রূপে ভরা জলঢাকা নদীর প্রাকৃতিক সৌন্দর্য । ডুয়ার্সের এই নদীটির কুলুকুলু ধ্বনি যেনো মনে খানিক হলেও শান্তির ছোঁয়া জোগায়।
#jalpaiguritourism #northbengaltourism #JaldhakaRiver
ডুডুয়া নদীর তীরে গড়ে ওঠা "ঝিলমিল পার্ক", প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া একটি অশ্বক্ষুরাকৃতি জলাভূমি। যারা অক্স বো লেক দেখতে চান কাছে পিঠে, অবশ্যই চলে যান ঝিলমিল পার্কে। গুগল লোকেশন কমেন্ট বক্সে শেয়ার করা আছে দেখে নিন।
#jalpaiguritourism #northbengaltourism #Dhupguri #jhilmilpark #duduyariver
বৈরাতিগুড়ি অশ্বক্ষুরাকৃতি জলাভূমি। ধুপগুড়ির গিলানডি নদীর পাড়ে তৈরি হওয়া এই অক্স-বো লেকটি প্রাকৃতিকদিক থেকে খুবই সুন্দর ও মনোরম।
#northbengaltourism #jalpaiguritourism #Dhupguri #gilandiriver
📌 Gufapatal
ভারত আর নেপাল সীমান্তে অবস্থিত সুন্দর একটি জায়গা ।
শিলিগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় ৫৭ কিমি থেকে ৫৪ কিমি। ফুল এর বাগানটি এই জায়গাটির সৌন্দর্য কে আরো বাড়িয়ে তোলে।
খুলে গেল বহু প্রতীক্ষিত 'লাটাগুড়ি ফ্লাইওভার'।
#jalpaiguritourism #northbengaltourism
লিশ নদীর তীরে গড়ে ওঠা এই জায়গাটি আমার ভীষণ পছন্দের। এখানে গেলে দেখতে পাওয়া যায় নানান রকমের শিলা ও খনিজ। প্রাকৃতিক দিক থেকেও অপরূপা এই জায়গাটি।
#jalpaiguritourism #northbengaltourism
#leeshriver
আজকের তারিখে জলপাইগুড়ির তিস্তার ভয়াবহ রূপ দেখুন ! মা তিস্তা যেন ফুলে ফেঁপে ওঠেছে বিগত কয়েকদিনের পাহাড় এবং ডুয়ার্সের বৃষ্টিপাতের ফলে।
#Tistabarrage #jalpaiguritourism #northbengaltourism #tistariver #Jalpaiguri
ঘিস নদীর পয়েন্ট। 31 নম্বর জাতীয় সড়কের উপর গড়ে ওঠেছে এই পয়েন্টটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নদী, পাহাড়, পাথর ও বালি সমৃদ্ধ জায়গাটি একাকী কাটানোর জন্য ও মনে উল্লাস তৈরির জন্য যথেষ্ট।
#jalpaiguritourism #northbengaltourism
দক্ষিণ হাসখালীতে (গজালডোবা, মালবাজার, জলপাইগুড়ি) দেখতে পেলাম আশ্চর্য এক জলধারার কূপ। কোনো চাপ নেই, কোনো পরিশ্রম নেই, অনবরত জল পড়তেই থাকে। অবিশ্বাস্য এক জলঘটনা, যাকে আর্টেজিয় কুপও বলতে পারেন। তাছাড়া, পাশ্ববর্তী তিস্তানদীর বেডটি এই অঞ্চলটি থেকে সামান্য উঁচুতে থাকার কারণও এর জন্য দায়ী।
#jalpaiguritourism #dooarstourism
ফুলে ফলে ভরে উঠেছে আমাদের প্রিয় ডুয়ার্স "লাটাগুড়ি'।
রকমারি রং ও সবুজায়নে সেজে উঠেছে জঙ্গল।
#northbengaltourism #jalpaiguritourism