10/07/2021
🌲🌄পাহাড়ের কোলে ইলিশের ঝালে ও ঝোলে🌄🌲
কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথায় ---
ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি
ইলিশ মাছের ডিম ।
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম ।
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি,
রোদ্দুরে রিম্ ঝিম্ ।
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
ইলশে গুঁড়ির নাচ, –
ইলশে গুঁড়ির নাচন্ দেখে
নাচছে ইলিশ মাছ ।
🌦️🌦️🌦️⛈️⛈️⛈️⛅️🌦️🌦️🌦️☁️⛅️☁️⛅️
-- এ কেমন কথা , রিম্ ঝিম্ বর্ষা , হিমেল হাওয়া , মেঘের ছোঁয়া , রোদ্দুরের খুনসুটি একসাথে সবকিছু পাবো কোথায় ? কেন পাহাড়ে, আবার কোথায়..... আর ইলশে গুঁড়ি ? তারও উপায় আছে গো আছে ! ইলিশ যদি পাহাড় যাত্রা করে, আর সাথে যদি বোরোলী থাকে --- তাহলে কেমন হয় বলো তো ?
🏞️🏞️🏞️🏞️🏠🏠🏞️🏞️🏞️⛰️⛰️⛰️🏠🏠🏠
যেমন ভাবা তেমন কাজ , #ইলিশ বোরোলি একসাথে পাহাড়ে, আহা !! কি মজাই না হবে !! যাক বাবা প্ল্যান টা বলি শোনো। চিন্তার কোনো কারণ নেই , এটা তো আমার একার প্ল্যান নয় , তোমরাও তো সাথে থাকবে। পাহাড়ে ইলিশ উৎসব বলে কথা !! এক সাথেই তো যাবো !
🚗🚗🚙🚙🚐🚐☁️☁️🌦️🌦️☔️☔️🌲🌲🌲
এবার শোনো, ২ রাত্রি /৩ দিন Ichhey Gaon তে একসাথে কাটাবো | কোথায় কোথায় যাবো আমরা দেখে নেওয়া যাক ---
🌲🌲🌲🌦️🌦️🌦️🏞️🏞️🏞️🌿☘️🍀🚙🚙🚙
প্রথম দিন : NJP থেকে Icchey Gaon যাবো, পথে আমরা থামবো তিস্তাবাজার ত্রিবেণী ( তিস্তা ও রঙ্গীতের সঙ্গমস্থল) | Icchey Gaon পৌঁছে আমরা লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে নেবো। তার পর যদি ইচ্ছে হয় ট্রেকিং করে যেতে পারি Sillery Gaon দেখতে । সন্ধে বেলা একটু গান বাজনার সাথে হবে ইলিশ বারবিকিউ ও ক্যাম্প ফায়ার। ডিনার করে হোমস্টে তে রাত্রিবাস।
দ্বিতীয় দিন : এই দিন অন্য রকমের মজা করবো । সকালে প্রাতরাশ সেরে চলে যাবো Kalimpong ফাইভ পয়েন্ট ঘুরতে । ডেলো পার্কে / বিদ্যাং এ পিকনিক স্টাইল লাঞ্চ করবো । লাঞ্চ করে Ramdhura, Barmek, Deorali হয়ে হোমস্টে তে ফেরা। সন্ধেবেলা কিন্তু আবার হৈ হুল্লোর গান বাজনা আর চিকেন বারবিকিউ। ডিনার করে হোমস্টে তে রাত্রিবাস।
তৃতীয় দিন : সকালে যাবো Icche Goan এর পাইন ফরেস্ট ঘুরতে। প্রাতরাশ হবে ফরেস্টের মধ্যে একদম পিকনিক স্টাইলেই । ঘরে ফিরে এসে লাঞ্চ করে রওনা দেব NJP এর উদ্দেশ্যে। NJP পৌঁছে ট্রেনের রাতের প্যাকড ডিনার নিয়ে একগুচ্ছ স্মৃতির সাথে বাড়ি ফেরার পালা।
⛅️☁️⛅️☁️⛅️☁️⛅️☁️⛰️⛰️🌲⛰️🌲⛰️🌲
পাহাড় ঘুরবো, দেখবো , মেঘের সাথে লুকোচুরি , বৃষ্টির খুনসুটি , কাঁধের উপর সূর্যের আলোর ছোঁয়া ও কাঞ্চনের হাতছানি ! আর সাথে পেটপুজো। দেখে নি পেটপূজোর আয়োজনটা কিরকম ---
☕️☕️🍜🍜🥤🥤🍽️🍽️🍛🍛🐟🐟🐟🐟🐟
প্রথম দিন :
সকালে : চীজ স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, ফ্রুট জুস, মিষ্টি
দুপুরে : সাদা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাপা ইলিশ, ইলিশ-বেগুনের ঝোল, পাহাড়ি চাটনী ,পাঁপড়, দই
সন্ধেবেলা: ইলিশ বারবিকিউ ও ফ্রায়েড চিকেন, কফি/ চা
রাত্রে : এগ ফ্রাইড রাইস ও চিলি চিকেন, মিষ্টি
দ্বিতীয় দিন :
সকালে: নানপুরী ও চানা মশলা ,কফি/ চা
দুপুরে : সাদা ভাত, রাই শাক, ইলিশ ভর্তা, দই ইলিশ, বোরোলি মাছের ঝাল, খেজুর আমসত্ত্ব চাটনী , মিষ্টি
সন্ধেবেলা : চিকেন/পনীর বারবিকিউ, কফি /চা
রাত্রে : আমিষ খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বোরোলি মাছ কুড়কুড়ে ,ডালের বড়া, বেগুনি, চাটনী
তৃতীয় দিন:
সকালে : এগ স্যান্ডউইচ, কফি
দুপুরে : সাদা ভাত, ডাল, স্যালাড, আলু ঝুড়ি ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের তেল ঝাল
রাত্রে : পোলাউ ও চিকেন কষা, স্যালাড , মিষ্টি (প্যাকড ট্রেনে)
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
প্যাকেজ : 2N / 3D, NJP to NJP
Rs. 5700/Head ( Four Sharing)*
Rs. 5900/Head (Triple Sharing)*
Rs. 6400/Head (Double Sharing)*
🟣🟠🟣🟠🟣🟠🟣🟠🟣🟠🟣🟠🟣🟠🟣
Package includes Car, all foods and stays for all 3 days.
Dates :
30th July - 1st August 2021
13th August - 15th August 2021
28th August - 30th August 2021
10th September - 12th September 2021
17th September - 19th September 2021
24th September - 26th September 2021
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
Special Customised package can be arranged in other dates as per your choice for group.
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
The entire tour will follow all Govt protocols for Covid19.
🔷🟠🔷🟠🔷🟠🔷🟠🔷🟠🔷🟠🔷🟠🔷
আমাদের সাথী হওয়ার জন্য ও বিষদে জানতে যোগাযোগ করুন :
+91 8820003444 / 9831197917
[email protected]
KanchanKanya
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
#দইইলিশ #ইলিশ route
*Terms & Conditions Apply
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏