09/12/2022
#জলের_রাজত্ব_যার_দখলে 🐊🌊🐊🌊🐊🌊🐊🌊
বাংলায় “সুন্দরবন”-এর আক্ষরিক অর্থ “সুন্দর জঙ্গল” বা “সুন্দর বনভূমি”।বিশ্বের একক বৃহতম ম্যানগ্রোভ এই সুন্দরবনে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৩ বর্গ কিলোমিটার। আর সেখানেই রাজত্ব করছে ভয়ঙ্কর এক সরীসৃপ প্রাণী 'কুমির (crocodile)'।সুন্দরবনের যে সব বন্যপ্রাণী ভ্রমনকারীদের মন আকর্ষণ করে, ভ্রমনকে সার্থক ও আরও আনন্দময় করে তোলে তার মধ্যে কুমির উল্লেখযোগ্য ভুমিকা রাখে। কুমির দেখার উপযুক্ত সময় হলো শীতকাল এ সময় রোদ পোয়ানোর জন্য এরা নদীর চর বা খালের পাড়ে উঠে মাটিতে শুয়ে থাকে। ট্রলার, লঞ্চে নদীর ওপর ভাসতে ভাসতে চোখে পরে যাবে এই চারপেয়ে সরীসৃপদের। চলতে চলতে হঠাৎ দেখতে পাবেন একটা বা একাধিক কুমির নদীর পাড়ের চরে বিশ্রাম নিচ্ছে।তবে হাকা হাকি, লঞ্চ ও ট্রলার এর বিকট শব্দে ক্ষনিকের জন্য প্রকৃতি নির্জনতা হারায় আর কুমিরের তন্ময় ভাবকে আঘাত করা মাত্র সে লাফ দিয়ে নদীর অতলে হারিয়ে যায়। এ বিরল দৃশ্য উপভোগ করা সৌভাগ্যের বিষয়। আর এই সৌন্দর্য উপভোগ করতে এবারের শীতে আসতেই হবে সুন্দরবন ভ্রমণে।