Hotel JP-New Digha

Hotel JP-New Digha A trustworthy classic star hotel near the Sea. Stay with Us and feel the Sea never before.

সাগরের আবেদন সৈকত ইশারায়,বারে বারে ছুটে যেতে যদি এ মন চায়,চলে আসো জেপিতে সাশ্রয়ী আশ্রয়ে ব্রেকফাস্ট ফ্রী আছে আধুনিক সব উপ...
03/01/2025

সাগরের আবেদন সৈকত ইশারায়,
বারে বারে ছুটে যেতে যদি এ মন চায়,
চলে আসো জেপিতে সাশ্রয়ী আশ্রয়ে
ব্রেকফাস্ট ফ্রী আছে আধুনিক সব উপায়ে!

সাগর বেলায়, দুরন্ত আনন্দে ও সাশ্রয়ী মূল্যে ভ্রমণ আনন্দ উপভোগ করতে আসুন হোটেল জেপিতে। বুকিংয়ের জন্যে কল করুন এই নম্বরে...

২০২৫ এর প্রতিটি দিন হোক উজ্জ্বল ও স্মরণীয়। সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
01/01/2025

২০২৫ এর প্রতিটি দিন হোক উজ্জ্বল ও স্মরণীয়। সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

সাগরপাড়ের সেরা হোটেল যেমন রুম তেমন খাবার,একবার এলেই পরে ইচ্ছে হবে আসতে আবার!সাগর ধোয়া আমন্ত্রণ আর হৃদয় ভরা উত্তেজনা এমন ...
30/12/2024

সাগরপাড়ের সেরা হোটেল যেমন রুম তেমন খাবার,
একবার এলেই পরে ইচ্ছে হবে আসতে আবার!
সাগর ধোয়া আমন্ত্রণ আর হৃদয় ভরা উত্তেজনা
এমন প্যাকেজ JP ছাড়া অন্যকোথাও আর পাবে না।

হ্যাঁ সাগরভ্রমণের সেরা প্যাকেজ মানেই হোটেল JP। যেমন খাবার তেমন স্পেসিয়াস রুম। নিরালা নিঝুম সফরের জন্যে বুকিং করুন...

রতন টাটা শুধু একজন শিল্পপতি নন, তিনি লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা। তাঁর সাফল্যের পথ আমাদের শিখায় কঠোর পরিশ্রম, উদ্ভাবন এ...
28/12/2024

রতন টাটা শুধু একজন শিল্পপতি নন, তিনি লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা। তাঁর সাফল্যের পথ আমাদের শিখায় কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং সৎ থাকা। জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।

কিং সাইজ বেডে শুয়ে স্বপ্নও রাজা-রানী JP মানে সবটুকু ভ্রমণের সে কাহিনী। সেরা ঘর, সেরা বেড, সেরা food সাগরের একবার যেই আসে...
27/12/2024

কিং সাইজ বেডে শুয়ে স্বপ্নও রাজা-রানী JP মানে সবটুকু ভ্রমণের সে কাহিনী। সেরা ঘর, সেরা বেড, সেরা food সাগরের একবার যেই আসে ঘুরে ফিরে আসে ফের। হ্যাঁ সাগরের সেরা বাজেট হোটেল মানেই হোটেল JP, সাশ্রয়ী মূল্যে সেরা অবকাশ আশ্রয় পেতে আসুন হোটেল JP-তে। বুকিংয়ের জন্যে কল করুন ...

যিশুর করুণা আপনার পরিবারে সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসুক। সবাইকে শুভ বড়দিন।
25/12/2024

যিশুর করুণা আপনার পরিবারে সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসুক। সবাইকে শুভ বড়দিন।

‘পর্দা হ্যায় পর্দা’ গানটি বলিউডে একটি আলাদা জায়গা তৈরি করেছিল। রফি সাহেবের কণ্ঠে মিশে যায় জীবনের প্রতিটি রং।
24/12/2024

‘পর্দা হ্যায় পর্দা’ গানটি বলিউডে একটি আলাদা জায়গা তৈরি করেছিল। রফি সাহেবের কণ্ঠে মিশে যায় জীবনের প্রতিটি রং।

সারদা মা আমাদের ক্ষমার মহত্ব শেখান। তিনি বলেন, "ক্ষমা হল দেবত্বের চিহ্ন।" তাঁর এই বাণী আমাদের জীবনে সহানুভূতির বার্তা দে...
22/12/2024

সারদা মা আমাদের ক্ষমার মহত্ব শেখান। তিনি বলেন, "ক্ষমা হল দেবত্বের চিহ্ন।" তাঁর এই বাণী আমাদের জীবনে সহানুভূতির বার্তা দেয়।

ছুটি পেলে দিন তিন, ব্যাগ পিঠে তুলে নিনঢেউ দেখা ঢেউ মাখা হয়ে যাক সাইট সিন।খাই খাই পেট জুড়ে যদি নাচে রসনাJP দেবে সব কিছু ম...
20/12/2024

ছুটি পেলে দিন তিন, ব্যাগ পিঠে তুলে নিন
ঢেউ দেখা ঢেউ মাখা হয়ে যাক সাইট সিন।
খাই খাই পেট জুড়ে যদি নাচে রসনা
JP দেবে সব কিছু মিটবে সে বাসনা।
সেরা ঘর, সেরা সব, সাশ্রয়ী প্যাকেজে
চলে আসা ছুটিতে, ভেসে যাওয়া আমেজে।

সাগরপারের সেরা হোটেল মানেই হোটেল JP। বাঙালি সাগর ভ্রমণ মানে যা যা চায়, সবই রয়েছে প্যাকেজের আওতায়।

নিউদিঘার সমুদ্রের কাছে সুস্বাদু খাবারের ঠিকানা Hotel JP। আমাদের স্পেশাল মেনুতে রয়েছে ঐতিহ্যবাহী হায়দরাবাদি চিকেন বিরিয়ান...
18/12/2024

নিউদিঘার সমুদ্রের কাছে সুস্বাদু খাবারের ঠিকানা Hotel JP। আমাদের স্পেশাল মেনুতে রয়েছে ঐতিহ্যবাহী হায়দরাবাদি চিকেন বিরিয়ানি, যার প্রতিটি স্তরে মিলবে সুগন্ধি মশলার জাদু। সঙ্গে থাকছে ঠান্ডা রায়তা ও টাটকা স্যালাড। এক প্লেটে স্বাদ আর তৃপ্তি—চলে আসুন আজই উপভোগ করতে।

পরিবার-সহ ঘোরা সাগরের অবকাশরুম চাই বেশ বড়, মানে খুব স্পেসিয়াসগদি পেলে ঘুমটা হবে যে ফার্স্ট-ক্লাসJP মানে সাগরের ছুটি-ঘোরা...
15/12/2024

পরিবার-সহ ঘোরা সাগরের অবকাশ

রুম চাই বেশ বড়, মানে খুব স্পেসিয়াস

গদি পেলে ঘুমটা হবে যে ফার্স্ট-ক্লাস

JP মানে সাগরের ছুটি-ঘোরা বিন্দাস।

টেনশন-ফ্রী ফ্যামিলি ভ্রমণের জন্য সাগরপারের সেরা হোটেল মানেই JP।

স্টাইল, অ্যাটিটিউড এবং ব্যক্তিত্বের এক দুর্দান্ত মিশেল রজনীকান্ত। তাঁর অনন্য ভঙ্গি ভারতীয় সিনেমাকে এক নতুন মাত্রা দিয়েছে...
12/12/2024

স্টাইল, অ্যাটিটিউড এবং ব্যক্তিত্বের এক দুর্দান্ত মিশেল রজনীকান্ত। তাঁর অনন্য ভঙ্গি ভারতীয় সিনেমাকে এক নতুন মাত্রা দিয়েছে।

আপনার পরবর্তী ভ্রমণে নিউ দিঘায় হোটেল জেপি-তে এসে উপভোগ করুন অসাধারণ বাঙালি ও ভারতীয় খাবারের স্বাদ। আমরা নিয়ে এসেছি আপ...
11/12/2024

আপনার পরবর্তী ভ্রমণে নিউ দিঘায় হোটেল জেপি-তে এসে উপভোগ করুন অসাধারণ বাঙালি ও ভারতীয় খাবারের স্বাদ। আমরা নিয়ে এসেছি আপনার জন্য সুস্বাদু নান, বাটার চিকেন, শাহী ডাল, পালং পাতা, রায়তা এবং আরও অনেক কিছু। আমাদের আতিথেয়তায় আপনি পাবেন স্বাচ্ছন্দ্যের পূর্ণ অভিজ্ঞতা। এখনই বুকিং করুন!

প্রিয় শুভঙ্কর সাহা,আপনার মূল্যবান পর্যালোচনার জন্য আন্তরিক ধন্যবাদ। Hotel JP-এ আপনার আরামদায়ক অভিজ্ঞতার কথা শুনে আমরা ...
08/12/2024

প্রিয় শুভঙ্কর সাহা,

আপনার মূল্যবান পর্যালোচনার জন্য আন্তরিক ধন্যবাদ। Hotel JP-এ আপনার আরামদায়ক অভিজ্ঞতার কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের রুম, পরিবেশ, এবং পরিকাঠামোর প্রশংসা করে আপনি আমাদের টিমকে অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে আপনাকে আরও একবার আমাদের অতিথি হিসেবে স্বাগত জানাতে আমরা অপেক্ষায় থাকব।

শুভেচ্ছান্তে,
Hotel JP Team

সপরিবারে সাগর ভ্রমণ ঘর হওয়া চাই স্পেসিয়াস JP হোটেল মানেই যেন যায় যে করা বিশ্বাস ফ্যামিলি-রুমে মুখোমুখি টেবিল জুড়ে আড্ডা ...
06/12/2024

সপরিবারে সাগর ভ্রমণ ঘর হওয়া চাই স্পেসিয়াস

JP হোটেল মানেই যেন যায় যে করা বিশ্বাস

ফ্যামিলি-রুমে মুখোমুখি টেবিল জুড়ে আড্ডা হবে রুমসার্ভিস অনবদ্য চাইলে পরেই হাজির হবে

এতকিছুর পরেও কিন্তু সাশ্রয়ী এই আয়োজন

চলে আসুন ইচ্ছেখুশি যখন হবে প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন হলেই ইছেখুশী মতো চলে আসুন Hotel JP।

তরুণ বয়সেই ক্ষুদিরাম দেখিয়ে দিয়েছিলেন, দেশের জন্য ত্যাগের কোনো বয়স হয় না। জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই কুর্নিশ। ...
03/12/2024

তরুণ বয়সেই ক্ষুদিরাম দেখিয়ে দিয়েছিলেন, দেশের জন্য ত্যাগের কোনো বয়স হয় না। জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই কুর্নিশ।

নিউ দীঘায় আপনার আরামদায়ক থাকার ঠিকানা - হোটেল জেপি! আমাদের সুসজ্জিত কক্ষগুলিতে পাবেন আধুনিক সুবিধা ও আরামের নিশ্চয়তা।...
01/12/2024

নিউ দীঘায় আপনার আরামদায়ক থাকার ঠিকানা - হোটেল জেপি! আমাদের সুসজ্জিত কক্ষগুলিতে পাবেন আধুনিক সুবিধা ও আরামের নিশ্চয়তা। বালকনি থেকে উপভোগ করুন মনোরম দৃশ্য, এসি-যুক্ত কক্ষে বিশ্রাম নিন, আর নিজেকে ভাসিয়ে দিন নির্মল পরিবেশে। ব্যবসায়িক সফর হোক বা পারিবারিক ছুটি - হোটেল জেপি সবসময় আপনার সেবায় প্রস্তুত। আজই বুকিং করুন 9051987390 নম্বরে!

হোটেল জেপি নিউ দীঘায় আপনার আরামদায়ক অবস্থানের নিশ্চয়তা দিচ্ছে! আমাদের সুসজ্জিত কক্ষগুলিতে পাবেন আধুনিক সুবিধার সমাহার...
30/11/2024

হোটেল জেপি নিউ দীঘায় আপনার আরামদায়ক অবস্থানের নিশ্চয়তা দিচ্ছে! আমাদের সুসজ্জিত কক্ষগুলিতে পাবেন আধুনিক সুবিধার সমাহার - এসি, ফ্ল্যাট স্ক্রিন টিভি, চা-কফি মেকার সহ। মনোরম পরিবেশে বিশ্রাম নিন, আর উপভোগ করুন নিখুঁত পরিষেবা। সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থান আপনার ছুটিকে করবে আরও আনন্দময়। পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিবাহিত করুন মধুর সময়। আপনার সুখ-স্বাচ্ছন্দ্যই আমাদের প্রধান লক্ষ্য। আজই বুকিং করুন এবং অনুভব করুন অতিথি সেবার নতুন মাত্রা!

Address

Mini Holiday Home, Plot/4, New Digha, East Mednipur/721 428
Digha
721428

Alerts

Be the first to know and let us send you an email when Hotel JP-New Digha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hotel JP-New Digha:

Videos

Share