Nonamati Tour & Travels

Nonamati Tour & Travels We are experienced tour operators. Specialists for Sundarban off beat destination.

 #জলের_রাজত্ব_যার_দখলে 🐊🌊🐊🌊🐊🌊🐊🌊বাংলায় “সুন্দরবন”-এর আক্ষরিক অর্থ “সুন্দর জঙ্গল” বা “সুন্দর বনভূমি”।বিশ্বের একক বৃহতম ম্...
09/12/2022

#জলের_রাজত্ব_যার_দখলে 🐊🌊🐊🌊🐊🌊🐊🌊
বাংলায় “সুন্দরবন”-এর আক্ষরিক অর্থ “সুন্দর জঙ্গল” বা “সুন্দর বনভূমি”।বিশ্বের একক বৃহতম ম্যানগ্রোভ এই সুন্দরবনে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৩ বর্গ কিলোমিটার। আর সেখানেই রাজত্ব করছে ভয়ঙ্কর এক সরীসৃপ প্রাণী 'কুমির (crocodile)'।সুন্দরবনের যে সব বন্যপ্রাণী ভ্রমনকারীদের মন আকর্ষণ করে, ভ্রমনকে সার্থক ও আরও আনন্দময় করে তোলে তার মধ্যে কুমির উল্লেখযোগ্য ভুমিকা রাখে। কুমির দেখার উপযুক্ত সময় হলো শীতকাল এ সময় রোদ পোয়ানোর জন্য এরা নদীর চর বা খালের পাড়ে উঠে মাটিতে শুয়ে থাকে। ট্রলার, লঞ্চে নদীর ওপর ভাসতে ভাসতে চোখে পরে যাবে এই চারপেয়ে সরীসৃপদের। চলতে চলতে হঠাৎ দেখতে পাবেন একটা বা একাধিক কুমির নদীর পাড়ের চরে বিশ্রাম নিচ্ছে।তবে হাকা হাকি, লঞ্চ ও ট্রলার এর বিকট শব্দে ক্ষনিকের জন্য প্রকৃতি নির্জনতা হারায় আর কুমিরের তন্ময় ভাবকে আঘাত করা মাত্র সে লাফ দিয়ে নদীর অতলে হারিয়ে যায়। এ বিরল দৃশ্য উপভোগ করা সৌভাগ্যের বিষয়। আর এই সৌন্দর্য উপভোগ করতে এবারের শীতে আসতেই হবে সুন্দরবন ভ্রমণে।

 #এবার_মিলতে_পারে_বাঘের_দেখা🌳🐅🌳🐅🌳🐅সুন্দরবনে গিয়ে বাঘ মামার দেখা পাওয়া নাকি রীতিমতো সৌভাগ্যের বিষয়!!!!তবে সেই সুযোগ পেতে...
04/12/2022

#এবার_মিলতে_পারে_বাঘের_দেখা🌳🐅🌳🐅🌳🐅
সুন্দরবনে গিয়ে বাঘ মামার দেখা পাওয়া নাকি রীতিমতো সৌভাগ্যের বিষয়!!!!
তবে সেই সুযোগ পেতে চলেছেন এবারের সুন্দরবন ভ্রমণ পর্যটকেরা।দক্ষিণ 24 পরগনা জেলা বন দফতরের খবর অনুযায়ী সুন্দরবনে ক্রমশ বারছে বাঘের সংখ্যা। তাই এবার আর শুধু বাঘের পায়ের ছাপ দেখেই সন্তুষ্ট নয় একেবারে বাঘের দর্শন পেতে পারেন সুন্দরবনে।

 #বনের_যা_কিছু_সুন্দর_তা_নিয়েই_সুন্দরবনভারত, তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের পাখি-বৈচিত্র্যের কথা যতই ব...
03/12/2022

#বনের_যা_কিছু_সুন্দর_তা_নিয়েই_সুন্দরবন
ভারত, তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের পাখি-বৈচিত্র্যের কথা যতই বলা যাক তা কম বলা হয়। এই বিশাল সুন্দরবন সারা বছর মুখরিত হয় বিচিত্র ধরনের রং-বেরঙের পাখিদের কলকাকলিতে। লেখাপড়া করে বা ছবি দেখে সুন্দরবনের পাখি বৈচিত্র্যের রূপ কিছুই টের পাওয়া যায় না। পাখিদের জগত্‍ যে কতটা সুন্দর তা দেখতে হলে আসতেই হবে সুন্দরবনে।
আশ্চর্যের বিষয় যে উত্তর পশ্চিমের রুক্ষ রাজ্যগুলিতে যে পাখি দেখা যায়, সেই সব পাখি দেখা যায় সুন্দরবনেও৷ আর সময় বুঝে সুন্দরবনে গেলে পেরিগ্রিন ফাল্কনেট বা শাহিন বাজও দেখতে পাওয়া যায়৷ আবার দেখা মেলে দৈত্য বক, সাইবেরিয়ান থ্রাশ এর মতো পাখিরও।
এছাড়া দেখা যায় ধরবক, ছোটো কোচবক থেকে শুরু করে কাদাখোঁচা, বাজকা, টিয়ার ঝাঁক, বাজগৌরি, বাবুই, সাদা ঈগল, মদনটাক এর মতো বড় পাখি৷ছোট পাখির তালিকাও বেশ বড়৷ বনে ঢোকার আগেই, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে-হাঁটতে চোখে পড়ে যাবে মৌটুসি, টুনটুনি, দুর্গাটুনটুনি, চশমাপাখি, ফটিকজল, মুনিয়া, হরিয়াল, দোয়েল৷ পাখি দেখার জন্য সুন্দরবন যাওয়ার ভালো সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি।এই সময় দেখা যায় দূরদূরান্ত থেকে উড়ে আসা পরিযায়ী পাখির দল আবার শীত ফুরালেই তারা চলে যায়। তবে খুশির খবর এই যে বছর তিনেক হল দেখা যাচ্ছে, পাখিরা শীত ফুরোলেও আর ফিরে যাচ্ছে না। সুন্দরবনের মায়ায় বিদেশি পাখিদের বুঝি মন টিকে যাচ্ছে।
তাই এই মায়াবী বনে মানুষের মনও টিকে যেতে বাধ্য।

 #মৌয়াল_বা_মৌলিসুন্দরবনের আশেপাশে লক্ষাধিক মানুষের বাস আর তাদের জীবিকার একমাত্র উৎস এই সুন্দরবন। এর কিছু অংশ বন থেকে মধ...
02/12/2022

#মৌয়াল_বা_মৌলি
সুন্দরবনের আশেপাশে লক্ষাধিক মানুষের বাস আর তাদের জীবিকার একমাত্র উৎস এই সুন্দরবন। এর কিছু অংশ বন থেকে মধু সংগ্রহ করে থাকে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের মৌয়াল বা মৌলি বলে।
মৌয়ালরা জীবন ধারণের তাগিদে গভীর অরন্যে মধু সংগ্রহ করতে যায়। মধু সংগ্রহের মরসুমে তারা বেশ কিছু নিয়ম মেনে চলে তার মধ্যে বনদেবীর পূজো অন্যতম। ব্যাঘ্র পৃষ্ঠে বিরাজমান দেবী 'বনবিবি'র আশীর্বাদ নিয়ে প্রবেশ করে গভীর জঙ্গলে, কিন্ত সুন্দরবন বাইরে থেকে সুন্দর বটে কিন্ত ভিতরে আরো ভয়ঙ্কর সুন্দর।
'জলে কুমির আর ডাঙায় বাঘ' এই প্রবাদটিও হয়ত এ ক্ষেত্রেই প্রযোজ্য।
জঙ্গলে ঢোকার সময় মৌয়ালরা তাদের মাথার পিছনে মানুষের মুখের আকৃতির একটা মুখোশ পরে থাকে, তাদের মতে এতে বাঘ পিছন দিক থেকে আক্রমণ করতে এলে বাঘের ধারনা হবে মানুষটি তার দিকেই তাকিয়ে আছে, ফলে তারা আত্মরক্ষার একটু সুযোগ মাত্র পায়। প্রতিবছর প্রায় ৮০ জন মৌয়াল মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে প্রাণ হারায়, তবুও বনবিবির ভরসাতেই জঙ্গলের ভেতরে গিয়ে মধু-সংগ্রহের কাজটি করে যাচ্ছে সুন্দরবনের মৌয়ালেরা।

 #সুন্দরবনের_এপারবাংলা_ওপারবাংলাবিভক্ত দুই বাংলার নিয়ে মোট ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন, যার ৬,০১৭ বর্...
01/12/2022

#সুন্দরবনের_এপারবাংলা_ওপারবাংলা

বিভক্ত দুই বাংলার নিয়ে মোট ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন, যার ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ (৩৮%) রয়েছে ভারতের মধ্যে।

সুন্দরবনবঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। বঙ্গোপসাগরের ...
30/11/2022

সুন্দরবন
বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। বঙ্গোপসাগরের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।

Address

Tollygunje
Kolkata
700070

Telephone

+919775116939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nonamati Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nonamati Tour & Travels:

Share

Category

Nearby travel agencies