Loknath Eco Village Resort

Loknath Eco Village Resort We are located at Madarihat at the fringe of Jaldapara National Park. We welcome you as a family mem

We welcome you as a family member and offer old fashioned things like Nature, Sunshine, Fresh air and Traditional Bengali cuisine.

যাব না যাব না করেও শেষ পর্যন্ত হাঁটা লাগালাম বক্সাফোর্টের উদ্দেশ্যে। আগে দুবার এসেও সান্তলাবাড়ি থেকে ঘুরে গেছি। কিন্তু এ...
28/12/2021

যাব না যাব না করেও শেষ পর্যন্ত হাঁটা লাগালাম বক্সাফোর্টের উদ্দেশ্যে। আগে দুবার এসেও সান্তলাবাড়ি থেকে ঘুরে গেছি। কিন্তু এবার দিদি-জামাইবাবুর পাল্লায় পড়ে যাবার সাহসটা জুটিয়ে ফেললাম। আস্তে আস্তে একটা ভালোলাগা ঘিরে ধরতে শুরু করল। প্রকৃতির নিস্তব্ধতা যে কতটা আকর্ষণীয়, এবড়োখেবড়ো পথে যেতে যেতে ভাবছিলাম। এখানে এসে শুধু মনে হচ্ছিল কান পেতে প্রকৃতির ফিসফিসানি শুনি। যেতে যেতে বেশ কিছু ঘরবাড়ি, সবজি ও ফুলের বাগান, হোমস্টে চোখে পড়ল। ফোর্টের গায়ে দেখলাম অতি উৎসাহী পর্যটকদের শিল্পকলা। ফিরে আসার সময় খুব সহজেই নীচে নেমে এলাম। তবে মনটা যেন বলে উঠল আবার আসব তোমার মাঝে হারিয়ে যেতে।

নিস্তব্ধতার মাঝে নিজেকে হারাতে চাইলে আসতে হবে পুখুরি লেকে। শুধু নাম না জানা কিছু পাখ-পাখালির উদাস করা ডাক আর কেকাধ্বনি ম...
04/12/2021

নিস্তব্ধতার মাঝে নিজেকে হারাতে চাইলে আসতে হবে পুখুরি লেকে। শুধু নাম না জানা কিছু পাখ-পাখালির উদাস করা ডাক আর কেকাধ্বনি মনে করিয়ে দেবে নিজের আমিকে। জয়ন্তী ঢোকার ঠিক আগে পুখুরি লেকের রাস্তা। স্থানীয়দের কাছে এই পুকুরটি খুবই পবিত্র। কারণ তাদের বিশ্বাস দেবী কালরাত্রি এই পুকুরে অধিষ্ঠান করেন। পুকুরটির বৈশিষ্ট্য হল বিশালাকার মাগুর মাছের ও কচ্ছপ। জয়ন্তী থেকে এদের জন্য খাবার নিয়ে যান পর্যটকরা। ছোট্ট একটা ট্রেকিংও হয়ে যায় এখানে গেলে। পড়ন্ত সূর্যের আলোয় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে সন্ধ্যা নেমে আসার মুহুর্ত উপভোগ করার মজা ও পুখুরির রহস্যময়তা মনে থেকে যায় বহুদিন।

বক্সা সংরক্ষিত অরণ্যের বুক চিরে কালো পিচের রাস্তাটা ঝাঁপিয়ে পড়েছে জয়ন্তীর বুকে। ভুটানের পাহাড় থেকে নেমে আসা জয়ন্তী সারা ...
29/11/2021

বক্সা সংরক্ষিত অরণ্যের বুক চিরে কালো পিচের রাস্তাটা ঝাঁপিয়ে পড়েছে জয়ন্তীর বুকে। ভুটানের পাহাড় থেকে নেমে আসা জয়ন্তী সারা বছর শুষ্ক থাকলেও বর্ষায় সে অনন্যা। নদীর বুকে পড়ে থাকা বড় বড় গাছের কঙ্কাল তার প্রবহমানতার সাক্ষী। তবে অন্য সময় ক্ষীণ ধারায় বয়ে যাওয়া জয়ন্তীর কলকল ধ্বনি কিন্তু শুনতে বেশ লাগে। বর্ষার সময় ছাড়া অন্য সময় একদম গাড়ি নিয়ে নদীবক্ষে উঠে পড়েন পর্যটকরা। মেতে ওঠেন ছবি তোলার আনন্দে। তবে ছবি তোলার মত্ততায় না হারিয়ে গিয়ে সুদূরপ্রসারী দৃষ্টি মেলে চারিদিকের সৌন্দর্য্যকে হৃদয়ের মণিকোঠায় ভরে নিলে তার রেশ থেকে যাবে বহুদিন। চোখ বন্ধ করলেই অনুভব করা যাবে চারিদিকের নিস্তব্ধতাকে। জয়ন্তীর ওপারে বড়ো মহাকাল ও ছোট মহাকালের মন্দির তার গাম্ভীর্যতা নিয়ে বসে আছে। যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য বড়ো মহাকালের মন্দির প্রিয় গন্তব্য। তবে বর্ষার সময় না যাওয়াই ভালো। এছাড়া সুনিয়া ও কোদালবস্তি ওয়াচ টাওয়ার থেকেও ঘুরে আসতে পারেন।

শীতের সকালের কুয়াশা ভেদ করে তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে ভোর ছটায় যখন নামলাম ফালাকাটা স্টেশনে এক অদ্ভুত ভালোলাগা এসে জড়ি...
08/11/2021

শীতের সকালের কুয়াশা ভেদ করে তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে ভোর ছটায় যখন নামলাম ফালাকাটা স্টেশনে এক অদ্ভুত ভালোলাগা এসে জড়িয়ে ধরল। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে খুঁজে নিলাম নিজের ছেলেবেলাকে। নানা মরসুমে ডুয়ার্সের মোহময়ী রূপ প্রতিবার নতুন করে ভালোবাসতে বাধ্য করে। বর্ষার গাছের উপর নেমে আসা মেঘ, জয়ন্তীর খরস্রোতা রূপ, শীতের শিরশিরানি ও চিলাপাতার গভীরতায় বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে। সান্তলাবাড়ি থেকে বক্সাফোর্ট যাওয়ার রাস্তায় বুনো গন্ধ মাখা পাহাড়ি রাস্তা ও লুকোনো পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি শুনে হাঁপাতে হাঁপাতে এগিয়ে যাওয়ার আনন্দ অপ্রকাশ্য। জলদাপাড়ায় গন্ডারের রাজকীয় রাস্তা পারাপার, মাথার উপর দিয়ে উড়ে যাওয়া ময়ূর ও গজরাজের দুলকি চাল থামতে বাধ্য করে। এছাড়া ঝালঙ, বিন্দু, সিকিয়াঝোরা, যাতায়াতের পথে দু ধারের বিস্তৃত চা বাগানে চা তোলার দৃশ্য মনোমুগ্ধকর।

Address

Hollong, Jaldapara National Park, East Madarihat
Falakata
735220

Alerts

Be the first to know and let us send you an email when Loknath Eco Village Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loknath Eco Village Resort:

Videos

Share

Category


Other Travel Agencies in Falakata

Show All