Safar Tours & Travels

Safar Tours & Travels Tour with us to get that memorable travel experience around the country - curated for you

Booking closes soon
01/12/2023

Booking closes soon

*যাই চলো**হিমাচলে* - *2023*পর্ব - ৩মানালিতে আমাদের হোটেল ছিল একদম  ম্যালের পাশে হোটেল অম্বিকা ইন্টারন্যাশনাল ফলে মানালি ...
14/11/2023

*যাই চলো*
*হিমাচলে* - *2023*
পর্ব - ৩

মানালিতে আমাদের হোটেল ছিল একদম ম্যালের পাশে হোটেল অম্বিকা ইন্টারন্যাশনাল ফলে মানালি পৌঁছে বেরিয়ে পড়লাম ম্যালএর উদ্দেশ্য, সেরে নিলাম কিছু কেনাকাটা । তারপর হোটেলে ফিরে ডিনার সেরে পরদিন বেড়িয়ে পড়লাম হিরিমবা মন্দির, ঘটোৎকচ মন্দির, ক্লাব হাউস এবং বশিষ্ট্য মন্দির দেখার উদ্দেশ্যে , সবকিছু দেখে বিয়াস নদীর ওপর রিভার জাম্পিং সেরে ফিরে এলাম হোটেলে। দুপুরে খাওয়া-দাওয়া সেরে আবার চললাম ম্যাল এ কেনাকাটার জন্য, কেনাকাটা করে হোটেলে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম ,কারণ পরদিন আমাদের যাত্রা হবে রোহতাং পাসের উদ্দেশ্যে।সকালে উঠে 7 টায় যাত্রা শুরু করলাম রোহটাং পাসের পথে ,কিছু দূর যাওয়ার পর চোখে পড়তে লাগল সাদা বরফের চাদরে ঘেরা পাহাড় ,যা দেখে এক অদ্ভুদ উত্তেজনা অনুভব করলাম। রোহটাং এ গিয়ে দেখলাম চারিদিকে বরফে ঘেরা পাহাড় আর নীল আকাশ। নীল আকাশের সাদা মেঘের ভেলা আর বরফ আবৃত্ত পাহাড়ের চূড়া মিলেমিশে একাকার ।এই অদ্ভুত সৌন্দর্য দেখে মন যেন হারিয়ে গেল এক আনন্দের মহাসাগরে। বর্ষার চাদরে ঢাকা পাহাড়ে স্কি এবং স্নো বাইক চেপে আরো বেশ কিছু আনন্দ মুহূর্ত উপভোগ করার পর যাত্রা শুরু করলাম অটল টানেলের পথে। অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে প্রবেশ করে যখন নর্থ পোর্টালে পৌঁছলাম তখন শুরু হল বহুকাঙ্খিত স্নো ফলস , যা দেখে বাঁধ ভাঙ্গা আনন্দে তুষার স্নাত হয়ে প্রাণে উঠল খুশির তুফান । সেই তুফানে ভাসতে ভাসতে পৌঁছে গেলাম সোলাং ভ্যালিতে, সেখানে রোপওয়ে চেপে আরো কিছুটা উপরে উঠে ,বরফ ডাকা পাহাড় আর তুষার পাতকে আরো কাছ থেকে অনুভব করলাম বলা ভালো স্বপনকে ছুঁয়ে দেখলাম। গরম কফিতে চুমুক দিয়ে এই আনন্দ মুহূর্তকে আরো কিছুটা সময় ধরে রাখলাম ,কারন জীবন মনে তো মুহূর্ত গুলোকে বাঁচা। তারপর সন্ধ্যা বেলা ফিরে এলাম হোটেলে একরাশ আনন্দ সঙ্গে নিয়ে।পরদিন বাড়ি ফেরার উদ্দেশ্য যাত্রা শুরু হল কালকার পথে ,নেতাজি এক্সপ্রেসে চেপে 13 ই নভেম্বর হাওড়ায় পৌঁছলাম সকাল সাড়ে আটটায়।
*শেষ হল আমার সফর, সফরের সাথে ।* *সফর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের* এই আয়োজন ও আন্তরিক আপ্যায়নে আমি ও আমার পরিবারের সকলে খুবই অভিভূত , আনন্দিত । আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত ভালোবাসা ।সকলে ভালো থাকুন ।অপেক্ষায় রইলাম পরবর্তী সফরের , সফর ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে ......
ধন্যবাদ 🙏
©Atanu M

*যাই চলো**হিমাচলে* - *2023*পর্ব - ২ রেকাংপিও পেড়িয়ে দুপাশে আপেল গাছে ঘেরা পথের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলল কিন্নর ভিল...
14/11/2023

*যাই চলো*
*হিমাচলে* - *2023*
পর্ব - ২
রেকাংপিও পেড়িয়ে দুপাশে আপেল গাছে ঘেরা পথের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলল কিন্নর ভিলার দিকে। কিছু দূর যাওয়ার পড়েই নজরে পড়ল কিন্নর কৈলাস। কিন্নর কৈলাসের বরফাবৃত শ্বেত শুভ্র রূপ দেখতে দেখতে বিকেল গড়িয়ে পৌঁছলাম আমদের গন্তব্য কিন্নর ভিলা হোটেলে। আপেল গাছের বাগানে ঘেরা পাহাড়ের চূড়ায় অবস্থিত আমাদের হোটেল, যার ব্যালকনি থেকে কিন্নর কৈলাস কে ছুয়ে দেখা যাবে। এই বিশাল কিন্নর কৈলাসের রূপে মনে এক আনন্দের তরঙ্গ সৃষ্টি হলো । সেই আনন্দ আরও তরঙ্গায়িত হল লাল ও সোনালী আপেলে ভর্তি গাছ দেখে। অনেক নিষেধ সত্ত্বেও নিজের হাতকে সংযত না রেখে দু একটি আপেল গাছ থেকে নিলাম পেরে সকলের অলক্ষে। হোটেলে রাত্রি যাপনের পর সকালবেলা বেরোলাম সুইসাইড পয়েন্ট ,রোগী গ্রাম বুদ্ধ মনেস্ট্রির দেখার উদ্দেশ্য। সবকিছু দেখে একরাশ আনন্দ নিয়ে হোটেলে ফিরে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম চিনি গ্রাম, দুর্গা মন্দির, ভৈরব মন্দির ঘুরে দেখার জন্য। কল্পার সৌন্দর্যে মন যখন আপ্লুত তখন বেড়িয়ে পড়লাম মানালি উদ্দেশ্য।যেহেতু কল্পা থেকে মানালির দূরত্ব অনেক বেশি তাই একটি রাত কাটালাম সতলুজ নদীর ধারে রামপুরের কাছাকাছি একটি পাহাড়ে ঘেরা হোটেলে। সেখান থেকে পরদিন কাসোল ঘুরে মনিকরনের উষ্ণ প্রস্রবণ এ উত্তাপ নিয়ে পৌঁছলাম মানালিতে।
©Atanu Mallick

*যাই চলো**হিমাচলে* - *2023*পর্ব - ১বিজয়া দশমীর পরে মা গেলেন চলে কৈলাসে , মনের আনন্দ নীলকন্ঠ পাখির সাথে পারি দিল দূরে । ...
14/11/2023

*যাই চলো*
*হিমাচলে* - *2023*
পর্ব - ১
বিজয়া দশমীর পরে মা গেলেন চলে কৈলাসে , মনের আনন্দ নীলকন্ঠ পাখির সাথে পারি দিল দূরে । মন ভরা বিষন্নতা নিয়ে করলাম লক্ষ্মীপুজোর আয়োজন । তারপর দিলাম আমি পারি , আমার স্ত্রী কন্যার হাত ধরে , কিন্নর কৈলাসে *সফর ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে* ।
তিরিশে অক্টোবর করলাম যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে, সন্ধ্যা ৭:১৫ তে অমৃতসর মেলে।1লা নভেম্বর সকালে পৌছালাম আম্বালা ক্যান্টনমেন্টে , সেখান থেকে ট্রাভেলার গাড়ি চেপে করলাম শুরু যাত্রা শিমলার উদ্দেশ্যে । পথে দেখলাম সংকটমোচন মন্দির । নীল আকাশ ও সবুজ ঘেরা এই মন্দির দেখে , মনের সব সঙ্কট গেল কেটে। সানরাইজ না দেখলেও সিমলায় রইলাম *হোটেল সানরাইজ* এ । সেখান থেকে দেখলাম সিমলা কালীবাড়ি, সন্ধ্যের আলোয় সুসজ্জিত কালীবাড়ি দেখে ,আলো ঝলমল শিমলা ম্যালে মন গেল হারিয়ে অচিন পুরে। পরদিন করলাম শুরু যাত্রা সারাহান এর উদ্দেশ্যে ,সেখানে বেশ কিছু পাহাড় ডিঙিয়ে পৌছলাম হোটেল সাগরিকাতে একদম ভিমা কালী মন্দিরের পাশে। পরদিন মন্দিরে পুজো দিয়ে আবার পাহাড়ের প্রতিটি বাঁকের সৌন্দর্য উপভোগ করতে করতে, মনোরম দৃশ্যে এবং হিমেল হাওয়ায় গা ভাসিয়ে পৌঁছে গেলাম সাং লাতে আপেল গাছে ঘেরা হোটেল মেহেক রিসোর্টে । আমদের রিসোর্টের পাশদিয়ে বয়ে গেছে বাসপা নদী ।ওই নদীর ধারে ঘেঁষে আপেল বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটলো চিটকুলের উদ্দেশ্যে । চিটকুল পৌঁছে বাসপা নদী আর বরফ আবৃত পাহাড়ের মধ্যে কোথায় যেন সমস্ত দুঃখ গ্লানি হারিয়ে গেল, মন ভরে উঠলো অনাবিল আনন্দে। একরাশ ভালো লাগা আর আন্দন নিয়ে ফিরে এলাম হোটেলে। লাঞ্চ সেরে আপেল বাগানের মধ্যে দিয়ে বেরোলাম হাঁটতে কামারু ফোর্ট এর দিকে ,ফোর্ট দেখে ফিরে এলাম হোটেলে ।রাত্রি যাপন করে পরদিন যাত্রা শুরু হল চিনি গ্রাম অর্থাৎ কল্পার উদ্দেশ্যে
©Atanu Mallick

Hurry up !!! booking will close shortly
12/05/2023

Hurry up !!! booking will close shortly

07/05/2023
Booking is live now, hurry only a few spots left!
26/11/2022

Booking is live now, hurry only a few spots left!

Booking is going on
25/11/2022

Booking is going on

For more..... contacts--9732992711/9733762124
04/08/2022

For more..... contacts--9732992711/9733762124

Address

Gobardanga

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+917001863748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safar Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safar Tours & Travels:

Share

Category