Sweet Happy Journey

Sweet Happy Journey A Companion of YOUR passion for Travelling.
(2)

"দূরাদয়শ্চক্রনিভস্য তন্বী তমালতালীবনরাজিনীলাআভাতি বেলা লবণাম্বুরার্শেদ্ধারানিবদ্ধেব কলঙ্করেখা।।"লঙ্কা বিজয় সেরে পুষ্পক র...
20/04/2024

"দূরাদয়শ্চক্রনিভস্য তন্বী তমালতালীবনরাজিনীলা
আভাতি বেলা লবণাম্বুরার্শেদ্ধারানিবদ্ধেব কলঙ্করেখা।।"

লঙ্কা বিজয় সেরে পুষ্পক রথে ভারতবর্ষে প্রবেশরত রামচন্দ্রের চোখ দিয়ে কালিদাসের এই মানস দর্শন। অরণ্যবেষ্টিত সেই বেলাভূমির রূপের ডালি আজও অমলিন, শুধু একবার সামনে গিয়ে দাঁড়ানোর অপেক্ষা - তার সৌন্দর্য্যের হাতছানিতে মন যে মুগ্ধ হবেই তা হলফ করে বলা যায়।

কিন্তু প্রশ্ন হল আজ আমরা কথা বলছি কোন জায়গা নিয়ে? ঠিক ধরেছেন! আজকে আমাদের আলোচ‍্য গন্তব‍্য "ঈশ্বরের নিজের দেশ" কেরালা।

পশ্চিমে আরব সাগর আর পূর্বে পশ্চিমঘাট পর্বতমালার বেষ্টনী "চিরসবুজ" রাজ্য কেরালাকে অনিন্দ্য সুন্দর করে তুলেছে। প্রায় ৪৪টি নদী-জাল বেষ্টিত কেরালা রাজ্যটি বহুমূখী ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যে মোড়া। সুউচ্চ পর্বতশৃঙ্গ, গভীর উপত্যকা থেকে শুরু করে ব্যাকওয়াটার ও সুবিস্তৃত তটভূমি নিয়ে কেরালা রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের সীমা নেই। প্রকৃতপক্ষে 'কেরা’ এবং ‘আলআম’ এই দুটি শব্দ নিয়েই হয়েছে 'কেরালা’। 'কেরা' শব্দের অর্থ নারকেল এবং 'আলআম' অর্থ স্থান। অর্থাৎ 'কেরালা' শব্দটির অর্থ দাঁড়ায় 'নারকেলের স্থান'।

কেরালার প্রধান দর্শনীয় জায়গা গুলির মধ্যে রয়েছে কোচিন, মুন্নার, কুমিল্লি (থেক্কেডি), আলেপ্পি, ত্রিভান্দ্রাম ইত্যাদি।

কোচিঃ শুরুটা করা যাক কোচিন বা কোচি দিয়েই। আরব সাগরের রানি কোচিকে আইল্যান্ড সিটিও বলা হয়। ভারতে নোনা জলের দ্বিতীয় বৃহত্তম হ্রদ ভেম্বানাদের ওপর অসংখ্য দ্বীপ নিয়ে তৈরি হয়েছে কোচি। কোচি শহর স্থলপথে অর্থাৎ বাস বা গাড়িতে করে ঘোরাই যায়। তবে আমি বলবো, জলপথে মানে বোটে করে ঘুরলেই অনেক বেশী উপভোগ করবেন। এর্নাকুলাম, যা কিনা কোচি রেল স্টেশনের পোশাকী নাম, সে নামেই কোচির বোট জেটি। তো এর্নাকুলাম বোট জেটি বা ফ্লাই ওভার পেরিয়ে মেরিন ড্রাইভ জেটি থেকে বোটে উঠে পড়তে হবে একেবারে সক্কাল বেলাতেই (জলখাবার সেরে)। কারন বেলা যত বাড়বে, রোদের তেজও তত বাড়বে। এমনিতেই কেরালা দক্ষিন ভারতের অন্যান্য জায়গার মতোই গ্রীষ্মপ্রধান। শীত প্রায় পড়েনা বললেই চলে। তাই কেরালা ভ্রমনের প্রকৃত সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী। যাইহোক, বোটে উঠেই আপার ডেকে জায়গা খুঁজুন। তাতে সাইট-সিয়িং যেমন ভালো উপভোগ করা যাবে, পাশাপাশি ছবি তোলাও সুবিধাজনক হবে। বোট মূলতঃ দাঁড়াবে ফোর্ট কোচি আর মাতানচেরি তে। বোট থেকে বলগাটি আইল্যান্ড, ভাইপিন আইল্যান্ড, উইলিংডন আইল্যান্ড (পুরোপুরি ম্যান মেড আইল্যান্ড এটি) এসব দেখা যাবে। এরপর একে একে মূল সাইট-সিয়িং শুরু। রোদ চশমা, টুপি ও সানস্ক্রিন লোশন অবশ্যই রাখতে হবে।

#ডাচ_প্যালেসঃ মাতানচেরিতে নেমে প্রথম ঘোরা হবে ডাচ প্যালেস। পনেরোশ শতাব্দীতে কোচিনে পর্তুগিজদের ব্যাপক প্রভাব ছিল। মাতানচেরির এই প্যালেস বর্তমানে জাদুঘর হিসাবে রাখা হয়েছে। এখানে দেখে নিন ভারতবর্ষে পর্তুগিজদের প্রভাব-প্রতিপত্তির নিদর্শন গুলি। টিকিট কেটে উঠে পড়ুন প্যালেসের দোতলায়। ভুল করেও ক্যামেরা বের করতে যাবেন না। ঘোরাঘুরি করবেন ভালো কথা, একটু কেনাকাটাও হতে পারে। প্যালেস থেকে বেরিয়ে দেখুন বাইরেই অ্যান্টিক সব জিনিশপত্রের দোকান, সাথে পাবেন হস্তশিল্প। কেনাকাটা করুন আর না করুন, দামাদামি করুন। এখানে এটাই আনন্দ। খুব অল্পদামের ছোট কিছু কিনলেও খুশী হবে ওরা।

#জিউ_টাউনঃ ভারতীয় বাণিজ্য প্রসারে জিউজ বা ইহুদীদের ভূমিকা ছিল অনন্য। পরবর্তীতে ইহুদীরা ভারত ছেড়ে ইসরায়েলে চলে গেলেও এখনো দেখা মিলবে হাতে গোনা গোটা ১০/১২ জন ইহুদী বৃদ্ধার। কথা বললে বুঝতে পারবেন সংখ্যায় অতি নগণ্য হলেও দেশভক্তিতে ওরা কতটা এগিয়ে। জিউ টাউনের রাস্তায় রয়েছে সব চেয়ে বড় হস্তশিল্প ও অ্যান্টিক সপ্ গুলো। পুরো কোচিনের সব চেয়ে বড় স্পাইস সপ্ বা মশলার দোকান গুলোও ছোট এই জিউ টাউন এরিয়ায়। বর্তমানে জিউ টাউনে অবশিষ্ট থাকা সবচেয়ে বড় আকর্ষন 'পরদেশী সিনাগগ্'। ১৫৫৫ সালে শেষ হওয়া ভারতীয় ইহুদীদের সবচেয়ে পুরানো ধর্মীয় উপাসনালয়।

#সান্তাক্রুজ_ক্যাথিড্রাল_বাসিলিকাঃ সিনাগগ্ থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরের পথ সান্তাক্রুজ ক্যাথিড্রাল। ফোর্ট কোচি এরিয়ার মধ্যে হওয়ায় টুরিষ্টদের আগমন একটু বেশিই। চার্চের সব চেয়ে আকর্শনীয় জিনিস এর ভেতরের ও বাইরের আর্কিটেকচারাল ডিজাইন। বেলা ১১টার পরে টুরিষ্টদের জন্য উন্মুক্ত। চাইলেই ক্যামেরা নিয়ে ঢুকতে পারেন। ঘোরাঘুরি শেষ করতে হবে প্রার্থনা শুরু হবার পূর্বেই। প্রার্থনায় শরিক হবার ইচ্ছে থাকলে নিশ্চুপ বসে পড়ুন। যে ধর্মেরই হোন না কেন, বেশ একটা 'হোলি' ভাব পাবেন। উৎসুকরা চাইলে ঘুরে আসতে পারেন পাশেই তিরুমালা আশ্রমে।
যাক, এই হোলি হোলি ভাব কাটিয়ে উঠতে চেখে নিন স্পাইসি কোন স্ট্রিট্ ফুড্ আইটেম। যেহেতু লিমিটেড টাইম, তাই এগুলো ঘুরে দেখতে কোন ভাবেই বেলা বারোটা বা সাড়ে বারোটার বেশি লাগাবেন না। প্রথম দিন বিকেলে নিজেদের মতো ঘুরে নিতে পারেন লুলু হাইপার মল বা মেরিন ড্রাইভ ওয়াকওয়ে।

মুন্নারঃ পরবর্তী গন্তব্য মুন্নার। কোচি হোটেলে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়তে হবে। সাধারণত ৪/৪.৫ ঘন্টা লাগে।

হয়তো মুন্নারের জন্যই কেরালাকে God’s Own Country বা 'ঈশ্বরের নিজের দেশ' বলা হয়। সৃষ্টিকর্তা প্রকৃতির সব অপরূপ সৌন্দর্য যেন মুন্নারে ঢেলে দিয়েছেন। যে ভাষাতেই মুন্নারের সৌন্দর্য বর্ননা করিনা কেন, তা কম মনে হবে। মুথিরাপুঝা, নাল্লাথান্নি এবং কুন্ডলা - এই তিন নদীর সঙ্গমস্থলে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত মুন্নার শহরটি ছিল তদানীন্তন দক্ষিণ ভারতের ব্রিটিশ শাসকদের গ্রীষ্মকালীন ঘাঁটি।

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা বাগান, ঔপনিবেশিকদের সব বাংলো, ছোট ছোট নদী, জলপ্রপাত এবং শীতল আবহাওয়া, এই সবই এ অঞ্চলের বৈশিষ্ট্য। এছাড়াও ট্রেকিং ও মাউন্টেন হাইকিংয়ের জন্য এটি একটি উপযুক্ত স্থান।
মুন্নার ঠান্ডার জায়গা। এখানে দুদিন থাকা।

মুন্নারে যে জিনিসটি আগে দেখবেন তা হল টি মিউজিয়াম। শহরের অদূরেই আড়াই কিমি দুরত্বে মুন্নারের সবচেয়ে বড় এই টি মিউজিয়ামটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত। আশপাশের সব ধরনের চা পাতা এখানে প্রক্রিয়াজাত করা হয়। পুরো মিউজিয়াম ও ফ্যাক্টরি ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, ছবিও তুলতে পারেন। এর জন্য এক্সট্রা পে করতে হবে। ভিডিও করা নিষেধ। যদিও ডিএসএলআরের কল্যানে অনেকেই তা করছে। তবে ধরা পড়লে ডিলিট্ করতে হবে।

দ্বিতীয় দিন সকালে বেরিয়ে আমরা প্রথমে যাবো মাট্টুপেডি ড্যাম। ভাবছেন ড্যামের কি দেখবেন? দেখবেন তো ড্যাম লেক, তাও আবার স্পিড্ বোটে। অনিন্দ্য সুন্দর এই লেক শহরের কোলাহলে অভ্যস্থ কান দুটিকে একটু স্বস্তি এনে দেবে। পাঁচ ছয়জন মিলে বোট ভাড়া করে ঘুরে আসুন লেকের এমাথা থেকে ওমাথা অবধি। পাঁচশো টাকায় আধঘণ্টা চড়তে পারবেন।

মাট্টুপেডি ড্যাম থেকে আরও এগিয়ে ইকো পয়েন্ট। এখানেও বোটিং-এর ব্যবস্থা আছে। লেকের এপ্রান্ত থেকে চেঁচিয়ে কিছু বললে তা ইকো হয়ে ফেরত আসবে।

আরও কিছুটা এগিয়ে টপ ষ্টেশন। মুন্নারের সব চেয়ে আকর্শনীয় এই সাইটটি শহর থেকে প্রায় ৩৫ কিমি দূরে তামিলনাড়ু বর্ডারের দিকে। এলিফ্যান্ট ট্রেনিং সেন্টার থেকে এদিকে আসার রাস্তা রয়েছে। টপ্ স্টেশন পাহাড়ের এমন এক জায়গা, যেখানে আপনি চাইলেই মেঘ ধরতে পারবেন। এখানে দেখা মিলবে নিলা কুরিঞ্জি ফুলগাছের, যা প্রতি বারো বছরে মাত্র একবার ফোটে। যদিও সেই ২০৩০ সালে আবার নিলা কুরিঞ্জির দেখা পাওয়া যাবে। তখন বিদেশী পর্যটকরা মুন্নারে ভিড় করবে নিলা কুরিঞ্জির নিল গালিচায় মোড়া মুন্নারের অপরূপ সৌন্দর্য্য চেটে পুটে নেবার জন্য।

কেনাকাটা: মুন্নারের হোম মেড চকোলেট আর চা অবশ্যই কিনবেন।

কুমিলি/থেক্কেডিঃ
থেক্কেডি শব্দটি শুনলেই যেন হাতির পাল, অসংখ্য পাহাড়ের সারি এবং সুগন্ধে ভরপুর মশলার বাগানের ছবি চোখের সামনে এসে হাজির হয়। থেক্কেডির পেরিয়ার বনাঞ্চলে রয়েছে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এক অভয়ারণ্য। সমুদ্রতল থেকে হাজার তিনেক ফুট উচ্চতায় অবস্থিত এই অভয়ারণ্যের প্রধান বাসিন্দা হাতি। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, গাউর, সম্ভর, বাইসন এবং আরও অনেক প্রজাতির প্রাণী। পেরিয়ার লেকে বোটে করে ঘণ্টা দুয়েকের সাফারিতে সৌভাগ্য হলে নজরে পড়তে পারে অভয়ারণ্যের প্রাণীকুল।
থেক্কেডি-কুমিলি অঞ্চল মশলার স্বর্গরাজ্য। চা-কফি ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মশলাবাগান।

এখানেও দু রাত থাকবো আমরা। থেক্কেডি থেকে অবশ্যই ঘণ্টা খানেকের এই প্ল্যান্টেশন ট্যুর করানো হবে। আর সন্ধ‍্যেয় উপভোগ করতে পারেন কথাকলী ডান্স ও মার্শাল আর্ট প্রোগ্রাম।

আলেপ্পিঃ
ব্যাক-ওয়াটার বা খাঁড়ির শহর আলেপ্পি বা আলাপুঝা 'প্রাচ্যের ভেনিস' হিসেবে পরিচিত।

কুমিলি থেকে বেরিয়ে নেডিমুডি বলে একটা জায়গা থেকে আমরা উঠে পড়বো বোটে/লঞ্চে। শুরু হবে আলেপ্পি পর্যন্ত ৪/৫ ঘন্টার ব‍্যাক ওয়াটার ক্রুজ। সে এক অসাধারণ এক অভিজ্ঞতা।

আলেপ্পি পৌঁছে বিকেলে দেখে নিতে পারেন আলেপ্পি সমুদ্র সৈকত। এখানে রয়েছে লাইট হাউস, ১৮৬২ সালের তৈরি। প্রতি সোম থেকে শুক্রবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পর্যটকরা লাইটহাউসের ভেতরে যেতে পারেন।

তিরুবনন্তপুরমঃ
পরের গন্তব‍্য রাজধানী তিরুবনন্তপুরম। এখানে এক রাত থাকবো আমরা।

সকালে হোটেল চেক আউট করে দেখতে যাবো পদ্মনাভস্বামী মন্দির। তিরুবনন্তপুরম স্টেশনের কাছেই পদ্মনাভস্বামী মন্দিরটি অবস্থিত। ভারতের সবচেয়ে ধণী মন্দির। দ্রাবিড় শৈলীতে তৈরি এই মন্দিরে অধিষ্ঠিত দেবতা বিষ্ণু। মহিলাদের শাড়ি এবং পুরুষদের ধূতি অবশ্য পরিধেয়।

এরপর যাবো কোভালাম বীচ। তিরুবনন্তপুরম থেকে মাত্র ১৬ কিমি দূরত্বে কোভালাম বীচ অবস্থিত। কোভালাম একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমুদ্র সৈকত, যেখানে লাগোয়া তিনটি অর্ধচন্দ্রাকার সৈকতভূমি রয়েছে। কোভালাম সেই ১৯৩০-এর দশক থেকেই পর্যটকদের প্রিয় বিচরণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে, বিশেষত ইউরোপীয়দের কাছে। এই সৈকতে একটি ভীমকায় পাথুরে শৈলান্তরিপ রয়েছে যা একে সমুদ্রস্নানের পক্ষে আদর্শ একটি শান্ত-স্নিগ্ধ সৈকতের রূপদান করেছে।

কোভালাম থেকে মাত্র কয়েক কিমি দূরেই অবস্থিত পুভার। তামিলনাড়ু চেক পোষ্টের কাছেই। পুভার পর্যটকদের কাছে এখনও সেভাবে পরিচিতি পায়নি। প্রাইভেট্ স্পীড্ বোটে খাঁড়ি পথে ঘুরে নিতে পারেন পুভার গোল্ডেন বীচ, নেইয়ার নদী, অ্যানাকোন্ডা ফরেস্ট, ডিভাইন প্লেস বা এলিফ্যান্ট রক্। আরব সাগরের সী-মাউথ দেখতে পাবেন আর পাবেন অসংখ্য পরিযায়ী পাখি। এক কথায় 'ফোটোগ্রাফারস্ প্যারাডাইস'।

আমরা কেরালার সঙ্গে কণ্যাকুমারী টাও ঘোরাবো।
তাই পরবর্তী গন্তব‍্য কণ্যাকুমারী।

এখানেও দু রাত থাকা। প্রধাণ আকর্ষণ বিবেকানন্দ রক, থিরুভাল্লুভার স্ট‍্যাচু, ভগবতী আম্মান মন্দির, সুচিন্দ্রম থানুমালায়ান স্বামী মন্দির, কণ‍্যাকুমারী বীচ, গান্ধী মন্ডপম, ত্রিবেণী সঙ্গম, ওয়াক্স মিউজিয়াম, চার্চ, সানসেট পয়েন্ট ইত‍্যাদি।

মোট ১৪ দিনের প‍্যাকেজ। এসি গাড়ি ও এসি হোটেল (মুন্নার - কুমিলি বাদে)। নিজস্ব কেটারিং স্টাফ ও অভিজ্ঞ ট্যুর লিডার/ম্যানেজার তো থাকছেই আপনাদের পরিষেবা প্রদানের জন্য।

তাহলে Sweet Happy Journey-র সঙ্গে ঈশ্বরের নিজের দেশে কবে যাচ্ছেন?

যোগাযোগ করুন আজই। বুকিং চলছে।

ফোন নম্বর : 9073661975 / 9007198305 / 6290164062 / 033 2414 5040

এবার পুজোয় বা শীতে Sweet Happy Journey-এর তত্বাবধানে চলুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে। Honeymoon Celebra...
19/04/2024

এবার পুজোয় বা শীতে Sweet Happy Journey-এর তত্বাবধানে চলুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে। Honeymoon Celebration-এর জন্যই হোক অথবা সপরিবারে নির্ভেজাল ছুটি কাটানোর জন‍্যই হোক, আন্দামান এ দেশের অন‍্যতম আদর্শ সমুদ্র সৈকত। আপনার সঙ্গীকে নিয়ে নির্জন সৈকতে দিব্যি হেঁটে বেড়াতে পারেন। সৈকতেই সারতে পারেন 'ক্যান্ডেল লাইট ডিনার'! সব মিলিয়ে দুরন্ত রোম্যান্টিক পরিবেশ যাকে বলে!

Sweet Happy Journey-এর প্রতিনিধি তো থাকছেই পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমান বন্দরে আপনাকে receive করার জন‍্য।

ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময়ে ‘দ্বীপান্তর’-এ পাঠানো হত। ‘কালাপানি’ পেরিয়ে যেতে হত সেই দ্বীপে। সে ছিল এক বিভীষিকা। এখন সেই ‘দ্বীপান্তর’-এর দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটনক্ষেত্র।

প্রথম দিন – বিমানে চলুন পোর্ট ব্লেয়ার। হোটেলে চেক ইন করে বিশ্রাম নিন। লাঞ্চের পর চলুন করবাইন্স কোভ সৈকতে। পরবর্তী গন্তব‍্য বিপ্লবীদের সেই বিভীষিকাময় কারাগার সেলুলার জেল।

সেলুলার জেল প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৭.১৫ মিনিটে সাউন্ড-এন্ড-লাইট-শোতে বন্দিদের নির্যাতনের কাহিনী দেখানো হয়। সেলুলার জেলে 'লাইট অ্যান্ড সাউন্ড শো' দেখতে দেখতে যেন পৌঁছে যাবেন সেই সময়ে, যখন এই জেলে বন্দি বিপ্লবীদের ওপরে অত্যাচারের কোনো সীমা ছিল না।
এছাড়াও এখানে একটি জাদুঘর, একটি আর্ট গ্যালারি এবং একটি ফটো গ্যালারি রয়েছে। সোমবার ছাড়া সপ্তাহের সবদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং দুপুর ২ টো থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
ফিরে এসে রাত্রিবাস পোর্ট ব্লেয়ার হোটেলে।

দ্বিতীয় দিন – আজও থাকুন পোর্ট ব্লেয়ারে। ঘুরে আসুন রস আইল্যান্ড (নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড) এবং নর্থ বে আইল্যান্ড।

রাজীব গাঁধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকেই স্পিড বোটে প্রথমে চলুন রস আইল্যান্ড। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, ক্লাবঘর এবং আরও অনেক পুরোনো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়, যার ব‍্যবস্থা আমাদের প্রতিনিধিই করে দেবেন।

রস আইল্যান্ড ঘুরে চলুন নর্থ বে আইল্যান্ড। এই দ্বীপে আছে স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং গ্লাসবোটে চড়ার সুযোগ। ফিরে এসে রাত্রীবাস পোর্ট ব্লেয়ারে।

তৃতীয় দিন – আজ প্রাইভেট ক্রুজে করে চলুন হ্যাভলক আইল্যান্ড (স্বরাজ দ্বীপ)।

পোর্ট ব্লেয়ারের ফিনিক্স বে জেটি থেকে ক্রুজ ছাড়ে। এই ক্রুজে চেপেই যেতে হয় হ্যাভলক আইল্যান্ডে। ক্রুজে করে সমুদ্র উপভোগ করতে করতে পৌঁছে যাবেন হ্যাভলক। হোটেলে চেক ইন করার পর ঘুরে দেখবেন রাধানগর বিচ। হ্যাভলক দ্বীপের রাধানগর সৈকত সত‍্যিই ছবির মতো সুন্দর। বেড়াতে বেরিয়ে যাঁরা ভিড়ভাট্টা থেকে একেবারে দূরে থাকা পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ। রাত্রিবাস হ্যাভলকে।

চতুর্থ দিন – চলুন নীল আইল্যান্ড (শহিদ দ্বীপ)।

হ্যাভলক থেকে ক্রুজে করে যেতে হবে নীল আইল্যান্ড। ছোট্ট এই দীপটিতে একাধিক সমুদ্রসৈকত। লক্ষ্মণপুর বিচ, ভরতপুর বিচ এবং হাওড়া ব্রীজ।

লক্ষ্মণপুর বিচে দেখতে পাবেন অসংখ্য প্রবালপ্রাচীর এবং আরও নানা ধরনের সামুদ্রিক প্রাণী। ভাটার সময়ে গেলেই অনেক কিছু দেখতে পাবেন। উল্লেখযোগ্য বিষয় যে এই দ্বীপে প্রায় সবাই বাঙালি। বাংলা থেকে এত দূরে যে আরেকটি বাংলা আছে, তা এখানে না এলে জানাই যাবে না।

ভরতপুর বিচের বালিয়াড়ি এত সমতল যে ভাটার সময়ে অনেক দূর পর্যন্ত জল চলে যায়। এই জায়গাগুলি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা তো থাকছেই, চাইলে স্কুটিও ভাড়া করতে পারেন।
রাত্রিবাস নীলে।

পঞ্চম দিন - আজ আবার ক্রুজে করে ফিরে আসুন পোর্ট ব্লেয়ারে। বিকেলটা ফ্রি টাইম সপিং বা leisure time উপভোগ করার জন‍্য। রাত্রীবাস পোর্ট ব্লেয়ারে।

ষষ্ঠ দিন - আজ পোর্ট ব্লেয়ার সিটি ট‍্যুর। একে একে দেখে নিন সামুদ্রিকা ন‍্যাভাল মিউজিয়াম, চ‍্যাথ‍্যাম শ মিল, অ‍্যানথ্রোপোলজিক‍্যাল মিউজিয়াম ও সাগরিকা এম্পোরিয়াম। রাত্রীবাস পোর্ট ব্লেয়ারে।

সপ্তম দিন - আজ যাবেন ‘সবুজ দীপের রাজা’ খ‍্যাত জাড়োয়াদের দ্বীপ বারাটাং। প্রায় রাত থাকতে থাকতে বেরোতে হবে। গাড়িতে বা বাসে করে প্রথমে যেতে হবে ৪১ কিমি দূরের জিরাকাটাং চেকপোস্ট। জারোয়াদের এই জঙ্গলে অনেক গাড়ির কনভয় এক সঙ্গে যায়। ভোরবেলা জঙ্গল পেরিয়ে ওপারে যাওয়ার জন্য দু’বার গেট খোলে। একবার ভোর ৪টেয় এবং তার পর সকাল ৬টায়। এ সময় ছাড়া এই জঙ্গলে ঢোকা যায় না। এই কনভয়ে পুলিশের গাড়িও থাকে।

দু’ ঘণ্টার এই জঙ্গলযাত্রায় কোনো জন্তুর দেখা না মিললেও দেখা মিলবে অনেক পাখি এবং ভাগ্য ভালো থাকলে জারোয়াও দেখতে পাবেন। জঙ্গল পেরিয়ে আসবে বারাটাং। বারাটাং পৌঁছে প্রথমেই উপভোগ করুন ম‍্যানগ্রোভ সাফারি। তারপর বার্জে করে খাঁড়ি পেরিয়ে ওপারে গিয়ে স্পিডবোটে করে ঘুরে আসুন লাইমস্টোন কেভ্ ও মাড্ ভলক্যানো। তারপর আবার গাড়িতে বা বাসে করে ফিরে আসুন পোর্ট ব্লেয়ার।

অষ্টম দিন - আজ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন এয়ারপোর্টের উদ্দেশ‍্যে। আমাদের প্রতিনিধি আপনাদের সি-অফ করবে আর আপনারা কলকাতার দিকে যাত্রা শুরু করবেন Sweet HappyJourney'-এর তত্বাবধানে আন্দামান ভ্রমণের এক অপূর্ব স্মৃতি সঙ্গে করে।

বুকিং-এর জন‍্য আজই যোগাযাগ করুন : 9073661975 / 9007198305 /6290164062 /033 24145040

Subho Noboborsho! May this new year bring you joy, prosperity, and success. 🎉🌼                                          ...
14/04/2024

Subho Noboborsho! May this new year bring you joy, prosperity, and success. 🎉🌼







Jagdalpur is a naturally bountiful city and is one of the most popular tourist destinations of Chhattisgarh. It has been...
12/04/2024

Jagdalpur is a naturally bountiful city and is one of the most popular tourist destinations of Chhattisgarh. It has been mentioned in the Ramayana as one of the places where Lord Ram spent time during the 14-year exile.
Jagdalpur is famous for different monuments and palaces in the city as well as the natural wonders like lakes, waterfalls and forests that are almost untouched by vigorous tourist activities.

Book your next holiday with us and enjoy the 8 days all inclusive package.

Please contact for booking : 9073661975 / 9007198305

Glimpses of ongoing Kashmir with Vaishnodevi Tour
10/04/2024

Glimpses of ongoing Kashmir with Vaishnodevi Tour

Turn Your Dream Holiday Into a Reality with  . Discover the best of Karnataka with us.Booking going on.. Avail Special D...
05/04/2024

Turn Your Dream Holiday Into a Reality with . Discover the best of Karnataka with us.

Booking going on..

Avail Special Discount Offer till 14th April, 2024.

Please contact : 9073661975 / 9007198305 / 033 2414 5040

Renowned for its scenic locations and natural beauty, Kerala is sure to enchant any nature lover with its hills, backwat...
05/04/2024

Renowned for its scenic locations and natural beauty, Kerala is sure to enchant any nature lover with its hills, backwaters, beaches, waterfalls and wildlife. The state also has a rich heritage and thriving culture one can explore by visiting the various forts, palaces, museums, monuments and pilgrim centres. Both natural and manmade brilliance await you at every turn.

Book Package and avail Special discount.

Offer valid till 14th of April, 2024

For any query please contact :
9073661975 / 9007198305 / 033 2414 5040

Wishing you a Holi filled with vibrant colors, joyful moments, and sweet memories.                                      ...
24/03/2024

Wishing you a Holi filled with vibrant colors, joyful moments, and sweet memories.






Amarnath with Vaishno Devi Tour packagesGroup tour- 08/07.
07/03/2024

Amarnath with Vaishno Devi Tour packages
Group tour- 08/07
.



Sundarban Tour PackagesGroup tour-26/07, 09/08
06/03/2024

Sundarban Tour Packages
Group tour-26/07, 09/08









Nepal Tour Packages28000/- P/hdGroup tour-11/05
02/03/2024

Nepal Tour Packages
28000/- P/hd
Group tour-11/05









"Kedarnath, where the heart finds peace and the soul finds happiness."Kedarnath-Badri narayanGroup tour-07/06Book now   ...
01/03/2024

"Kedarnath, where the heart finds peace and the soul finds happiness."
Kedarnath-Badri narayan
Group tour-07/06
Book now




"Andaman TOUR PACKAGES"PORT BLAIR 5 NIGHT COVERING CELLULAR JAIL, ROSS ISLAND, NORTH BAY, BARATANG ISLAND, HAVELOCK ISLA...
27/02/2024

"Andaman TOUR PACKAGES"
PORT BLAIR 5 NIGHT COVERING CELLULAR JAIL, ROSS ISLAND, NORTH BAY, BARATANG ISLAND, HAVELOCK ISLAND 1 NIGHT COVERING RADHANAGAR BEACH, NEIL ISLAND 1 NIGHT





"Shimla, sangla, kalpa Tour PackagesGroup tour-  02/04, 20/04"....                                                      ...
05/02/2024

"Shimla, sangla, kalpa Tour Packages
Group tour- 02/04, 20/04"

....


Kaza-Tabo-Nako with Chandratal lakeTour packagesShimla 1 night, Kalpa 2 night Reckongpeo, Tabo-1 night covering Nako lak...
03/02/2024

Kaza-Tabo-Nako with Chandratal lake
Tour packages
Shimla 1 night, Kalpa 2 night Reckongpeo, Tabo-1 night covering Nako lake, kaza 2 night covering Dhankar and key monastry, Losa village/chandratal 1 night, keylong 2 night covering kunjum pass & trilokinath, Manali 2 night

...


"Live your North india dream"Date of Journey: 01/08/24, 14/08/24                                                        ...
02/02/2024

"Live your North india dream"
Date of Journey: 01/08/24, 14/08/24



LADAKH tour packagesJammu 1 night, Srinagar 1 night, Kargil 1 night, Leh 5 night covering pangong Lake, Tso-Moriri Lake,...
01/02/2024

LADAKH tour packages
Jammu 1 night, Srinagar 1 night, Kargil 1 night, Leh 5 night covering pangong Lake, Tso-Moriri Lake, Nubra valley 2 night covering khardungla pass, Diskit, Hunder desert, Tuk-Tuk, Sarchu/Keylong 1 night, Manali 2 night










"Lost in the magic of the misty mountains of Ooty."
29/01/2024

"Lost in the magic of the misty mountains of Ooty."






Nepal Tour PackagesBirganj 2 night, chitwan 1 night, Pokhara 2 night, Kathmandu 3 night covering Manakamana temple Nagar...
27/01/2024

Nepal Tour Packages
Birganj 2 night, chitwan 1 night, Pokhara 2 night, Kathmandu 3 night covering Manakamana temple Nagarkot.









Let us all stand proud today and pay tribute to our country on Republic Day. Wish you a very Happy Republic Day    #गणतन...
26/01/2024

Let us all stand proud today and pay tribute to our country on Republic Day. Wish you a very Happy Republic Day

#गणतन्त्र_दिवस_2024

15/01/2024

Goa & Maharashtra Tour Packages
Book now..
For more details
Call us..


.

Royal MADHYAPRADESH tour packagesGwalior 3 night covering Jhansi, Orchha, Bhopal 2 night covering Sanchi, Vidisha, indoo...
13/01/2024

Royal MADHYAPRADESH tour packages
Gwalior 3 night covering Jhansi, Orchha, Bhopal 2 night covering Sanchi, Vidisha, indoor 3 night, covering Omkareshwar temple and Mahakaleshwar temple
Group tour- 11/02/24




Nainital Group Tour- 31/03Book fastSweet happy journey tours & Travel Pvt. Ltd.                                         ...
13/01/2024

Nainital Group Tour- 31/03
Book fast
Sweet happy journey tours & Travel Pvt. Ltd.



*WILD MADHYA PRADESH TOUR*Don't be late, Book fast.Group tour- 21/01Only four seats available                           ...
12/01/2024

*WILD MADHYA PRADESH TOUR*
Don't be late, Book fast.
Group tour- 21/01
Only four seats available



"Amritsar Dalhousie tour packagesGroup tour-02/04/24, 16/04/24Book now"                                                 ...
11/01/2024

"Amritsar Dalhousie tour packages
Group tour-02/04/24, 16/04/24
Book now"





Address

F/15, Katju Nagar, Jadavpur
Kolkata
7000032

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+916290164062

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Happy Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sweet Happy Journey:

Videos

Share

Category


Other Travel Agencies in Kolkata

Show All