
28/12/2021
যাব না যাব না করেও শেষ পর্যন্ত হাঁটা লাগালাম বক্সাফোর্টের উদ্দেশ্যে। আগে দুবার এসেও সান্তলাবাড়ি থেকে ঘুরে গেছি। কিন্তু এবার দিদি-জামাইবাবুর পাল্লায় পড়ে যাবার সাহসটা জুটিয়ে ফেললাম। আস্তে আস্তে একটা ভালোলাগা ঘিরে ধরতে শুরু করল। প্রকৃতির নিস্তব্ধতা যে কতটা আকর্ষণীয়, এবড়োখেবড়ো পথে যেতে যেতে ভাবছিলাম। এখানে এসে শুধু মনে হচ্ছিল কান পেতে প্রকৃতির ফিসফিসানি শুনি। যেতে যেতে বেশ কিছু ঘরবাড়ি, সবজি ও ফুলের বাগান, হোমস্টে চোখে পড়ল। ফোর্টের গায়ে দেখলাম অতি উৎসাহী পর্যটকদের শিল্পকলা। ফিরে আসার সময় খুব সহজেই নীচে নেমে এলাম। তবে মনটা যেন বলে উঠল আবার আসব তোমার মাঝে হারিয়ে যেতে।