17/01/2025
মাত্র চারজনের সিট খালি আছে , পরিষেবা ও কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন।
সুন্দরবনের প্রকৃতিকে উপভোগ করতে,
রোমাঞ্চকর নদীর সরুখাঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাবো তারই রাজকীয় দর্শনের প্রহর গুনতে গুনতে ।
ভোজ স্বরূপ থাকছে মাছে ভাতে বাঙালির বিভিন্ন স্বাদের রকমারি মাছের বিচিত্র পদ ।
বিনোদনের জন্য থাকছে আদিবাসী ঝুমুর নৃত্যে/বাউল গান/ক্যামফায়ার বিশেষ আয়োজন।
২ রাত্রি ও ৩ দিনের এই প্যাকেজের যাবতীয় বিবরণ নিম্নে দেওয়া হলো। 👇❤️❤️
❤️❤️SUNDARBAN MILES TO GO INDIA TOUR & TRAVELS❤️❤️
OFFICE: Birati bara finga dakshin para p.o+p.s-nimta, Kolkata -700049
📧📧 : [email protected]
Web: https://milestogoindia.com/
Our page 👇
https://www.facebook.com/Miles-to-Go-India-103685134464476/
📱 6290977285/9874671239
🐅🐅🦌🦌🐓🐓🐊🐊🐖🐖🐒🐒🦜🦜🐅
🟩 আমাদের পরিষেবা সমূহ :
👉 10 year + Experience
👉 luxury boat and hotel
👉 Govt guide with govt permission
👉 Delicious Bengali food
👉AC / non-AC room
👉 Bengali folk songs / jhumur dance program
👉 Mineral water
👉 better management
👉 satisfied service
🐅🐅🦜🦜🐒🐒🐖🐖🐊🐊🐓🐓🦌🦌🐅
❇️❇️ TOUR PROGRAM :
✅ Day 1 :
➡️ সোনাখালি /গদখালী থেকে বোর্ড এ উঠে রত্তনা দেবো গোসাবা - দেখে নেবো ঐতিহাসিক "বেকন বাঙলো " বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙলো " হ্যামিল্টন সাহেবের বাংলো " পাখির জঙ্গল,পুনরায় বোর্ড এ ফিরে এসে চলে যাবো পাখিরালয় রাত্রি যাপনের উদ্দেশ্য ।
✅ Day 2 :
➡️ সকালে ফ্রেস হয়ে বোর্ড এ উঠে সর্বপ্রথম চলে যাবো " সজনে খালি (W. T) এরপর আবার পুনরায় বোড এ ফিরে আসবো ৷ পরপর বিভিন্ন খাঁড়ি- যেমন পীরখালি , গাজীখালি, সুধন্য খালি, দেউল ভারানি , দোবাকি ,এই রকম বিভিন্ন ছোটো ছোটো খাঁড়ির মধ্যে দিয়ে উপভোগ করব সুন্দরবনের রোমাঞকর পরিবেশ। দেখে নেব ডোবাকি " ওয়াচ টওয়ার " ও সাথে থাকবে হাফ কিলোমিটার walk way. ফেরার পথে দেখব 5 নদীর সংযোগ স্থল অথবা পঞ্চমুখানি হয়ে তারপর আমরা ফিরবো পাখিরালয় রাত্রি যাপনের জন্য |
✅Day 3 :
➡️ সকালে বোড এ এসে রওনা ঝড় খালি , লোকনাথ মন্দির, জঙ্গল সাইড সিইং | Back to সোনাখালি |
নদীর পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা সাইটসিন আগে পরে হতে পারে।
🐅🐅🦌🦌🐓🐓🐊🐊🐖🐖🐒🐒
✳️✳️ MENU CHART :
😋 Day 1 :
➡️ Morning : welcome drink, লুচি আলুরদম , ডিম সিদ্ধ , মিষ্টি, চা/ কফি
➡️ Lunch: ভাত, মুড়ি ঘন্ট, ডাল , বেগুনি, সবজি, সরষে পবদা , চিংড়ি মালাই , চাটনি, পাঁপড়, মিষ্টি,৷
➡️ After lunch: ফল
evening:চিকেনপকোড়া //ভেজ পকোড়া, চা / কফি ৷
➡️ Dinner: সাদা ভাত,/রুটি ,ভাজা ,ডাল, মটন কষা, স্যালাড '
😋😋 Day 2 :
➡️ Morning: বোড টি , বিস্কুট, লুচি/ কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল , মিষ্টি |
➡️ Snacks (11-11.30am): লোটে মাছের চপ ফ্রাই ।
➡️ Lunch : ভাত/, ডাল, ভাজা, সবজি, দই কাতলা কাঁকড়া , চাঁটনি , পাঁপড়
➡️ Evening : চাউমিন
➡️ Dinner : ফ্রায়েড রাইস,/রুটি, চিলি চিকেন, স্যালাড ,
😋😋😋 Day 3 :
➡️ Morning : বেড টি , বিস্কুট ,
লুচি অথবা নানপুরি , চানা মসলা, মিষ্টি, চা
11.30 কুচো চিংড়ি পকোড়া
➡️ Lunch : ভাত , ভাজা, ডাল, সবজি,ভেটকি পাতুরি ,দই কাতলা ,চাটনি , পাঁপড়,মিষ্টি,
💚💛💛
🌐 BOOKING FOR 🌐
October # November # December , January,
❤️: 2 SHARING ROOM =
❤️ : 3 SHARING ROOM =
❤️: 4 SHARING ROOM =
⛵⛵ আমরা যাচ্ছি .....
👉🏻 January 27.28.29 (2025)
🟩🟩 এছাড়া ৩৬৫ দিন যখন ই চাইবে মন চলুন আমাদের সাথে " সুন্দরবন "
Pickup and drop location: - * Kolkata to Kolkata ( extra charges for car )
* Canning to canning
** We arrange : ✅family tour, ✅ corporate tour , ✅school tour , ✅office tour , ✅group tour , ✅photography tour , are available 365 day's ,
** Please carry your ID proof Xerox copy during the tour,
🙏 Please call for more information.🙏
💚❤️💛. THANK YOU .💚❤️💛