপর নদীর কলতানে সুরের মূর্ছনায় মোহিত হয়ে দেখে নেব পাখির জঙ্গলের কলরব সহ অসাধারণ সূর্যাস্ত রাত্রি যাপন করব পাখিরালয় হোটেল বা কটেজে

২য় দিন:- আমরা দেখবো কুমিরমারী, সাতজেলিয়া, মরিচ ঝাঁপি, বাগনা ফরেস্ট (সাইট সিন), বুড়ির ডাবরি, ঝিঙেখালি দেখে ফিরে আসবো পাখিরালয় রাত্রি যাপন করবো হোটেলে।

৩য় দিন :- সকাল সকাল ঘুম থেকে উঠে লঞ্চে রওনা হব সজনে খালি, সুধন্যখালি, বনবিবি ভারানি, খনাখালি, আঁধারমারি জঙ্গল, বড়গাজী খালি চোরাগাজি খালি, ত্রি দোয়ানি, দো বাকি, সাগরের মোহনার দিকে তারপর ঝড়খালি দেখে মাতলা নদীর উপর থেকে ফিরে আসবো সোনাখালি, একরাশ মিষ্টি মধুর স্মৃতি নিয়ে ফিরবো বাড়ি অভিমুখে।

**********************************************************

Tour Package

ক্যানিং টু ক্যানিং জনপ্রতি খরচ:-

4500/-(3 or 4 bed sharing)
5000/-(2 bed sharing)

Tour Dates December:- 02 03 04 / 09 10 11

Note - This customised can only be conducted for a guest of minimum 40+ guests

For Booking and Queries contact or WhatsApp at -
📞 +91-9062130369
📞 +91-8017779511

Thanking You
( Debayan Ghosh )
Ghare Baire Tourism

🐯সুন্দরবন ভ্রমণ with Ghare Baire Tourisms🐯🌳🐅🌳🐅🌳🐅🌳 Winter Special Vacation 🌳🐅🌳🐅🌳🐅🌳Tour Dates:- October: 21 22 23/ 28-29-3...
13/10/2022

🐯সুন্দরবন ভ্রমণ with Ghare Baire Tourisms🐯

🌳🐅🌳🐅🌳🐅🌳
Winter Special Vacation
🌳🐅🌳🐅🌳🐅🌳

Tour Dates:-
October: 21 22 23/ 28-29-30
November: 04-05-06/06-07-08/11-12-13/18-19-20/25-26-27 and after that December, January and February our winter Sundarbans Tour

🌳🐅🌳🐅🌳🐅🌳

🌟Canning to Canning

🌟Night stay at Hotel (Family wise Room)

🌟3 days 2nights package

🎀🎀Special Attraction- Jhumur Dance, Baul and Ofcource Nature

* 📌📌We also conduct separate tour on any dates for a group of 20 or more persons

Fast day you and your partner arrived "SEALDAH " Station. Board canning local 07.42am and reached canning station at 09.00am.
Our auto are ready beside station and will pick up you and go to Sonakhali jethi ghat for our boat/launch.....................🛳️

Day 1-- Canning / sonakhali, gosaba ( Hamilton banglo, bekon banglo), pakhir jangal, pakhiralay (night stay ).

Day 2-- Sajnekhali ( W.T ), Sudhanyakhali ( W.T ), Pirkhali, Nobaki, Gazikhali, Choragajikhali, Deul Bharani, Banbibi Bharani
Dobanki (W.T & Cannopy Walk), and back to Pakhiralay ( night stay ).

Day 3-- Panchamukhi, Ganga sagorer mohona, Jharkhali, Herovange, Back to sonakhali . and then our auto will drop you to Canning station.

End of 3rd day tour.

Menu

Day 1🍽️

Breakfast - Puri sabji, Sweet then tea
Snacks - Fish fry and tea
Lunch - Rice, Dal, Bhaja/Beguni, Sobji, Bhetki fish curry, Prawn, chatni and papor
After lunch - Fruit
Tea
Evening Snacks - Veg pakora, tea/coffee
Dinner - Fried Rice, Mutton curry and salad

Day 2🍽️

Morning - tea and biscuit
Breakfast - Nun Puri, Chana Masala and Sweet
Snacks - Fish Fry and after breakfast tea/coffee
Lunch - Rice, dal, Bhaja, Sobji, Fish curry, Crab Kosha, chatni and papor
After Lunch - fruit
Tea
Evening Snacks - Egg Chowmein and coffee
Dinner - Mixed Fried rice, Chilli chicken, salad

Day 3🍽️

Morning - Tea biscuit
Breakfast - Radhaballavi, Colardal, Sweet, tea/ coffee
Snacks - Fish Fry with tea
Lunch - Rice, dal, Bhaja, Sobji, fish curry, chatni and papor
4 pm - tea biscuit
🐾🐊🐟🦀🌳🐢🦅🦐🐠🐓🐐🐅🐯🐅🐅🐅

END OF 3RD DAY TOUR

Package :- 02 nights 03 days package of Sundarbans with sightseeing.
Meal Plan :- All Meal
🏡 Night stay at Hotel

Tour costing -
4 bed sharing (For Four Person)
Per head:- 3700/-
3 bed sharing (For Three Person)
Per head:- 3900/-
Double bed Sharing (For Two Person or Couple)
Per head:- 4300/

Package Exclude:-
Tiger rescue center personal ticket , Any Type of Special Menu.
Terms:-
1:-50% Pay in Advance, rest money pay before the Journey.
2:-Child below 04-07 Years 50% Charges & Below 4 years free
3:-Please Carry First Aid Medicine , Torch Light ,Umbrella ,
ID Proof.
4:- Sundarbans is No Plastic Zone .Do Not Carry Plastic.
5:- Time may be change Eve & Tide.
6:- Video Camera Permission Charges Rs.100/- Per Day.
Notice - As per government policy, please carry any photo identity proof of the guess…

For Booking and Queries contact or WhatsApp at -
📞 +91-9062130369
📞 +91-8017779511
Thanking You
( Debayan Ghosh )
Ghare Baire Tourism

Ilish Utsav 2022 II ইলিশ উৎসব ২০২২প্রতি বছরের মত এবারও জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে আবার আমরা আয়োজন করেছি সুন্দরবন ইলি...
15/06/2022

Ilish Utsav 2022 II ইলিশ উৎসব ২০২২

প্রতি বছরের মত এবারও জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে আবার আমরা আয়োজন করেছি সুন্দরবন ইলিশ উৎসব ২০২২। লঞ্চে বসে ইলিশের বিভিন্ন পদের স্বাদ গ্রহণ করতে করতে মনোরম সুন্দর প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করুন । ক্যানিং থেকে ক্যানিং 2রাত্রি 3দিনের (শুক্রবার থেকে রবিবার) এই ভ্রমণে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যার টিফিন, চা, লঞ্চে ঘোরা, পরিবার অনুযায়ী হোটেলে ঘর, জঙ্গলে ঢোকার অনুমতি, প্রতিদিন মিনারেল ওয়াটার, একদিন ডাবের জল। এছাড়াও থাকছে ঝুমুর নাচ ও বাউল গান।
মাথাপিছু খরচ মাত্র 3999 টাকা ।

Package :- 02 nights 03 days package of Sundarbans Safari with sightseeing.

Meal Plan :- All Meal

🏡 Night stay at hotel
Rate - Rs 3999/- (per head). (Triple Sharing Room)
For Couple the charges is Rs - 4499/- Per Head
For AC Hotel Room - Rs.1000/- Extra Per Person.
Night Stay at Launch
Rs 3099/- (Per Head) (Night Stay at Launch)
Note - Mattress & pillow at Launch. (No luxurious facilities are available at our launch for Night Stay.)
Note - Hotel Stay is Minimum Double Sharing Basis.
No Geyser is available in Hotel
Pickup and Drop: - Canning to Canning.

👉 Tour Itinerary:-
---- Day 1 :-
We greet & meet to Canning transfer Sonakhali (by Auto) visit Gosaba (Hamilton Bunglo ),
Durga Duani River, Pakhir Jungle, evening free at Pakhiralay
Night stay at Cottage/Resort.
------ Day 02:-
Sajnnekhali(W.T), Sudhanyakhali(W.T), side seen- Sunderkhali side, Banabibi Bharani, Deul Bharani, Peerkhali, Sunderkhali, No-Banki, Gajikhali, Do-Banki(W.T), Panchamukhani, Sun set,
Over Night stay at Cottage /Resort
---- Day-3 --
PonchoMukhani, BangoboSagar, Jhorkhali, Local sight scene and back to Sonakhali drop Canning

👉Meal Itinerary:-

Day 1
Breakfast: Luchi, Alur Dam, Sweet, Tea or Coffee.
After Breakfast: Fish Fry / Veg Pakora, Tea or Coffee
Lunch: Rice, Muri Ghanto, Beguni, Sabji(llish pui), llish Vapa, Sorsay Ilish, Chatni, Papad.
After Lunch: Fruit, Tea or Coffee.
Evening: Veg. Pakora, Tea or Coffee.
Dinner: Fried Rice, Mutton, Salad.

Day 2
Breakfast: Nun puri, Chana Masala, Sweet, Tea or Coffee.
After Breakfast: Fish Fry / Veg Pakora, Tea or Coffee.
Lunch: Rice, Veg. Dal, Alu Bhaja, llish Kochu Saag, Doi Ilish, llish Tok, Chatni, Papad.
After Lunch Fruit, Tea or Coffee.
Evening: Chicken Pakora, Tea or Coffee.
Dinner: Mixed Fried Rice, Chili Chicken, Salad. / Gobindobhog chal’er Khichuri, Begun Bhaja, Ilish Maach Bhaja, Dim’er Omelette and Papor (Only If the weather is suitable for Khichuri)

Day 3
Breakfast: Radha Ballavi, Cholar Dal, Sweet, Tea or Coffee.
After Breakfast: Fish Fry/Veg. Pakora, Tea or Coffee.
Lunch: IIlish Biriyani, llish Fry, Chatni, Papad.
After Lunch: Fruit, Tea or Coffee.

🛳 Package Includes:
Pick up & Drop from Canning To Ferrighat by Auto.
All Meals like Bed tea, Breakfast, lunch, tiffin, dinner as per package schedule.
Jungle Permission.
Entry Fee.
Boat Safari.
Tour Manager.
Govt. Tourist Guide.
Local Folk Cultural Program.
Mattress & pillow at Launch. (Please note: No luxurious facilities are available at our launch for Night Stay. This is only for adventure lovers.)
Accommodation in Family/Triple Searing with Non AC Semi-Deluxe Accommodation.
Exclusive transportation & boat for tour and transfer.
Room Triple sharing accommodation with Non AC Semi Deluxe Room.
🍲🍨 Meal plan – APAI (Breakfast + lunch + Dinner + Morning and Evening Tea+ Evening snacks)
Transport: Boat/Launch.🛳🚢

🛳 Package Exclude
Optional Tour, Personal Exp.
Video camera permission, Any Type of Special Menu.
------- Terms:-
1:- 50% Pay in Advance via net banking or account transfer, rest money pay before the Journey.
2:- 50% charges for children from age 04-08 Years.
3:- Please Carry First Aid Medicine,Torch Light,Umbrella,ID Proof.
4:- Sunderbans is No Plastic Zone. Do Not Carry Plastic.
5:- Time may be change Eve & Tide.

👉Note:-
As per government policy, please carry any ID PROF.

For Booking and Queries contact or Whatsapp at -
📞 +91-9062130369
📞 +91-8017779511
( Debayan Ghosh )

ভ্রমণ সাথে ইলিশ মাছের লোভনীয় পদ প্রতি বছরের মতো এই বছরেও ইলিশ উৎসব ২০২২ - book your tickets now
10/06/2022

ভ্রমণ সাথে ইলিশ মাছের লোভনীয় পদ প্রতি বছরের মতো এই বছরেও ইলিশ উৎসব ২০২২ - book your tickets now

সুন্দরবন ইলিশ উৎসব ২০২২
03/06/2022

সুন্দরবন ইলিশ উৎসব ২০২২

Ilish Utsav 2022 II ইলিশ উৎসব ২০২২প্রতি বছরের মত এবারও আগষ্ট ও সেপ্টেম্বর মাসে আবার আমরা আয়োজন করেছি সুন্দরবন ইলিশ উৎসব ...
01/06/2022

Ilish Utsav 2022 II ইলিশ উৎসব ২০২২

প্রতি বছরের মত এবারও আগষ্ট ও সেপ্টেম্বর মাসে আবার আমরা আয়োজন করেছি সুন্দরবন ইলিশ উৎসব ২০২২। লঞ্চে বসে ইলিশের বিভিন্ন পদের স্বাদ গ্রহণ করতে করতে মনোরম সুন্দর প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করুন । শিয়ালদহ থেকে শিয়ালদহ 2রাত্রি 3দিনের (শুক্রবার থেকে রবিবার) এই ভ্রমণে থাকবে ট্রেনের টিকিট, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যার টিফিন, চা, লঞ্চে ঘোরা, পরিবার অনুযায়ী হোটেলে ঘর, জঙ্গলে ঢোকার অনুমতি, প্রতিদিন মিনারেল ওয়াটার, একদিন ডাবের জল। এছাড়াও থাকছে ঝুমুর নাচ ও বাউল গান।

মাথাপিছু খরচ মাত্র 3999 টাকা ।

Package :- 02 nights 03 days package of Sundarbans Safari with sightseeing.

Meal Plan :- All Meal

🏡 Night stay at hotel
Rate - Rs 3999/- (per head). (Triple Sharing Room)
For Couple the charges is Rs - 4499/- Per Head
For AC Hotel Room - Rs.1000/- Extra Per Person.

Night Stay at Launch
Rs 3099/- (Per Head) (Night Stay at Launch)
Note - Mattress & pillow at Launch. (No luxurious facilities are available at our launch for Night Stay.)

Note - Hotel Stay is Minimum Double Sharing Basis.
No Geyser is available in Hotel
Pickup and Drop: - Canning to Canning.

👉 Tour Itinerary:-

---- Day 1 :-

We greet & meet to Canning transfer Sonakhali (by Auto) visit Gosaba (Hamilton Bunglo ),
Durga Duani River, Pakhir Jungle, evening free at Pakhiralay
Night stay at Cottage/Resort.

------ Day 02:-
Sajnnekhali(W.T), Sudhanyakhali(W.T), side seen- Sunderkhali side, Banabibi Bharani, Deul Bharani, Peerkhali, Sunderkhali, No-Banki, Gajikhali, Do-Banki(W.T), Panchamukhani, Sun set,
Over Night stay at Cottage /Resort
---- Day-3 --

PonchoMukhani, BangoboSagar, Jhorkhali, Local sight scene and back to Sonakhali drop Canning

🛳 Package Includes:

Pick up & Drop from Canning To Ferrighat by Auto.
All Meals like Bed tea, Breakfast, lunch, tiffin, dinner as per package schedule.
Jungle Permission.
Entry Fee.
Boat Safari.
Tour Manager.
Govt. Tourist Guide.
Local Folk Cultural Program.
Mattress & pillow at Launch. (Please note: No luxurious facilities are available at our launch for Night Stay. This is only for adventure lovers.)
Accommodation in Family/Triple Searing with Non AC Semi-Deluxe Accommodation.
Exclusive transportation & boat for tour and transfer.
Room Triple sharing accommodation with Non AC Semi Deluxe Room.

🍲🍨 Meal plan – APAI (Breakfast + lunch + Dinner + Morning and Evening Tea+ Evening snacks)
Transport: Boat/Launch.🛳🚢

🛳 Package Exclude

Optional Tour, Personal Exp.
Video camera permission, Any Type of Special Menu.

------- Terms:-

1:- 50% Pay in Advance via net banking or account transfer, rest money pay before the Journey.
2:- 50% charges for children from age 04-08 Years.
3:- Please Carry First Aid Medicine,Torch Light,Umbrella,ID Proof.
4:- Sunderbans is No Plastic Zone. Do Not Carry Plastic.
5:- Time may be change Eve & Tide.

👉Note:-
As per government policy, please carry any ID PROF.

For Booking and Queries contact or Whatsapp at -

📞 +91-9062130369
📞 +91-8017779511

( Debayan Ghosh )

Nature with Dragon Fly at Beautiful mangrove at Sundarbans
22/05/2022

Nature with Dragon Fly at Beautiful mangrove at Sundarbans

15/04/2022

শুভঃ নববর্ষের প্রীতি শুভেচ্ছা

আন্তরিক অভিনন্দন
১৪২৯

27/03/2022

BOISAKHI SUNDARBANS 2022

First Ever BOISAKH Festival at Sundarbans

সবক্ষেত্রেই একটি মৌলিক লক্ষ্য করা যায়। আর তা হল নবজন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষিনির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল হতেই বাংলা নববর্ষের ধারণা তৈরি হয়। এ উৎসব একা হিন্দু বা মুসলমানের নয়, এ উৎসব বাংলা ভাষাভাষী এবং সমগ্র পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ আজ বাঙালি জাতীয় চৈতন্যের ধারক। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবহমান বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। পুরাতন সব জীর্ণতাকে দূর করে নতুন বর্ষের মধ্য দিয়ে শুরু হয় নতুন জীবন।

আর এ হেন এই উৎসবকে মান্যতা দিতে Ghare Baire Tourism এর নিবেদন বৈশাখী সুন্দরবন।

সকল ভ্রমণ পিপাশু মানুষজন ও ট্রাভেল এজেন্ট বন্ধুদের কাছে বিনীত আবেদন আপনারা পহেলা বৈশাখ উদযাপন করতে আসুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে।

আমাদের ট্যুর শুরু হবে বৈশাখী অভ্যর্থনার মধ্য দিয়ে, থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান গান ও নাচের জমজমাট অনুষ্ঠান, থাকছে বাঙালির জিভে জল আনা পিঠের আয়োজন।

দুই রাত্রী তিনদিনের সুন্দরবন প্রোগ্রাম

Stay Tuned for more Information and Updates

For booking contact - 9062130369

Sundarbans a abar dekha porlo Royal Bengal Tiger 🐅Courtesy - Bhuto Da
14/03/2022

Sundarbans a abar dekha porlo Royal Bengal Tiger 🐅

Courtesy - Bhuto Da

Visit Sundarbans with us to see the lush greeneries and the mysterious atmosphere of Sunderban only with Ghare Baire Tou...
12/02/2022

Visit Sundarbans with us to see the lush greeneries and the mysterious atmosphere of Sunderban only with Ghare Baire Tourism 🌳🌴🐯🐊🦌🌊🛥️🚤

👉🏻 Duration of Program- 2 Nights,3 days.

👉🏻 Total Cost- I.N.R 3999/-(3/4 bed sharing) per head for Canning to Canning
and
Rs 4499 per head (Double Sharing)

Date of Journey -
February - 18-20/25 - 27
Mar - 4-6/11-13
Holi Special Program Start from 17 -19/18 - 20/19 - 21

Visit Sunderban with us and experience a different ambience of Bengal's most popular festival. 🎊🎉
Sunderban, the home of Mangrove Trees and the world-famous Royal Bengal Tiger is immensely beautiful and mystic where you can rejuvenate yourself by inhaling some pure air and enjoying the serene atmosphere of the villages.

✅ *1st Day:
We will start a launch Trip from Sonakhali and will see many ancient Hamilton Bungalows and the most popular Beacon Bungalow which carries the fondest memories of our Kobi Guru Rabindranath Tagore. Moving forward we will see the mesmerizing Sunset of Sunderban amidst the lush green bird forest. We will night stay at Pakhiralay Hotel or Cottage and will experience a different atmosphere of a serene village away from the hustle-bustle of city life.

✅ *2nd Day:
Enjoying a magical sunrise we will reach our destination Sajnekhali, Sudhannya khali,Banabibi Bharani, Pirkhali, Gajikhali,Nabanki,Dobanki and meandering through the river we will reach Pakhiralay Hotel, where we will stay for the night.

✅ *3rd Day:
We will visit Sagorer Mohona,Bidya River then we will visit Jharkhali from there straight to Sonakhali Launch Ghat carrying with us the sweetest memories of Sunderban.

Dig on some lip-smacking and delicious dishes of Bhetki, Prawn, Crab along with Chicken, Mutton and many others. 🍤🥘🫕

*************************************

সুন্দরবন প্যাকেজ ট্যুর প্রোগ্রাম ২ রাত্রি ৩ দিন ক্যানিং থেকে ক্যাংনিং

Date of Journey -
February - 18-20/25 - 27
Mar - 4-6/11-13
Holi Special Program Start from 17 -19/18 - 20/19 - 21

জনপ্রতি @3999/- (রাত্রি বাস হোটেল) (Triple Sharing)
জনপ্রতি @4499/- (রাত্রি বাস হোটেল) (Couple)
জনপ্রতি @ 2999-( রাত্রি বাস বোট বা লঞ্চ)

🐅🦌🐅🦌🐅🦌🐅🦌🐅🦌🐅🦌🐅🦌🐅
🌳🌳🌳🌳🌳🌳🌳 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি ক্যানিংয়ে আসার পর সকাল ৯ টাই আমরা আপনাদেরকে পিকআপ করে সঙ্গে নিয়ে যাবো সোনাখালি জেটিঘাটে। সেখানে আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে, বোটে উঠে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং লঞ্চ ছেড়ে দেয়া হবে
🚢 প্রথম দিনের ভ্রমণ:-
সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় (রাত্রি বাস)

দ্বিতীয় দিন:-

সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার, সেখান থেকে পারমিশন করে সজনেখালি ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে ওঠা,এরপর সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পীর খালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি ওয়াচ টাওয়ার ঘুরে আবার পাখিরালায় (রাত্রি বাস)
তৃতীয় দিন :-
সকালে লঞ্চ ছেড়ে গঙ্গাসাগর মোহনা, পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০/টাকা টিকিট মাত্র) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে ব্যাক ।
তিন দিনের ভ্রমণের সমাপ্তি 👋👋

🍽️ মেনু 🍽️---------
প্রথম দিন :-
সকাল ৯টায় -
পুরি, সবজি ,মিষ্টি ,চা অথবা কফি। ১১টা- চিংড়ির পকোড়া ১টায়- ভাত, ডাল , ভাজা , সবজি , ভেটকি মাছকারি, রুইপোস্ট , চাটনি , পাপড়
৩টায়- ফল ‌ ‌‌ ৪টায়- চা ৬টায়- চিকেন পকোড়া ,কফি রাত্রে - ভাত, ডাল , ভাজা, সবজি, মটন , সালাড , চাটনি , পাপড়।

দ্বিতীয় দিন :-
ভোরে চা বিস্কুট ৯টা - রাধাবল্লভী, আলুর দম, মিষ্টি। ১১টা -ভেজ পকোড়া - চা ১টায়- ভাত , ডাল, ভাজা, সবজি, মাছের কারি, বাগদা চিংড়ি মালাইকারি চাটনি, পাপড় । ৩টায়- ফল ৪টায় -চা। ৬টায়-চাউমিন আর চা . রাত্রে -ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাপড় , ।
তৃতীয় দিন :-
ভোরে চা কফি বিস্কুট। ৯টায়- কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল ,মিষ্টি । ১১টা-আমোদি মাছ ভাজা - চা ১টায়- ভাত ,ডাল, ভাজা, সবজি, মাছের কারি, কাঁকরা কারি , চাটনি, পাপড়। ৩টায়- ডাব ৪টায়- চা

🌹 👇আমাদের প্যাকেজে কি কি থাকছে 👇🌹

১/ ক্যাংনিং থেকে ক্যাংনিং অটো ভাড়া
২/ পারমিশন
৩/ ফরেস্ট গাইড
৪/ লঞ্চ / বোট সাফারী
৫/ আদিবাসী নিত্য
৬/ বাউল গান
৭/ মিনারেল ওয়াটার
৮/ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার

💚গুরু বুকিংয়ে বিশেষ ছাড়ের ব্যাবস্থা আছে 💚

যোগাযোগ করুন.....

Tourist Review Video - https://youtu.be/hrT_fuwE3hM

Debayan Ghosh
Ghare Baire Tourism - ঘরে বাইরে ট্যুরিজম , Tel Jhal Mosla , Tel Jhal Mosla Videos

9062130369
8017779511
[email protected]

Address

Sundarbans, ‎South 24 Parganas
Canning
743145

Telephone

+919062130369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarbans Safari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Sundarbans Safari

Get travel guides and plan your trip to Sundarbans, West Bengal with places to visit, sightseeing, hotels. It is best tour for those who wish to enjoy a beautiful wildlife watching adventure on weekend.