08/09/2023
Mountain gypsy এইবার ডুয়ার্সের পথে ,যারা যারা যাবে জানাও ......
মোহিনীময় ডুয়ার্স❤️❤️❤️❤️
হোমাগ্নি ঘোষ....... উত্তরবঙ্গ বলতেই চোখের সামনে আমার ভেসে ওঠে সবুজ জঙ্গল, মাঝে বয়ে যাওয়া তিরতিরে পাহাড়ি নদী, হাজার পাখির মিষ্টি কলতান, এক পশলা বৃষ্টিতে বুনো মাটির সোঁদা গন্ধ, চাবাগানের মাতাল সুবাস, অরণ্যের দিনরাত্রির মাঝে ঘর ছাড়ার পিছুটানে বাধে আমায় ভালোবাসার ডুয়ার্স.... ডুয়ার্স হল বাংলা বা স্বদেশী দুয়ার শব্দের বহুবচন, হিমালয় পর্বতমালার মধ্যে দিয়ে এইরকম অনেক পথ বা দুয়ার উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পথে আসাম ভুটানের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে আছে, সম্মিলিত ভাবে এই অঞ্চলের নাম ডুয়ার্স.... এই ডুয়ার্সের মধ্যে সবচেয়ে রহস্যময় জীববৈচিত্রময় জঙ্গল বক্সা, এই বক্সা শব্দটির আবার অনেক ইতিহাস আছে শোনা যায় এই অঞ্চল ভুটানের রাজার থেকে বকশিস হিসেবে প্রাপ্ত, কেউ কেউ বলে এখানে আগত বণিকদের ঘোড়াদের পরিচর্যা করার সময় বণিকরা এখানকার স্থানীয়দের বকশিস দিতেন সেই বকশিস অপভ্ৰংশ হয়ে বক্সার উৎপত্তি...... ডুয়ার্সকে আমি বলি hidden treasure, ডুয়ার্সকে ভালোবেসে বুকের মনিকোঠায় আগলে রাখার দায়িত্ব আমাদের সবার, কি নেই বলুনতো? ডুয়ার্স তরাই অঞ্চলেই আছে সিঙ্গালিলা, নেওড়াভ্যালি (দার্জিলিং জেলা ), গরুমারা, মহানন্দা, সেঞ্চল,জোড়পোখরি, জলদাপাড়া, চাপড়ামারি, লাটাগুড়ি, বক্সাজয়ন্তী, রায়গঞ্জ পক্ষীনিবাস আর সাথে অসংখ্য উদ্ভিদ, প্রাণী তথা অণুজীবের সমাহার, শুধু কি তাই অরণ্যের সন্তান হিসেবে অরণ্যকে রক্ষা করে আসছে টোটো, মেচ, রাজবংশী, রাভা, রাই, দ্রুকপা, ওরাও, নেপালী, ভুটিয়া, গারো, সাঁওতাল বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, তাদের আলাদা আলাদা ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ভালোবাসার ডুয়ার্সকে আরো সমৃদ্ধশালী করেছে.... বিভিন্ন ঐক্যের মাঝে সবচে বড় সংঘবদ্ধ শক্তির মিলিত রূপ এদের জঙ্গলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা.... আমিও একজন অরণ্য পাহাড়প্রেমী আমার অধিকাংশ সময় কেটে যায় পাহাড় জঙ্গলের বুকে, আসুন আজ আমরাও শপথ নি আমাদের ভালোবাসার অরণ্যকে আর কিছুতেই শেষ হয়ে যেতে দেবনা, ভালোবাসা শ্রদ্ধা আর পরম মমতায় বাঁচিয়ে রাখবো পাহাড় জঙ্গল ও তার জীববৈচিত্রকে কারণ ঈশ্বর বলে যদি এই বিশ্বব্রম্মান্ডে কেউ অবস্থান করে তা হল প্রকৃতি........ ডুয়ার্সের বুক চিরে মাকড়সার জালের মতো বয়ে গেছে বহু পাহাড়ি স্রোতস্বীনি নদী... মনে আছে একবার চাঁদনী রাতে পাহাড়ি নদীর বুকে সারা শরীর ডুবিয়ে শুনেছিলাম দূরে জঙ্গলের বুক থেকে ভেসে আসা ময়ূরের কেকা, জোস্না রাতের সেই অসাধারণ অভিজ্ঞতা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, সারারাত জোস্নায় ভিজে আমরা চারবন্ধু জয়ন্তী নদীর পাড়ে মুক্ত আকাশের নিচে জয়ন্তীর বুকে শুয়েছিলাম... এক আদিম নেশা মিশানো সেই রাত ছিল আমার জীবনের এক শ্রেষ্ট রাত, আসুন আজ আমাদের সাথে পরিচয় হোক তেমনি কিছু সুন্দরী নদীর যারা ডুয়ার্সকে সৌন্দর্য্যের আলাদা মাত্রা দিয়েছে ☺️মেচি, বালাসন, মহানন্দা, তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, মূর্তি, ডায়না, কমলাই, কালজানী, গদাধর, হলং, দুধুয়া, বাংরি, তিথি, বালা, জয়ন্তী আর তার সাথে অসংখ্য ছোট ছোট ঝোরা আর উপনদী..... ভারতের বহু অরণ্য আমি ঘুরেছি তবু আমার চোখে সর্বশ্রেষ্ট ডুয়ার্স কারণ ভালোবাসার ডুয়ার্স তার মোহিনীময় রূপের টানে বারবার ঘর ছাড়ার হাতছানি দেয়..... জয়ন্তী বক্সার বেশ কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম.....
(Nov 2023)..... Mountain Gypsy
Contact soon ....