স্তব্ধতার গান শুনতে আসুন
কোজাগর
#কোজাগর #kojagarhomestay
হেডফোনে শুনলে ভালো লাগবে
গ্রাম বাংলার রূপ রস গন্ধ উপভোগ করতে আসুন কোজাগর।
আমলাশোল গ্রাম, ঝাড়গ্রাম। ঘাটশিলা রেল স্টেশনের কাছে।
বুকিং করতে/ আরও জানতে ফোন/ হোয়াটসঅ্যাপ করুন: +91 90887 24541
#Kojagarhomestay #Amlashole #Jhargram #nearghatshila
Phone/WhatsApp 9088724541
পাহাড় আর জঙ্গলে ঘেরা কোজাগরের সবচেয়ে কাছের বাজার প্রায় ৮ কিলোমিটার দূরে। তবে সুবিধে এই, যে...
ফোটোগ্রাফি ওয়ার্কশপ চলছে
১৯/০৩/২০২৩
#কোজাগর #kojagar
গেঁয়ো সুর ভেসে বেড়ায়...
কোজাগরে নিত্যদার হাতের "পাতাপোড়া মুরগি" খেয়ে এখনও অবধি বহু লোক ধন্য ধন্য করে গেছেন। আপনি বরং, খাওয়া দাওয়ার শেষে ওর হাত একটু খালি হলে, ওকে বলবেন একটু পাতার বাঁশিটা বাজাতে। দেখবেন, যে রাঁধে, সে কেমন বাঁশিও বাজায়।
দোল পূর্ণিমা, ১৪২৯। কোজাগর।
#কোজাগর #kojagar
ফাগুন হাওয়ায় হাওয়ায়
#kojagar #কোজাগর
090887 24541
কোজাগর ফোটোগ্রাফি ট্যুর ও ওয়ার্কশপ ৩
প্রথম দুটি ফোটো ওয়ার্কশপের অভূতপূর্ব সাফল্যের পর, আগামী ১৮-২০ ফেব্রুয়ারি, ২০২৩ কোজাগরে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের তৃতীয় ফোটোগ্রাফি ট্যুর ও ওয়ার্কশপ। ওয়ার্কশপের মেন্টর আগের দু'বারের মতই, অজস্র আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত ফোটোগ্রাফার, On Broken Trails এর লেখক Sri Sandipan Mukherjee এবং প্রখ্যাত ফোটোগ্রাফার এবং ফোটোগ্রাফির অধ্যাপক, Sri Prithwiraj Pal ।
ওয়ার্কশপের বিষয় - বেসিক ইন্ট্রোডাকশন টু ফোটোগ্রাফি। বিশেষ জোর দেওয়া হবে যে বিষয়গুলির ওপর: পিপল, পোর্ট্রেট, রুরাল লাইফ, ক্যান্ডিড, ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এবং নাইট/অ্যাস্ট্রো ফোটোগ্রাফি।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের শেখার আগ্রহ থাকা বাঞ্ছনীয়, কিন্তু ফোটোগ্রাফির পূর্ব অভিজ্ঞতা বা উন্নতমানের ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয়।
তিনদিন/ দু'রাত ব্যাপী এই ওয়ার্কশপের খরচ: INR 7000/- (Ghatshila to Ghatshila).
এই টাকা
আজ আমলাশোল গ্রামের সবাই একসঙ্গে খেলাম। কোজাগরের বন্ধু-অভিভাবকরাও তাই মাঠে নেমে পড়েছিলেন।
#কোজাগর #kojagar #amlasole #ecotourism