Dr. Ershad Ali

Dr. Ershad Ali Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ershad Ali, Tourist Information Center, Jalpaiguri.

02/07/2024

রূপে ভরা জলঢাকা নদীর প্রাকৃতিক সৌন্দর্য । ডুয়ার্সের এই নদীটির কুলুকুলু ধ্বনি যেনো মনে খানিক হলেও শান্তির ছোঁয়া জোগায়।

30/06/2024
27/06/2024

ডুডুয়া নদীর তীরে গড়ে ওঠা "ঝিলমিল পার্ক", প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া একটি অশ্বক্ষুরাকৃতি জলাভূমি। যারা অক্স বো লেক দেখতে চান কাছে পিঠে, অবশ্যই চলে যান ঝিলমিল পার্কে। গুগল লোকেশন কমেন্ট বক্সে শেয়ার করা আছে দেখে নিন।

22/06/2024

বৈরাতিগুড়ি অশ্বক্ষুরাকৃতি জলাভূমি। ধুপগুড়ির গিলানডি নদীর পাড়ে তৈরি হওয়া এই অক্স-বো লেকটি প্রাকৃতিকদিক থেকে খুবই সুন্দর ও মনোরম।

21/06/2024

📌 Gufapatal
ভারত আর নেপাল সীমান্তে অবস্থিত সুন্দর একটি জায়গা ।
শিলিগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় ৫৭ কিমি থেকে ৫৪ কিমি। ফুল এর বাগানটি এই জায়গাটির সৌন্দর্য কে আরো বাড়িয়ে তোলে।

19/06/2024

খুলে গেল বহু প্রতীক্ষিত 'লাটাগুড়ি ফ্লাইওভার'।

18/06/2024

লিশ নদীর তীরে গড়ে ওঠা এই জায়গাটি আমার ভীষণ পছন্দের। এখানে গেলে দেখতে পাওয়া যায় নানান রকমের শিলা ও খনিজ। প্রাকৃতিক দিক থেকেও অপরূপা এই জায়গাটি।

14/06/2024

আজকের তারিখে জলপাইগুড়ির তিস্তার ভয়াবহ রূপ দেখুন ! মা তিস্তা যেন ফুলে ফেঁপে ওঠেছে বিগত কয়েকদিনের পাহাড় এবং ডুয়ার্সের বৃষ্টিপাতের ফলে।

12/06/2024

ঘিস নদীর পয়েন্ট। 31 নম্বর জাতীয় সড়কের উপর গড়ে ওঠেছে এই পয়েন্টটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নদী, পাহাড়, পাথর ও বালি সমৃদ্ধ জায়গাটি একাকী কাটানোর জন্য ও মনে উল্লাস তৈরির জন্য যথেষ্ট।

11/06/2024

দক্ষিণ হাসখালীতে (গজালডোবা, মালবাজার, জলপাইগুড়ি) দেখতে পেলাম আশ্চর্য এক জলধারার কূপ। কোনো চাপ নেই, কোনো পরিশ্রম নেই, অনবরত জল পড়তেই থাকে। অবিশ্বাস্য এক জলঘটনা, যাকে আর্টেজিয় কুপও বলতে পারেন। তাছাড়া, পাশ্ববর্তী তিস্তানদীর বেডটি এই অঞ্চলটি থেকে সামান্য উঁচুতে থাকার কারণও এর জন্য দায়ী।

10/06/2024

ফুলে ফলে ভরে উঠেছে আমাদের প্রিয় ডুয়ার্স "লাটাগুড়ি'।
রকমারি রং ও সবুজায়নে সেজে উঠেছে জঙ্গল।

বর্ষামুখর মেঘলা দিনে প্রিয় মূর্তি নদীর দর্শন।📆08.06.2k24.           ⏱️4 pm.📌মূর্তি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া।
08/06/2024

বর্ষামুখর মেঘলা দিনে প্রিয় মূর্তি নদীর দর্শন।
📆08.06.2k24. ⏱️4 pm.
📌মূর্তি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া।

06/06/2024

বৃষ্টির পরে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে । লাখ লাখ মানুষ এর প্রিয় স্থান এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি । পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো।

06/06/2024

ব্যাঙ্গালুরুর লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বনসাই পার্কের প্রকান্ড বৃক্ষগুলো কত সুন্দর। ঠিক যেনো হাতে আঁকা ছবি।
Bengalore

05/06/2024

জলঢাকা লাইফ লাইন । অমায়িক প্রাকৃতিক সৌন্দর্যেভরা রামশাই এর কাছে জলঢাকা নদী। সত্যিই ডুয়ার্সে প্রকৃতি যেন তার সৌন্দর্য দুহাত ভরে উজাড় করে দিয়েছে।

03/06/2024

জলঢাকা নদীর বেডে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা "খয়ের গাছ"। ওই অঞ্চলে আনাচে কানাচে এরম প্রচুর খয়ের গাছ চোখে পড়ে।

02/06/2024

রামশাই লাইফ লাইন । জলঢাকা নদীর এই অপরূপ দৃশ্য আগে দেখিনি কোনোদিন। অসম্ভব সুন্দর একটি ভিউ পয়েন্ট। পাশেই মূর্তি ও জলঢাকার মিলিত সঙ্গমস্থল এবং রামশাই ও নাথুয়া ফরেস্ট। দুর্দান্ত একটি প্লেস।

01/06/2024

কবি লালন শাহ বলেছিলেন আট কুঠুরি এবং নয় দরজা, যার মধ্যে কিছু ঝরকা বা রন্ধ্রের মধ্যে দিয়ে কিভাবে শরীরের খাঁচার মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে, সেটা তিনি জানতে পারলে মনবেড়ি দিয়ে আটকে রাখতেন। তিনি আসলে এটা উপলদ্ধি করতে চেয়েছিলেন। একইভাবে আজকাল ছাত্রছাত্রীরা কবে আসবে ক্লাসে আর কবে আসবে না, সেটা আমিও উপলদ্ধি করতে চাই, কিন্তু পারিনা! তাই ডিপার্টমেন্ট এ বসেই মনকে সংযম করতে দু লাইন গাওয়ার চেষ্টা করলাম। আশাকরি সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন।

15/02/2024

শহরের মধ্যেই গ্রামের অনুভূতি চান ? তবে অবশ্যই যান জলপাইগুড়ি শহরের তিস্তার এক নম্বর স্পারের এই বাড়িটিতে।

07/11/2023

গোলকোন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ।
সত্যিই খুব সুন্দর দুর্গ। এখান থেকে হায়দ্রাবাদ শহরকে খুব সুন্দর দেখা যায়।

Address

Jalpaiguri
735101

Telephone

+918967252423

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ershad Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Ershad Ali:

Videos

Share