23/04/2023
এবার পূজার ছুটিতে চলুন কেরালা ও কন্যাকুমারী ১২ রাত ১৩ দিনে ।
শুভ যাত্রা - ৩০.১০.২০২৩
যোগাযোগ - বাবা লোকনাথ ট্যুরিজম্।
ফোন নম্বর - 7980059608/9433818223.
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
৩০.১০.২৩ হাওড়া থেকে ট্রেনে কন্যাকুমারী।
৩১.১০.২৩ ট্রেনেই কাটবে ঐ দিন।
০১.১১.২৩ কন্যাকুমারী পৌঁছাবো সকাল ৯:৫৫ মি. সেখান থেকে হোটেল, ঐ দিন বিকেলে পায়ে হেঁটে ঘুরে নেবো এবং রাত্রিবাস এখানেই।
০২.১১.২৩ সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেবো বিবেকানন্দ রক্ ও কন্যাকুমারী মন্দির, তার পর হোটেলে এসে লাঞ্চ সেরে রেষ্ট নিয়ে সন্ধ্যায় রওনা দেবো নাগেরকোয়েল ষ্টেশন এর উদ্দেশ্যে ওই রাতে ট্রেনেই থাকবো।
০৩.১১.২৩ ভোর ৪টের সময় এরনাকুলাম্ পৌঁছে ওয়েটিং রুমে একটু ফ্রেস হয়ে সাইভ সিন করতে করতে আমরা পৌঁছাবো কেরালা হিল ষ্টেশন মুন্নার , সেখানেই রাত্রিবাস।
০৪.১১.২৩ সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেবো টী গার্ডেন, স্পাইস গার্ডেন, কুন্ডলা লেক, ইকো পয়েন্ট,আতুক্কাদ জলপ্রপাত, শীর্ষ ষ্টেশন,আনামুদি চূড়া,পেথোমেডু ভিউ পয়েন্ট,স্পাইস গাডেন ইত্যাদি দেখে হোটেলে রাত্রিবাস ।
০৫.১১.২৩ সকালে ব্রেকফাস্ট সেরে আজ আমার যাবো সাইড সীন করতে করতে পৌঁছে যাবো থেক্কাডে এবং এইখানেই রাত্রিবাস।
০৬.১১.২৩ সকালে আমরা যাবো পেরিয়ার ন্যাশনাল পার্ক ( নিজস্ব খরচ) সেখান থেকে ফিরে ব্রেকফাস্ট করে আমরা সাইড সীন করতে করতে পৌঁছে যাবো আলেপ্পি এবং রাত্রিবাস।
০৭.১১.২৩ সকালে ব্রেকফাস্ট সেরে আলেপ্পি বীচ্, মারারী বীচ্, লাইট হাউস, কুট্টানাড ব্যাক ওয়াটার, ইত্যাদি দেখে পৌঁছে যাবো কোভালাম এবং রাত্রিবাস।
০৮.১১.২৩ সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেবো লাইট হাউস বীচ্, কোভালাম বীচ্, হাওয়া বীচ্,আরুভিক্কারা ড্যাম্প, নেয়ার ড্যাম্প দেখে এখানেই রাত্রিবাস।
০৯.১১.২৩ এই দিন ভোরে যাবো পদ্মনাভাস্বামী মন্দির ও আট গ্যালারী দেখে লাঞ্চ সেরে বাড়ি ফেরার পালা তাই আমরা ১৫.৩০ এর মধ্যে ত্রিভেনদ্রাম সেন্ট্রাল পৌছে যাবো শালিমার/ হাওড়া উদ্দেশ্যে ।
১০.১১.২৩ এই দিন ও রাত ট্রেনেই থাকবো।
১১.১১.২৩ এই দিন আমরা আমাদের গন্তব্য শালিমার ষ্টেশন পৌঁছে যাবো ১১.৫৫ মিনিটে। ষ্টেশনে নেবে সকলের সাথে দেখা করে চলে যাবো যে যার বাড়ি ।
# # # # # # # # # # # # # # # # # #
ট্যুর অন্তর্ভুক্ত
---------------------
ট্রেন টিকিট (স্লিপার ক্লাস)
থাকা ও খাওয়া
সমস্ত সাইড সিন্
ট্যুর ম্যানেজার
ট্যূর বহিঃভুত
--------------------
ট্রেন ফুড
বোট রাইডস্ ও ওয়াটার এক্টিভিটিস
হাতি রাইডস্
কোনো রকম এন্ট্রি ফি
ট্যুর বহিঃভুত কোনোরকম ফুড
মিনারেল ওয়াটার
# # # # # # # # # # # # # # # # #
জনপ্রতি ₹ -19999/-(ট্রেন টিকিট স্লিপার ক্লাস সহ)
শিশু -(04 থেকে 09 বছর) ₹ -14499/-(ট্রেন টিকিট স্লিপার ক্লাস সহ)
# # # # # # # # # # # # # # # # #