15/07/2024
::::::::::::::::: Sundarban Bhraman:::::::::::::::::
👉 *আমাদের প্যাকেজের সুবিধা
🟣🟣🟣 ভ্রমন তালিকা 🟣🟣🟣
✅প্রথম দিন :- আমাদের প্রতিনিধি ক্যানিং স্টেশন থেকে আপনাদেরকে সাথে নিয়ে অটো বা ম্যাজিক গাড়িতে গদখালীতে নিয়ে আসা হবে ,অতঃপর ঠান্ডা পানীয়র সঙ্গে গদখালীতে আপনাদের স্বাগত করবে, তারপর আমার রওনা দেবো পাখীর জঙ্গল, সানসেট পয়েন্ট , অতপর আমরা হোটেল / রিসটের দিকে রহনা দেবো, রাত্রীবাস হোটেল / রিসটে ।
✅দ্বিতীয় দিন :- সজনে খালি(ওয়াচ টাওয়ার), সুধন্যখালি(ওয়াচ টাওয়ার), দোবাকি(ওয়াচ টাওয়ার), গাজীখালি, চোরা-গাজী খাল, পীর খালি, বনবিবি ভরানি, বড় গাজী খাল, পঞ্চমুখানি ব্যাক, রাত্রি বাস হোটেল/ রিসট।
✅তৃতীয় দিন :- পাখিরালয়, হ্যামিলটন ব্যাঙ্লো, বেকন ব্যাঙ্লো। অতপর আমরা গোসবা ফেরী ঘাটে আপনাদের Drop করবো। সঙ্গে ক্যানিং পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা ।
🟣*রাত্রি হোটেলে ঝুমুর নাচ আয়োজন করা হবে।
🟣🟣🟣 ভুরিভোজ 🟣🟣🟣
প্রথম দিন-
#সকালে:- ওয়েলকাম ড্রিঙ্কস্ লুচি , আলুর-দম, সিদ্ধ ডিম, চা অথবা কফি ।
#দুপুর :- ভাত, ডাল, আলু চিপস, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক , দই ইলিশ/ ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, চাটনি, পাপড়।
বিকাল: ফল
#সন্ধ্যা :- চিকেন/ ভেজ পকোরা, কফি / চা।
#রাত :- ভাত/রুটি, মিক্সড ভেজ, মাটোন কারী,স্যালাড।
দ্বিতীয় দিন-
#সকালে :- বেডটি, পুরি, ছোলা-বাটোরা, মিষ্টি।
11am: আমদি/ লটে মাছ ফ্রাই
#দুপুর :- ভাত, ডাল, ভাজা,ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, পাবদা সরষে/সরষে ভোলা বা পমপ্লেট, বেগুন ইলিশ, চাটনি, পাপড়।
বিকাল,: ফল
#সন্ধ্যা :- ভেজপোকরা / ফিঙ্গার চিপস/এগ চাওমিন,কফি / চা।
#রাত :- ফ্রাইড রাইস, কাশ্মীর আলুর দম, চিলি চিকেন,স্যালাড।
তৃতীয় দিন-
#সকালে :- বেডটি, কচুরি, ঘুগনি, সিদ্ধ ডিম।
#দুপুর :- ভাত, ডাল, ভাজা, কাকড়া মশলা/কাতলা কালিয়া, সরষে ইলিশ, চাটনি, পাপড়।
👉 প্যাকেজ কস্ট: জনপ্রতি খরচ @4000(একটি রুমে তিনজন )
@4500(একটি রুমে দু জন)