01/01/2021
ভবঘুরের Diary
অনেক দিন ধরেই মোটরসাইকেলটা আমাকে ফিসফিস করে বলছিল "আমার তো বাপু জং লেগে যাবার জোগাড় হয়েছে আর কতদিন এভাবে ফেলে রাখবে? আমরা কি আর পাহাড়ে যাবো না"?
আমারও এই Lockdown একই অবস্থা বাড়িতে থেকে থেকে পচে যাচ্ছিলাম। বসে পড়লাম Google মানচিত্র নিয়ে। অনেক ঘাঁটাঘাঁটির পরে ঠিক করলাম উত্তরাখন্ড যাবো। যদিও বেশ কিছু বছর আগে একবার গিয়েছিলাম সেখানে তবুও আবার যেতে ইচ্ছা করছে।
কাজ কর্ম সব সব শিকেয় তুলে দিয়ে October এর16 তারিখ আমরা তিন বন্ধু, আমার ভাই আর তিনটে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়লাম হিমালয়ের উদ্দেশ্যে। শরতের আকাশটাই যেন বাঙালী রক্তে উত্তেজনা জাগিয়ে তোলে। আর পাহাড়ের হাতছানি আমাকে যেন সম্মোহিত করে। এমনিতেই বাড়ির লোকে আমাকে পাহাড় পাগল বলে। তা বলুক আমার কিন্তু এই পাগলামিটা বেশ ভালোই লাগে।
16 OCTOBER 2020
আমার মোটরসাইকেলে আমি আর নিতাই, ভাইয়ের মোটরসাইকেলে আমাদের তিনজনের মালপত্র আর অরুনাভর গাড়িতে ও আর ওর মালপত্র।
আমাদের প্রথমদিনের গন্তব্য বেনারস, দূরত্ব 640 কি.মি.
সকাল চারটে নাগাদ আমরা রওনা দিলাম চুঁচুড়া থেকে। পথের ধারের কাশফুল মায়ের আগমনী বার্তা দিচ্ছে।
পথে কত গ্রাম শহর কত ভিন্ন ভাষার মানুষ। যত বারই খাওয়া বা মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য দাঁড়িয়েছি তত বারই মাটি,মানুষ ও ভাষার চরিত্রে বদল লক্ষ্য করেছি, আর ভেবেছি কি বিচিত্র এই দেশ। এক সময় ভাবতাম কবে আমার এই মোটরসাইকেল নিয়ে বিদেশ পাড়ি দেব। কিন্তু বয়স যত বাড়ছে নিজের দেশকে যত দেখছি তত বিদেশের মোহ কেটে যাচ্ছে। হয়তো জীবদ্দশায় নিজের দেশটাকেই পুরো দেখা হয়ে উঠবে না।
এই চুঁচুড়া থেকে বেনারসের রাস্তার আলাদা করে বিবরন দেওয়ার মত কিছু নেই। অসাধারণ ভাবে বানানো বড় বড় রাজপথ কিলোমিটারের পর কিলোমিটার, 150 থেকে100 কিমি অন্তর একটা করে বিরতি একটু জল অথবা চা পান, এক টুকরো ছোট্ট আড্ডা আবার এগিয়ে চলা।
এভাবেই চলতে চলতে বিকেল সাড়ে চারটে নাগাদ বেনারসের Highway এর উপর এক হোটেলে ঠিক করা হল আমাদের রাতের আস্তানা, নাম পালকি। আমরা এর আগেও এই Route অনেক বার এসেছি এবং বেনারসের ঘাটের কাছের হোটেল গুলোয় থেকেছি। কিন্তু আজকাল আর মানুষের কোলাহল ভালো লাগে না, তার থেকে ভারী ভারী ট্রাকের টায়ারের আওয়াজ আমি বেশি উপভোগ করি।
সবাই বেশ ক্লান্ত, আসলে প্রথমদিনটা বরাবরই এরকম হয়।
এবার আসি সারাদিনের শেষে রাতের খাওয়ার কথায়। এখানকার ভেজ থালির স্বাদ আজও আমার মুখে লেগে আছে যদি কখনো কেউ থাকেন তাহলে অবশ্যই একবার চেখে দেখবেন।খাওয়া দাওয়া করে সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে জোর ঘুম। কাল যাবো টনকপুর, উত্তরাখন্ড।
হোটেলের নাম পালকি।
ফোন:- 08177001587 Ramnagar, Tengra Mod Bus Stop, Varanasi, Uttar Pradesh 221008. 4 Beded AC Room ভাড়া - 1700 টাকা।
ভেজ থালি 180 টাকা।
17 OCTOBER
সকাল সাড়ে তিনটে ঘুম ভাঙ্গল মুঠোফোনের Alarm এ, একে একে সকলে তৈরি হয়ে নিলাম। এত সকালে কোন খাবারের দোকান খুলবে না আগেই জানতাম সেই কারনেই এবারে একটা ছোট্ট Stove আর খান দুয়েকButane Gas এরcylinder সাথে করে নিয়েই এসেছিলাম। সামান্য কফি আর Oatmeal দিয়ে সকলে Breakfast করে নেমে পড়লাম পথে। মোটরসাইকেল নিয়ে বেড়োতে বেড়োতে প্রায় 5 টা বেজে গেল। হাল্কা অন্ধকার, ঠান্ডা ঠান্ডা শরতের হাওয়া,আস্তে আস্তে সূর্যের আলোর রঙ বদল, ফাঁকা রাজপথ আর আমি, উফফ এই অনুভুতিটার কোন ভাষা নেই। মোটরসাইকেল নিয়ে ভ্রমনের আনন্দটাই অন্য রকম।
অসাধারণ সব রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার চালালেও মন ভরে না।
আমি সাধারণত লম্বা দূরত্ব পাড় করার জন্য প্রতি 150 কিমি অন্তর একবার করে বিরতি দিয়ে থাকি কিন্তু রাস্তা এতো সুন্দর যে কখন বেনারস থেকে 250 কিমি পথ চলে এসেছি খেয়ালই করিনি। মোহ ভাঙ্গলো অরুনাভর horn এর আওয়াজে। ওর আবার খিদে পেয়ে গেছে আর তাছাড়া পেট্রোলও ভরতে হবে গাড়িতে, নেওয়া হল বিরতি। এক পেট্রোল পাম্প লাগোয়া ধাবাতে। আলুর পরোটা আর চা সহযোগে পেট পুজো করে আবার এগিয়ে চললাম। 400 কিমি এসেছি শুরু হয়ে গেলো অসম্ভব জ্যাম, রাস্তার কাজ চলছে। আমাদের গতি গেল অনেক কমে সবে লখনউ পাড় করে সীতাপুর ঢুকছি অরুনাভর break liver গেল ভেঙ্গে। লরি থেকে পাথর ছিটকে এসে সোজা break liver এ লেগেছে। কপাল ভালো major কিছু breakdown হয়নি। ওর কাছে যদিও একটা extra liver ছিল তাই আমাদের অপটু হাতেই সেটা লাগিয়ে ফেললাম কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেলো। তখন বাজে বিকেল সাড়েতিনটে।
সকলে মিলে ঠিক করলাম আজ আর না এগিয়ে আগামি এক দেড়শো কিলোমিটারের মধ্যে যেখানে হোটেল পাব থেকে যাব।
সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পৌছলাম পুরানপুর।
সুন্দর একটা ছোট্ট শহর এই পুরানপুর, সাজানো গোছানো পরিচ্ছন্ন। স্থানীয় মানুষ জন বেশ ভালো, তারাই আমাদের রাতের আস্তানা খুঁজে দিয়েছিল, নাম বৃজবাসী।হোটেলের মালিকেরও আমাদের মত মোটরসাইকেল নিয়ে ঘোরার শখ আর সেই কারনেই আমাদের Special Discount ও করে দিলেন। এই পুরানপুর কে বলা হয়Little Punjub তার কারন দেশ ভাগের সময় প্রচুর শিখ ধর্মের মানুষ এখানে এসে বসতি গড়ে তোলে। আমরা স্নান সেরে নিয়ে diner করে শুয়ে পড়লাম। কাল যাবো পিথোড়াগড়।
আজকের দূরত্ব পাড় করলাম 573 কিমি.
হোটেল বৃজবাসী
Old SBI Rd, Puranpur, Uttar Pradesh 262122. ভাড়া :- 700 টাকা Double bed room. ফোন - 87556 18004
চলবে..........