Kurchi Tours & Food

Kurchi Tours & Food Your Destination Our Service
(5)

স্মৃতির পাতা থেকে এক টুকরো স্মৃতি , নানা জায়গায় যাওয়ার সুবাদে কিছু খাবারের দোকান আজো হৃদয় জুড়ে বাসা বেঁধে আছে , আজ ...
12/04/2024

স্মৃতির পাতা থেকে এক টুকরো স্মৃতি , নানা জায়গায় যাওয়ার সুবাদে কিছু খাবারের দোকান আজো হৃদয় জুড়ে বাসা বেঁধে আছে , আজ প্রথম পর্ব লিখলাম , আপনাদের ভালো লাগল ধারাবাহিক ভাবে লিখবো , অনুরোধ করলাম লেখাটা পড়ে কমেন্ট করার জন্য - আমার বন্ধু তালিকায় হাওড়ার বন্ধুদের আলাদা করে অনুরোধ জানালাম 🙏🙏🙏🙏

একটা সময় বেশ কিছু মাস হাওড়া তে কাটানোর জন্য অনেকবার কদমতলা তে হৃষি ময়রার এই দোকান থেকে শাল পাতায় করে দেওয়া এদের বিখ্যাত ডালপুরি আর খোসা সহ আলুর তরকারি স্বাদ আজো জিভে লেগে আছে , দীর্ঘদিন হাওড়া যাওয়া হয়নি , তাই জানিনা সেই স্বাদ এনারা এখনো ধরে রাখতে পেরেছেন কি না , এরপর যেদিন হাওড়া যাবো অবশ্যই একবার পুরোনো ভালোলাগার স্মৃতির কাছে অবশ্যই যাবো ,
পুরোনো কিছু যা চিরকালের ভালোলাগার ❤️❤️❤️

আজকের রান্না - ঝিঙে দিয়ে মুসুর ডাল , আলু সেদ্ধ ,আলু পটল দিয়ে  মুসুর ডালের বড়ার ঝাল , কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়...
28/03/2024

আজকের রান্না - ঝিঙে দিয়ে মুসুর ডাল , আলু সেদ্ধ ,আলু পটল দিয়ে মুসুর ডালের বড়ার ঝাল , কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রুই মাছের হলুদ ঝোল , পাঁচমিশালি সবজি আর বড়ি দিয়ে তেতুলের টক , সময় বা পরিস্থিতি কোনোটাই ঠিক নেই কিন্তু ঈশ্বরের অসীম কৃপায় এখনো বাজার রান্না টা করে সাইকেল চালিয়ে পৌঁছে দিতে পারছি এটাই অনেক , ভালোথাকা নাই বা হলো অসুস্থ মা কে যতটা সম্ভব যত্ন করে এখনো লড়াইটা বাঁচিয়ে রেখেছি , যারা ভুলে গেছে তারা ভালো থাকুক , যারা পাশ কাটিয়ে চলে গেছে তারা ভালো থাকুক , যারা নিরবে পিঠে হাত রেখেছে তারা ভালো থাকুক , ভালো থাকুক আমার অসুস্থ মা ভালো থাকুক আমার লড়াই 🙏🙏🙏🙏

চটপটা আলু "   ❤❤❤   বানিয়ে ফেলুন কথা দিচ্ছি নিজেই নিজেকে বলবেন আহা আহা .... পদ্ধতি - আলু খোসা ছাড়িয়ে নুন জলে সেদ্ধ করে ভ...
18/03/2024

চটপটা আলু " ❤❤❤
বানিয়ে ফেলুন কথা দিচ্ছি নিজেই নিজেকে বলবেন আহা আহা ....
পদ্ধতি - আলু খোসা ছাড়িয়ে নুন জলে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিন , খেয়াল রাখবেন আলু যেন বেশি সেদ্ধ না হয় , এর পরে আলুতে এক এক করে অল্প হলুদ , লঙ্কা , গোলমরিচ গুঁড়ো , পরিমান মতো নুন ও কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে কিছুক্ষন রেখে দিন , এর পরে নন স্টিক ফ্রাই প্যানে তেল দিন তেল গরম হলে আলু দিয়ে ভাজতে থাকুন ( কম থেকে মাঝারি আঁচে ) , সোনালী রং ধরা অব্দি ভাজতে থাকুন , ভাজা প্রায় শেষের দিকে এলে অন্য একটা নন স্টিক ফ্রাই প্যানে সাদা তেল দিন , তেল গরম হলে জিরে আর মিহি করে কুচোনো রসুন ফোড়ন দিন , ফোরণের গন্ধ উঠলে পাতলা করে কাটা সবুজ ক্যাপসিকাম দিন ও হালকা আঁচে ভাজতে থাকুন , এর পরে একই ভাবে কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন অল্প নুন ছড়িয়ে , এখানেও খেয়াল রাখবেন বেশি ভাজা হবেনা , ( কাঁচা গন্ধ চলে যায় আর নরম হয় এই ভাবে ভেজে নেবেন ) , এর পরে এক এক করে অল্প সেজোয়ান , চিলি টমেটো ও সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষন ভেজে নিয়ে অন্য নন স্টিক ফ্রাই প্যান থেকে সোনালী রং ধরা ভাজা আলু এই প্যানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষন ভালো করে নাড়াচড়া করে নামিয়ে নিন , নামানোর আগে অল্প পরিমান লেবুর রস আর রোস্টেড তিল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরী জিভে জল আনা চটপটা আলু , বানিয়ে দেখুন ভালো লাগবেই ( সেজোয়ান সস একটু খোঁজ করলেই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে বাকি সস দিয়েই করতে পারেন , ক্যাপসিকাম ও পেঁয়াজ অন্যভাবেও কাটতে পারেন আপনার পছন্দ মতো কিন্তু ভাজা এই রকম পদ্ধতিতেই হবে ) , ছবি অনেকদিন আগের বানানো , শুধু পদ্ধতি নতুন করে দিলাম ..জয় জগন্নাথ 🙏🙏🙏

হোম ডেলিভারির জন্য আজ যা রান্না করেছি - টমেটো দিয়ে মুসুর ডাল ,লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে ,  সর্ষে ভেন্ডি র ঝাল , আলু পটল...
18/03/2024

হোম ডেলিভারির জন্য আজ যা রান্না করেছি - টমেটো দিয়ে মুসুর ডাল ,লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে , সর্ষে ভেন্ডি র ঝাল , আলু পটল তরকারি , মৌরলা মাছের ঝাল , প্রয়োজন হলে যোগাযোগ করবেন - কুর্চি রান্না ঘর - গোয়ালটুলি ,
চুঁচুড়া - 086971 086971 53445 🙏🙏🙏🙏

গতকালের মতো হালকা নয় আমি আজকের এই চারা মাছের রান্নাটার নাম দিয়েছি হলুদ ঝোল কারণ আর কোনো মশলা দেওয়া হয়না , খেতে কিন্ত...
17/03/2024

গতকালের মতো হালকা নয় আমি আজকের এই চারা মাছের রান্নাটার নাম দিয়েছি হলুদ ঝোল কারণ আর কোনো মশলা দেওয়া হয়না , খেতে কিন্তু দারুন ,
কুর্চি র রান্নাঘর - 086971 086971 53445

গরমে আমার রান্না করা - সজনে ডাটা আলু দিয়ে একদম হালকা করে রুই চারা মাছের ঝোল সবাই খুব পছন্দ করে খায় আর আমারও ভালো লাগে ...
16/03/2024

গরমে আমার রান্না করা - সজনে ডাটা আলু দিয়ে একদম হালকা করে রুই চারা মাছের ঝোল সবাই খুব পছন্দ করে খায় আর আমারও ভালো লাগে ,
আশাকরি আপনাদের ও ভালো লাগে , প্রয়োজন হলে যোগাযোগ করবেন , কুর্চি র রান্নাঘর - 086971 086971 53445
🙏🙏🙏🙏🙏

সকাল সকাল আলু পিয়াঁজ টমেটো মাছ সাথে  এই বাজার গুলো করে ফেলেছি , এবার রান্না শুরু , তারপরে আরো একবার সাইকেল করে খাবার পৌ...
01/03/2024

সকাল সকাল আলু পিয়াঁজ টমেটো মাছ সাথে এই বাজার গুলো করে ফেলেছি , এবার রান্না শুরু , তারপরে আরো একবার সাইকেল করে খাবার পৌঁছানোর ছোটাছুটি , জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🙏🙏

গুটি গুটি পায়ে গরম আসতে চলেছে সেই সময় বা এই সময়ে ও একটু অন্যরকমের ঢ্যাঁড়স রান্নার পদ্ধতি দেখে নিয়ে চেষ্টা করতে পারেন...
15/02/2024

গুটি গুটি পায়ে গরম আসতে চলেছে সেই সময় বা এই সময়ে ও একটু অন্যরকমের ঢ্যাঁড়স রান্নার পদ্ধতি দেখে নিয়ে চেষ্টা করতে পারেন , আশাকরি ভাল লাগবে , আর ভালোলাগলে কমেন্ট বক্সে দেওয়া আমার পেজের লিংক এ ক্লিক করবেন না জেনেও একটু উৎসাহ দেবেন সম্ভব হলে 🙏🙏🙏🙏আর কুর্চি র রান্নাঘরের জন্য একটু প্রার্থনা করবেন ,
অন্যরকম ভিন্ডি মশলা - প্রথমে ভেন্ডি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন , ভালো করে জল ঝরে গেলে ছোট টুকরো করে ভেন্ডি কেটে নিন , কড়াইতে পরিমান মতো তেল দিন তারপরে তেল গরম হলে প্রথমে গোটা কালো সর্ষে তারপরে কারিপাতা ফোড়ন দিন , ফোরণের গন্ধ উঠলে ভেন্ডি দিয়ে ভাজতে থাকুন বেশ কিছুক্ষন ভাজার পর আঁচ কমিয়ে কড়াইতে একটা খুনতি বা হাতা ঢুকিয়ে তার ওপরে ঢাকা দিন এই রকম ভাবে ঢাকা দিলে ভেন্ডি বেশি নরম হবেনা অথচ খাওয়ার মতো নরম হবে , ভাজা প্রায় শেষ হয়ে গেলে নুন দেবেন তা না হলে ভেন্ডি গলে যাবে , এইবার ঝটপট একটা মশলা বানিয়ে নিন বা আগে থেকেও বানিয়ে রাখতে পারেন , মশলার জন্য লাগবে পরিমান মতো গোটা জিরে , শুকনো লঙ্কা ,শুকনো নারকোল , রসুন আর অল্প কারিপাতা , শুকনো কড়াইতে পাঁচ মিনিট মতো ভালোকরে মিশিয়ে নিয়ে তুলে নিন আর তারপরে মিক্সিতে ভালো করে পিষে নিলেই মশলা তৈরী , আরো কিছুঅল্প অল্প আঁচে ভেন্ডি ভেজে পরিমান মতো নুন আর মশলা দিন , আরো কিছুক্ষন ভেজে শেষে আবার একটু মশলা ছড়িয়ে নামিয়ে নিন , খেয়াল রাখবেন ভেন্ডি যেন সবুজ থাকে অথচ ভাজা হবে ....করে দেখুন ভালো লাগবে , ভালো লাগলে উৎসাহ দেবেন , এই ধরনের বিভিন্ন রান্নার পদ্ধতি জানতে কমেন্ট বক্স ও নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন ,সবাই ভালো থাকুন ..... জয় জগন্নাথ 🙏🙏🙏
👇👇👇👇👇👇
https://www.facebook.com/travelwithfoodwhereheartfeelcomfort?mibextid=ZbWKwL

রাতের খাবার পৌঁছে দিয়ে আসতে হবে - ভাত , আলু ভাজা , পোস্ত , পাঁচ মিশালী সবজি দিয়ে একদম হালকা করে মাছের ঝোল ❤️❤️❤️❤️ কুর...
05/02/2024

রাতের খাবার পৌঁছে দিয়ে আসতে হবে - ভাত , আলু ভাজা , পোস্ত , পাঁচ মিশালী সবজি দিয়ে একদম হালকা করে মাছের ঝোল ❤️❤️❤️❤️
কুর্চি র রান্না ঘর - 086971 53445 🙏🙏🙏🙏

লেমন চিকেন ❤️❤️❤️❤️একটা সময় যখন চিকেন খেতাম তখন চিকেনের এই রান্নাটা ভীষণ তৃপ্তি করে খেতাম , কুর্চির রান্নাঘরের পক্ষ থেক...
28/01/2024

লেমন চিকেন ❤️❤️❤️❤️
একটা সময় যখন চিকেন খেতাম তখন চিকেনের এই রান্নাটা ভীষণ তৃপ্তি করে খেতাম , কুর্চির রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রান্নার পদ্ধতি দিলাম - এই একটু অন্যরকম লেমন পেপার চিকেন পরখ করে দেখতে পারেন - আশাকরি ভালো লাগবে - রেসিপি দিলাম - উপকরণ ও পরিমান - চিকেন 500 গ্রাম , লেবুর রস 2 চামচ , গোল মরিচ গুড়ো 2 চামচ , আদা / রসুন বাটা 1চামচ , টক দই বড় 2 চামচ ( ভালো করে ফেটিযে নিতে হবে ) ,কাঁচা লঙ্কা 4/5 টা , রসুন / আদা কুচি 1চামচ ,তেজ পাতা - 1টা , গোটা গোলমরিচ 9/ 10 টা , এলাচ 2টো , দারচিনি 1টা ,চিনি / নুন , সাদা তেল বড়1 চামচ ও অল্প ধনে পাতা
প্রথমে চিকেন টা লেবুর রস , গোলমরিচ গুড়ো ,আদা / রসুন বাটা , দই ধনে পাতা আর নুন দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেখে দিতে হবে , কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ,তার পরে একে একে আদা ,রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে , এর পরে ম্যারিনেটেড চিকেন কড়াই তে দিয়ে ভালো করে কষতে হবে , তার পরে পরিমান মতো জল গোলমরিচ গুড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট অল্প আঁচে রান্না করতে হবে , 15মিনিট পর অল্প কর্ণ ফ্লাওয়ার জলে গুলে ঝোল টা ঘন করে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে হবে - ব্যাস তৈরি লেমন পেপার চিকেন , রুটি ,পরোটা দিয়ে বেশি ভালো লাগবে - পাশে থাকবেন , মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন 🙏🙏🙏🙏 💚💚💚💚

মাছ কাটায় পারদর্শিতা বাড়ছে , বেশ কিছুদিন পর আবার এই মাছটা বাজারে পেলাম , মাছের নাম আপনারাই বলুন , আমি খেয়ে তৃপ্তি লাভ...
26/01/2024

মাছ কাটায় পারদর্শিতা বাড়ছে , বেশ কিছুদিন পর আবার এই মাছটা বাজারে পেলাম , মাছের নাম আপনারাই বলুন , আমি খেয়ে তৃপ্তি লাভ করি , লড়াই চলুক নিজের মতো করে , জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🙏

সবুজ মেরুন রঙে সাজানো ঝটপট সর্ষে চিংড়ি , জয় মোহন বাগান     💚❤💚❤ - পদ্ধতি - পরিমান মতো চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছ...
22/01/2024

সবুজ মেরুন রঙে সাজানো ঝটপট সর্ষে চিংড়ি , জয় মোহন বাগান
💚❤💚❤ - পদ্ধতি - পরিমান মতো চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষন রাখুন তারপরে পরিমান মতো সর্ষে গুঁড়োতে অল্প নুন আর জল দিয়ে গাঢ় করে মিশ্রণ তৈরী করে অল্প কাঁচা সর্ষের তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষন রেখে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিন , একটু পরে ঢাকা খুলে 3/4 টি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন চিংড়ি প্রয়োজন হলে অল্প জল দিয়ে আবার কিছুক্ষন ঢাকা দিয়ে দিন , তারপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষন রেখে দিন , সব শেষে ঢাকা খুলে অতিরিক্ত জল শুকিয়ে এইরকম গা মাখা করে নামিয়ে নিলেই তৈরী ঝটপট সর্ষে চিংড়ি , চুঁচুড়াবাসী দের কাছে অনুরোধ আপনাদের প্রয়োজন অনুসারে খাবারের হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে পারেন ,
যোগাযোগ কুর্চি র রান্নাঘর - 086971 53445 🙏🙏🙏🙏

আগামীকাল  রবিবার , শীত শাখাপ্রশাখা মেলে জাঁকিয়ে বসেছে , তাই আগামীকাল খাসির মাংস একটু অন্যরকম ভাবে রান্না করে খেয়ে দেখত...
20/01/2024

আগামীকাল রবিবার , শীত শাখাপ্রশাখা মেলে জাঁকিয়ে বসেছে , তাই আগামীকাল খাসির মাংস একটু অন্যরকম ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন , হ্যাঁ পিঁয়াজ রসূন ছাড়া খাসীর মাংস রান্নার পদ্ধতি দেখে নিন আর বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভালো লাগবেই ,,,,,,,,,,, সাথে যদি কমেন্ট বক্সে দেওয়া লিংক এ ক্লিক করে আমার পেজ টি কে লাইক করেন ভালো লাগবে 🙏🙏🙏🙏

পরিমান মত মাংস এনে তাতে কাঁচা সর্ষে তেলের সাথে জিরে , ধনে গুড়োর মিশ্রণ , আদা বাটা , লঙ্কা বাটা , চপার এ ঘষে বা কুরিয়ে রাখা পেপে সমস্ত কিছু মাংসে ভালো করে মাখিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিন , আগে থেকে বড় টুকরো করে কেটে রাখা আলু , পেপে সামান্য নুন মাখিয়ে ভেজে তুলে রাখুন , পরে পরিমান মত সর্ষের তেল প্রেসার কুকার এ দিয়ে তেল গরম হবার পর সাদা জীরে , গোটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে সাথে তেজ পাতা , অল্প দারচিনি ফোড়ন দিন , ফোরণের গন্ধ উঠতেই মেখে রাখা মাংস তেলের মধ্যে ছেড়ে দিন কষতে থাকুন অল্প আঁচে সামান্য নুন দিয়ে , এর পরে প্রেসার কুকার বন্ধ না করে কিছুক্ষন ঢেকে রাখুন আঁচ কমিয়ে , এই ভাবে বেশ কিছুক্ষন কষার পর দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে , ভালমতন কষা হলে প্রেসার কুকারে আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু আর গোলমরিচ গুঁড়ো মাংসে দিয়ে শেষ বারের মতো বেশ কিছুক্ষন কষে নিন , এর পরে আন্দাজ মতো জল , নুন দিয়ে সিটি মেরে নিন , মাংস সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে অল্প কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে ঢাকা দিয়ে রাখুন , ব্যাস গরম ভাতের সাথে খেয়ে দেখুন অন্য দিনের তুলনায় একটু বেশি ভাত খাবেন বাজি রাখালাম , মাঝে মাঝে একটু অন্যধরণের রান্নার পোস্ট ও দেব , কেমন লাগলো জানাবেন , সবাই ভালো থাকবেন , পাশে থাকবেন , সুস্থ থাকবেন , সারা ভারতে হোটেল ও গাড়ি বুকিংয়ের সাথে নিত্য নতুন রান্নার পদ্ধতি জানার জন্য এই পেজ টি কে লাইক করুন , চুঁচুড়া গোয়াল টুলি সংলগ্ন বাসিন্দাদের কাছে অনুরোধ খাবারের হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন ,
যোগাযোগ - 086971 53445

কুর্চি র রান্না ঘর ❤❤❤🙏🙏🙏

গত দু দিন ধরে স্পন্ডেলাইটিস এর কষ্টকর যন্ত্রনার সাথে আজকের বিচ্ছিরি আবহাওয়ার মধ্যেও কখনো ব্যাংকে কখনো বা কারোর বাড়িতে ...
18/01/2024

গত দু দিন ধরে স্পন্ডেলাইটিস এর কষ্টকর যন্ত্রনার সাথে আজকের বিচ্ছিরি আবহাওয়ার মধ্যেও কখনো ব্যাংকে কখনো বা কারোর বাড়িতে সাইকেল চালিয়ে আধ ভেজা হয়ে পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রান্না নিয়ে - আজ রান্না হয়েছিল ভাত , ডাল , আলু ব্রোকলি ভাজা , আলু ফুলকপির তরকারি , মাছের কালিয়া চাটনি , এ ছাড়া ডিম কষা , চিকেন কষা , মটর পনীর , কাবলি চানা ও রুটি , একদিন না একদিন এই পরিশ্রমের মূল্য ঈশ্বর ঠিক দেবেন , যোগাযোগ - 086971 53445 🙏🙏🙏🙏

শীত চলে যাওয়ার আগে শীত কে ভালবেসে অর্ডার দিন কড়াইশুটির কচুরি সাথে আলুর দম , মন ভালো রাখুন , মন ভালো থাকলে আপনিও ভালো থ...
14/01/2024

শীত চলে যাওয়ার আগে শীত কে ভালবেসে অর্ডার দিন কড়াইশুটির কচুরি সাথে আলুর দম , মন ভালো রাখুন , মন ভালো থাকলে আপনিও ভালো থাকবেন ,
৫ পিস কড়াইশুটির কচুরি সাথে আলুর দম (৪/৫ পিস ) - ৬০ টাকা , ৫ প্লেটের অর্ডার পেলে আর আমার বাড়ির কাছাকাছি হলে পৌঁছে দেবো , অর্ডার আগের দিন বিকেলের মধ্যে দিতে হবে , শুধু মাত্র রবিবার ও ছুটির দিন দিতে পারবো , প্রয়োজন হলে যোগাযোগ করবেন - যোগাযোগ
কুর্চি র রান্নাঘর - 086971 086971 53445 🙏🙏🙏🙏

আজ দুপুরে অন্যান্য রান্নার সাথে এটাও রান্না করে কিছু মানুষকে দিয়েছি আর প্রশংসাও পেয়েছি, প্রশংসা পেলে কাজ করার উৎসাহ বে...
13/01/2024

আজ দুপুরে অন্যান্য রান্নার সাথে এটাও রান্না করে কিছু মানুষকে দিয়েছি আর প্রশংসাও পেয়েছি, প্রশংসা পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায় , অনেক স্বপ্ন ভিড় করে আসে মা কে ভালো রাখার , কুর্চি র রান্নাঘর কে আরো বড় করার , সম্ভব হলে সবাই প্রার্থনা করবেন আমার লড়াইয়ের জন্য , সবাই ভালো থাকবেন , মাছের নাম টা শেষে বলি না আপনারা বলবেন ?
🙏🙏🙏🙏

পৌঁছে দিয়ে এসেছি আবার নিজেও খেলাম , লড়াই করতে হলে খেতে হবে , লুচি আর ধনিয়া আলুর দম ❤️❤️❤️❤️
07/01/2024

পৌঁছে দিয়ে এসেছি আবার নিজেও খেলাম , লড়াই করতে হলে খেতে হবে , লুচি আর ধনিয়া আলুর দম ❤️❤️❤️❤️

লড়াই করার জিদ টা ক্রমাগত ভাবে শক্তিশালী হচ্ছে আর হবে কারণ জীবন শিখিয়ে দিয়েছে কর্ম আর প্রকৃত শিক্ষার চেয়ে সত্যিকারের ...
05/01/2024

লড়াই করার জিদ টা ক্রমাগত ভাবে শক্তিশালী হচ্ছে আর হবে কারণ জীবন শিখিয়ে দিয়েছে কর্ম আর প্রকৃত শিক্ষার চেয়ে সত্যিকারের বন্ধু বোধহয় কেউ হয়না , সাথে পরম করুণাময় ঈশ্বর কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কর্মের মাধ্যম বেচেঁ থাকার সুযোগ দেওয়ার জন্য , আজ দুপুরে 19 জনের খাবার নিয়ে পৌঁছে গিয়েছিলাম ভাই / বন্ধু Sandip Adhikari র বাড়িতে - খাবারে ছিল ভেজ পোলাও , কাতলা মাছের কালিয়া , চিংড়ি মাছের মালাইকারি , খেজুর টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি আর পাঁপড় , পরম করুণাময় ঈশ্বর কে আরো একবার কৃতজ্ঞতা জানাই আমাকে কর্মের মাধ্যমে বেচেঁ থাকার সুযোগ দেওয়ার জন্য , ধন্যবাদ জানাই সমস্ত বন্ধু ও শুভাকাঙ্খীদের যারা প্রতিনিয়ত বলে চলেন অমিতাভ তুই পারবি বা পারবে , ব্যাস জীবন চলুক , রাজা হতে চাইনা , মা কে নিয়ে সুখে দুঃখে জীবনটা কেটে যাক , যোগাযোগ - কুর্চি রান্না ঘর / 086971 53445
জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🙏🙏🙏🙏

আজ সন্ধ্যের অর্ডার আলু মরিচ ক্যাপসিকাম বাটার ফ্রাই , ভালোবেসে পরিশ্রম করছি , আরো পরিশ্রম করার শক্তি যেনো ঈশ্বর আশীর্বাদ ...
04/01/2024

আজ সন্ধ্যের অর্ডার আলু মরিচ ক্যাপসিকাম বাটার ফ্রাই , ভালোবেসে পরিশ্রম করছি , আরো পরিশ্রম করার শক্তি যেনো ঈশ্বর আশীর্বাদ হিসেবে দেন , এগিয়ে চলুক জীবন , রান্নার বিভিন্ন পদ্ধতি জানতে আমার এই পেজটিকে লাইক করুন
❤️❤️❤️❤️,

আজকের মত রান্না আর পৌঁছে দিয়ে আসা শেষ , পৌঁছে দিয়ে এলাম 8 জন কে মাটন পোলাও , মটর পনীর আর চিকেন কষা , আবার নতুন বছরে নত...
31/12/2023

আজকের মত রান্না আর পৌঁছে দিয়ে আসা শেষ , পৌঁছে দিয়ে এলাম 8 জন কে মাটন পোলাও , মটর পনীর আর চিকেন কষা , আবার নতুন বছরে নতুন করে শুরু করবো , কুর্চি র রান্না ঘর ভালো থাকুক , নতুন বছর আপনাদের সবার ভালোলাগায় ভালোবাসায় কাটুক এই প্রার্থনা করি , চুঁচুড়া বাসীদের কাছে একান্ত অনুরোধ প্রয়োজন হলে সুযোগ দেবেন , যোগাযোগ - 086971 53445
সবাই খুব ভালো থাকুন 🙏🙏🙏🙏

31/12/2023

ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট নাম যাই হোক বানিয়ে পৌঁছে দিয়ে এলাম 6 জন কে - এর পর দুপুরে মাটন পোলাও , চিকেন কষা আর মটর পনীর বানিয়ে পৌঁছে দিয়ে আসবো , জীবন এগিয়ে চলুক 🙏🙏🙏🙏

আজকের মত রান্না করা আর খাবার পৌঁছানো শেষ ,  আজ রান্না করেছি - ভাত , ডাল , আলু ব্রোকলি ভাজা , বেগুনের ঝাল , মটর পনীর , কা...
23/12/2023

আজকের মত রান্না করা আর খাবার পৌঁছানো শেষ ,
আজ রান্না করেছি - ভাত , ডাল , আলু ব্রোকলি ভাজা , বেগুনের ঝাল , মটর পনীর , কাতলা মাছের ঝাল , চাটনি , সবাই ভালো থাকবেন , আমার লড়াইয়ের জন্য প্রার্থনা করবেন , চুঁচুড়া বাসি দের কাছে অনুরোধ আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ,
যোগাযোগ - 086971 53445 🙏🙏🙏🙏

20/12/2023

ছোট্ট ছোট্ট পায়ে আপনাদের সবার ভালোবাসার ডানায় পাখা মেলে এগিয়ে চলেছে কুর্চি র রান্না ঘর , আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ,
যোগাযোগ - 086971 53445

আগামী রবিবার ও সোমবার অর্থাৎ 24 ও 25 ডিসেম্বর কুর্চি রান্নাঘরের পক্ষ থেকে চুঁচুড়া বাসীদের জন্য নিয়ে আসছি - ভেজ ফ্রাইড ...
19/12/2023

আগামী রবিবার ও সোমবার অর্থাৎ 24 ও 25 ডিসেম্বর কুর্চি রান্নাঘরের পক্ষ থেকে চুঁচুড়া বাসীদের জন্য নিয়ে আসছি - ভেজ ফ্রাইড রাইস সাথে চিলি পনীর বা চিলি চিকেন কম্বো অফার যথাক্রমে -150 টাকা ও 120 টাকা , কম পক্ষে 2 প্লেট অর্ডার দিলে বাড়ি পৌঁছে দিয়ে আসবো , অর্ডার আগের দিন রাত 10 টার মধ্যে দিতে হবে , আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন , পাশে থাকবেন - যোগাযোগ - 086971 53445 🙏🙏🙏🙏

শীত পড়তেই নিত্য নতুন খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি চুঁচুড়া অধিবাসীদের কাছে , আজ রাতে 4 জন কে পৌঁছে দিয়েছি বয়েল্ড চ...
13/12/2023

শীত পড়তেই নিত্য নতুন খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি চুঁচুড়া অধিবাসীদের কাছে , আজ রাতে 4 জন কে পৌঁছে দিয়েছি বয়েল্ড চিকেন উইথ ভেজিটেবল & থিক গ্রেভি , সবাই পাশে থাকবেন , আমার লড়াইয়ের জন্য প্রার্থনা জানাবেন , বিভিন্ন রান্নার পদ্ধতি জানতে আমার এই পেজটি কে লাইক করবেন 🙏🙏🙏

জীবন আর সময় থেমে থাকেনা , এগিয়ে চলার নিরন্তর চেষ্টা , আর এগিয়ে যাবই , পৌঁছে দিয়ে এলাম 4 জন কে বয়েল্ড চিকেন উইথ ভেজি...
11/12/2023

জীবন আর সময় থেমে থাকেনা , এগিয়ে চলার নিরন্তর চেষ্টা , আর এগিয়ে যাবই , পৌঁছে দিয়ে এলাম 4 জন কে বয়েল্ড চিকেন উইথ ভেজিটেবল , আমার নিশ্বাস কুর্চি র রান্নাঘর ভালোবাসা আর আশীর্বাদের ডানায় ভর করে এগিয়ে চলুক এই ভাবে , সবাই ভালো থাকবেন , আমার লড়াইয়ের জন্য প্রার্থনা করবেন ,
জয় জগন্নাথ মহাপ্রভু 🙏🙏🙏🙏

যখন যা অর্ডার পাই নিজের মত করে বানাই , আজ যেমন ছিল ভাত , পিয়াঁজ কালোজিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল , সিম বাটা ,...
09/12/2023

যখন যা অর্ডার পাই নিজের মত করে বানাই , আজ যেমন ছিল ভাত , পিয়াঁজ কালোজিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল , সিম বাটা , সর্ষে দিয়ে চিংড়ি ভাপা , আলু সেদ্ধ , জলপাইয়ের চাটনি , ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন একটাই জীবন তাই একটা আঁচড় কেটে যাস, হ্যাঁ শরীরে অনেক আঁচড় নিয়েও চেষ্টা করছি আর করবো , কুর্চি র রান্নাঘর সবার ভালোবাসা কে অক্সিজেন করে এগিয়ে চলেছে আর চলবে , সবাই ভালো থাকবেন , প্রণাম ঠাকুর ,
জয় জগন্নাথ মহাপ্রভু ,
===...কুর্চি র রান্না ঘর - 086971 53445

গুগলির ঝাল - আগে রান্নার ছবি দিয়েছিলাম আজ রান্নার পদ্ধতি দিলাম ........এই রান্নার ঝামেলাটা প্রধানত রান্না শুরু করার আগে ...
02/12/2023

গুগলির ঝাল - আগে রান্নার ছবি দিয়েছিলাম আজ রান্নার পদ্ধতি দিলাম ........
এই রান্নার ঝামেলাটা প্রধানত রান্না শুরু করার আগে অর্থাৎ ধুয়ে পরিষ্কার করার ব্যাপারটা , শুরু করা যাক - গুগলি ছাড়িয়েই দেয় বাজার থেকে নিয়ে আসার পর গরম জলে নুন দিয়ে গুগলি রেখে দিন প্রায় 1 ঘন্টা , তারপরে জল থেকে তুলে আবার নুন মাখিয়ে ঠান্ডা জলে কম করে 30 মিনিট ধরে ধুয়ে নিন যত ধোবেন বুঝতে পারবেন জল পরিষ্কার হচ্ছে , ধোয়া হয়ে গেলে জল ভালো করে ঝরিয়ে অল্প নুন হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে দিন , পিয়াজ , আদা , রসুন ও টমেটো আলাদা করে বেটে নিন , কড়াইতে সর্ষের তেল দিন তেল গরম হলে আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা আলু অল্প করে নুন মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন , ওই তেলেই গোটা শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিন ভালোকরে ফোরণের গন্ধ উঠলে পর্যায়ক্রমে রসুন , আদা , লঙ্কা বাটা দিন , ভালোকরে নেড়ে নিয়ে এরপর পিয়াজ ও টমেটো বাটা দিয়ে কষুন , এরপরে আগে থেকে জলে গুলে রাখা জিরে , ধনে , হলুদ , লাল লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি মির্চ দিয়ে দিন আধ কষা হলে অল্প চিনি দিন , আবার আগুনের তাপ কমিয়ে কষতে থাকুন কিছুক্ষন পর গুগলি ওই মশলার মধ্যে দিয়ে একই ভাবে কষতে থাকুন , মাঝে মাঝে ঢাকা বন্ধ করে কিছুক্ষন রেখে দেবেন যাতে গুঞ্জলি সেদ্ধ হয়ে মজতে থাকে , প্রয়োজন হলে অল্প জল ছিটিয়ে দেবেন , বেশ কিছুক্ষন লাগে সেদ্ধ হতে তাই প্রায় শেষে গিয়ে আলু দিয়ে একই ভাবে পরিশ্রম চালিয়ে যান , শেষে ছবির মতো একদম গা মাখা করে নামিয়ে নিন , ধনেপাতা থাকলে দিতে পারেন নামানোর আগে আমি নামানোর আগে অল্প মাখন আর কাঁচা লঙ্কা চিরে গ্যাস বন্ধ করে কিছুক্ষন ঢাকা দিয়ে রেখেছিলাম , কাঁচা লঙ্কা আর মাখন মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয় যা আমার খুব ভালো লাগে , ঝরঝরে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন সেদিন আর অন্য কিছু খেতে হবেনা , সবাই ভালো থাকবেন , ভালো লাগলে বলবেন ভান্ডার থেকে আরো কিছু রান্না দেওয়ার ব্যাপারে উৎসাহ পাবো ....চুঁচুড়া গোয়াল টুলি ও পিপুল পাতি মোড় সংলগ্ন মানুষদের কাছে বিনীত অনুরোধ আপনাদের প্রয়োজনে খাবারের হোম ডেলিভারির জন্য যোগাযোগ করবেন , পাশে থাকবেন ,
বিভিন্ন রান্না ও ভ্রমণ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আমার এই পেজে চোখ রাখুন , অবশ্যই যোগাযোগ করুন এক নাম্বারে - 8697153445 , 🙏🙏🙏🙏

বেচেঁ থাকার তাগিদ যখন চরম তীব্র হয় তখন যা বা যতটুকু অর্ডার পাই কুর্চি মায়ের কথা মনে করে সন্তান স্নেহে আঁকড়ে ধরি আর চর...
26/11/2023

বেচেঁ থাকার তাগিদ যখন চরম তীব্র হয় তখন যা বা যতটুকু অর্ডার পাই কুর্চি মায়ের কথা মনে করে সন্তান স্নেহে আঁকড়ে ধরি আর চরম ভালোবাসায় তাকে গড়ে তুলি , আজ রাতে যেমন মাটন কিমা মটর আর ধনে পাতার বড়া , বাঁচতে হবে বাঁচতে হবে আরো কিছুদিন লড়াইটা কেও বাঁচিয়ে রাখতে হবে , ভালোবাসায় বাঁচুন ভালোবেসে বাঁচুন , ঘেন্না তো সহজ কাজ , কঠিন টাই করি না হয় সবাই মিলে , সবাই ভালো থাকবেন , সবার ভালো হোক, কুর্চি র রান্না ঘর ভালো থাকুক ........
💚💚💚💚🙏🙏🙏🙏

Address

15/1216 Goaltuly Lane/P. O & DIST/Hooghly/Chinsurah
Chinsurah
712103

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918697153445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurchi Tours & Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kurchi Tours & Food:

Videos

Share

Category


Other Travel Companies in Chinsurah

Show All

You may also like