Jášîm Ťőůř Äñđ Ťåŕvëľš

Jášîm Ťőůř Äñđ Ťåŕvëľš GX9F+VPH,Simulia,Nigan West Bengal
ঠিকানা√
নিগনচটি,শিমুলিয়া বাসস্ট্যান্ড,মঙ্গলকোট,পূব বর্ধমান,713143
(2)

-ট্রেনের ও এরোপ্লেনের টিকিট বুকিং করা হয়।
-Bus,Hotels Booking করা হয়।
-অনলাইনের যাবতীয় কাজ করা হয়।
MOB-7718235960/8101646969।
দূরমুট বাসস্ট্যান্ড ,বনকাপাশি,মঙ্গলকোট,
পূর্ব বর্ধমান 713143
কাটোয়া বর্ধমান মেন রোড।

গরিব পরিবারের একটি ছেলের সাথে একইগ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়!● ছেলেটার বয়স ২১ বছরের মত, আরমেয়েটার বয়স ১৬ বছর!● বিয়ে...
07/10/2021

গরিব পরিবারের একটি ছেলের সাথে একই
গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়!
● ছেলেটার বয়স ২১ বছরের মত, আর
মেয়েটার বয়স ১৬ বছর!
● বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন,
তোমার কি কোন ইচ্ছে আছে?
● মেয়েটা বলল, আমার ইন্জিনিয়ার হওয়ার বড় আশা
ছিল!
এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে ঢাকায়
চলে আসে। মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি
করায়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর ৪ টা
থেকে রাত ৯টা পর্যন্ত পরিশ্রম করে।
মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার খরচ চালায়।
● অনেকদিন হওয়ার পরও তাদের মধ্যে কোন
স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না!
● মেয়েটার বন্ধু বান্ধব প্রশ্ন করে ছেলেটা
কে? মেয়েটা উত্তর দেয়,সে আমার ভাই!
● ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিন
মজুরি করে, কখনো ইট ভাটায় কাজ করে, আবার
কখনো কুলির কাজ করে l এভাবে মেয়েটার
জন্য, নিজের কথা না ভেবে তা তার জন্য টাকা
রোজগার করে মেয়েটাকে ইন্জিনিয়ার
বানানো জন্য!
● হঠাৎ পরীক্ষা চলে আসলো! মেয়েটার ও
ছেলেটার কারও চোখে ঘুম নাই। ছেলেটা
রাত দিন মিলে ২০ ঘন্টা কাজ কর্ম করে। বাকি ৪
ঘন্টা সংসারের সব কাজ রান্না থেকে শুরু করে সব
কাজ করে। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ
হয়ে গেল!
● এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার
ফলাফল মেয়েটা পাশ করলো!
● ভাল জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সা মালিক
হলো। বড় বাড়ি, গাড়ি আর অনেক কিছু হলো
মেয়েটার l বিভিন্ন জায়গায় থেকে
মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ
জানে না, তার বিয়ে হয়ছে কিনা বা তার স্বামী
কে?
● মেয়েটা বড় বাড়ি লাইটিং করে, বড় পার্টি
দিয়েছে। কিন্তু কেউ জানে না কি জন্য এ পার্টির
অয়োজন। সবার একই প্রশ্ন এ কিসের পার্টি। সবাই
মিলে মেয়েটিকে প্রশ্ন করলো এ পার্টি কি
জন্য বলবেন? মেয়েটি বলল ১২ টার সময় সবার
সামনে বলবো কিসের পার্টি!
● ছেলেটা সেই লুঙ্গি গামছা আর ছেড়া একটা জামা
গায়ে বাড়ির এক কোনায় দাড়িয়ে আছে!
● ১২ টা বেজে গেলো, এরপর মেয়েটা
ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা
আছে সেখানে নিয়ে এল!● সেখানে নিয়ে এসে সবাইকে বললেনঃ-
ভদ্র পুরুষ ও মহিলাগন, একে কেউ চিনেন?
যার মাথার গাম পায়ে ফেলে, নিজে খেয়ে না
খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে। তার
জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে।
এই আমার স্বামী যার সাথে বিয়ের পর কোন
আমাদের শারীরিক সম্পর্ক হয় না! তাকে এই
কাপড়ে রেখেছি, যাতে আপনারা তাকে চিনতে
পারেন। এই বাড়ি, গাড়ি, টাকা, তার গায়ের এক ফোটা
ঘামের দামও না!
● আমি তার স্ত্রী, আমার যা কিছু আছে তার ১০০
গুন দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে
কোথাও যাবো না। এটাই স্বামী স্ত্রীর
ভালবাসা।
যাদের গল্প পড়তে ভাল লাগে তারাই ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারেন, আমি তাদেরকে আ

 োষ_তোমারবিয়ের পর যদি ছোট ছোট কারণে তুমি কষ্ট পাও, চোখের জল ফেলো তাহলে সবসময় যে তার জন্য তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামী দ...
19/09/2021

োষ_তোমার

বিয়ের পর যদি ছোট ছোট কারণে তুমি কষ্ট পাও, চোখের জল ফেলো তাহলে সবসময় যে তার জন্য তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামী দায়ী হবে সেটা নয়। এগুলোর জন্য আসলে তুমি নিজেই দায়ী। এই যেমন ধরো,

তুমি যদি ভাবো তোমার বাড়ি তে তুমি যেভাবে থাকতে শ্বশুর বাড়িতেও সেই ভাবেই থাকবে, সবসময় তোমাকে অনেক গুরুত্ব দেওয়া হবে এটা তো তোমারই দোষ।
কেউ তো বলেনি শ্বশুর বাড়ি টা তোমার নিজের বাড়ি ।

তোমার করা ছোট ছোট ভুল গুলো কে যদি বড় করে দেখানো হয় আর তাতে যদি তুমি কষ্ট পাও তার দায় তো অন্য কেউ নেবে না।
তুমি বাড়ির বউ, তোমার ভুল করার কোনো অধিকার নেই সেটা তো তোমাকে বুঝতেই হবে ।

তোমার স্বামীর ভুল গুলো যেভাবে ঢাকা দেওয়া হয়, যদি ভাবো তোমার গুলো সেভাবেই ঢাকা দেওয়া হবে সেটাও তোমার দোষ।
সে তাদের নিজের ছেলে, এটা তোমার মনে রাখা দরকার ।

তোমার ননদ অনেক কাজ করে বলে তোমার শাশুড়ি মা যেমন দুঃখ করেন তুমি যদি ভেবে বসে থাকো তুমি অনেক কাজ করলে, তোমার জন্যেও করবেন সেটাও তোমার দোষ।
তুমি তো আর তাদের নিজের মেয়ে না।

তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে খারাপ কিছু বললেই যদি আশা করো তোমার স্বামী সেটার প্রতিবাদ করবে, সেটাও তোমার দোষ।
কারণ তুমি বাইরের মেয়ে, তোমার জন্যে নিজের বাবা মায়ের কাছে কেনই বা খারাপ হতে যাবে!

তুমি যদি শ্বশুর বাড়িতে আসার সময় বস্তা ভর্তি প্রত্যাশা নিয়ে আসো সেই সব দায় তো তোমার একার। কে বলেছিল এতো প্রত্যাশা রাখতে!

তুমি যদি ভাবো বিয়ে করে এসে নতুন বাড়ি নতুন বাবা মা পাবে, সেটা তোমার সবচেয়ে বড় দোষ।

মা বাবার যে কোনো বিকল্প হয় না আর শ্বশুর বাড়িটা কোনোদিন নিজের বাড়ি হয় না।
সেখানে শুধুই সব মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া 🙂

বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে """""""""""""""""""""""""""""""""বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষে...
18/09/2021

বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে
"""""""""""""""""""""""""""""""""
বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নেমতন্ন দেয়।

দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।

ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।

নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।

মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়,

17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।

60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।

আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।

অতএব আমার ভাই ও বোনেরা বলুন -

মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?

সবকিছুই মাটিতে মিশে যায়।

মানুষের অস্তিত্ব বা কি আছে?

মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।

5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।

এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।

অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।

প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)!

পাশে থাকতে না পারলে মানুষ গুলো কথা দেয় কেন আগলে রাখতে না পারলে ভালোবাসি বলে কেন,,আশ্চর্য হলেও সত্যি মানুষ গুলো সত্যি খুব...
16/09/2021

পাশে থাকতে না পারলে মানুষ গুলো কথা দেয় কেন আগলে রাখতে না পারলে ভালোবাসি বলে কেন,,আশ্চর্য হলেও সত্যি মানুষ গুলো সত্যি খুব করুন ভাবে ছেড়ে চলে যায়,,।

ফিরানোর চেষ্টা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে তাকে ভুলে যাওয়ার চেষ্টায় মত্ত হয় মানুষ গুলো, নিয়ম করে জ্বলে হৃদয় ভেঙ্গে যায় মন,, তবুও মানুষ গুলো ফিরে তাকায় না,,।

এই যে এত শত গল্প লেখা তোমার জন্য চোখের পানি ঝড়ানো কিছু কি চোখে পড়েনি তোমার নাকি তুমি দেখতে চাওনি তুমি কখনো মনের কষ্ট গুলো ছুঁতে চাওনি অনুভব করতে পারোনি যন্ত্রণা গুলো,,।

শুধু নিয়ম করে ছেড়ে চলে যেতে তোমার কোন কষ্ট হয়নি,, সুখে থাকতে তোমার অস্তিত্ব হয়নি,,মন ভেঙে দিতে দ্বিধা হয়নি,, তবে তুমি পেরেছো সুখী হতে তবে আমি কেন পারিনি,,।

#জসিম উদ্দিন

জসিম ট্যুর এন্ড ট্রাভেলস্প্রো:-বাবু দা।Work-1-ট্রেনের টিকিট বুকিং করা হয়/("Indian railway")2-"এরোপ্লেনের টিকিট বুকিং" কর...
08/09/2021

জসিম ট্যুর এন্ড ট্রাভেলস্
প্রো:-বাবু দা।
Work-
1-ট্রেনের টিকিট বুকিং করা হয়/("Indian railway")
2-"এরোপ্লেনের টিকিট বুকিং" করা হয়/("Domestic/International")
3-Bus Ticket বুকিং করা হয়।
4-Hotels Booking করা হয়।
5-টাকা তোলা ও জমা দেওয়া হয়।
6-ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়।
7-L&T Finance দেওয়া হয়।
8-PAN CARD করা হয়।
9-PASSPORT করা হয়।
10-HDFC একাউন্ট্ বানানো হয়।
11-জেরক্স করা হয়।
12-ONLINE ফর্ম ফিলাপ করা হয়।
13-আঁধার কাডের ভুল সংশোধন করা হয়।
14-রিচার্ড করা হয়।
15-অনলাইনের যাবতীয় কাজ করা হয়।
MOB-7718235960/8101646969
নিগন/ইস্কুলরোড,
পূর্ব বর্ধমান 713143

08/09/2021

Address

GX9F+VPH, Simulia, Nigan
Katwa
713143

Alerts

Be the first to know and let us send you an email when Jášîm Ťőůř Äñđ Ťåŕvëľš posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jášîm Ťőůř Äñđ Ťåŕvëľš:

Videos

Share


Other Katwa travel agencies

Show All