ZM Tours & Travels Private Limited

ZM Tours & Travels Private Limited This page is basically related to Hajj & Umrah services

ZM TOURS &TRAVELS PVT.LTD. এর তত্ত্বাবধানে 14 January উমরা হজের স্পেশাল অফার  !Group No I - For 16 day Group No II -For ...
21/12/2024

ZM TOURS &TRAVELS PVT.LTD.

এর তত্ত্বাবধানে 14 January উমরা হজের স্পেশাল অফার !
Group No I - For 16 day
Group No II -For 20 day
শিলচর থেকে জিদ্দা আবার জিদ্দা থেকে শিলচর । এই ট্রাভেলস এর প্রতি মাসে দুই গ্রুপ থাকে ৷ মক্কাতে রুম ৩০০ মি. ও মদিনাতে ২৫০ মিটারের ভিতরে থাকবে ৷ মক্কা ও মদিনার ঐতিহাসিক জায়গা গুলো পরিদর্শন করানো হবে।
তাইফ এবং বদর জিয়ারত থাকবে । বিস্তারিত জানার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
099545 33044

স্বল্প সময়, শীঘ্র করুনপবিত্র কা'বার তওয়াফ ও সোনার নবীর রওজা যিয়ারতে ইচ্ছুক যাত্রীগণকে আমরা আগামী ১৪জানুয়ারি নিয়ে যাচ্ছি ...
16/12/2024

স্বল্প সময়, শীঘ্র করুন

পবিত্র কা'বার তওয়াফ ও সোনার নবীর রওজা যিয়ারতে ইচ্ছুক যাত্রীগণকে আমরা আগামী ১৪জানুয়ারি নিয়ে যাচ্ছি পবিত্র ভূমিগুলোর সফরে। আমরা আপনাদের প্রদান করবো সকল ধরণের সুবিধা সবচেয়ে উত্তমভাবে একেবারে যাচিত খরচে।
বিশ্বাস হয় না?
যোগাযোগ করে দেখুন-
9954533044 / 7002442677

বুকিং চলছে...আগামী ১৪ জানুয়ারি আমরা উমরার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। শিলচর থেকে। আপনাদের নিয়ে। যাবেন তো? চলুন সাথে। দু'টি প...
07/12/2024

বুকিং চলছে...

আগামী ১৪ জানুয়ারি আমরা উমরার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। শিলচর থেকে। আপনাদের নিয়ে। যাবেন তো? চলুন সাথে।
দু'টি প্যাকেজ আছে৷ ১৬দিন ও ২১দিন। একেবারে পরিমিত(reasonable) খরচে।
সুযোগ হাতছাড়া করবেন না।
আর হ্যাঁ, আমাদের কথা যেমন, কাজ তেমন। স্বচ্ছ ও নির্ভেজাল সেবা-ই আমাদের পরিচয়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন নীচের নম্বরে। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করতে আমরা সদা প্রস্তুত।

যোগাযোগ নম্বর: 099545 33044
7002442677

সামনে যে দুটি মিনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ আল কোবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া মদিনায় প্র...
06/12/2024

সামনে যে দুটি মিনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ আল কোবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে গড়া মদিনায় প্রথম মসজিদ এই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম মসজিদে কুবা হতে মসজিদে নববীতে আগমন করেছিলেন সুবহানাল্লাহ পরবর্তী সময়ে রাসুল সাঃ প্রতি শনি এবং সোমবার মসজিদে নববী হতে মসজিদে কুবা এসে সালাত আদায় করতেন এই মসজিদে দুই রাকাত সালাত আদায় করলে একটি কবুল ওমরা ওমরা হজের সওয়াব হয়ে থাকে।আল্লাহ সকল মুমিন বান্দাদের পবিত্র এই মদিনার সকল পবিত্র স্থান জিয়ারত করার তৌফিক দান করুক আমিন।।

24/11/2024

আলহামদুলিল্লাহ! আমাদের এজেন্সির তত্বাবধানে নভেম্বর মাসের গ্রুপটি সুন্দরভাবে মক্কায় পোঁছায়।
মেহমানদের জন্য সেখানে পরিবেশন করা খাবারের খণ্ডচিত্র।

বাঙ্গালিয়ানা খাবার, হোমলাইক আহার

22/11/2024

মদীনা প্রেমে একটি কবিতার নজরানা:
___________

সবার মনে কতো আশা
একটি আশা মোর
ওই মদিনার মাটির কোলে
কাটবে আমার ভোর।

থাকলে জীবন ওই মদিনার
হাঁটবো কুকুর হয়ে
সাপ-বিচ্ছুর খোরাক হবো
মাটির নিচে শুয়ে।

ধূলো জ্ঞানে বাতাস তুমি
যাও মদিনা নিয়ে
প্রাণ হাদিয়া দেবে সেথা
এ অভাগা গিয়ে।

[হুজ্জাতুল ইসলাম ইমাম কাসিম নানুতভি রাহ. এর কবিতাংশের ভাবানুবাদ]

আসল কবিতাংশ:
امیدیں لاکھوں ہیں لیکن بڑی امید ہے یہ
کہ ہو سگان مدینہ میں نام میرا شمار
جیوں تو ساتھ سگان حرم کے تیرے پھروں
مروں تو کھائیں مدینے کے مجھ کو مور و مار
اڑا کے باد مری مشت خاک کو پس مرگ
اڑے حضور کے روضہ کے آس پاس نثار

21/11/2024

গতকাল আমাদের হাইলাকান্দি জেলায় জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জেলা সদরে কার্যালয়ের উদ্বোধনীর মাধ্যমে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব ভারতের মহামান্য আমীরে শরিয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলি সাহেব(দা.বা.)।
তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দ প্রকাশ করেন জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের কথা উল্লেখ করে। তিনি জানান, "আমার দুই ছাত্রের উদ্যোগে এমন একটি ব্যবস্থাপনা আমাকে খুশি করেছে। মানুষরা হজ্ব বা উমরার সফরে গিয়ে অনেক সময় নানা মাসাইলের সম্মুখীন হন। তখন তাদের নেতৃত্বে কোনো আলিমে দ্বীন থাকলে মানুষের খুব উপকার হয়। জেড এম মানুষের এই প্রয়োজন পুরো করবে বলে আমি আশাবাদী।" সাথে সাথে জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের পক্ষ থেকে তাঁকে 'সার্টিফিকেট অফ অনার' দিয়ে সম্মানিত করেন এজেন্সির ডাইরেক্টর মাওলানা মুজাহিদ আহমেদ সাহেব। ইলমে হাদিসের ময়দানে তাঁর কয়েক দশকের সেবা এবং শান্তি, সৌহার্দ্য ও আধ্যাত্মিকতার প্রচারে তার পূর্বোত্তর ছড়ানো মেহনতের স্বীকৃতি হিসেবে এই সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইলাকান্দি যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মকবুল হুসাইন সাহেব, হাইলাকান্দি এস এস কলেজের অধ্যাপক মাওলানা রিজওয়ানুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল ইসলাম বড়ভূইয়া।
উপস্থিতির মধ্যে ছিলেন এ এল সি কলেজ আলগাপুরের অধ্যাপক আহমেদুর রহমান বড়ভূইয়া, বিশিষ্ট সমাজসেবী এবং কংগ্রেস নেতা জনাব বদরুল ইসলাম, মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, মাওলানা হিফজুর রাহমান মজুমদার, মাওলানা জয়নূল হুসাইন মজুমদার, মাওলানা শফিউর রাহমান বড়ভূইয়া প্রমুখ।

আলহামদুলিল্লাহ!জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলস এর উদ্যোগে আজকের ( ২১/১১/২৪)“উমরাহ গ্রুপের যাত্রা " সফলভাবে সম্পন্ন হয়েছে।প্...
21/11/2024

আলহামদুলিল্লাহ!
জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলস এর উদ্যোগে আজকের ( ২১/১১/২৪)“উমরাহ গ্রুপের যাত্রা " সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিজন মেহমানের উমরাহ সফর আরও সহজ, সুন্দর ও বরকতময় হোক—এই কামনা। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে কবুল করুন। আমিন।

আজ জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের হাইলাকান্দি জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি...
20/11/2024

আজ জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের হাইলাকান্দি জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উত্তরপূর্ব ভারতের মহামান্য আমীরে শরিয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলি সাহেব(দা.বা.)।

জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের পক্ষ থেকে তাঁকে 'সার্টিফিকেট অফ অনার' দিয়ে সম্মানিত করেন এজেন্সির ডাইরেক্টর মাওলানা মুজাহিদ আহমেদ সাহেব। ইলমে হাদিসের ময়দানে তাঁর কয়েক দশকের সেবা এবং শান্তি, সৌহার্দ্য ও আধ্যাত্মিকতার প্রচারে তার পূর্বোত্তর ছড়ানো মেহনতের স্বীকৃতি হিসেবে এই সার্টিফিকেট প্রদান করা হয়।

19/11/2024
আলহামদুলিল্লাহ!জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলস এর উদ্যোগে বালিঘাট-স্থিত হায়াত বিবাহ ভবনে আয়োজিত আজকের “হজ ও উমরাহ প্রশিক্ষ...
16/11/2024

আলহামদুলিল্লাহ!
জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলস এর উদ্যোগে বালিঘাট-স্থিত হায়াত বিবাহ ভবনে আয়োজিত আজকের “হজ ও উমরাহ প্রশিক্ষণ শিবির ও উমরাহ উপহার " বিতরণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। মাওলানা হুসাইন আহমদ সাহেবের হৃদয়গ্রাহী দিকনির্দেশনা এবং গুরুত্বপূর্ণ মাসাইলের উপস্থাপনা, প্রশিক্ষণ শিবিরটিকে ফলপ্রসূ করে তুলেছে।

প্রতিজন মেহমানের উমরাহ সফর আরও সহজ, সুন্দর ও বরকতময় হোক—এই কামনা। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে কবুল করুন। আমিন।

দাওয়াতনামা__________আসসালামু আলাইকুম          আল্লাহর অসংখ্য দয়া ও মেহেরবানি আপনাদের উপর যে, তিনি তাঁর পবিত্র ঘর ও মাহবু...
15/11/2024

দাওয়াতনামা
__________

আসসালামু আলাইকুম

আল্লাহর অসংখ্য দয়া ও মেহেরবানি আপনাদের উপর যে, তিনি তাঁর পবিত্র ঘর ও মাহবুবের রাওযা যিয়ারতে জন্য আপনাদের কবুল করছেন। যা মাবুদের তাউফিক ছাড়া মোটেই সম্ভব না। নি:সন্দেহে এটি অতি সৌভাগ্যের বিষয়। তবে মাকাম ও মর্যাদা যতো উঁচু, তার নিয়মকানুনও তুলনাত্মক একটু কঠিন। এজন্য জেড এম ট্যুরস এন্ড ট্রেভেলসের মাধ্যমে উমরাহ গমনকারী সকল মেহমানদের সুবিধার্থে এবং আগত সফরকে অত্যধিক সুন্দর ও ফলপ্রসু করতে আমরা আগামীকাল (১৬/১১/২০২৪) একটি বিশেষ প্রশিক্ষণ সভার আয়োজন করছি। উক্ত সভায় হুজ্ব ও উমরাহর অভিজ্ঞ আলিমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ সাহেব গুরুত্বপূর্ণ সকল মাসাইল সহ অপরিহার্য সব বিধিনিষেধ আলোচনা করবেন। এছাড়া অন্যান্য ওয়েলকাম কিটস সহ টিকিট, ভিসা ইত্যাদিও আপনাদের হস্তান্তর করা হবে।

অতএব, সকল সম্মানিত মেহমানদের নিকট আমাদের বিনম্র অনুরোধ যে, আপনারা যথাসময়ে প্রোগ্রামটিতে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের সেবার সুযোগ প্রদান করবেন।

সময়: সকাল ১০ ঘটিকা
স্থান: হায়াত বিবাহ ভবন, বালিঘাট , কাছাড়

Address

Bagharbari , Pajnabari
Guwahati

Alerts

Be the first to know and let us send you an email when ZM Tours & Travels Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category