24/01/2024
এই বছর(2024 ) জানুয়ারি মাসে Snow☁ Festival☁ করার পর আবারো আমার Summer Vaccation এ হিমাচল Tour আয়োজন করছি সিমলা⛄ কুলু ⛄মানালি🏔 অমৃতসর।
জন প্রতি খরচ - 14,500/-
1বছর -4বছর বাচ্চাদের No Cost গাড়িতে সিট ছারা।
5বছর-7বছর বাচ্চাদের 60% গাড়িতে সিট সমেত।
7+ Child Full Charges
Advance - 3000/- Per
head
ট্যুরে যাওয়ার 15 দিন আগে আরো 5000/- নেওয়া হবে।
বাকি টাকা সিমলা হোটেল এ গিয়ে নেওয়া হবে।🙏🙏🙏
10Night/11 Days🌡
Howrah to Howrah
2Night Shimla🌙
3 Night Manali 🌙
1 Night Amritsar
🏞🏂ভ্রমণ পঞ্জিকা🏞🏂
🌼19th May 2024
- হাওড়া স্টেশন সবাই মিলে একত্রিত হবো। পরিচয় পর্ব মিটিয়ে এ ট্রেন🚂 এ উঠে রওনা বরফে হিমাচল এর উদ্দেশ্যে ।আজকের রাতটা কাটবে ট্রেন এ।
🌼20th May :- আজ সারা দিন এবং রাত কাটবে ট্রেনে।🚂 কু..ঝিক..ঝিক...আর আড্ডা..
💟 21th May -সকালে Chandigarh station এ নেমে আমাদের গাড়ী 🏭 করে সিমলা যাবো।লাঞ্চ সিমলা পৌঁছে। সিমলা পৌঁছে , আজ সম্পূর্ণ অবসর। রাতে খাওয়া দাওয়া করে ঘুম।💒
🌼22th May :- সকালে ব্রেকফাস্ট সেরে রওনা দেবো #কুফ্রি/ - উদ্দেশ্যে। ওখানে সাইডসিন সেরে ফিরে আসবো সিমলা। দুপুরের খাবার খেয়ে সময় অনুসারে দেখে নেবো সিমলার স্থানীয় দর্শনীয় স্থান, যেমন - শিমলা কালী বাড়ি, শিমলা চার্চ, লক্কর বাজার, দ্য রিজ, ইত্যাদি। রাত্রিবাস সিমলায়
💟23th May : - আজ সিমলা হোটেলে চেক-আউট করে, সিমলা কে বিদায় জানিয়ে বেরিয়ে পরবো #মানালির উদ্দেশ্যে। আজ লম্বা জার্নি। লাঞ্চ আজ রাস্তায়। আজ রাত্ যাপন মানালি তে।
💟 24th May - আজ সারাদিন শুধু মানালি শহরটা ঘুরে দেখবো। সকালে জলখাবার খেয়ে দেরি না করে বেরিয়ে পড়বো স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখতে। একে একে দেখে নেবো হাদিম্বা মন্দির, ক্লাব হাউস, মানু টেম্পল, তিব্বেতিয়ান মনস্টারি ইত্যাদি। বিকেল টা কাটবে ম্যাল এ। রাত্রি বাস মানালিতে।
🌼 25th May :- আজ বরফের চাদরে মোরা #মানালি দেখতে দেখতে পৌঁছে যাবো #সোলাং_ভ্যালি । মন জুড়িয়ে যাবে এখানেই । বরফে মোড়া পুরো উপত্যকা।বরফ নিয়ে খেলা তো আছেই, সঙ্গে আগ্রহীরা নিজ খরচ এ করে নিতে পারেন বিভিন্ন রাইড।যেমন #প্যারাগ্লাইডিন/Paragliding🪂, #স্কি/Ski⛷️, #টিউব রাইড/Tube Ride, #স্নো_বাইক/ Snow bike ride, এছাড়াও আছে ইয়াক/ঘোড়া🏇 চাপা ইত্যাদি। নতুন এক অভিজ্ঞতা হবে। এর পর রাস্তা খোলা থাকলে দেখবো ানেল, রাত্রি বাস মানালিতে।🗻
💟 26th May :- আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে মানালি হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়বো Amritsar এর উদ্দেশ্যে রাস্তায় লাঞ্চ সেরে আমরা আমরা দেখে নেবো - wagha boarder, Durgiana Temple দর্শনিয় স্থান। রাত কাটবে Amritsar।
🌼27th May :- আজ সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল ছেরে বেরিয়ে পরবো Amritsar স্বরনামন্দির দর্শন র উদ্দেশ্য ..মন্দির দর্শন র পর আমরা পৌছাবো Amritsar Station এ.. রাত কাটবে ট্রেনে।
💟 28th May - আজ সারা দিন ট্রেনে।
🌼 29th May - সকালে হাওড়া স্টেশনে পৌঁছানো। সেখান থেকে যে যার মতো করে বাড়ির উদ্দেশে রওনা দেবো। সঙ্গে নিয়ে যাবো ফেলে আসা দিনের মধুর স্মৃতি গুলো... ট্যুর সমাপ্তি।🙏🙏🙏🙏🙏🙏🙏
Including ♦
========
Including train ticket (sleeper class).
Delux Hotel Accomodation room family wise🏫.
Sightseeing Tempo Traveler car🚌
Meal- Breakfast,Lunch, Dinner..🍚🍛🍜🍝( First Day - ব্রেকফাস্ট to Last Day Breakfast
Excluding ♦
=========
Train Food🍛
All Entry fees
Any Type of Ride🏂⛷
Last Day Lunch
Personal এক্সপেন্সস
♦️Minaral Water
♦️Extra Food
♦️ Any Local Taxi cost
🎀 আবহাওয়া কারনে বা প্রাকৃতিক কারণ জনিত ট্যুর পরির্বতিত হতে পারে।( তুষার পাত বা ধস্)
🎀 রাজনৈতিক কারণে বা করোনা কারনে ট্যুর পরিবর্তন বা ট্যুর Reshedult হতে পারে।
🎀নিজে থেকে ট্যুর বাতিল করলে Cancelletion charge 50% কাটা হবে।
ট্যুর তারিখের 7 দিন আগে ট্যুর বাতিল করলে Advance Amount NO REFUND.
Booking Contact
call 074398 19941 /8584057990
whatsapp-7439819941
Office 1
90/6 mg road sealdha Collage street kolkata 700007
Office 2
Ichapur