08/07/2024
রথযাত্রা স্পেশাল
উত্তরবঙ্গের অন্যতম নিরিবিলি ঠিকানা – চারখোল
একদিন সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে যাবো, ওই দূরের পাহাড়ের চূড়ায়। যেখানে কালো মেঘ অঝোরে কাঁদবে পাহাড়ের ঝর্ণা হয়ে। এই স্থানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে আপনি মোহিত করে দেওয়া, ভূপৃষ্ঠ থেকে প্রায় (৬,০০০) ছয় হাজার ফুট উপরে একটি শান্তির আশ্রয় পেতে পারেন। যা একটি নিঝুম রাতে শীতের পরশে কালো আকাশে জ্বলজ্বল করতে থাকা তারামণ্ডলকে নতুন করে চিনতে সাহায্য করে।
এখান থেকে খুব সহজেই কালিম্পং এর বিভিন্ন দর্শনীয় স্থান গুলো ঘুরে আসতে পারেন যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেলো পার্ক, দূরপিন মনাস্ট্রী, মর্গ্যান হাউস, লাভা, লোলেগাঁও, রিশপ, ছাঙ্গে জলপ্রপাত, হনুমান টপ, পানবু দারা ভিউ পয়েন্ট, সামালবং, সামথার ফরেস্ট, ইচ্ছেগাঁও, কোলাখাম, বিদ্যাং ভ্যালি ইত্যাদি।
খাবার মেনু তে থাকছে
সকালে জলখাবারে - লুচি তরকারি/আলুর পরোটা/রুটি তরকারি/ম্যাগি ওয়াই ওয়াই এবং অবশ্যই গরম গরম চা।
দুপুরে - সরু চালের ভাত, গরম মুসুর ডাল, আলু ভাজা, সরষে শাক, সবজি, ডিম কষা, স্যালাড, পাঁপড়।
সন্ধ্যায় - মোমো/ভেজ পকোড়া/পেঁয়াজ পকোড়া এবং চা।
রাত্রে - ভাত/রুটি, তরকারি, চিকেন কারি, স্যালাড।
গিজার সহ গরম জলের সুবন্দোবস্ত আছে।
আমাদের হোমস্টে র ঠিক দরজায় গাড়ি পৌঁছে যাবে তাই বয়স্কদের ও কোন সমস্যা হবে না।
Kalimpong থেকে charkhole দূরত্ব প্রায় 29km। সময় লাগে 2 hr মত। যদি কেউ আসতে চান kalimpong থেকে বলে দিই যে গাড়ীওলারা ভুল বুঝিয়ে বেশী দাম চাইবে। বলবে রাস্তা খারাপ, উচু এইসব। আমাদের 3500/- বলেছিল। দামদর করে 2000/- রাজী হয়। ভাল হয় kalimpong bus stand থেকে গাড়ী নিন। রাস্তা খুবই ভালো আর খুবই সুন্দর। একটু off side বলে ভীড় নেই traffic ও না। NJPথেকে আসলে 3000-3500/- পড়বে। সময় লাগবে 4hr. Darjeeling থেকে লাগবে 4000/- মত।এখানে আসার share গাড়ী পাবেন না।charkhole OrchidNest এ ঢোকার 50 meter আগে রাস্তাটা একটু kharap. ছোট গাড়ী থাকলে একটু অসুবিধা। বড় গাড়ী অনায়েসে যেতে পারবে। তো এই 50 meter রাস্তা পায়ে হেঁটে যেতে হবে।
যোগাযোগ:
ফোন নম্বর অথবা WhatsApp: 9091077575, 6295758255, 9153122277, 9614144092, 9732103367
**with consent of our respected guests**