MountainGypsy

MountainGypsy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MountainGypsy, Eco tour agency, KOLKATA.

The big show of Mountain Gypsy. The land of heaven Ladakh. Ladakh Road trip with Kashmir...... Lifetime journey..... Get...
04/01/2025

The big show of Mountain Gypsy.
The land of heaven Ladakh.
Ladakh Road trip with Kashmir......
Lifetime journey.....
Get ready for the block buster......
(June/July 2025) . ......
আমার চোখে কাশ্মীর লাদাখ ভারতবর্ষ তথা পৃথিবীর এক শ্রেষ্ঠ জায়গা। একে নিজের চোখে দেখা এবং উপলব্ধি করা মানে ঈশ্বরকে সাক্ষাৎ করা এই শ্রেষ্ঠ অভিযানের সঙ্গী কারা কারা হতে চাও জানাও অনেক আগে থেকেই জানাতে হবে কারণ এই ভ্রমণ এই অভিযান একটা লাইফ টাইম এচিভমেন্ট. ..

Get ready for heaven of earth, it's Ladakh. Mountain gypsy, June -July 2025.ছবি সমস্ত ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে।কারা ...
03/01/2025

Get ready for heaven of earth, it's Ladakh. Mountain gypsy, June -July 2025.
ছবি সমস্ত ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে।
কারা কারা যাবে জানিও....

March 2025Mountain Gypsy North Sikkim road trip.... যারা যারা যাবে জানাও.....
20/12/2024

March 2025
Mountain Gypsy
North Sikkim road trip....
যারা যারা যাবে জানাও.....

In April we will go to the Land of Rhododendrons.... Mountain Gypsy..... April, 2025.....
20/12/2024

In April we will go to the Land of Rhododendrons....
Mountain Gypsy.....
April, 2025.....

February 2025,Dzukuo valley trek, mountain gypsy...... Jara jara jabe janao
20/12/2024

February 2025,Dzukuo valley trek, mountain gypsy......
Jara jara jabe janao

Mountain gypsy 38th trip completed successfully.....  Gorkhey samanden srikhola trek.... (5-10december, 2024).
11/12/2024

Mountain gypsy 38th trip completed successfully..... Gorkhey samanden srikhola trek.... (5-10december, 2024).

Mountain Gypsy completed its 34th trip, Dzukuo valley Nagaland.
13/09/2024

Mountain Gypsy completed its 34th trip, Dzukuo valley Nagaland.

Mountain gypsy successfully completed 33rd trip in valley of flowers national park and Hemkund Sahib.
29/07/2024

Mountain gypsy successfully completed 33rd trip in valley of flowers national park and Hemkund Sahib.

Mountain gypsy 33rd trip done successfully in valley of flowers national park,Uttarakhand......
28/07/2024

Mountain gypsy 33rd trip done successfully in valley of flowers national park,Uttarakhand......

মাউন্টেন জিপসি আবার বাঘের দেশে অক্টোবর মাসে শুধুমাত্র বিনোদন নয় বন্যপ্রাণ সংরক্ষণ ,জীব বৈচিত্র্য, জঙ্গলের  রুপরেখা ,এইস...
12/06/2024

মাউন্টেন জিপসি আবার বাঘের দেশে অক্টোবর মাসে শুধুমাত্র বিনোদন নয় বন্যপ্রাণ সংরক্ষণ ,জীব বৈচিত্র্য, জঙ্গলের রুপরেখা ,এইসব নিয়ে চলবে আমাদের মাউন্টেন জিপসের ৬ নম্বর হার্ডকোর ওয়াল লাইফ tour....
Tadoba National park.
২৫ শে জুনের পর থেকে বুকিং নেওয়া শুরু হবে।

বর্ষার সময় নাগাল্যান্ড অপূর্ব রূপ ধারণ করে তখন ঝরে ঝরে পড়ে তার রূপ সৌন্দর্য এবং মোহিনীময় বাতাবরণ । উত্তর-পূর্ব ভারতের...
06/06/2024

বর্ষার সময় নাগাল্যান্ড অপূর্ব রূপ ধারণ করে তখন ঝরে ঝরে পড়ে তার রূপ সৌন্দর্য এবং মোহিনীময় বাতাবরণ । উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড আর মিজোরাম এই দুই ছোট্ট রাজ্য যেন প্রকৃতির বুকে একটা লুকানো গুপ্তধন। নাগাল্যান্ডে আমি যখন প্রথম যাই গ্রাম গুলো ঘুরি, তখন আমার পাগলের মতো ভালো লাগে। প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা সংস্কৃতি আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা আদিবাসী, আমি প্রেমে পড়ে যাই।
আর প্রেমে পড়ে যাই জুকু ভ্যালির কি অপূর্ব সুন্দর এরকম সবুজ ভৌগোলিক গঠন ,পাহাড়ি উপত্যকার গায়ে এরকম অসাধারণ মন মাতানো পরিবেশ ।এক অজানা ভালোবাসা সৃষ্টি করেছে ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশের রাজ্যগুলিতে,যেন নিজে মহিমায় অপূর্ব। আর বর্ষায় ভিজে ভিজে জুকু ভ্যালির রূপ যে দেখেছে সেই জানে তার অপূর্ব সৌন্দর্যময় রূপ ...মাউন্টেন জিপসি তাই আবার বর্ষায় চলেছে জুকু ভ্যালির পথে

সেপ্টেম্বর মাসের বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমরা পথ হাঁটবো সবুজ মায়াময় উপত্যকা জুড়ে সেখানে শুধু প্রকৃতি ছাড়া আর কেউ নেই আপনি হারিয়ে যাবেন নিস্তব্ধতায় ।
মাউন্টেন জিপসি ,সেপ্টেম্বর ২০২৪,জুকু ভ্যালি ট্রেক, নাগাল্যান্ড ।
কে কে যাবে জানাও, দ্রুত আসন ভর্তি হচ্ছে।

পান্নার টাইগার রিজার্ভে আমাদের স্বপ্নের মত কাটছে। কাল রাতে অসাধারন নাইট সাফারির পর আজকের সারাদিনের দুটো সাফারিতে পান্নার...
15/05/2024

পান্নার টাইগার রিজার্ভে আমাদের স্বপ্নের মত কাটছে। কাল রাতে অসাধারন নাইট সাফারির পর আজকের সারাদিনের দুটো সাফারিতে পান্নার বন্যজীবন আমাদের জীবনের সাথে মিশে গেছিল ।কেন নদীর ধারে সন্তানসম্ভবা বাঘিনীর স্নান কিংবা গাছের ডালে লেপার্ডের ঘুম অথবা গোধূলির শেষ আলোয় রাজপুত্রের আগমন আর সাথে নিষ্পাপ সম্বর, নীল গাই, চিতল হরিণের ,অজস্র আনাগোনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এলো পান্না ব্যাঘ্র প্রকল্পের অসাধারণ ভু প্রাকৃতিক সৌন্দর্য। কেন নদীর নীল জল মিশে গেছিল বিন্ধ পর্বতের পাদদেশে এত সুন্দর ভূ প্রকৃতি আর সাথে এত অসাধারণ সাইটিং মন আর হৃদয় ভরে গেল ।পান্না আমাদের হীরের জ্যোতির মতো বৈচিত্র দুহাত ভরে দিয়েছে ।
অসাধারণ ছবি আমরা তুলেছি তার কয়েকটা এখানে সবার সাথে শেয়ার করে নিলাম ছবিগুলো শুধুমাত্র দেখার জন্য দিয়েছি নেওয়ার জন্য নয়। বাকি সমস্ত ছবি পরবর্তী লেখার বইয়ে যাবে এইটা মাউন্টেন জিপসির৩২ নম্বর ট্রিপ এবং ৪ নম্বর হার্ডকোর ওয়াল্ড লাইভ ট্রিপ।

মাউন্টেন জিপসির সাথে গেলে আপনি পাহাড় জঙ্গলকে হৃদয়স্থ করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন ,শুধুমাত্র বিনোদনের জন্য কোন ট্রেকিং বা ওয়াইল্ড লাইফ ট্যুর মাউন্টেন জিপসি করায় না

Mountain gypsy  দারুন ভাবে শেষ করল তাদের 31 নম্বর ট্রিপ.... আর এগারো নম্বর ট্রিপ ডুয়ার্স জয়ন্তী লেপচাখা এর পথে....
05/05/2024

Mountain gypsy দারুন ভাবে শেষ করল তাদের 31 নম্বর ট্রিপ....
আর এগারো নম্বর ট্রিপ ডুয়ার্স জয়ন্তী লেপচাখা এর পথে....

অসাধারণ ভাবে মাউন্টেন জিপসি শেষ করল তার ৩০ নম্বর ট্রিপ  ,অপূর্ব অভিজ্ঞতা  অসাধারণ ফুলের বর্ণে মন ভরে গেল.. The land of R...
16/04/2024

অসাধারণ ভাবে মাউন্টেন জিপসি শেষ করল তার ৩০ নম্বর ট্রিপ ,অপূর্ব অভিজ্ঞতা অসাধারণ ফুলের বর্ণে মন ভরে গেল.. The land of Rhododendron......

ভরা বর্ষায় সবচেয়ে সুন্দর লাগে উত্তর-পূর্ব ভারত আর উত্তর-পূর্ব ভারতে অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়া, মেঘ আর কুয়াশার দেশ ...
27/03/2024

ভরা বর্ষায় সবচেয়ে সুন্দর লাগে উত্তর-পূর্ব ভারত আর উত্তর-পূর্ব ভারতে অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়া, মেঘ আর কুয়াশার দেশ ঝরনার আলিঙ্গনে ভেসে যায় এপার ওপার। কেউ বলে মেঘের দেশ কেউ বলে গুহার দেশ কেউ বলে ঝরনার দেশ ।
সেই মেঘ বৃষ্টির দেশ মেঘালয়া তে আবার পাড়ি দিতে চলেছে মাউন্টেন জিপসি ,অগাস্ট ২০২৪ ,সাথে আছে অসাধারণ কিছু এডভেঞ্চার মিশ্রিত মনসুন হাইকিং তাই যারা যারা যেতে চাও তাড়াতাড়ি জানাও আর মাত্র চারটি সিট বাকি আছে।

আজ বইমেলায় কাটলো আমার জীবনের এক শ্রেষ্ঠ মুহূর্ত যখন পাশে দাঁড়িয়ে বললাম স্যার উনি কাঁধে হাত দিয়ে বললেন স্যার নয় দাদা...
26/01/2024

আজ বইমেলায় কাটলো আমার জীবনের এক শ্রেষ্ঠ মুহূর্ত যখন পাশে দাঁড়িয়ে বললাম স্যার উনি কাঁধে হাত দিয়ে বললেন স্যার নয় দাদা বলো আমরা দুজনেই তো পাহাড়ে হাটি মন দিয়ে শুনছিলেন আমার আফ্রিকার কথা আমার মিশর ভ্রমণের কথা আমার পাহাড় জঙ্গলের কথা কথা বলব কি কথা বলতে গিয়ে একটু যেন তোতলা ছিলাম সামনে দাঁড়িয়ে আছে আমার মত ভীষণ পাহাড় প্রেমী মানুষদের কাছে একজন ভীষণ ভীষণ ভীষণ অনুপ্রেরণামূলক মানুষ। সত্যরূপ সিদ্ধান্ত ২০১২ থেকে ২০১৯ সাল এই সাত বছরের মধ্যে প্রতিটা মহাদেশের সবথেকে উঁচু পাহাড় ও সবথেকে উঁচু আগ্নেয়গিরি আরোহন করে বিশ্ব রেকর্ড করেন প্রথম ভারতীয় হিসেবে লিমকা বুক অফ রেকর্ডস আর পৃথিবীর মধ্যে কনিষ্ঠতম আরোহনকারী হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর পাতায় নাম ওঠে ২০২৩ এ ভারতের সবথেকে দ্রুততম সামিট আফ্রিকার কেনিয়াতে মাউন্ট নেলিয়ন এবং কাশ্মীরের ব্রম্মা ১।

একই ফ্রেমে এ বছরে আমার প্রকাশিত দুটি বই সত্যরূপ দা হাতে নিয়ে আর আমি সত্যরূপ সিদ্ধান্তের আরেকটা বই হাতে নিয়ে । স্বপ্নের মত মুহূর্তটা কেটে গেছিল । অসাধারণ সব মানুষদের সাথে দেখা হল ,প্রচুর গল্প, প্রচুর আড্ডা কিন্তু এই মুহূর্তটা চিরকাল আমার মনে অবিস্মরণীয় একটা স্মৃতি হয়ে থেকে যাবে।

রাজস্থান আমার কাছে চিরদিনের খুব প্রিয় জায়গা। চারবার রাজস্থানে গিয়ে পুরো রাজস্থানকে চষে খেয়েছি রাজস্থানের বন্যজীবন থে...
25/01/2024

রাজস্থান আমার কাছে চিরদিনের খুব প্রিয় জায়গা। চারবার রাজস্থানে গিয়ে পুরো রাজস্থানকে চষে খেয়েছি রাজস্থানের বন্যজীবন থেকে শুরু করে রাজস্থানের ভূপ্রকৃতি রাজস্থানের রাজপুতদের ইতিহাস তাদের শিরদাঁড়া সোজা করে থাকার লড়াই আর সবচেয়ে অভূতপূর্ব অবিস্মরণীয় রাজস্থানের স্থাপত্য যা মাথা ঘুরিয়ে দেয় তারপরতো পরতে পরতে লুকিয়ে আছে অসাধারণ সব ইতিহাস ।গিয়ে গিয়ে, ঘুরে ঘুরে ,স্থানীয় মানুষদের থেকে আমি জেনেছি সমস্ত ইতিহাস যতটা পেরেছি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তার সাথে আছে অনেক অনেক ছবি। একখণ্ড রাজস্থানকে তুলে নিয়ে এসেছি সবার জন্য। আগামী কাল থাকছি বইমেলাতে। যারা আসবে সবার সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে পাহাড় থেকে মরু শহরে।

উত্তরবঙ্গের ডায়েরি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উত্তরবঙ্গের দার্জিলিং অথবা কালিম্পং যেদিকেই যাই না কেন গাড়িটা য...
25/01/2024

উত্তরবঙ্গের ডায়েরি
মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি

উত্তরবঙ্গের দার্জিলিং অথবা কালিম্পং যেদিকেই যাই না কেন গাড়িটা যখন চলতে শুরু করে তখন মনে একটা ছোট্ট আশা থাকে যে হঠাৎ করে একটা সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা ছুটবে। দুধারে শাল ,সেগুন, খয়েরের জঙ্গল ।আর তার একটু বাদে একটা বড় করে হোডিং বোর্ড আসবে তাতে লেখা থাকবে মহানন্দা wild life স্যাংচুয়ারি ।
সুকনার জঙ্গলটা পার হলেই এই জঙ্গল শুরু হয়ে যায়। আমি বার তিনেক নিয়ে গেছি। আর প্রতিবারই মোহিত হয়েছি মহানন্দা জঙ্গলের অপূর্ব সৌন্দর্যে ।কিন্তু খুব কম মানুষ মহানন্দা অভয়ারণ্যকে এখনো পর্যন্ত এক্সপ্লোর করেছে ।তাই উত্তরবঙ্গের ডায়েরিতে আজকে মহানন্দা অভয়ারণ্যের কথা একটু বলি।

হিমালয়ের পাদদেশে পূব দিকে তিস্তা এবং পশ্চিমে মহানন্দা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত মহানন্দার এই মিষ্টি অভয়ারণ্য। এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেকগুলো অভয়ারণ্যের মধ্যে অন্যতম। এর প্রধান বিশেষত্ব এটাই যে এটা প্রায় ১৬০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্যের বিভিন্ন এলাকায় তার বিভিন্ন রকম উচ্চতার বৈচিত্র্য । বিভিন্ন রকমের হয়ে থাকে উচ্চতা দক্ষিনে সুকনার জঙ্গলের উচ্চতা ২০০ ফুট আবার উত্তরে লাটপাঞ্চার যেখানে খুব ভালো পাখিদের দেখা যায় সেটার উচ্চতা প্রায় ৪ হাজার ৫০০ ফুট ।

উচ্চতার তারতম্যের জন্য বন্যজীবনের এত বৈচিত্র মহানন্দার জঙ্গলকে এক অন্য উচ্চতায় বা এক অন্য মাত্রায় নিয়ে গেছে। মহানন্দার জঙ্গল অভয়ারণ্য তকমা পায় 1958 সালে প্রধানত বাঘ ,হাতি এবং বাইসন তথা ইন্ডিয়ান গৌর সংরক্ষণের জন্য ।
মূলত ছোট ছোট বনভূমি দিয়ে তৈরি এর অভয়ারণ্য। কালিঝোরা লাটপাঞ্চার ,গুলমা ,তড়িবারি ,সেবক সুকনা ,সাতমাইল ,লাটলং এই ধরনের ছোট্ট ছোট্ট জঙ্গল দিয়ে এই বিশাল মহানন্দা জঙ্গল ।
প্রত্যেকটাই উত্তরবঙ্গের এক একটা সুন্দর সুন্দর পর্যটন হিসেবে স্বীকৃত ।
মহানন্দার জঙ্গলে অনেক আগে হাতি চালানোর বা এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা ছিল। কিন্তু এই অভয়ারণ্যের মধ্য দিয়ে জংলি হাতি যাতায়াত করত তাই জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুনকি হাতের সাথে জংলি হাতির লড়াইয়ে পর্যটকরা ভীষণভাবে নাজেহাল হত এছাড়াও এলিফ্যান্ট সাফারিতে অনেক রকম সমস্যা দেখা দেয়, বিশেষত যে প্রশিক্ষণপ্রাপ্ত হাতিদের দিয়ে কাজ করানো হয় তারা সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মাহুত বা যারা চালায় তারা ঠিকমতো সেই হাতিদের সাথে ব্যবহার করে না ভীষণভাবে তাদের উপর অত্যাচার করে । একটা সত্যি কথা এটাই মানুষ তার নিজের বিনোদনের জন্য প্রকৃতির সন্তান বা অরন্যের নিরীহ প্রাণী গুলোকে অত্যাচার করবে এই জিনিসটা বা এই ধারনাটা অতি ভয়ানক তাই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অরণ্য বিভাগের এই জঘন্য প্রথাটি খুব দ্রুত উঠিয়ে দেওয়া উচিত। মানুষের বিনোদনের জন্য অরণ্যের নিরীহ প্রাণীদের অত্যাচার করা বা এবং শারীরিকভাবে নিগ্রহ করা কোনটাই কাম্য নয় এই ব্যাপারে অরণ্য বিভাগ কঠিন সিদ্ধান্তে উপনীত হোক সেটাই কাম্য ।

এই বিশাল অভয়ারণ্যের জৈব বৈচিত্র্য দেখলে বেশ অবাক হতে হয় এই অভয়ারণ্যে প্রায় ৩৪০ প্রজাতির উদ্ভিদ লক্ষ্য করা গেছে যার মধ্যে খয়ের ,শিশু, লালি, শিমুল ,জারুল ,গামার ,সেগুন, সাল এবং প্রচুর পরিমাণে অর্কিডের দেখা পাওয়া যায়। প্রায় ৩৬ টি ভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এখানে পাওয়া যায় তার মধ্যে হিমালয়ান ব্লাক বিয়ার, লেপার্ড ,মাউন্টেন গোট, গোল্ডেন ক্যাট ,সম্বর ,চিতল হরিণ , বার্কিং ডিয়ার, ইন্ডিয়ান লেঙ্গুর, হিমালয়ান কাঠবিড়ালি ,পিপীলিকাভুক মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ড লক্ষ্য করা গেছে।

মহানন্দা জঙ্গলের লাটপাংচার বলে একটি অংশ আছে যেটি পক্ষী প্রেমীদের কাছে একটা স্বর্গ বলা যেতে পারে দেশ ও পৃথিবীর নানান প্রান্ত থেকে আসে এবং পাখির ছবি তোলে বিলুপ্তপ্রায় অনেক পাখিদের দের এখানে লক্ষ্য করা যায় Babbler, Wagtail, Egret, Roller, Robin, Hornbill, Oriole, Himalayan monal blood pheasant নানান ধরনের পাখি দেখা যায়।
এই বিশাল জঙ্গলের মধ্যে যারা ঘুরতে যায় এবং বন্যপ্রাণীদের দেখতে যায় তাদের জন্য প্রায় পাঁচটি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে।

লালটং ওয়াচ টাওয়ার -এটা তিস্তা নদীর লাল টং গ্রামে অবস্থিত এই ওয়াচ টাওয়ারটি তৈরি হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মূলত বন্যপ্রাণী বিশেষ করে বুনো হাতির চলাচল এবং বুনো হাতি র করিডরের মধ্যে তে যাওয়ার নজর রাখতেই এই ওয়াচ টাওয়ার তৈরি হয়েছিল ।

মহানন্দা ওয়াচ টাওয়ার- এই ওয়াচ টাওয়ার টি মহানন্দা নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। মহানন্দার জঙ্গলের একটা মূল সমস্যা হল চোরা শিকারি অর্থাৎ পোচার্স এরা অবৈধভাবে সাল সেগুন শিশু এই সমস্ত গাছ কেটে নিয়ে চলে যায় তাই এই সমস্ত চোরা শিকারিদের হাত থেকে বন্যপ্রাণী এবং এবং বিশাল বিশাল গাছদের বাঁচাতে ফরেস্ট ডিপার্টমেন্ট এই ওয়াচ টাওয়ার তৈরি করেছিল ।

তড়িবারি ওয়াচ টাওয়ার -এটা গুল্মা নদীর ধারে অবস্থিত যারা পাখি ভালোবাসে তাদের জন্য আদর্শ ওয়াচ টাওয়ার। এখানে বসে খুব ভালো পাখি পর্যবেক্ষণ করা যায় ।

গুলমা ওয়াচ টাওয়ার- পরিত্যক্ত গুল্মা রেলস্টেশনে একটি পুরানো রেলের কেবিন কে ওয়াচ টাওয়ারে পরিণত করা হয়েছে ।এটিও গুলমা নদীর ধারে এখানে বসে খুব ভালো করে হরিণ সম্বর বাইসন লক্ষ্য করা যায়।

গোলাঘাট ওয়াচ টাওয়ার -মহানন্দা নদী থেকে অনেকটা দূরে সুকনা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে গোলাঘাটে অবস্থিত। এখান থেকেও খুব ভালো বন্যপ্রাণীদের দেখা যায় ভাগ্য ভালো থাকলে বাইসনের দলও দেখা যেতে পারে যখন নদীতে যখন জল খেতে আসে ।এছাড়াও জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অনেক পাখির দেখা মেলে এই ওয়াজ টাওয়ারে বসে।

তাহলে আর দেরী কেন ব্যাকপ্যাক করে নিন চলুন বেড়িয়ে পড়ি , এইবারের গন্তব্য মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ।🥰🥰🥰🥰

Address

Kolkata
700011

Website

Alerts

Be the first to know and let us send you an email when MountainGypsy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share