08/01/2024
অভিলাষ
এবারের দোলে শিমুলতলা যাওয়া যাক।
যে যেমন করে পারে যাক।
কেউ প্লেনে যাক,
কেউ গাড়িতে যাক,
কেউ বাইকে যাক,
কেউ সাইকেলে যাক,
কেউ হেঁটে যাক,
কেউ ট্রেনে যাক,
যে যেমন খুশি পারে যাক,
মোদ্দা কথা, যাক। শিমুলতলা যাক।
এবারের দোলে শিমুলতলা যাওয়া যাক।
শিমুলতলা পৌঁছে যে যেমন খুশি থাক।
কেউ অন্যতে থাক,
কেউ বন্যতে থাক,
কেউ সরকারে থাক,
কেউ বিরোধীতে থাক,
কেউ আরামেতে থাক,
কেউ গরমেতে থাক,
যে যার অসুবিধা নিয়ে ভেবে আর
চাপের বিচার করে নিজের মতো থাক।
মোদ্দা কথা, থাক। শিমুলতলাতে থাক।
এবারের দোলে শিমুলতলা যাওয়া যাক।
শিমুলতলায় থাকতে পেলে খাওয়ার কথা ভাব।
যে যার মতো খাক।
কেউ নিরামিষ খাক,
কেউ আমিষ খাক,
কেউ ঘাড় ভেঙে খাক,
কেউ ভাত বেড়ে খাক,
কেউ খুঁটে খাক,
কেউ উষ্টা খাক,
যে যেরকম খুশি সে রকম ভাবে খাক।
মোদ্দা কথা, এবারের দোলে শিমুলতলাতে খাক।
এবারের দোলে শিমুলতলা যাওয়া যাক।
তিনদিনের মাঝে আমরা দেখা করে নেব
লাট্টু পাহাড়ের মাথায় সুয্যি ডোবার সময়
শিমুলতলা রাজবাড়ীর মস্ত সিঁড়িটার পাশে
বাজারের কোন অনামি এক মিষ্টির দোকানে
ট্রেনে ওঠা বা নামার সময় শিমুলতলা ইষ্টিশনে
মোদ্দা কথা, এবারের দোলে দেখা করা যাক।
এবারের দোলে শিমুলতলা যাওয়া যাক।
---