20/05/2024
প্রত্যেক বছরের মত, এবছর ও, সিকিমে ভরা পর্যটনের মরশুমে, গাড়ি ভাড়া লাগামছাড়া । ব্যাক্তিগত ভাবে, সিকিমের ক্যাব owners association এবং সিকিম পর্যটন বিভাগে, সিকিম পুলিশে,অভিযোগ জানিয়ে কোনও সুরাহা হয় নি । অনেক রকম ভাবে চেষ্টা করেও কোনও লাভ হয় নি ।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আমালা , উনার ফ্যামিলি নিয়ে সিকিম ভ্রমণে এসেছিলেন ব্যাক্তিগত ভাবে । ( সরকারি ভাবে অথবা প্রভাব খাটিয়ে এলে, অবশ্যই কিছু বুঝতে পারতেন না )
যাইহোক , উনি , নাথুলা, নর্থ সিকিম , জিরো পয়েন্ট ঘুরতে গিয়ে বুঝেছেন, সিকিমের গাড়ির কত ধানে কত চাল । খালি এক্সট্রা payment করতে করতে, উনার পকেট ফাঁকা । সঙ্গে এটাও বুঝেছেন , রাস্তার কি হাল। রাস্তা বন্ধ হলে, ঘুরে গেলে চালকরা কত বেশি টাকা দাবি করেন ।
অগত্যা , উনি দিল্লিতে বাড়ি ফিরে, পর্যটন মন্ত্রক কে সবটা লিখিত ভাবে জানিয়েছেন । কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সিকিম সরকারকে , বেশ কড়া ভাষায় জানিয়েছে গাড়ির ভাড়া সংক্রান্ত সমস্যা , এবং সমাধান করতে বলেছে ।
এখন দেখার বিষয় কবে, কিভাবে সিকিম সরকার এবং পর্যটন বিভাগ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে । না হলে আগামী দিনে, সিকিমের গাড়ি ভাড়া, নিউইয়র্কের গাড়ি ভাড়া কে অতিক্রম করে, গ্রিনিজ বুকে নাম তুলবে , এবং পর্যটক কমতে থাকবে ।
পর্যটক প্রেমি মানুষেরা সবাই এক হয়ে সিকিম কে একবার বয়কট না করলে ওখানকার ড্রাইভার ভাইদের ও কিছু মানুষের অত্যাচার বন্ধ হবে না।
কিছু হোটেল ব্যবসায়ি সাময়িক অসুবিধায় পরলেও সুদূর ফল ভালো পাওয়া যাবে বলে আমার মনে হয়।
আমার বিপক্ষে কিছু মানুষের আওয়াজ উঠবে যেনও লিখতে বাধ্য হলাম, কারণ সিকিমের ড্রাইভার ভাইদের এটা স্বভাবে পরিণত হয়েছে - সিজিন এলেই ভ্রমণ প্রিয় মানুষদের লোটুপুটে নেওয়ার।
এখানে সকল ড্রাইভার ভাইদের কথা বলা হয় নি, তবে বেশিরভাগ ড্রাইভারদের চরিত্র ভ্রমণ প্রিয় ও ট্রাভেল এজেন্সি গুলোকে বিপদে ফেলার। রাস্তা একটাই এক বার সিজিনে সিকিম বয়কট।