North bengal in April, May, June 🌸💖
🌸 বর্ষায় সুন্দরী ডুয়ার্স 🌸
Booking open for 16 seats only.
10 ta seat booked already, r 6 jon kei nite parbo.
So, hurry up. 😬🌸
Explore offbeat North Bengal with Pekhom Tour & Travels/পেখম 💖
।।পাহাড়।।
"পাহাড় শিখায় তাহার সমান
হই যেনো ভাই মৌন মহান।।"
- এমন অনেক কিছুই শিখেছি তোমার থেকে!
অনেক কিছু পেয়েছি,
আবার অনেক কিছু হারিয়েছিও।
কিন্তু মন খারাপে তুমি ছিলে, ভালো লাগায় তুমি ছিলে,
ভালবাসাতেও তুমিই ছিলে.....
যখন সব হারাবো, তখনও তুমিই থাকবে একমাত্র শান্তির জায়গা হিসাবে।
গুগল বললো আজ নাকি তোমার দিন।
চলো, আসছি তোমার কাছে। 🤗🥰
পুজো শেষ, পকেটে একটু টান ও পড়েছে।কিন্তু মনটা 2 টো দিনের জন্য একটু বিশ্রামের খোঁজ করছে!চলুন না, ছোট্ট করে একটু সমুদ্র ঘুরে আসি!না, কোনো ঠাসাঠাসি ভীড়ে নয়, এবার যাবো আমরা সম্পূর্ণ নতুন, নির্জন একটা সমুদ্র সৈকতে। ম্যানগ্রোভ এর জঙ্গল, সাদা বালির বীচে লাল কাঁকড়ার সমাহার। সাথে থাকছে প্রচুর খাওয়া দাওয়া, হৈ হুল্লোড়, আর ফটো শুট। 😍এই দুটো দিন আমরা থাকবো টেন্টে। ⛺ এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার। ❤️চাইলে নৌকা করেও ঘুরে আসতে পারেন সমুদ্রে।অনুরোধ রইলো প্রতিটি ছবি দেখার জন্য। ❤️Date: *25,26 Nov*বুকিং নেওয়া হচ্ছে 16 টি সিটের জন্য। 😍যোগাযোগ: 7001972491😍😍😍😍😍😍
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি...
বনের রাজা বাঘ,
সাথে মাছের রাজা ইলিশ।
উফফ, ভাবলেই ভোজন প্রিয় বাঙালির মন - পেট দুটোই কেমন গুড়গুড় করে ওঠে না? 😃😃
চলো তাহলে আমাদের সাথে,
এশিয়ার বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে।
মাতলা, বিদ্যাধরীর ঢেউ এ ভাসতে ভাসতে আমরা ঘুরে দেখবো পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ!
ভাগ্যে থাকলে দেখা পাওয়া যাবে বাঘ মামার ও। 😍
আর হরিণ, কুমীর তো আছেই।
সাথে ইলিশ চিংড়ি চিকেন মাটন সমন্বয়ে খাওয়া দাওয়া হবে জমজমটি। 😍
তাহলে আর দেরি কেনো,
সেপ্টেম্বরের ১-৩ আমাদের সাথে চলুন। প্যাকেজ শুরু মাত্র ৩৮০০ টাকা থেকে।
বিষদে জানতে যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে।
070019 72491
আজ দ্বিতীয় দিন লাঞ্চ সেরে কেও কেও চলে গেলো কালিম্পং মার্কেটে। মহিলারা শপিং এ যাবে না, এও আবার হয় নাকি! 🤭
কিন্তু টিম লিডারের কড়া নির্দেশে সন্ধ্যার আগেই সবাই homestay তে এসে হাজির। কারন, সন্ধার চা টা আজ সবাই মিলে একসাথেই খাবো।
আমরা কয়েকজন মিলে মোমো অর্ডার করে অনালাম। খাওয়া দাওয়া শেষে এবার আমাদের আড্ডা।
ক্যাকটাস গার্ডেন এর খোলা জায়গায় রাত ১০.৩০ অবধি চললো গানের লড়াই, শেষ অক্ষর দিয়ে খাবারের নাম, গা ছমছমে সত্যি ভূতের গল্প, শেষে বাসে - ট্রেনে দেখতে পাওয়া হকারী দাদা/কাকু দের মজাদার বিভিন্ন সব বিজ্ঞাপন।
পরে ডিনার সেরে ঘরে বসে আরো কিছুক্ষন আড্ডা।
কে জানতো, পরদিন প্রকৃতি আমাদের জন্য একটা সারপ্রাইজ তুলে রেখেছে...... 😍
Voice: Sujata Chatterjee ♥️
ক্রমশঃ
চলছে আমাদের female trip ❤️☔🌲
Stay tuned with Pekhom Tour & Travels/পেখম ♥️
After checking out When they reached at Rohini, still not answering my calls,
I called the driver and talked with them.
Here is the call recording……..
Day 2 তে আমাদের homestay তে সার্ভিস নেওয়ার পর এটা ওনাদের রিভিউ।
ফোনে নিজেও আমাকে জানিয়েছিলেন Car+Service+Food সবই ভীষণ ভালো।
চা বাগানে একটা গোটা দিন, গোটা রাত। 😍
কেমন?
আবারো একটা পকেট ফ্রেন্ডলী female ট্রিপ। 😍
হ্যাঁ, মাত্র 5100/- তে 2 রাত্রি, 3 দিনের থাকা+খাওয়া+ঘোরা সবটাই থাকছে।
সোলো ফিমেল হোক, বা বয়ষ্কা মা, সবাইকে স্বাগতম। ❤️
Date: 22,23,24 July 🌲
মাত্র ১০০০/- দিয়ে নিজের সিট বুকিং করো। 😍
আমরা ঘুরবো, maribong, রামধুরা আর কালিম্পং।
যোগাযোগ: 7001972491
Pekhom Tour & Travels/পেখম ♥️
আবারো একটা পকেট ফ্রেন্ডলী female ট্রিপ। 😍
হ্যাঁ, মাত্র ৪৩০০/- তে 2 রাত্রি, 3 দিনের থাকা+খাওয়া+ঘোরা সবটাই থাকছে।
সোলো ফিমেল হোক, বা বয়ষ্কা মা, সবাইকে স্বাগতম। ❤️
তারিখ: 29,30,31 July
মাত্র ১০০০/- দিয়ে নিজের সিট বুকিং করো। 😍
আমরা ঘুরবো, লাভা, রামধুরা আর কালিম্পং।
যোগাযোগ: 7001972491
🌲🌲🌲🌲🌲