Sandipan Hazra Official

Sandipan Hazra Official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sandipan Hazra Official, Cruise line, haridevpur, KOLKATA.

28/01/2023

কতদিন হয়ে গেল তার সাথে আর দেখা হয় না আর হবেও না আমি জানি আর কোনদিনই তোমার সাথে আর আমার দেখা হবে না বা কথা হবে না জানো তো আমি তারপরও এটাই বলব যে আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি ভীষণের চাইতেও ভীষণ ভালোবাসি‌ যদি কখনো সম্ভব হয় তুমি এইটা দেখে নিও যে আমি অন্য কাউকে নয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি পৃথিবীতে যদি একটা মানুষ একটা মানুষকে প্রচন্ডভাবে ভালবাসে তার তালিকায় আমিও থাকব কারন আমার তোমাকেই প্রয়োজন আর যত মানুষ আসবে যাবে আমি তাদেরকে কখনোই মোতায়েন করবো না আমি শুধু অনলি শুধু তোমাকেই ভালোবাসবো হ্যাঁ অনেক মানুষ এটা বলবে যে ভালোবাসার মানুষ চলে গেলে মানুষ কখনো থেমে থাকে না একটা মানুষের পেছনে আসক্ত হয়ে পড়ে না আমার চোখের সামনে যদি তোমার চাইতেও খুব বেটার এন্ড বেস্ট মানুষ আসে তারপরও আমি এটাই বলব আমি তোমাকে ভালোবাসি কখনো আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে যাবে আমি তোমাকে ভুলে যাবার জন্য ভালোবাসিনি বিশ্বাস কর আমি তোমাকে এখনো ভালবাসি তবে তোমার সঙ্গে আমার কত দিন হয়ে গেল কত রাত পার হয়ে গেল আমার সাথে তোমার কথা হয় না দেখাও হয় না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসাটা বলা হয়ে ওঠে না তুমি তোমার সাথে আমার যোগাযোগ করা রাস্তাটাও বন্ধ কিন্তু বিশ্বাস কর তারপরও আমি তোমাকে ভালোবাসি আমি জানি একদিন তুমি অন্য কারোর হয়ে যাবে অন্য কারোর অলরেডি হয়ে গেছো কিন্তু তারপরও এটা জানার পরও আমি তোমাকে ভালোবাসি কারণ মানুষকে কোনদিন তার ভালোবাসার মানুষকে ভুলতে পারেনা আর আমি তোমাকে কখনোই ভুলবো না তুমি আমার হৃদয়ের সবটুকু জুড়ে ছিলে পৃথিবীতে যদি অন্য মানুষ অন্য মানুষকে ভালোবেসে ভুলে যায় তবে আমি পারবো না আমি তোমাকে কোনদিনই ভুলে যেতে পারবো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কর আমাকে ছেড়ে গেছো তাতে আমার কোন দুঃখ নেই আমার দুঃখ একটাই আমার এত এত ভালবাসা এত এত আবেগ আমি তোমাকে বলে বোঝাতে পারিনি পারবোনা। ।। ভালো থেকো।।

লেখায়:- সন্দীপন হাজরা

ঘৃণার অনলে আমিও চাইলে পোড়াতে পারতাম!বিশ্বাস নিয়ে ছিনিমিনি তো আমিও খেলতে জানি!কিন্তু যাকে এতটা ভালোবাসি,তার বিশ্বাস ভেঙ্গ...
02/10/2022

ঘৃণার অনলে আমিও চাইলে পোড়াতে পারতাম!বিশ্বাস নিয়ে ছিনিমিনি তো আমিও খেলতে জানি!
কিন্তু যাকে এতটা ভালোবাসি,তার বিশ্বাস ভেঙ্গে দেই কি করে?কারো বিশ্বাস ভাঙ্গার মতো এমন কাপুরুষ হয়ে আমি অন্তত জম্মাইনি!

মুখে ভালোবাসি বলে বলে অন্তরে বিষ রেখে,সাপের মতো ফণা আমিও ধরতে জানি!ছোবল আমিও দিতে জানি অনায়াসে!

কিন্তু যার সামান্য কষ্ট দেখেই বুকের মধ্যে ঝড় বয়ে যায়,শরীরে বিষ ঢেলে দিয়ে;তার যন্ত্রণায় ছটফট করার দৃশ্য দেখার মতো দুঃসাহস–বিধাতা আমায় দেননি!

চাইলেই শত নারীতে আসক্ত হতে পারতাম!
ভ্রমরের ন্যায় মধু পান করে অতঃপর তোমায় বলতে পারতাম,"ভালো থেকো"।

কিন্তু এক মানুষে আসক্ত মানুষগুলোই সর্বদায় ঠকে যায়,তাদের ঠকানো হয়!

আমিও তীব্র ঝড়ের বেগে আঘাত হানতে পারতাম তোমার সুখের ঘরে!কিন্তু যাকে নিয়ে মন জমিনে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছি;তার সুখে কেন আমি তুফান ডেকে আনবো?

অভিশাপ দিতে দিতে জীবন বিপন্ন আমিও করে দিতে পারতাম!বিধাতার কাছে সঠিক বিচার চেয়ে চেয়ে, চোখের জল ফেলে আমিও সঠিক ফয়সালা আদায় করতে পারতাম।

কিন্তু যাকে সবসময় গোপন মোনাজাতে রেখেছি,প্রার্থনায় রেখেছি;তাকে অভিসম্পাত দিয়ে, নিজের ক্ষতি আমি নিজেই কি করে ডেকে আনি?

এই অনেক কিছু করার মাঝেও আমি একটা জিনিস কখনোই করতে পারিনি,পারতাম না আর হয়তো কোনোদিনও পারবো না!

সেটা হচ্ছে তোমাকে ভুলতে পারা!তোমার থেকে যোজন যোজন দূরে সরে এলেও,মনের ঘরে বিশাল দেয়াল তুলে দিলেও–এই ঘরে যে কেবল তোমারই বসবাস!

সব না পারার মাঝেও আমি অন্তত তোমায় ভালোবাসতে পেরেছি।পাগলের মতো না হোক,কিন্তু সামান্য ভালোবাসতে পেরেছি!

আর সেই সামান্য ভালোবাসার দিব্যি খেয়ে বলছিঃ
অনেক কিছু আমি চাইলেই পারি কিন্তু তোমার বেলায় আমি নিতান্তই কাপুরষ,ব্যর্থ,অসহায়!তুমি আমার বিশ্বাস ভেঙ্গে দিলেও,আমি তোমার বিশ্বাস সারাজীবন বুকে লালন করে বুঝিয়ে দিবো–
"আমার ভালোবাসা এতটা সস্তা নয়;যে তোমার সামান্য আঘাতে সব নিঃশেষ হয়ে যাবে!"

কবিতাঃশুধু তোমার কাছে বন্দি🥀

লেখায়ঃ Sandipan Hazra

📸 Subham

অতঃপর দু'জনেই আজ যে যার সংসার নিয়ে ব্যস্ত!দু'জনেই কেমন নতুন দুটো মানুষের সাথে দিব্যি সংসার করে যাচ্ছি!তাই না?তোমাকে আজকা...
27/09/2022

অতঃপর দু'জনেই আজ যে যার সংসার নিয়ে ব্যস্ত!
দু'জনেই কেমন নতুন দুটো মানুষের সাথে দিব্যি সংসার করে যাচ্ছি!তাই না?

তোমাকে আজকাল খুব একটা মনে পড়ে না!জানো তো?

সকালে বেরিয়ে পড়ি অফিসের কাজে,আর এদিকে সকালের খাবারটাও ঠিকঠাক খাওয়া হয় না,অফিসের তাড়া থাকে ভীষণ!

এদিকে সকাল পেরিয়ে,দুপুর গড়িয়ে বিকেল এসে যায়,তবুও কেউ জিজ্ঞেস টুকুও করে না;কিছু একটা খেলাম কিনা!সারাদিন না খেয়ে থাকলেও কেউ বলে না,"প্লিজ কিছু খেয়ে নাও,বেলা তো অনেক হলো!"
আর তখনই ফোনের দিকে তাকিয়ে তোমার কথা ভাবিঃ
তুমি যখন ছিলে,অন্তত খাওয়াদাওয়ায় অনিয়ম করতে পারিনি কখনোই!আমার সাথে শত অভিমান করলেও ঠিকই খোঁজ নিতে,"কিছু একটা খেয়েছি কিনা!"

সত্যিই খুব একটা মনে পড়ে না তোমার কথা!

সারাদিনের কর্ম ব্যস্ততা নিয়ে যখন রাতে বাসায় ফিরি,তখন আমার শরীরটা নিস্তেজ হয়ে আসে,গলা শুকিয়ে যায়,বড্ড তৃষ্ণা পায়!

এদিকে বউ পানি এনে দিবে তো দূরের কথা,তাকিয়েও দেখে না আমার দিকে!দিব্যি তার কাজে সে ব্যস্ত থাকে!
ঠিক তখনই তোমার কথা মনে পড়েঃ
তুমি আমার মুখের দিকে তাকিয়ে কত সহজেই না বুঝে যেতে;আমার জল লাগবে।আর তারপর আমি বলার আগেই তুমি গ্লাসে জল নিয়ে হাজির!

বিশ্বাস করো...
আমি মোটেও আফসোস করি না তোমাকে স্ত্রী হিসাবে পাইনি বলে!

রাতে যখন ঘুম আসে না,এপাশ-ওপাশ করতে থাকি;তখন সে গভীর ঘুমে!একটু ডেকে যে বলবো,"আমার মাথায় হাত বুলিয়ে দিবে একটু?" সেটুকুও বলারও সাহস পাই না!সারাদিন সংসারের কত খাটাখাটুনি করে বেচারি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায়!বিবেকে বাঁধে তখন!

তাকে বিরক্ত না করে আমি ঠিক তখন তোমার কথাই ভাবিঃ
সারাদিন কত কাজ করার পরেও তুমি আমার সাথে কথা বলতে সারারাত জেগে থাকতে!আমার ঘুম আসছে না শুনলে তো তুমি সেদিন কতটাই যে ব্যকুল হয়ে থাকতে!ঘুম না আসা অবধি কত আদর,সোহাগ দিতে আমায়!রাগ করে কথা না বললে তুমি কত রাত যে ঘুমাতে না;তার হিসাব অবশ্য আমি রাখিনি!

তোমার কথা মনের ভুলেও আর মনে পড়ে না!জানো তো?গায়ে তীব্র জ্বর নিয়ে বিছানায় পড়ে থাকলেও সে অন্তত জ্বরের তাপমাত্রা দেখার বাহানায় কপালে হাত বুলায় না!মাইগ্রেনের ব্যথায় ছটফট করতে থাকি,সহ্য করতে না পেরে তাকে ডেকে বলি মাথার চুলে একটু হাত বুলিয়ে দিতে!কিন্তু তখনও সে সংসারের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত!আমার মাথায় হাত বুলিয়ে দেয়ার সময় নেই তার!

আর তখন তোমার কথা মনে হয়ে চোখে জল চলে আসে,ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে!
আমি সামান্য একটু অসুস্থ থাকলে তুমি কেমন ছটফট করতে আমার জন্য।কপালে-ঠোঁটে কেমন পাগলের মতো চুমু খেতে কাছে পেয়ে!

তোমার কথা যখন তখন মনে পড়ে না এখন!
তুমি বলতে আমি নাকি খুব রোমান্টিক,একদম তোমার মনের মতো!আমার জন্য তুমি শাড়ি পড়তে,কপালে ছোট্ট কালো টিপ দিতে,হাতে চুড়ি পরতে!আমি তোমাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখে যে কতটুকু শান্তির ঢেঁকুর গিলতাম;তা অবশ্য তোমার থেকে ভালো কেউ জানে না!

আর এদিকে দেখো;তাকে শাড়ি পরতে বললেই বলে, শাড়ি তার পছন্দ নয়,বিরক্ত লাগে!নিজে পছন্দ করে তার জন্য শাড়ি কিনে এনেছিলাম–অথচ আজ অবধি সেই শাড়ি পরে আমার সামনেই আসলো না কখনো!কপালে টিপ তো দূরের কথা,সামান্য একটু সুগন্ধি তেল চুলে মেখে আমার পাশে এসেও বসেনি!ঐ যে বললাম,সংসারের তো আরো অনেক কাজ থাকে!সারাক্ষণ স্বামীর সাথে ফষ্টিনষ্টি করার সময় কি তার আছে?তোমার মতো আইসক্রিম খাওয়ার বায়না ধরার সখ–তার অন্তত নেই!

তোমাকে খুব একটা মনে পড়ে না এখন!জানো তো?
যার সাথে সংসার করছি,সে তো কেবল আমার সংসার নিয়েই ব্যস্ত থাকে!আমাকে নিয়ে ব্যস্ত থাকার তার মোটেও সময় নেই!যদি কখনো সময় দেয়না বলে অভিযোগ করে বসি,তখন যা তা শুনিয়ে দেয়!
হুটহাট অকারণে ঝগড়া বাঁধিয়ে কুরুক্ষেত্র শুরু করে দেয়!অবশ্য আমি নীরব ভূমিকা পালন করি!কিন্তু তারপরেও মা-বাবা তুলে গালমন্দ করে,আর তা নীরবে শুনতে হয় আমাকে!

নীরবে শুনি–সহ্য করি বলে হয়তো আমাকে কাপুরুষ ভাবতেই পারো!ভাবাটাই স্বাভাবিক।

কিন্তু আসলে জানো তো?তোমাকে হারানোর পর থেকে আমি 'বিচ্ছেদ' দেখে যে বড্ড ভয় পাই!হারানোর যন্ত্রণা আমার কাছে অসহ্য মনে হয় তোমাকে হারানোর পর!

আমি বিচ্ছেদ চাই না!আমার যা কিছু হয়ে যাক;আমি চাইনা আমার জীবন থেকে আর কেউ তোমার মতো করে হারিয়ে যাক!আমি তাকে আঁকড়ে থাকতে চাই,শুধুমাত্র তোমাকে ভুলে থাকতে চাই লক্ষ্মীটি!

আমি সুখী হতে চাই না,তোমাকে ছাড়া নিজেকে সুখী ভাবাটা নিতান্তই অসম্ভব!আমি শুধু চাই;ঠিক তোমার মতোই সংসার নিয়ে ব্যস্ত থাকতে!

আর তারপর আমিও আজকাল সংসারী,তাই না?
ভিন্ন একটা মানুষকে নিয়ে সংসার করে যাচ্ছি;ভালোবাসা-যত্ন,সম্মান,বোঝাপড়া এবং আন্তরিকতা ছাড়াই!

লেখায়ঃ Sandipan Hazra 🌼

📸Instagram.

27/09/2022

প্রার্থনা করি সর্বদা ভালো থাকুক!
হারিয়ে যাওয়া খুব
কাছের আপন মানুষগুলো!

03/09/2022

স্বপ্ন গুলা যদি দুজনের হতো
তাহলে ঠিকি পূরন হতো
কিন্তু স্বপ্ন গুলা শুধু আমার ছিল.....

03/09/2022

Address

Haridevpur
Kolkata
700070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandipan Hazra Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies